جماعةُ القارئين بنغلاديش-জামা'আতুল ক্বারিঈন বাংলাদেশ

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • جماعةُ القارئين بنغلاديش-জামা'আতুল ক্বারিঈন বাংলাদেশ

جماعةُ القارئين بنغلاديش-জামা'আতুল ক্বারিঈন বাংলাদেশ "এটি একটি অরাজনৈতিক তরুণ ক্বারীদের সংগঠন"
আল্লাহ্ সকলকে কুরআনের পথে অবিচল রাখুক ❣️

আজ রাত ৯ টা ১৫ তে সরাসরি লাইভ দেখতে চোখ রাখুন Tahsin Arafathttps://www.youtube.com/
08/10/2025

আজ রাত ৯ টা ১৫ তে সরাসরি লাইভ দেখতে চোখ রাখুন
Tahsin Arafat
https://www.youtube.com/

মাশাআল্লাহ্ আপনাদের প্রিয় সংগঠন جماعةُ القارئين بنغلاديش-জামা'আতুল ক্বারিঈন বাংলাদেশ এর ব্যবস্থাপনায় ক্বিরাত প্রতিযোগিতা...
07/10/2025

মাশাআল্লাহ্ আপনাদের প্রিয় সংগঠন جماعةُ القارئين بنغلاديش-জামা'আতুল ক্বারিঈন বাংলাদেশ এর ব্যবস্থাপনায় ক্বিরাত প্রতিযোগিতা ২০২৫ এর অংশগ্রহণ করে সফলতা অর্জন করাই তাঁকে শুভেচ্ছার সাথে ১০ হাজার টাকা গিফ্ট করেছেন ❣️

جماعةُ القارئين بنغلاديش-জামা'আতুল ক্বারিঈন বাংলাদেশ এর সহ সভাপতি জনাব ক্বারী Hafez Osama Bin Sultan  আজ তাঁর হাইপোসপেবি...
05/10/2025

جماعةُ القارئين بنغلاديش-জামা'আতুল ক্বারিঈন বাংলাদেশ এর সহ সভাপতি জনাব ক্বারী Hafez Osama Bin Sultan আজ তাঁর হাইপোসপেবিয়াস অপারেশন হয়েছে। সকলে তিনার জন্য দে'আ করবেন। আল্লাহ্ পরিপূর্ণ সুস্থতা দান করে, আমিন।

আলহামদুলিল্লাহ! “ক্বিরাত প্রতিযোগিতা ২০২৫”-এর ফলাফল প্রকাশিত হয়েছে।সকল বিজয়ীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🎉তোমাদের মেহন...
05/10/2025

আলহামদুলিল্লাহ! “ক্বিরাত প্রতিযোগিতা ২০২৫”-এর ফলাফল প্রকাশিত হয়েছে।
সকল বিজয়ীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🎉
তোমাদের মেহনত ও একাগ্রতা আল্লাহ কবুল করুন।
আর যারা বিজয়ী হতে পারেননি, তারা নিরাশ নয়—তোমরাও বিজয়ী আল্লাহর দরবারে, কারণ তোমরা কুরআনের সেবায় অংশ নিয়েছো। 🌸
আগামীতে আরও ভালো প্রস্তুতি ও নিয়তে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। 💚

নোটিশতারিখ: ০২ অক্টোবর ২০২৫ইংবিসমিল্লাহির রাহমানির রাহীমঅত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে,জামা'আতুল ক্বারিঈন বাংলাদে...
02/10/2025

নোটিশ

তারিখ: ০২ অক্টোবর ২০২৫ইং

বিসমিল্লাহির রাহমানির রাহীম

অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে,
জামা'আতুল ক্বারিঈন বাংলাদেশ-এর সাংস্কৃতিক সম্পাদক বর্তমানে অসুস্থ হয়ে চট্টগ্রাম সাউদার্ন হাসপাতাল-এ ভর্তি রয়েছেন।

আমাদের সংগঠনের পক্ষ থেকে সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে—

আপনারা সবাই আন্তরিকভাবে তাঁর সুস্থতার জন্য দো‘আ করবেন।

এবং সময় বের করে হাসপাতালে গিয়ে তাঁকে দেখে আসবো ও তাঁর মনোবল বাড়িয়ে দিবো।

আল্লাহ তাআলা তাঁকে দ্রুত আরোগ্য দান করুন। আমীন।

সাধারণ সম্পাদক
— জামা'আতুল ক্বারিঈন বাংলাদেশ

02/10/2025

جماعةُ القارئين بنغلاديش-জামা'আতুল ক্বারিঈন বাংলাদেশ
এর ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা কামাল উদ্দীন সাহেবের কুরআন সুন্নাহ ভিত্তিক চমৎকার আলোচনা ❣️

01/10/2025

جماعةُ القارئين بنغلاديش-জামা'আতুল ক্বারিঈন বাংলাদেশ
এই সংগঠনের জন্য একটি ইন্ট্রো তৈরি করা হয়েছে, কেমন হলো সকলে কমেন্ট করে জানাবেন ❣️

২৬ সেপ্টেম্বর ২০২৫ ইং, রোজ শুক্রবার দারুস সুন্নাহ তা'লীমুল কুরআন মাদরাসা কর্তৃক আয়োজিত শানদার ক্বিরাত ও দো’আ মাহফিল সুন্...
26/09/2025

২৬ সেপ্টেম্বর ২০২৫ ইং, রোজ শুক্রবার দারুস সুন্নাহ তা'লীমুল কুরআন মাদরাসা কর্তৃক আয়োজিত শানদার ক্বিরাত ও দো’আ মাহফিল সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা নুরুল ইসলাম সাহেব দাঃ বাঃ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ বায়েজিদ থানা শাখার সভাপতি মাওলানা মোজাম্মেল হক সাহেব (হাফিঃ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিক উদ্দিন সিকদার ও মোঃ মনিরুল ইসলাম।

তিলাওয়াত করেন—
জামা'আতুল ক্বারিঈন বাংলাদেশ এর সেক্রেটারি
ক্বারী মুহাম্মদ তাহসিন আরাফাত,

জামা'আতুল ক্বারিঈন বাংলাদেশ এর সহঃ সভাপতি
হাফেজ ক্বারী উসামা বিন সুলতান,

জামা'আতুল ক্বারিঈন বাংলাদেশ এর সহঃ সাংগঠনিক সম্পাদক
মাওলানা ক্বারী রায়হান বিন সোবহান,

জামা'আতুল ক্বারিঈন বাংলাদেশ এর অর্থ সম্পাদক
হাফেজ ক্বারী ইমতিয়াজ হামিদী,

জামা'তুল ক্বারিঈন বাংলাদেশ এর সহঃ সাংস্কৃতিক সম্পাদক
ক্বারী মোহাম্মদ রহমতুল্লাহ,

জামা'তুল ক্বারিঈন বাংলাদেশ এর সহঃ প্রচার সম্পাদক
হাফেজ ক্বারী সাঈদ হাসান সাঈদ

জামা'তুল ক্বারিঈন বাংলাদেশ এর প্রচার সম্পাদক
হাফেজ নাভিদুল হাসান ইরফান,

জামা'আতুল ক্বারিঈন বাংলাদেশ এর নির্বাহী সদস্য
হাফেজ মেহেদী হাসান
মোহাম্মদ আরমান আহমেদ
হাফেজ নাহিদুল ইসলাম

ইসলামী সংগীত পরিবেশন করেন হাফেজ ক্বারী খাইরুল ইসলাম ও অন্যান্য শিল্পীবৃন্দ।

এসময় বক্তারা কুরআনের আলোয় জীবন গঠনের গুরুত্ব, ক্বারীদের ভূমিকা ও তরুণ প্রজন্মকে দ্বীনি শিক্ষায় আলোকিত করার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

এছাড়া, কিছুদিন আগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সফলতা অর্জনকারী অত্র মাদরাসার ছাত্রদের হাতে সনদপত্র অতিথিবৃন্দের মাধ্যমে তুলে দেওয়া হয়।

আলোচনা, দো’আ ও সনদ বিতরণের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি ঘটে।

আগামীকাল ইং শা আল্লাহ্ جماعةُ القارئين بنغلاديش-জামা'আতুল ক্বারিঈন বাংলাদেশ এর ক্বারী সাহেবগণ ২টি প্রোগ্রামে তিলাওয়াত কর...
25/09/2025

আগামীকাল ইং শা আল্লাহ্ جماعةُ القارئين بنغلاديش-জামা'আতুল ক্বারিঈন বাংলাদেশ এর ক্বারী সাহেবগণ ২টি প্রোগ্রামে তিলাওয়াত করবেন।
আপনাদের নিকট দ্বীনি দাওয়াত থাকলে ❣️

22/09/2025

জাতীয় পুরুষ্কার প্রাপ্ত ক্বারী'র তিলাওয়াত শুনুন আর মুগ্ধ হোন
আমরা প্রতিযোগিতায় নিতে পারি নি, কারণ তিনি ভালোই তিলাওয়াত করেন। আমাদের প্রতিযোগিতার উদ্দেশ্য ছিলো নতুনদের ক্বিরাতের প্রতি উৎসাহিত করা।

21/09/2025

"ক্বিরাত প্রতিযোগিতা (অনলাইন)"-২০২৫
আপনি অংশ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করুন।

প্রতিযোগিতা নং ২৫
নাম : আহনাফ হাসান
পিতা : আশরাফুল আলম
প্রতিযোগির বয়স : ১৩ বছর
শিক্ষা প্রতিষ্ঠান : মদিনাতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা।
জেলা : রাজশাহী
মোবাইল নাম্বার : ০১৯২৯৯৩৬৮৬৭

১ম পুরস্কার ২ হাজার টাকা
২য় পুরস্কার ১৫০০ টাকা
৩য় পুরস্কার ১০০০ টাকা
(৪র্থ থেকে ১০ তম পর্যন্ত (আর্থিক) শান্তনা পুরস্কার এবং হাফলাতুল কুরআনের পক্ষ থেকে অংশগ্রহণ সনদ ডকুমেন্ট করে দেওয়া হবে।)

প্রতিযোগীতার পরবর্তী আপডেট পেতে পেইজটি ফলো করুন।
আপনার প্রতিযোগীকে জয়ী করতে লাইক, কমেন্ট, শেয়ার করুন।

সৌজন্যে : হাফলাতুল কুরআন ফী-সাবিলিল্লাহ্ (সকল ক্বারী সাহেবান)

Address

Chittagong

Telephone

+8801877495173

Website

Alerts

Be the first to know and let us send you an email when جماعةُ القارئين بنغلاديش-জামা'আতুল ক্বারিঈন বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to جماعةُ القارئين بنغلاديش-জামা'আতুল ক্বারিঈন বাংলাদেশ:

Share

Category