
11/01/2025
দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও। উপার্জন করাটা খুবই জরুরি, নাহলে তোমার থেকেও অযোগ্য মানুষেরা অপমান করার স্পর্ধা দেখাবে। সমাজে অনেক মানুষ আছে যারা তোমার শিক্ষা ট্যালেন্টকে চার আনাও মূল্য দেবে না তোমাকে পরিমাপ করা হবে তোমার পকেটের টাকা দিয়ে। এমন অনেক মানুষ দেখেছি যারা দু-পয়সা ইনকাম করে চোখে কিছু টাকা দেখে, অনেক শিক্ষিত বেকারকে ঠাট্টার ছলে অপমান করেতে। তবে ভাই একদিন অবশ্যই নিজের পায়ে দাঁড়াবো, দু-হাত ভরে টাকা কামাবো, বেকারত্ব একদিন ঠিকই ঘুচে যাবে কিন্তু তাদের বলা ওই তেতো তেতো কথা গুলো ঠিকই মনে থাকবে, কোনো একদিন পাড়ার মোরে তাদের মুখোমুখি দাঁড়িয়ে অপমানের হিসেবটা না হয় সমান সমান করে নেবো।❤️😊
এটার নামই জীবন 😑