
18/09/2024
🍀চিকেন কোরমা/মিস্টি চিকেন🍀
💥যা যা লাগবে
১. চিকেন ১.৫ কেজি
২. আদা বাটা ১ টে চামচ
২. রসুন বাটা ১ টে চামচ
৩. জিরা বাটা ১ টে চামচ
৪. মৌরি/মিস্টি জিরা বাটা ১/২ টে চামচ
৫. টক দই ১/২ কাপ
৬. চিনি ৪ টে চামচ (স্বাদ মত)
৭. লবণ (স্বাদ মত)
৮. তেল ১/৩ কাপ
৯. ঘি ১/৩
১০. দারুচিনি ২ পিস
১১. সাদা এলাচি ৪ পিস
১২. কালো এলাচি ২ পিস
১৩. লং ৪/৫ পিস
১৪. গোলমরিচ ১/৩ চা চামচ
১৫. তেজপাতা ২ ট
১৬. কিসমিস ২ টে চামচ
১৭. বাদাম বাটা (চিনাবাদাম) ১ টে চামচ
১৮. গুড়া দুধ ৪ টে চামচ
১৯. পেঁয়াজ কুচি ১ কাপ
২০. পেঁয়াজ বাটা ৩ টে চামচ
২১. কাঁচা মরিচ ৫ পিস
২২. লেবুর রস ১/২ চা চামচ
২৩. পেঁয়াজ বেরেস্তা (ডেকোরেশন এর জন্য)
🍀🌿প্রস্তুত প্রনালী 🌿🍀
১. প্যানে তেল দিয়ে দারুচিনি, এলাচি, লং, গোলমরিচ, তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড নাড়ুন, এরপর কুচি করা পেঁয়াজ দিয়ে বাদামী কালার করে ভেজে এতে লবণ, পেঁয়াজ বাটা, আদা, রসুন, জিরা, মৌরি/মিস্টি, বাদাম বাটা, আর টক দই দিয়ে অল্প পানি দিয়ে দিয়ে ৭-৮ মিনিট কসিয়ে নিন।।
২. এরপর ধুয়ে রাখা চিকেন আর চিনি দিয়ে ঢেকে রান্না করুন ১০ মিনিট চুলা মিডিয়াম আঁচে রেখে।। চিকেন থেকে বের হওয়া পানিতে চিকেন সিদ্ধ করুন।। চিকেন ভালো করে সিদ্ধ হলে লবণ আর মিস্টি পূণরায় চেক করুন। এরপর আস্ত কাঁচা মরিচ, লেবুর রস, গুড়া দুধ, ঘি, কিসমিস দিয়ে চুলা হালকা আঁচে রেখে রান্না করুন গ্রেভি ভারী হওয়া পর্যন্ত।।
🍁🍁নামিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন🍁🍁