Rahat chy vlogs

Rahat chy vlogs A to z✌️.try to make some funny or emotional content or Some interesting things to do it FOR Everyone

দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও। উপার্জন করাটা খুবই জরুরি, নাহলে তোমার থেকেও অযোগ্য মানুষেরা অপমান করার স্পর্ধা দেখাবে। সম...
11/01/2025

দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও। উপার্জন করাটা খুবই জরুরি, নাহলে তোমার থেকেও অযোগ্য মানুষেরা অপমান করার স্পর্ধা দেখাবে। সমাজে অনেক মানুষ আছে যারা তোমার শিক্ষা ট্যালেন্টকে চার আনাও মূল্য দেবে না তোমাকে পরিমাপ করা হবে তোমার পকেটের টাকা দিয়ে। এমন অনেক মানুষ দেখেছি যারা দু-পয়সা ইনকাম করে চোখে কিছু টাকা দেখে, অনেক শিক্ষিত বেকারকে ঠাট্টার ছলে অপমান করেতে। তবে ভাই একদিন অবশ্যই নিজের পায়ে দাঁড়াবো, দু-হাত ভরে টাকা কামাবো, বেকারত্ব একদিন ঠিকই ঘুচে যাবে কিন্তু তাদের বলা ওই তেতো তেতো কথা গুলো ঠিকই মনে থাকবে, কোনো একদিন পাড়ার মোরে তাদের মুখোমুখি দাঁড়িয়ে অপমানের হিসেবটা না হয় সমান সমান করে নেবো।❤️😊
এটার নামই জীবন 😑

৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বি...
24/08/2024

৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টা খুবই বিব্রতকর, কারণ এদেশে অসংখ্য ট্রাস্টেড জায়গা আছে টাকা দেওয়ার। সেগুলোতে দিয়ে দিলেই হয়। কিন্তু তা না করে এই বন্যাট্যুর খুবই বিরক্তিকর!

আর যদি যাওয়ার ই হয় যাওয়া-আসা থাকা-খাওয়া এগুলো নিজেদের টাকায় করলে ভালো হয়। না পারলে সংগ্রহকৃত টাকা গুলো কোন ট্রাস্টেড ফান্ড বা যারা অলরেডি ওখানে আছে ট্রাস্টেড তাদের দিয়ে দিলে ভাল হয়।
মনে রাখবেন, আপনার একজনের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার খরচ দিয়ে একটি পরিবারের খাবারের ব্যবস্থা হয়ে যাবে।

অনেকেই দেখলাম উদ্ধারকাজ চলানোর সময় পুরা বোর্ড জুড়েই উদ্ধারকর্মীরা বসে আছে। তাহলে ওই মানুষ গুলোকে কোথায় তুলবেন আপনারা?
আবার যারা উদ্ধার করতে গিয়েছেন তারমধ্য কমবয়সী সাঁতার না জানা এরকম অনেকেই আছে যাদের কে অন্যরা এসে উদ্ধার করতে হচ্ছে। এতে যারা উদ্ধার কাজে নিয়োজিত আছেন তাদেরও পরিস্থিতি সামাল দিতে কষ্টসাধ্য হয়ে পড়ছে।

বর্তমানে উদ্ধার কাজের চেয়েও ফুটেজ এর জন্য সবাই টিম বানিয়ে রওনা হয়ে পড়ছে।
অপ্রিয় হলেও এটাই সত্যি।

টিএসসিতে কয়েকঘণ্টায় ১৫ লাখ টাকা উঠে যাচ্ছে, গেইমস রুম ভর্তি হচ্ছে শুকনো খাবারে, পূজোর টাকা দিয়ে দিচ্ছে মন্দির কমিটি, চট্...
23/08/2024

টিএসসিতে কয়েকঘণ্টায় ১৫ লাখ টাকা উঠে যাচ্ছে, গেইমস রুম ভর্তি হচ্ছে শুকনো খাবারে, পূজোর টাকা দিয়ে দিচ্ছে মন্দির কমিটি, চট্টগ্রাম থেকে বোট নিয়ে ফেনীর দিকে যাচ্ছে ট্রাকের পর ট্রাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল-বিভাগ থেকে ডজন ডজন টিম বেরিয়ে পড়ছে ফেনীর পথে, খয়েরি কাপড়ে নেমে এসেছে বৌদ্ধ ভাইয়েরা, ওমরার জন্য জমিয়ে রাখা টাকা বিলিয়ে দিচ্ছে ছোট্টশিশু…

হোয়াট আ বিউটিফুল বাংলাদেশ দিস ইজ, হোয়াট আ বিউটিফুল💝
দিস ইজ দা ইউনিটি অফ স্বাধীন বাংলাদেশ জয় হোক মানবতার ইনশাল্লাহ দেশে এগিয়ে যাবে ঐক্য তার সাথে।।

22/08/2024

মানুষের স্বপ্নের বাসস্থান যখন নীজ চোখের সামনে বিলীন হয়ে যায় আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দিও।। 😪😪😪

20/08/2024

একটি ব্যাচের আত্মকাহিনী : 🙂🙂🙂
2011- PSC (GPA 5 system)
2014-JSC Math সৃজনশীল
2017- SSC (৭ টা সৃজনশীল)
2019-HSC (For the last time Full syllabus, full time exam)

Hon's 1st year -2020 lock down
Hon's final Year - 2024 Shutdown, stepdown

03/07/2024

"পঁচিশ থেকে পঁয়ত্রিশ" এই বয়সটা খুব বাজে জানেন তো!
এই বয়সে আমাদের মধ্যে বাবা-মাকে হারিয়ে ফেলার একটা আতঙ্ক কাজ করতে থাকে। চোখের সামনে আমরা আমাদের বাবা-মাকে বৃদ্ধ হতে দেখি। সে এক তীব্র যন্ত্রণা।

একটা সময় বাবা-মা যতটা গর্ব করে বলে, আমার সন্তানটা অনেক বড় হয়ে গেছে, ঠিক ততটাই ভয় নিয়ে সন্তানরাও বলে, বাবা-মার বয়স হয়ে যাচ্ছে। এর চেয়ে কষ্টের বোধহয় আর কিছু হয় না। বাবা-মা ঘুমিয়ে থাকলে অদ্ভুত ভাবে তাদের ঘরে গিয়ে বারবার দেখতে হয় মানুষ গুলো ঠিক আছেন তো??ঘুমের মধ্যে সুন্দর করে নিশ্বাস নিচ্ছে দেখলে তখন যেন বুকের উপর থেকে পাথর নেমে যায়।

ছোট বেলায় যারা শিখিয়েছিল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবুজ প্রকৃতির দিকে চোখ বুলালে আমাদের চোখের জ্যোতি বাড়ে। সেই মানুষ গুলোকেই যখন পাওয়ারওয়ালা চশমা পড়তে দেখতে হয় তখন বুকের মধ্যে অজান্তেই একটা মোচর দিয়ে ওঠে।

"পঁচিশ থেকে পঁয়ত্রিশ" এই বয়সটা সত্যিই খুব অদ্ভুত। বাবা-মায়ের হাই প্রেশার, ডায়বেটিস, থাইরয়েড, একটু একটু করে তাদের ঔষধের কৌটা ভারী হতে দেখা, রোজ খবরের কাগজ কিংবা বই পড়ার জন্য চশমা খুঁজে বের করে দেয়া এইগুলো আমাদের সন্তানদের ভীষণ পোড়ায়।

আমরা বড় হই সাথে সাথে আমাদের বাবা-মায়েরা বৃদ্ধ হতে থাকেন। এই যে চোখের সামনে নিজের বাবা-মাকে একটু একটু করে বৃদ্ধ হতে দেখার যেই যন্ত্রণা এটা বোধহয় এই বয়সের সন্তান গুলো ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না।

আল্লাহ আপনি পৃথিবীর সকল বাবা মাকে সুস্থতা দান করুন। আমিন 🤲

স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Rahat chy vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rahat chy vlogs:

Share