CU Insiders

CU Insiders Welcome to the official page dedicated to the vibrant and diverse student community of the University of Chittagong!
(757)

চেনা যায়? কিন্তু দুঃখের বিষয় এসব দেখেও কেউ শিক্ষা নেয় না৷
23/07/2025

চেনা যায়?
কিন্তু দুঃখের বিষয় এসব দেখেও কেউ শিক্ষা নেয় না৷

22/07/2025

চিন্তা করেন এরা অলরেডি সচিবালয়ে ডুকে গেছে।

22/07/2025

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবাইরকে প্রত্যাহার করা হয়েছে।সরকার সকল দাবী মেনে নেওয়ার পর সাধারণ ছাত্র ছাত্রীরা আন্দোলন বন্ধ করে দিয়েছে। এখন যারা সচিবালয়ে আক্রমণ করেছে এবং মাইলস্টোনে ঝামেলা করছে তারা কারা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন আশাকরি।

ম্যাঙ্গোবার প্রশাসন পারে শুধু ফেসবুকে এসে বড় বড় লেকচার দিতে।
22/07/2025

ম্যাঙ্গোবার প্রশাসন পারে শুধু ফেসবুকে এসে বড় বড় লেকচার দিতে।

22/07/2025

পোস্ট ডিলিট করিনি, ডিলিট হয়ে গেছে।
- ইউসুফ সরকার

22/07/2025

প্রধান উপদেষ্টা অর্থ সাহায্য চাইছেন। ক্যান? যারা কোটি কোটি টাকা দিয়া ক্যান্টনমেন্ট বানায় ইউরোপ আমেরিকার মতো ফ্যাসিলিটিজ দিয়ে। বিশাল বিশাল গলফ ক্লাব, উনাদের বউদের কিটি পার্টির জন্য আলাদা ক্লাব, ক্যান্টনমেন্টের ভিতরে সব সুন্দর সুন্দর পার্ক, রাস্তা সব তো আমাগো ট্যাক্সের টাকায়ই বানাইছেন। উনাদের কাছে চান?

- সানজানা নাওয়ার

বাবা মাকে খুঁজে পাচ্ছে না তারা দুইজন। বাবা মাকে না দেখে দিশেহারা।মেয়ে দুজনকে কেউ চেনে থাকলে ওদের পরিবারকে জানান, ওরা ঢাক...
22/07/2025

বাবা মাকে খুঁজে পাচ্ছে না তারা দুইজন।

বাবা মাকে না দেখে দিশেহারা।

মেয়ে দুজনকে কেউ চেনে থাকলে ওদের পরিবারকে জানান, ওরা ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে আছে।

সবাই শেয়ার করে দেন তারা তাদের বাবা মাকে খুঁজে পাবে ইনশাল্লাহ।

- Abdullah Al Jaber

স্বাস্থ্য উপদেষ্টা কে একটু খোঁজখবর নিয়ে জানতে পারলাম ভদ্রমহিলার নাম নূরজাহান বেগম! এই ভদ্রমহিলার স্বাস্থ্যখাত বা জনস্বাস...
22/07/2025

স্বাস্থ্য উপদেষ্টা কে একটু খোঁজখবর নিয়ে জানতে পারলাম ভদ্রমহিলার নাম নূরজাহান বেগম! এই ভদ্রমহিলার স্বাস্থ্যখাত বা জনস্বাস্থ্য র সাথে দূর-দূরান্তের কোনো যোগাযোগ নাই। মহিলা গ্রামীন ব্যাংক এর সাবেক ভারপ্রাপ্ত এম. ডি ও পরবর্তীতে স্যোসাল ইসলামী ব্যাংক এর এম ডি ছিলেন, পেশায় ব্যাংকার এই ভদ্রমহিলা অনার্স করেছেন বাংলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।

একটা 'বাংলায় অনার্স করা ব্যাংকার' একটা দেশের সরকারের স্বাস্থ্যমন্ত্রী গ্রামীন ব্যাংক কোটায়

আগেই জানতাম ফেইক হবে৷ আপনারা তো ধুমায়া শেয়ার আর  ফলো দিয়ে ওদের স্ক্যা'মিং বিজনেস সহজ করে দিলেন।
21/07/2025

আগেই জানতাম ফেইক হবে৷ আপনারা তো ধুমায়া শেয়ার আর ফলো দিয়ে ওদের স্ক্যা'মিং বিজনেস সহজ করে দিলেন।

21/07/2025

হাসপাতালে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর কাজ কী এই প্রশ্নটা এখন জরুরি। মানুষের চিকিৎসা, সেবা পাওয়ার জায়গাটা আজ বিভ্রান্তিময় আর অনিরাপদ হয়ে দাঁড়িয়েছে। অথচ এই জায়গাটা হওয়া উচিত সবচেয়ে শান্ত, সুরক্ষিত আর মানবিক।

আর দোষ তো এই ন*টি*র পোলাদেরও আছে। এরা তো ল-মেকার! স্বাধীনতার এত বছর পরও কী আইন বানিয়েছে তারা? আর বানালেও, তার প্রয়োগ কোথায়? কাগজে-কলমে অনেক কিছু থাকলেও বাস্তবে সেসব কাজ করে না বলেই আজ সাধারণ মানুষের ভোগান্তি চরমে। আইন যখন শুধুই শো-পিস হয়ে থাকে, তখন ক্ষমতা চলে যায় অপব্যবহারের হাতে। আর ভুক্তভোগী হয় সাধারণ মানুষ।

21/07/2025

উত্তরায় বিমান দূর্ঘটনার এলাকার হাসপাতালগুলোতে , আহতদের জন্য প্রচুর রক্ত প্রয়োজন।ব্লাড ডোনারদের হাসপাতালের আশেপাশে থাকার অনুরোধ রইল।আল্লাহ সবাইকে হেফাজত করুক।
আমিন।

20/07/2025

চবির একাডেমিক কাউন্সিলে আজ খাতা পুনঃ মূল্যায়ন সিদ্ধান্ত হয়েছে।

- উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান

Address


Alerts

Be the first to know and let us send you an email when CU Insiders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CU Insiders:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share