30/11/2025
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যায্য ভর্তি ফি কমানো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আয়-ব্যায়ের হিসাব শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজ শিক্ষার্থীরা স্মারকলিপি জমা দিতে গিয়েও প্রশাসনের অসহযোগিতার মুখোমুখি হয়েছেন।
স্মারকলিপি জমার সময় প্রশাসনের বক্তব্যের সারসংক্ষেপ অনুযায়ী, তারা শিক্ষার্থীদের সরাসরি দাবী জানাতে অনিচ্ছুক। প্রশাসন উল্লেখ করেছে যে, চাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তারা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করবে, এবং ২৮ হাজার শিক্ষার্থীর দাবী শুধুমাত্র চাকসুর মাধ্যমে জানানো হবে।
এছাড়া প্রশাসন বলেছে, অন্যায্য ভর্তি ফি কমানো হবে না, বরং বাড়ালে কিছু শিক্ষার্থীর জন্য সুবিধাজনক হতে পারে। গত বছরের প্রতিশ্রুতির আলোকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আয়-ব্যায়ের হিসাব শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার বিষয়েও প্রশাসন অনাগ্রহী, তারা শুধুমাত্র ইউজিসির কাছে রিপোর্ট দেবে।