Ais brothers ltd

Ais brothers ltd আপনার বিনোদনের জন্য আমরাই সেরা।

29/04/2024

Vocal a power asay.

শুভ অপরাহ্নসাথে মিষ্টি রৌদ্র।
24/03/2024

শুভ অপরাহ্ন
সাথে মিষ্টি রৌদ্র।

09/02/2024

পাহাড়

22/07/2023

দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ যোগদান কালে। সোহরাওয়ার্দী উদ্যান......

22/07/2023

অধ্যাপক এমাজউদ্দিন আহমদ এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে। জাতীয় প্রেসক্লাবে স্মারক বক্তৃতা দিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবিএম ওবায়েদ স্যার কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক বিএনপি।

জীবন,,,,,,,,,!!!!
17/02/2023

জীবন,,,,,,,,,!!!!

জি এটাই আমি।
26/03/2022

জি এটাই আমি।

সাদাকালোর যুগে তোলা ছিল।
23/03/2022

সাদাকালোর যুগে তোলা ছিল।

সব কিছুই নিতে পারবেন কিন্তু হাসি তো নিতে পারবেন না। 😋😋😋😋💚♥️♥️♥️💚✌️✌️✌️✌️
22/03/2022

সব কিছুই নিতে পারবেন কিন্তু হাসি তো নিতে পারবেন না। 😋😋😋😋💚♥️♥️♥️💚✌️✌️✌️✌️

After a  long time,,,,,,,,
27/02/2022

After a long time,,,,,,,,

25/02/2022

Hello bondura .....

13/02/2022

চলছে কেরাম খেলা।

16/07/2021

#আসুন_ভেবে_দেখি

একজন চীনা বিত্তবান মারা গেলেন।
ভদ্রলোকের বিধবা স্ত্রী ২০০ কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন।

সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বললেন,
এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি। এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন !

নিরেট সত্যটি হচ্ছে-অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ্য জীবন লাভ করা বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ্য জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়া উচিত।

আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়ঃ

👉 দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের ৭০% অব্যবহৃতই থেকে যায়।

👉 মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির ৭০% গতির কোনো দরকারই হয় না।

👉 প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার ৭০% অংশে কেউ বসবাস করে না।

👉 কারো এক আলমারি কাপড়-চোপড়ের বেশির ভাগ কোনদিনই পরা হয়ে উঠে না।

👉 সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের ৭০% আসলে অপরের জন্যই। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার কবরে যেয়ে প্রার্থনা করার সময় তাদের হবে না।
এমনকি বেঁচে থাকতেই আপনার অর্থের প্রাচুর্যে বেড়ে ওঠা মানুষগুলো আপনাকে বৃদ্ধাশ্রমে ছুড়ে আসতে পারে। তাই বেঁচে থাকতেই ১০০% এর সুরক্ষা এবং পূর্ণ সদ্ব্যবহার করাই শ্রেয়।

করণীয় কী ?

✊ অসুস্থ না হলেও মেডিকেল চেকআপ করুন।

✊ অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না।

✊ মানুষকে ক্ষমা করে দিন।

✊ রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন, কেউ-ই রগচটা মানুষকে পছন্দ করে না। আড়ালে-আবডালে পাগলা বলে ডাকে।

✊ পিপাসার্ত না হলেও জল পান করুন।

✊ সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়।

✊ যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন, জীবনসংগীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন, হোটেলে খাওয়াতে না পারলে বাদাম বা ঝালমুড়ি খান। আর তাকে বুঝতে দিন, সেই আপনার সবচেয়ে আপন। কারণ, আপনার সবরকম দুঃসময়ে সেই পাশে থাকে বা থাকবে।

✊ ক্ষমতাধর হলেও বিনয়ী হোন।

✊ সুযোগ পেলেই পরিবারপরিজন নিয়ে নিজের দেশকে এমনকি ভিন্নদেশকে দেখতে বেড়িয়ে পড়ুন।

✊ ধনী না হলেও তৃপ্ত থাকুন।

✊ মাঝে মাঝে ভোরের সূর্যোদয়, রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না। বৃষ্টিজলে বছরে একবার হলেও ভিজবেন। আর দিনে ১০ মিনিট হলেও শরীরে রোদ লাগাবেন।

✊ মহাব্যস্ত থাকলেও নিয়মিত ব্যায়াম করুন আর ৩০ মিনিট হাঁটুন। আর সৃষ্টিকর্তাকে নিয়মিত স্মরণ করুন।

✊ সর্বদা হাসিখুশি থাকুন। সুযোগ পেলেই কৌতুক পড়বেন, পরিবারের সবার সঙ্গে মজার ঘটনাগুলো শেয়ার করবেন।(সংগৃহিত)

🤪😋অনেক কিছু লিখতে চাইছিলাম,কিন্তু দুঃখিত কিছু লিখলাম না,
15/07/2021

🤪😋
অনেক কিছু লিখতে চাইছিলাম,
কিন্তু দুঃখিত কিছু লিখলাম না,

19/06/2020

এই মহিলাকে নোবেল দেওয়া উচিত।

04/06/2020

শুনুন ছেলেটি খালি গলায় কি অশাধারন গান গায়।
এই গায়কের আরও পেতে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
https://www.youtube.com/channel/UC7jC6Yb7i65QoDKELsW1Blw

Address

Chittagong
4218

Alerts

Be the first to know and let us send you an email when Ais brothers ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share