31/12/2021
আসসালামু আলাইকুম
ছোট থেকে কষ্ট করে বড় হওয়ার স্বাদ আলাদা,, বড় থেকে বেশি বড় হতে গেলে আবার বুড়ো হয়ে যেতে হবে তাড়াতাড়ি,,,,
একবারেই,,একচাওয়াতেই,,একচেষ্টায় সহজেই কখনো জীবন এর
সফলতা পাওয়া যায়না,,,
ধীরে ধীরে নিজের সততা,,দক্ষতা,অধ্যবসায়,
ইচ্ছাশক্তি দিয়ে লড়ে যেতে হবে,,,
হারবো,, হেরে শিখবো,, শিখে আবার মাঠে নামবো ইনশাআল্লাহ জিতব।
আমি যেখান থেকে কাজ করছি একটা মোটামোটি গ্রাম বলা যায়,,সিটি থেকে অনেক দুরেই,,,
অনেক ধরনের মানুষ আছে,,অনেকের চিন্তা অনেক রকম,,
কারো চিন্তা বদলানোর ক্ষমতা আমার নেই তবে বুঝাতে পারব এই,,এর চেয়ে বেশি না।
আমার কাজ এমন যে বুঝে বুঝেই আর যে বুঝে না তার কাছে হাসির জিনিস,,,
অনেক মানুষ পাশে পাইনি,,তবে যাদের পেয়েছি তারা আমার অনেক বড় শক্তি।।।
আলহামদুলিল্লাহ ছোট একটা সপ নিয়েছি,,
এখানেও অনেক বাধা,,অনেক কথার বন্যা।।
সবকিছু আমার সুবিধামত পাব,,আমার পক্ষে থাকবে এমন নয়,,আমি চাই অভিজ্ঞতা অর্জন করতে,,এই ছোট সপটাই অনেক বড় আমার কাছে।।
অনেকের মনে হচ্ছে মেয়ে হয়ে কখনো এসব কাজ করা যায় না,,,
আর ১০০ জনের মধ্যে ৯৯ জন আমাকে উৎসাহ দিচ্ছে আমার দোকান চলবে না,,আরে ২য় তলাতে কাস্টমার যায় নাকি,,উঠবে না কেউ,,টাকা বেশি তাই জলে ফেলছি আর কি!!
প্রতিটি কথাই আমার জন্য শিক্ষনীয়,,সবাই বলতে থাক,আমি আমার কাজে অটল,,
ইনশাআল্লাহ আমি আমার সবটা দিয়ে কাজ করবো,,আল্লাহ পরিশ্রমিকে কখনোই হতাশ করে না।।।
অবস্থান ছোট থাক,,এই অবস্থান কে বড় জায়গায় নিতে হবে একমাত্র নিজের পরিশ্রম দিয়ে,,
আমি আয়ান
অনার অফ ভাটিয়ারি শপ