Jessica pena

Jessica pena This is my first page

 #বেকার_থাকার_দিন_শেষ_ফ্রিল্যান্সারদের_বাংলাদেশ 👨‍🦰আজকাল ছাত্র ছাত্রীরা কম বয়স থেকেই আত্মনির্ভরশীল হতে চায়। অনেক নারী ...
01/09/2023

#বেকার_থাকার_দিন_শেষ_ফ্রিল্যান্সারদের_বাংলাদেশ

👨‍🦰আজকাল ছাত্র ছাত্রীরা কম বয়স থেকেই আত্মনির্ভরশীল হতে চায়। অনেক নারী ঘরের কাজের পাশাপাশি একটি আয়ের মাধ্যম খোঁজেন।

📝গ্রাজুয়েশন শেষ করার পর চাকরীর জন্য অন্যের দ্বারে দ্বারে না ঘুরে অনেকেই চান স্বাধীনভাবে উপার্জন করতে। আর এ সবকিছুর সমাধান হতে পারে ঘরে বসেই শুধুমাত্র একটি মোবাইল/কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশনের মাধ্যমে।
কিছু প্রয়োজনীয় স্কিলস শিখে আপনিও হয়ে উঠতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার।

🌺 একটি স্মার্ট ফোন হতে পারে আপনার আয়ের উৎস

সুযোগকে সম্ভাবনা হিসেবে কাজে লাগান❣️



31/08/2023

ভাইয়া আমিতো গ্রামে থাকি, তো আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো?

30/08/2023
30/08/2023

মায়ের ডিপিএস বেঙ্গে ল্যাপটপ কিনে এখন লাখ লাখ টাকা ইনকাম করা এক যুবক।

29/08/2023

ইংরেজীতে কথা বলার খুব ইচ্ছা কিন্তু পারছি না। অনেক চেষ্টা করছি তবুও শিখতে পারছি না। অনেক কঠিন মনে হচ্ছে। কিভাবে খুব সহজে শিখতে পারি? এধরনের সকল প্রশ্নের উত্তর নিয়ে আগামীকাল বিকেল ০৩.৩০ মিনিটে আমরা আসছি লাইভ ক্লাস নিয়ে এর এই ফেইসবুক পেইজ থেকে।
এর ফ্রি লাইভ ক্লাস টিতে অংশগ্রহন করতে এর এই পেজটি ফলো করে সাথে থাকুন।

🔸আমার মনে হয়🔸▪️ফ্রিল্যান্সিং হতে পারে মুসলিম নারীদের জন্য বিকল্প কর্মসংস্থান।▪️ইসলাম নারীকে দিয়েছে অনেক সম্মানও পর্দা কর...
29/08/2023

🔸আমার মনে হয়🔸
▪️ফ্রিল্যান্সিং হতে পারে মুসলিম নারীদের জন্য বিকল্প কর্মসংস্থান।
▪️ইসলাম নারীকে দিয়েছে অনেক সম্মানও পর্দা করার বিধান।
▪️ তবে বর্তমান বিশ্বব্যবস্থায় ইসলামের বিধান মেনে নারীদের পক্ষে অফিস আদালতে কাজ করা সম্ভব নয়।
▪️তবে হ্যাঁ,পৃথক কর্মসংস্থান থাকলে
সেটি ভিন্ন। তাই বলে থেমে নেই মুসলিম নারীরাও। ঘরে বসেও
অনেকে পেশাগত জীবনে সাফল্য ছিনিয়ে সাবলম্বী হয়ে উঠছে।
▪️আধুনিক তথ্য-প্রযুক্তি তাদের এমন সুযোগ করে দিচ্ছে। বিকল্প পেশা হিসেবে তারা ফ্রিল্যান্সিং, হস্ত ও কুটির শিল্পসহ ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পোদ্যোগকে বেছে নিচ্ছে।
▪️অনলাইন মার্কেটিংয়ের সুবাদে তারা অনলাইনের মাধ্যমে নিজেকে সাবলম্বী করার সুযোগ পাচ্ছে।
▪️ আধুনিক প্রযুক্তির সহযোগিতায় ঘরে বসেই পর্যবেক্ষণ করতে পারছে নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান। মুসলিম অর্থনীতিবিদদের দাবি, ফ্রিল্যান্সিং হতে পারে মুসলিম নারীদের বিকল্প কর্মসংস্থান।
▪️ক্রমবিকাশমান এই কর্মক্ষেত্রে মুসলিম নারীরা নিজেদের মেধা ও প্রতিভার মাধ্যমে স্থান করে নিতে পারে পর্দার বিধান মান্য করেও।
▪️ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা হওয়ায় নিজের ইচ্ছা মত ঘড়ে বসে ও কাজ করা সম্ভব।
▪️আর কতদিন অন্যর আশায় বসে থাকব। তাই আসুন ফ্রিল্যান্সিং শিখি এবং মা বাবার পাশে দাড়ায় কারোর আশায় না থেকে।






29/08/2023

বর্তমান সময়ে যেখানে প্রত্যেকটা মানুষের মাথাপিছু ব্যয়ের পরিমান দিন দিন বেড়েই যাচ্ছে সেখানে আপনার অবস্থান থেকে ছোট্ট কোনো পরিবর্তন এর কি চিন্তা করেছেন?🤔

যদি না করে থাকেন তাহলে বর্তমান সময়ে একটি স্মার্ট ক্যারিয়ার নিশ্চিত করার জন্য প্রোয়জন একটি স্মার্ট স্কিল যার মাধ্যমে আপনি ঘরে বসেই আপনার কাজের অথবা পড়াশোনার পাশাপাশি ইনকাম নিশ্চিত করতে পারেন।🥰

এই লক্ষে কাজ করছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর NTVQF💪 যেখানে আপনি স্পেসিফিক একটা স্কিল ডেভেলপমেন্ট করে আপনি ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করতে পারবেন এবং একটি ন্যাশনাল সার্টিফিকেট দিয়ে আপনার জব সেক্টরেও এক্সটা প্রোমোশন এর সুযোগ তৈরী করতে পারবেন❤️

NTVQF ডিজিটাল মার্কেটিং Level-04 একজন স্কিল সার্টিফাইড Mofazzal Hossain
অভিনন্দন আপনাকে🎉
আপনার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।

🔛   থেকে বাঁচতে হলে করণীয়,, গুলো,,,♻️ ফেসবুক রেস্ট্রিকশন থেকে বাঁচার উপায় ❓১. ফেসবুক একাউন্ট তৈরি করার সময় অফিসিয়াল ডকুম...
29/08/2023

🔛 থেকে বাঁচতে হলে করণীয়,, গুলো,,,
♻️ ফেসবুক রেস্ট্রিকশন থেকে বাঁচার উপায় ❓
১. ফেসবুক একাউন্ট তৈরি করার সময় অফিসিয়াল ডকুমেন্টস যেমন: জন্ম নিবন্ধন, এনআইডিকার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এ থাকা তথ্যগুলো দিয়ে একাউন্ট তৈরি করুন। তাহলে ডিজেবল হয়ে গেলে সহজেই রিকভার করতে পারবেন।
২. সবসময় ভালো পোস্টে লাইক/রিয়েক্ট করুন।নোংরা বা অশ্লীল পোস্টে রিয়েক্ট/লাইক করা থেকে বিরত থাকুন।
৩. যেকারো পোস্টে কোনো খারাপ কমেন্ট, উষ্কানিমূলক কমেন্ট করবেন না। এমনকি কাউকে মজা করেও গালি দিবেন না, মনে রাখবেন ফেসবুকের অ্যালগরিদম কোনো মজা বা ফাজলামো বুঝে না।
৪. কোনো অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করবেন না। এমনকি কোনো ফেসবুক গ্রুপে বা কাউকে এসব মেসেঞ্জারেও পাঠাবেন না।
৫. মেসেজে কারো সাথে খারাপ ব্যবহার বা গালাগালি করবেন না। কারণ ফেসবুক এসবকে হ্যারেজমেন্ট হিসেবে শনাক্ত করে।
৬. ফেসবুকে এক মিনিটে খুব বেশি পোস্টে লাইক/রিয়েক্ট করবেন না। ধীরে ধীরে লাইক / কমেন্ট করুন। কারণ খুব দ্রুত এসব করলে ফেসবুক ভেবে বসে কোনো বট হয়তো আইডি নিয়ন্ত্রণ করছে।
৭. কোনো থার্ডপার্টি অপরিচিত এ্যাপ বা ওয়েবসাইটকে ফেসবুক আইডির এক্সেস দিবেন না। এতে করে আইডি ডিজেবল হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
৮. কোনো এ্যাপস্, ওয়েবসাইটের রেফার লিংক বার বার পোস্ট ও কমেন্টে দিবেন না। এর ফলে ফেসবুক আপনার আইডিকে স্প্যামিং এর মামলায় ফেলে দিতে পারে।
০৯. কোনো রক্তাক্ত বা আহত ব্যক্তির ছবি বা বিভৎস কোনো ছবি / ভিডিও ফেসবুকে শেয়ার করবেন না। এবং মদ, গাঁজা বা মাদকজাত দ্রব্যের ছবি পোস্ট বা ওসব বিক্রি করার চেস্টা করবেন না ফেসবুকে।
১০. সর্বোপরি ফেসবুকের বিপক্ষে কোনো অভিযোগ করে আবার সেটা ফেসবুকেই পোস্ট করবেন না। এটা তাদের অ্যালগরিদম এর নজরে পড়লে ১০০% আইডিটা হারাবেন।
Copyrigh🤍

28/08/2023

Address

Rangunia
Chittagong
4360

Alerts

Be the first to know and let us send you an email when Jessica pena posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jessica pena:

Videos

Share