Know your Deen

Know your Deen Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Know your Deen, Digital creator, Chittagong.

মুমিন পুরুষদেরকে বলুন, তারা যেন দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হিফাযাত করে। এতে তাদের জন্য উত্তম পবিত্রতা রয়েছে; নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।

— সূরা নূর, আয়াত : ৩০

10/01/2025

Allah delays because He wants you to be stronger before He makes you happier.

10/01/2025

You need to earn your own money, not just to travel and enjoy life, but so you can leave situations you don’t like.

Without it, you’ll have to put up with people you don’t like and stay in toxic places just to survive. Financial independence lets you make choices that are better for you.

🤍🫀
23/12/2024

🤍🫀

রাসূলুল্লাহ ﷺ বলেছিলেনঃ“রাত ও দিন শেষ হবে না, যতক্ষন পর্যন্ত না লাত ও উযযা দেবতার পূজা আবার শুরু হবে।”সহিহ মুসলিম || ৭০৩...
17/12/2024

রাসূলুল্লাহ ﷺ বলেছিলেনঃ

“রাত ও দিন শেষ হবে না, যতক্ষন পর্যন্ত না লাত ও উযযা দেবতার পূজা আবার শুরু হবে।”

সহিহ মুসলিম || ৭০৩৫

নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আরব উপদ্বীপে লাত আর উজ্জার পূজা আবারও শুরু হইসে। সেই লাত আর উজ্জা, যাদেরকে প্রাচীন আরবের পৌত্তলিকরা ‘আল্লাহর কন্যা’ হিসেবে পূজা করত। এখন তারা লাত আর উজ্জাকে দেখতেসে সৌদি ঐতিহ্যের আর জাতীয়তাবাদী পুনর্জাগরণের অংশ হিসেবে। পাশাপাশি নারীর ক্ষমতায়নের আর ফেমিনিজমের প্রতীক হিসেবেও লাত, উজ্জা, আর মানাতের ত্রিমূর্তিকে নতুনভাবে চিনানো হইতেসে।

ইউফ্রেটিসের পানি শুকাইতেসে, ধূ ধূ মরুর বুকে তুষার আর সবুজের আনাগোনা পুরোনো খবর। বেদুইন রাখালদের উঁচু উঁচু ইমারত আকাশ ছেয়ে ফেলছে। নিখুঁত লাল বাছুরও রেডি। ভন্ড মাসীহর আসার বোধহয় আর খুব একটা দেরি নাই।

আল্লাহু আ'লাম।

14/12/2024

তোমার কষ্টগুলো এতোটাই লুকিয়ে রাখো, যেন মানুষ মনে করে তুমি সুখ-স্বাচ্ছন্দ্যে আছো।

—ইমাম শাফেয়ী (রাহিঃ)

21/11/2024

I didn't cry for people. I cried for the disloyalty, the lack of respect, how ungrateful they were, how much I wasn't valved, the fakeness. that's what I cried for. the difficult thing was to overcome how badly I was treated after everything i had been through!!✨

20/11/2024

অতএব তাদের কী হল যে, তারা ঈমান আনছে না? আর যখন তাদের কাছে কুরআন তিলাওয়াত করা হয় তখন তারা সিজদা করে না।

— সূরা ইনশিকাক, আয়াত : ২০-২১

فَرْطُ السكوتِ على فرطِ الأذى سَقَمُ قد يسكتُ الجرحُ لكنْ يَنطقُ الألمُ!
19/11/2024

فَرْطُ السكوتِ على فرطِ الأذى سَقَمُ
قد يسكتُ الجرحُ لكنْ يَنطقُ الألمُ!

She is married at the age of 21. - Oh and I’m still single at 35. She’s momming three kids. - Oh and I am 10 years marri...
19/11/2024

She is married at the age of 21.
- Oh and I’m still single at 35.

She’s momming three kids.
- Oh and I am 10 years married and have none.

She is a manager in an international company.
- Oh, we graduated together and I am still jobless.

She travels the world.
- Oh and I have never been abroad.

Job title, income, grades, house, and Instagram and Facebook likes - the number of categories in which we can compare ourselves to others are infinite.

Where it is expected from you to be a doctor or engineer, get married by 21 and have mortgaged house and 3 kids by 26.

RELAX.

You’re not LATE.
You’re not EARLY.

Everyone is running their own RACE, in their own TIME.

Don’t be violent or mean to yourself for no reason other than just because your path is different from the person’s path beside you.

Be your own cheerleader.

Stop comparing yourself with others and instead refocus all that energy internally and focus on how you can become the best version of you.

Never feel ashamed or embarrassed just because someone pointed out to you that you "must" be married/or a mom/or slimmer by this time.

When you decide that the only one you have to please is Allah, it is empowering and motivating.

It is a fantastic blessed feeling shutting out the opinions of the outside world which is what I encourage each and every one of you do.

In Almighty Allah’s hands time is a tool. He makes all things beautiful in His time. You are very much ON TIME, and in your TIME ZONE where destiny is already written for you.

"যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মতো চলো, তাহলে তারা তোমাকে আল্লহর পথ থেকে বিচ্যুত করে দেবে।''~ [ সূরা আন’আম, ০৬ : ১১...
19/11/2024

"যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মতো চলো, তাহলে তারা তোমাকে আল্লহর পথ থেকে বিচ্যুত করে দেবে।''

~ [ সূরা আন’আম, ০৬ : ১১৬ ]

ছবিতে শার্ট পরা ছেলেটি এই ভিক্ষুক ক্ষুদার্থ মহিলাটিকে হোটেলে নিয়ে খাবার খাওয়ায়, খাবারের শেষে কিছুক্ষণ পর তাদের কাছে র...
19/11/2024

ছবিতে শার্ট পরা ছেলেটি এই ভিক্ষুক ক্ষুদার্থ মহিলাটিকে হোটেলে নিয়ে খাবার খাওয়ায়, খাবারের শেষে কিছুক্ষণ পর তাদের কাছে রেস্টুরেন্ট ম্যানেজার বিল পেপার পাঠিয়ে দেয়। সে যখন বিলটি দিতে যায় তখন নিচে এই লিখাটি দেখতে পায়🤗

The Saudi Entertainment Authority opened their festivities with a model of the Kaʿba al-Musharrafa, projecting images on...
17/11/2024

The Saudi Entertainment Authority opened their festivities with a model of the Kaʿba al-Musharrafa, projecting images onto it, including women singing and dancing. This is getting out of hand; they’re not even hiding it anymore. Astagfirullah.♡

যিনা হলো সেই ঋণ, যা নিচ্ছো তুমি। কিন্তু পরিশোধ করবে তোমার সন্তান-সন্তাদিগণ।- শায়েখ ড. সুলেমান মিসবাহী (হাফিঃ)
17/11/2024

যিনা হলো সেই ঋণ, যা নিচ্ছো তুমি। কিন্তু পরিশোধ করবে তোমার সন্তান-সন্তাদিগণ।
- শায়েখ ড. সুলেমান মিসবাহী (হাফিঃ)

15/11/2024

Friday Sunnah -

1. Bath with purification
2. Read Surah - Kahf
3. Give Sadaqah
4. Wear Clean cloth and use 'Khusbu'
5. Read ' Sallallahu alaihi wa sallam '(durud) as much as you can.
6. Attend Khutbah and listen very attentively
7. Make Dua
8. Make Dhikr and seek forgiveness.🌸

15/11/2024

বুরাইদা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রা.-কে বললেন,

হে ‘আলী! কোন নারীকে একবার (অনিচ্ছাকৃত) দেখার পর দ্বিতীয়বার (ইচ্ছাকৃত) দেখবে না। কেননা তোমার জন্যে প্রথমবার (অনিচ্ছাকৃত) দেখার অনুমতি আছে, কিন্তু দ্বিতীয়বার (ইচ্ছাকৃত) দেখা জায়েয নয়।

সুনানে আবু দাউদ, হাদীস ২১৪৯

বদ নজর থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায় হলো বদ নজরের গোসল করা। আজ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ্।▬▬▬▬▬▬▬...
15/11/2024

বদ নজর থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায় হলো বদ নজরের গোসল করা। আজ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ্।
▬▬▬▬▬▬▬◄❖►▬▬▬▬▬▬▬
❑ বদ নজর থেকে বাঁচতে গোসলের দলিল:
আয়িশা (রা.) বলেন, (নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে) নজর যে ব্যক্তি লাগিয়েছে, তাকে অজু করতে বলা হতো। আর সেই অজু-করা-পানি দিয়ে নজর লাগা ব্যক্তিকে গোসল দেওয়া হতো। [আবু দাউদ, আস-সুনান: ৩৮৮০]
❑ যদি বদ নজরকারীকে চেনা যায় তবে...
যে ব্যক্তি নজর লাগিয়েছে, তার সম্পর্কে যদি জানা যায়, তবে একটি বড় পাত্রে তাকে গোসল করাবে এবং সেই পানি নিয়ে রোগীর পিঠে ঢেলে দেবে। তাতে আল্লাহ তা‘আলার হুকুমে সে আরোগ্য লাভ করবে।
সাহল বিন হুনাইফ (রা.)-এর ছেলে বলেন, আমার পিতা মদিনার খাররার নামক উপত্যকায় গোসল করার জন্যে প্রস্তুতি নিলেন। যখন তিনি গোসলের জন্যে জামা খুললেন তখন তার শরীরে আমের বিন রাবি‘আর দৃষ্টি পড়ে। যেহেতু সাহল বিন হুনাইফ সুন্দর ও সুঠাম দেহের অধিকারী ছিলেন, তাই আমের দেখামাত্র বলে উঠলেন, ‘আজকের মত এমন (সুন্দর) চামড়া আমি কখনও দেখিনি; এমন কি অন্দরমহলের কুমারীদেরও না!’ তার একথা বলার সাথে সাথে সাহল তৎক্ষণাৎ বেহুঁশ হয়ে পড়ে যান এবং কঠিনভাবে রোগাক্রান্ত হয়ে যান। এরপর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানানো হয় এবং বলা হল যে, তিনি তার মাথা উঠাতে পারছেন না।
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ‘‘তোমরা কি কারও প্রতি বদ নজরের সন্দেহ করো?’’ উত্তরে লোকজন বললো, ‘হ্যাঁ, আমের বিন রাবি‘আর উপর সন্দেহ হয়।’ এটা শুনে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে পাঠালেন এবং তার উপর রাগাম্বিত হয়ে বললেন, ‘‘কেন তোমাদের কেউ কেউ নিজের ভাইকে হত্যা করে? (অর্থাৎ বদ নজর দিয়ে ধ্বংস করে দেয়) তুমি তার জন্য কেন বরকতের দু‘আ করোনি? এখন তার জন্যে গোসল করো।’’ অতঃপর আমের নিজের হাত, চেহারা, দুই পা, দুই হাঁটু, দুই কনুই ও লুঙ্গির আভ্যন্তরীণ অংশ একটি পাত্রে ধৌত করলেন। অতঃপর সেই পানি সাহল বিন হুনাইফের পিঠে ঢেলে দেয়া হলো। এরপর তিনি সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। [আহমাদ, আল-মুসনাদ: ১৫৯৮০; নাসায়ি, আস-সুনানুল কুবরা: ৭৬১৮]
❑ গোসলের বিস্তারিত পদ্ধতি:
সাহাবিগণের ছাত্র, বিখ্যাত তাবিয়ি, ইমাম ইবনু শিহাব যুহরি (রাহ.) বলেন, গোসলের পদ্ধতি, যা আমরা আমাদের আলিমগণের কাছ থেকে শিখেছি তা হলো, যে ব্যক্তির কাছ থেকে নজর লেগেছে, তার সামনে এক পাত্র পানি দেওয়া হবে। এরপর সেই ব্যক্তি পানি নিয়ে পাত্রে কুলি করবে। এরপর পাত্রে নিজের মুখ ধুবে। বাম হাতে ঢেলে ডান হাতের কবজি ও ডান হাতে ঢেলে বাম হাতের কবজি পর্যন্ত একবার করে ধৌত করবে। তারপর বাম হাত দিয়ে ডান কনুই এবং ডান হাত দিয়ে বাম কনুইয়ে ঢালবে। এরপর বাম হাতে ডান পায়ে আর ডান হাতে বাম পায়ে ঢালবে। এরপর বাম হাতে ডান পায়ের হাঁটু আর ডান হাতে বাম পায়ের হাঁটুতে ঢালবে। আর এইসকল কাজ যেন সেই পাত্রেই হয়। এরপর লুঙ্গি বা পায়জামার ভেতরের অংশ পাত্রে ধৌত করবে; নিচে রাখবে না। অতঃপর সকল পানি রোগীর মাথায় একবারে ঢালবে। [বায়হাকি, আস-সুনানুল কুবরা: ৯/২৫২]
❑ যদি বদ নজরকারীকে শনাক্ত করা না যায়, তবে বিশেষ পানি দিয়ে গোসল করা:
প্রথমে সাতটি সবুজ বরই পাতা সংগ্রহ করে পাতাগুলো গুঁড়ো করতে হবে। এরপর গুঁড়োগুলো পানিতে মিশিয়ে সেই পানিতে কিছু আয়াত ও দু‘আ পড়ে ফুঁ দিতে হবে। তারপর রোগী সেই পানি তিনবার পান করবে আর কিছু পানি দিয়ে গোসল করবে।
❖ যেসব সূরা ও দু‘আ পড়ে পানিতে ফুঁ দেবে:
• দরুদে ইবরাহিম (১ বার)
• সূরা ফাতিহা (১ বার)
• আয়াতুল কুরসি তথা সূরা বাকারার ২৫৫ নং আয়াত (১ বার)
• সূরা কাফিরুন (১ বার)
• সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস (প্রতিটি ৩ বার করে)

14/11/2024

"দুনিয়ার ধন দৌলত আল্লাহ যাকে খুশী তাকে দেন। প্রিয়-অপ্রিয় যে কেউ হতে পারে। কিন্তু ঈমান শুধু তাকেই দেন, যাকে তিনি ভালোবাসেন।"
সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাদ্বি.)
[আয-যুহদ, ইবনু আবিদ দুনইয়া, ১৪৯]
কার্টেসি: আলোর পথ

Address

Chittagong
4217

Alerts

Be the first to know and let us send you an email when Know your Deen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Know your Deen:

Videos

Share