27/09/2020
আউলিয়া কেরামকে সৃষ্টি করা হয়েছে আমাদের দুঃখ-দুর্দশা লাঘবের উদ্দেশ্যে
_________________________________________
•হাদিস ০১-০৫
____________________
❏ হাদিস ১ :
হযরত আবদুল্লাহ ইবনে উমর (رضي الله عنه) উদ্ধৃত করেন রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদীস, যিনি এরশাদ ফরমান:
إِنَّ اللَّهَ لَيَدْفَعُ بِالْمُسْلِمِ الصَّالِحِ عَنْ مِائَةِ أَهْلِ بَيْتٍ مِنْ جِيرَانِهِ الْبَلَاءَ.
নিশ্চয় আল্লাহতা’লা কোনো প্রতিবেশী পুণ্যবান মুসলমানের জন্যে ১০০ জন প্রতিবেশীর দুঃখকষ্ট দূর করেন। [১]
[১] তবরানী : আল মু‘জামুল আওসাত, ৪:২৩৯ হাদীস নং ৪০৮০।
❏ হাদিস ২ :
হুযূর পূর নূর (ﷺ) এরশাদ করেন,
لَوْلَا عَبَّادٌ لِلَّهِ رُكَّعٌ، وَصِبْيَةٌ رُضَّعٌ، وَبَهَائِمُ رُتَّعٌ لَصُبَّ عَلَيْكُمُ الْعَذَابُ صَبًّا، ثُمَّ رُضَّ رَضًّا.
সালাত (নামায) আদায়কারী আল্লাহর বান্দাগণ, দুধ পানকারী শিশুরা এবং তৃণভোজী চারপায়া জন্তুরা না হলে আল্লাহ পাক অবশ্যই তোমাদের শাস্তি দিতেন এবং এই শাস্তি খুবই কঠোর হতো। [২]
[২] (ক) তবরানী : আল মু‘জামুল কবীর, ২২:৩০৯।
(খ) তবরানী : আল মু‘জামুল আওসাত, ৬:৩২৭ হাদীস নং ৬৫৩৯।
❏ হাদিস ৩ :
হযরত সা’আদ ইবনে আবি ওয়াক্কাস (رضي الله عنه) বর্ণনা করেন মহানবী (ﷺ)-এর হাদীস, যিনি ফরমান:
هَلْ تُنْصَرُونَ وَتُرْزَقُونَ إِلَّا بِضُعَفَائِكُمْ.
তোমাদের মধ্যে দুর্বল বা গুরুজনের কারণেই তোমরা সাহায্য ও রিযিক পেয়ে থাকো? [৩]
[৩] বুখারী : আস সহীহ, ৪:৩৭, হাদীস নং ২৮৯৭।
❏ হাদিস ৪ :
হযরত উবায়দা (رضي الله عنه) উদ্ধৃত করেন নবী করীম (ﷺ)-এর বাণী:
لَا يَزَالُ فِي أُمَّتِي ثَلَاثُونَ بِهِمْ تَقُومُ الْأَرْضُ، وَبِهِمْ تُمْطَرُونَ، وَبِهِمْ تُنْصُرُونَ.
আমার উম্মতের মধ্যে ৩০ জন ‘আবদাল’ রয়েছেন। তাঁদের অসিলাতেই পৃথিবী বহাল আছে। একমাত্র তাঁদের কারণেই তোমাদের জন্যে বৃষ্টিপাত হয় এবং তোমরা সাহায্য পেয়ে থাকো। [৪]
[৪] আল হায়সামী : আল মাজমাউস যাওয়ায়েদ, ১০:৬৩ হাদীস নং ১৬৬৭৩।
❏ হাদিস ৫ :
হযরত আলী (رضي الله عنه) রওয়ায়াত করেন সাইয়্যেদুল মোরসালীন (ﷺ)-এর কথা, যিনি বলেন:
الأَبْدَالُ يَكُونُونَ بِالشَّامِ ، وَهُمْ أَرْبَعُونَ رَجُلاً ، كُلَّمَا مَاتَ رَجُلٌ أَبْدَلَ اللَّهُ مَكَانَهُ رَجُلاً ، يُسْقَى بِهِمُ الْغَيْثُ ، وَيُنْتَصَرُ بِهِمْ عَلَى الأَعْدَاءِ ، وَيُصْرَفُ عَنْ أَهْلِ الشَّامِ بِهِمِ الْعَذَابُ.
শাম (সিরিয়া) দেশে ৪০ জন ‘আবদাল’ আছেন। তাঁদের কেউ একজন বেসালপ্রাপ্ত হলে আল্লাহতা’লা অন্যজনকে তাঁর স্থলাভিষিক্ত করেন। একমাত্র তাঁদের কারণেই বৃষ্টিপাত হয় এবং শত্রুপক্ষ পরাভূত হয়। সিরিয়াবাসীর শাস্তিও মওকুফ হয় কেবল তাঁদেরই অসিলায়। [৫]
[৫] আহমদ : মুসনাদু আলী ইবনে আবী তালিব, ১:১১২ হাদীস নং ৮৯৬।