CU Insiders

CU Insiders Welcome to the official page dedicated to the vibrant and diverse student community of the University of Chittagong!
(739)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যায্য ভর্তি ফি কমানো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আয়-ব্যায়ের হিসাব শিক্ষার্থীদের...
30/11/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যায্য ভর্তি ফি কমানো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আয়-ব্যায়ের হিসাব শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজ শিক্ষার্থীরা স্মারকলিপি জমা দিতে গিয়েও প্রশাসনের অসহযোগিতার মুখোমুখি হয়েছেন।

স্মারকলিপি জমার সময় প্রশাসনের বক্তব্যের সারসংক্ষেপ অনুযায়ী, তারা শিক্ষার্থীদের সরাসরি দাবী জানাতে অনিচ্ছুক। প্রশাসন উল্লেখ করেছে যে, চাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তারা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করবে, এবং ২৮ হাজার শিক্ষার্থীর দাবী শুধুমাত্র চাকসুর মাধ্যমে জানানো হবে।

এছাড়া প্রশাসন বলেছে, অন্যায্য ভর্তি ফি কমানো হবে না, বরং বাড়ালে কিছু শিক্ষার্থীর জন্য সুবিধাজনক হতে পারে। গত বছরের প্রতিশ্রুতির আলোকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আয়-ব্যায়ের হিসাব শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার বিষয়েও প্রশাসন অনাগ্রহী, তারা শুধুমাত্র ইউজিসির কাছে রিপোর্ট দেবে।

ভোলা জেলা থেকে বরিশাল পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভোলা জে...
30/11/2025

ভোলা জেলা থেকে বরিশাল পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভোলা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা ছাত্র সমিতির আয়োজনে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনু...
28/11/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা ছাত্র সমিতির আয়োজনে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সবুজ আহমেদ বলেন, নবীনদের অংশগ্রহণে আমাদের সংগঠনের পরিসর আরও বিস্তৃত হবে। তাদের সক্রিয়তা ভবিষ্যতের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় সাধারণ সম্পাদক শ্রাবন আহমেদ সাব্বির বলেন, সিনিয়রদের অভিজ্ঞতা আর নবীনদের উদ্যম একসাথে কাজ করলে সমিতি আরও শক্তিশালী হবে। আমাদের জেলার শিক্ষার্থীদের কল্যাণে এই সমন্বয় বড় ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষ।
25/11/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষ।

25/11/2025

🚨🫡

24/11/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (IR) বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী সাকিব ব্রেইনস্ট্রোক করে আজ সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা যায়, তিনি এ.এফ. রহমান হলে ১০১ নং কক্ষে থাকতেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। তার বাড়ি নোয়াখালীর হাতিয়ায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে শহর থেকে ক্যাম্পাসগামী ৯টি নতুন এসি ও নন-এসি বাস এই সপ্তাহের মধ্য...
23/11/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে শহর থেকে ক্যাম্পাসগামী ৯টি নতুন এসি ও নন-এসি বাস এই সপ্তাহের মধ্যেই চালু হতে যাচ্ছে। নন-এসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ১০ টাকা এবং এসি বাসের ভাড়া ১৫ টাকা। গত দুই সপ্তাহ ধরে এ উদ্যোগ বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করা হয়—শুরুতে সংশ্লিষ্ট শিক্ষকদের সম্মতি সংগ্রহ, বারবার বৈঠক করে শিডিউল ঠিক করা, আবেদন দাখিল এবং সর্বশেষ আজ ফাইনাল প্ল্যান চূড়ান্ত করা হয়েছে।

মনোনীত রুট ও শিডিউলের ভিত্তিতে মাননীয় উপাচার্য মহোদয়ের অনুমোদন মিললেই দুই–এক দিনের মধ্যেই সার্ভিস শুরু হবে বলে জানা গেছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি দূর করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: চাকসু জিএস ||

CONGRATULATIONS TO BANGLADESH A ON BEATING INDIA A IN SUPER OVER!Ripon you beauty!
21/11/2025

CONGRATULATIONS TO BANGLADESH A ON BEATING INDIA A IN SUPER OVER!

Ripon you beauty!

21/11/2025

আজকের ভূমিকম্প স্পষ্ট করে দিয়েছে ঢাকাকে সবকিছুর কেন্দ্র বানানোর নেশা আসলে ভয়ংকর এক নির্বুদ্ধিতা। তবুও যারা ঢাকার ওপর আরও চাপ বাড়ানোর কথা বলে, তাদের মানসিকতা যেন এই দেশটা টিকে থাকুক কি না, তাতে কেয়ার করার দরকার নেই; সব সুবিধা আমরাই ভোগ করব, বাকিটা যাক ধ্বংস হোক।

একটা শহর যেখানে গাছ নেই, বাতাস ঢোকে না, রাস্তা হাঁটার মতোও খালি নেই সেই শহরকে আবারও মানুষে ঠাসা করার চিন্তা উন্নয়ন নয়; এটা অবহেলার চরম দৃষ্টান্ত। আজকের কম্পনে হাজারো মানুষ আতঙ্কে রাস্তায় নেমেছে, ভবনের ফাঁটল দেখা গেছে, কিন্তু এরা এখনো বোঝে না ঢাকা আর সহ্য করতে পারছে না।

ঢাকাকে আরও কেন্দ্রীকরণ করার দাবি মানে দেশের ভবিষ্যৎকে জেনেশুনে বিপদের মুখে ফেলে দেওয়া। যেন ভূমিকম্পে কে মরল সে প্রশ্নই নেই। এই মনোভাব শুধু দায়িত্বহীনতা নয়, দেশের প্রতি এক ধরনের নিষ্ঠুরতা।

একটা শহরকে কংক্রিটের কবরস্থানে পরিণত করে যে উন্নয়ন দেখানো যায় না আজকের ভূমিকম্প আবারও সেই তিক্ত সত্যটা মনে করিয়ে দিল। এখনো যদি না বোঝা যায়, তাহলে বিপর্যয় দরজায় দাঁড়িয়েই আছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চকরিয়া (চবির চকোরী)”-র উদ্যোগে আজ বুধবার আন...
19/11/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চকরিয়া (চবির চকোরী)”-র উদ্যোগে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫। মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি চলতি শিক্ষাবর্ষে মেধায় উৎকর্ষ দেখানো শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আসিফ রায়মান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজনটি চকরিয়া অঞ্চলের চবি শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সম্পর্ক, বন্ধন ও সহমর্মিতা আরও গভীর করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

নবীন ও সিনিয়র শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন ছিল উৎসবমুখর।

🚨
19/11/2025

🚨

19/11/2025

আজ ১৯ নভেম্বর, বিশ্ব পুরুষ দিবস। পৃথিবীর একমাত্র প্রাণী, যারা চা খাইতে খাইতে সব সমস‍্যার সমাধান করতে পারে। নারীরা প্রায়ই বলে, "পুঁরুঁষঁরাঁ হঁচ্ছেঁ মাঁথাঁ গঁরঁমঁ জাঁতিঁ"। অথচ সেই মাথাতেই পুরুষরা সাবেক প্রেমিকার জর্মদিন বছরের পর বছর মনে রাখে। সেই মাথা নিয়েই পুরুষরা একাত্তরে মুক্তিযুদ্ধ করে, পোছচল্লিশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করে।

মহিলাদের শক্তি বুঝানোর জন‍্য তাদের হাতাকাটা ব্লাউজ পরতে হয়, কপালে ইয়া বড় টিপ পরতে হয়। চিল্লাচিল্লি কাবজাব করতে হয়। পুরুষদের শক্তি বোঝার জন্য কখনো একটু জোরেও কথা বলা লাগেনা। এমনেই বুঝা যায়। মহিলারা ভাবে পুরুষ মানুষ অনুভূতিহীন। কিন্তু পুরুষরা আগ বাড়ায়ে প্রেমের প্রস্তাব না দিলে পৃথিবীতে প্রেম বলে আর কিছুই থাকত না। থাকত শুধু মায়াবীচ‍্যাট।

পুরুষ ঠিকই লবণ কিনে আনে। আর মহিলারা ভুল করে তরকারীতে সেই লবণ কম দেয়। দোষ হয় পুরুষের। ভুলে গেলে হবেনা, পুরুষ আছে বলেই পৃথিবীতে জন্মপ্রক্রিয়া অ‍ব‍্যাহত আছে। নাহলে নারীরা নিজেরা নিজেরা ঝগড়াঝাটি করত। মারামারি, চুল ছিঁড়াছিঁড়ি আর চিৎকার করে শব্দদূষণের মাধ‍্যমে দুনিয়াটাই ধ্বংস করে ফেলত।

পুরুষ কারা? পুরুষ হচ্ছে বাবা, যার পরিচয় না থাকলে মানইজ্জত থাকেনা। পুরুষ হচ্ছে ভাই, যে না থাকলে মহল্লার গেঞ্জাম টেকেল দেওয়া যায় না। পুরুষ হচ্ছে স্বামী, যে ইনকাম করে না আনলে বান্ধবী এবং পাশের বাসার ভাবীদের সাথে ভাব নেয়া যায়না। পুরুষ হচ্ছে সেই ক্লাসমেট, যে না থাকলে প্রেকটিকাল খাতাটা জমা দেয়া হত না।

সবাইকে পুরুষ দিবসের শুভেচ্ছা। পুরুষ মানুষ একটা হাতি।

পোস্ট ক্রেডিট: গোলাপ মাহবুব _ সুইজারল্যান্ড প্রবাসী

Address

Chittagong
4331

Website

Alerts

Be the first to know and let us send you an email when CU Insiders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CU Insiders:

Share

Category