GM Trading Shop

GM Trading Shop Expect best thing from us.

মিল্লাতুর রহমান
03/03/2025

মিল্লাতুর রহমান

02/10/2024

The most beautiful and peaceful place in the world.😍💖

05/12/2023

সম্মান চাইলে আপনাকে স্নেহ করতে জানতে হবে,
আর স্নেহ চাইলে আপনাকে সম্মান করতে জানতে হবে।

19/05/2021

𝗜 𝗮𝗺 𝗳𝗿𝗼𝗺 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵 𝗮𝗻𝗱 𝘀𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝗣𝗮𝗹𝗲𝘀𝘁𝗶𝗻𝗲 🇵🇸 🇵🇸 🇵🇸



















Keep posting❣️

14/12/2020

Be a good person but don't waste time trying to prove it.

12/12/2020

মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই।শয়তানও কিন্তু মেধাবী হয়।
মনুষ্যত্ব ও সততা না থাকলে সে মেধা ঘৃণিত।

21/11/2020
14/11/2020

এই প্রথম বার হুজুরের মুখে অবাক করা বয়ান!
👉Girlfriend 🚫

এ সম্পর্কে ইসলাম কি বলে!

(যুব সমাজের জন্য উপদেশ)
মাওলানা জয়নাল আবেদীন কাদেরী

14/10/2020

#স্বাধীনতা৭১ শব্দটার একটা সম্মান-মর্যাদা আছে। কাজেই সেটা নিয়ে খেলা করবেন না।এই শব্দের সম্মানটাও অর্জন করাটাই প্রত্যেকের দেশপ্রেমের অন্তর্ভুক্তে পড়ে।বিষয়টি খেয়াল করবেন।
িভি

27/09/2020

আউলিয়া কেরামকে সৃষ্টি করা হয়েছে আমাদের দুঃখ-দুর্দশা লাঘবের উদ্দেশ্যে
_________________________________________

•হাদিস ০১-০৫
____________________
❏ হাদিস ১ :

হযরত আবদুল্লাহ ইবনে উমর (رضي الله عنه) উদ্ধৃত করেন রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদীস, যিনি এরশাদ ফরমান:

إِنَّ اللَّهَ لَيَدْفَعُ بِالْمُسْلِمِ الصَّالِحِ عَنْ مِائَةِ أَهْلِ بَيْتٍ مِنْ جِيرَانِهِ الْبَلَاءَ.

নিশ্চয় আল্লাহতা’লা কোনো প্রতিবেশী পুণ্যবান মুসলমানের জন্যে ১০০ জন প্রতিবেশীর দুঃখকষ্ট দূর করেন। [১]

[১] তবরানী : আল মু‘জামুল আওসাত, ৪:২৩৯ হাদীস নং ৪০৮০।

❏ হাদিস ২ :



হুযূর পূর নূর (ﷺ) এরশাদ করেন,

لَوْلَا عَبَّادٌ لِلَّهِ رُكَّعٌ، وَصِبْيَةٌ رُضَّعٌ، وَبَهَائِمُ رُتَّعٌ لَصُبَّ عَلَيْكُمُ الْعَذَابُ صَبًّا، ثُمَّ رُضَّ رَضًّا.

সালাত (নামায) আদায়কারী আল্লাহর বান্দাগণ, দুধ পানকারী শিশুরা এবং তৃণভোজী চারপায়া জন্তুরা না হলে আল্লাহ পাক অবশ্যই তোমাদের শাস্তি দিতেন এবং এই শাস্তি খুবই কঠোর হতো। [২]

[২] (ক) তবরানী : আল মু‘জামুল কবীর, ২২:৩০৯।

(খ) তবরানী : আল মু‘জামুল আওসাত, ৬:৩২৭ হাদীস নং ৬৫৩৯।

❏ হাদিস ৩ :

হযরত সা’আদ ইবনে আবি ওয়াক্কাস (رضي الله عنه) বর্ণনা করেন মহানবী (ﷺ)-এর হাদীস, যিনি ফরমান:

هَلْ تُنْصَرُونَ وَتُرْزَقُونَ إِلَّا بِضُعَفَائِكُمْ.

তোমাদের মধ্যে দুর্বল বা গুরুজনের কারণেই তোমরা সাহায্য ও রিযিক পেয়ে থাকো? [৩]

[৩] বুখারী : আস সহীহ, ৪:৩৭, হাদীস নং ২৮৯৭।

❏ হাদিস ৪ :

হযরত উবায়দা (رضي الله عنه) উদ্ধৃত করেন নবী করীম (ﷺ)-এর বাণী:

لَا يَزَالُ فِي أُمَّتِي ثَلَاثُونَ بِهِمْ تَقُومُ الْأَرْضُ، وَبِهِمْ تُمْطَرُونَ، وَبِهِمْ تُنْصُرُونَ.

আমার উম্মতের মধ্যে ৩০ জন ‘আবদাল’ রয়েছেন। তাঁদের অসিলাতেই পৃথিবী বহাল আছে। একমাত্র তাঁদের কারণেই তোমাদের জন্যে বৃষ্টিপাত হয় এবং তোমরা সাহায্য পেয়ে থাকো। [৪]

[৪] আল হায়সামী : আল মাজমাউস যাওয়ায়েদ, ১০:৬৩ হাদীস নং ১৬৬৭৩।

❏ হাদিস ৫ :

হযরত আলী (رضي الله عنه) রওয়ায়াত করেন সাইয়্যেদুল মোরসালীন (ﷺ)-এর কথা, যিনি বলেন:

الأَبْدَالُ يَكُونُونَ بِالشَّامِ ، وَهُمْ أَرْبَعُونَ رَجُلاً ، كُلَّمَا مَاتَ رَجُلٌ أَبْدَلَ اللَّهُ مَكَانَهُ رَجُلاً ، يُسْقَى بِهِمُ الْغَيْثُ ، وَيُنْتَصَرُ بِهِمْ عَلَى الأَعْدَاءِ ، وَيُصْرَفُ عَنْ أَهْلِ الشَّامِ بِهِمِ الْعَذَابُ.

শাম (সিরিয়া) দেশে ৪০ জন ‘আবদাল’ আছেন। তাঁদের কেউ একজন বেসালপ্রাপ্ত হলে আল্লাহতা’লা অন্যজনকে তাঁর স্থলাভিষিক্ত করেন। একমাত্র তাঁদের কারণেই বৃষ্টিপাত হয় এবং শত্রুপক্ষ পরাভূত হয়। সিরিয়াবাসীর শাস্তিও মওকুফ হয় কেবল তাঁদেরই অসিলায়। [৫]

[৫] আহমদ : মুসনাদু আলী ইবনে আবী তালিব, ১:১১২ হাদীস নং ৮৯৬।

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।অধ্যাপক ড. আনিসুজ্জামান ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেক...
14/05/2020

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

অধ্যাপক ড. আনিসুজ্জামান ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ১৯৫৭ সালে একই বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সে সময় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ ও শিক্ষক ছিলেন মুনীর চৌধুরী।

১৯৫৮ সালের ফেব্রুয়ারিতে তিনি বাংলা একাডেমির গবেষণা বৃত্তি লাভ করেন। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজ আমলের বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তাধারায় ১৭৫৭-১৯১৮ বিষয়ে পিএইচডি শুরু করেন।

১৯৫৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি পাকিস্তান কেন্দ্রীয় সরকারের গবেষণা বৃত্তি লাভ করেন। ১৯৬৫ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে উনিশ শতকের বাংলার সাংস্কৃতিক ইতিহাস: ইয়ং বেঙ্গল ও সমকাল বিষয়ে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। ১৯৬৯ সালের জুনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের রিডার হিসেবে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি ১৯৭১ সালের ৩১ মার্চ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেন।
পরবর্তী সময়ে ভারত গিয়ে শরণার্থী শিক্ষকদের সংগঠন ‘বাংলাদেশ শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। যুদ্ধকালীন গঠিত অস্থায়ী বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন তিনি।

১৯৭৪-৭৫ সালে কমনওয়েলথ অ্যাকাডেমি স্টাফ ফেলো হিসেবে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে গবেষণা করেন। ১৯৭৮ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে অংশ নেন।

১৯৮৫ সালে তিনি চট্টগ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসেন। ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। পরে সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবে আবার যুক্ত হন।

তিনি মওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ (কলকাতা), প্যারিস বিশ্ববিদ্যালয় এবং নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং ফেলো ছিলেন। এছাড়াও তিনি নজরুল ইনস্টিটিউট ও বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেন।

শিল্পকলাবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা যামিনী এবং বাংলা মাসিকপত্র কালি ও কলমের সম্পাদকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করেছেন এই গবেষক। ১৯৬১ সালে রবীন্দ্র জন্মশতবর্ষ অনুষ্ঠানে তিনি সক্রিয়ভাবে অংশ নেন।

তিনি ভাষা আন্দোলন (১৯৫২), ঊনসত্তরের গণঅভ্যুত্থান (১৯৬৯) ও ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ড. কুদরাত-এ-খুদাকে প্রধান করে গঠিত জাতীয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন।

শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য এই অধ্যাপক একাধিক পুরস্কার লাভ করেছেন। প্রবন্ধ গবেষণায় অবদানের জন্য ১৯৭০ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।

শিক্ষায় অবদানের জন্য তাকে ১৯৮৫ সালে একুশে পদকে ভূষিত করা হয়। শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য তাকে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পদক প্রদান করা হয়। সাহিত্যে অবদান রাখায় ২০১৫ সালে তাকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছে।

এছাড়া তিনি ১৯৯৩ ও ২০১৭ সালে দুবার আনন্দবাজারপত্রিকার আনন্দ পুরস্কার, ২০০৫ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট. ডিগ্রি এবং ২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক পেয়েছেন।

২০১৮ সালের ১৯ জুন বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে, মুসলিম মানস ও বাংলা সাহিত্য (১৯৬৪), মুসলিম বাংলার সাময়িকপত্র (১৯৬৯), আঠারো শতকের বাংলা চিঠি (১৯৮৩), পুরোনো বাংলা গদ্য (১৯৮৪), আমার একাত্তর (১৯৯৭), সাহিত্যে ও সমাজে (২০০০), পূর্বগামী (২০০১) ও কাল নিরবধি (২০০৩)।

তথ্যসূত্রঃ যুগান্তর রিপোর্ট
১৪ মে ২০২০, ১৮:১৭

Address

Barakhain-Anwara Road, , . , Anowara
Chittagong
4376

Alerts

Be the first to know and let us send you an email when GM Trading Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GM Trading Shop:

Share