Tahmina,s Dream world

  • Home
  • Tahmina,s Dream world

Tahmina,s Dream world আসসালামুয়ালাইকুম আমি আয়েশা ও আরিবার আম্মু 🥰 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 🥰 (উম্মে হুরায়রা)
❤️❤️❤️❤️আমি বিড়াল ভালোবাসি ❤️❤️❤️❤️

দুনিয়াদারি কোন কিছু ভালো লাগতেছে না😭 সবকিছু অসহ্যকর মনে হচ্ছে,, আজকে দুইটা রাত চোখে শান্তির ঘুম নেই, যতটুকু ঘুমিয়েছি স...
23/07/2025

দুনিয়াদারি কোন কিছু ভালো লাগতেছে না😭 সবকিছু অসহ্যকর মনে হচ্ছে,, আজকে দুইটা রাত চোখে শান্তির ঘুম নেই, যতটুকু ঘুমিয়েছি সেটা হচ্ছে শুধুমাত্র ক্লান্তির ঘুম, সারাদিন সংসার বাচ্চা কাচ্চা নিয়ে দৌড়ঝাপ করে তো শরীরে ক্লান্তি এসেই থাকে আর রাতে যেটুকু ঘুম হয় সেটা হচ্ছে সেই ক্লান্তির জন্যই হয়ে থাকে,, আগের মত শান্তিতে আজকে দুই রাত ঘুমাতে পারছি না, সবাই ঘুমাচ্ছে চারদিক নিশ্চুপ, এদিকে আমার দু চোখের পানি ঝরঝর করে পড়তেছে😭 শুধু মনে হচ্ছে আমি অন্ধকারেও বাচ্চাগুলোর হাহাকার দেখতে পাচ্ছি😭 বাচ্চাগুলোর ছটফটানি যেন আমার কলিজায় এসে লাগতাছে😭 এতটাই ট্রমাটাইজ হয়ে গেছি আমি নিজের অজান্তেই মনে হচ্ছে কান্না করতেছি😭😭😭 আমরা তো দুইদিন পরে ভুলে যাব ,,ফেসবুক থেকে সব যখন সরে যাবে তখন হয়তোবা আমরা সবাই যার যার মত করে ভুলে যাব, কিন্তু যারা স্বজন হারিয়েছেন তারা কি আদৌ ভুলতে পারবেন? জানি তারা ভুলতে পারবেন না কিন্তু তারপরেও দোয়া করি আল্লাহ তাদের যথেষ্ট ধৈর্য ধারণ করার তৌফিক দিন, যে সকল বাচ্চারা ফুল হয়ে ঝরে গিয়েছে আল্লাহ তাদেরকে ফুলের মতো করে জান্নাতে সাজিয়ে রাখুন, যে সকল বাচ্চারা হসপিটালে ব্যথায় কাতরাচ্ছে আল্লাহ আপনি তাদের ব্যথা কষ্ট সবকিছু কমিয়ে দিন আল্লাহ তাদের এই কষ্ট যে আমাদের আর সহ্য হচ্ছে না 😭😭😭😭😭😭
আজকে ২-৩ দিন ধরে এগুলো দেখতে দেখতে ভাবতে ভাবতে মাথার ভেতরটা যেন কেমন হয়ে আছে কিছুই ভালো লাগতেছে না আল্লাহ তুমি রহমত করো আল্লাহ 😭😭😭😭😭

#মাইলস্টোন
#কষ্ট

ছেলেটা অনেক কষ্ট করেছে 😥অনেক কষ্ট পেয়েছে 😥 ছেলেটার কষ্ট দেখে আমি অনেক কেঁদেছি 😭😭যাক আল্লাহ তায়ালা তার কষ্ট কমিয়ে দিয়...
23/07/2025

ছেলেটা অনেক কষ্ট করেছে 😥অনেক কষ্ট পেয়েছে 😥 ছেলেটার কষ্ট দেখে আমি অনেক কেঁদেছি 😭😭যাক আল্লাহ তায়ালা তার কষ্ট কমিয়ে দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর কাছে নিয়ে গেছেন,, তুমি ওপারে ভালো থেকো বাবা 😥😥😥😥

#মাইলস্টোন

#কষ্ট

শুভ সকাল 😥
23/07/2025

শুভ সকাল 😥

😭😭😭😭😭
22/07/2025

😭😭😭😭😭

 #মাইলস্টোনজুনায়েদের বলা শেষ কথাগুলো 🥹😭"আম্মু আমি আজ স্কুলে যাব না...”৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,“...
22/07/2025

#মাইলস্টোন
জুনায়েদের বলা শেষ কথাগুলো 🥹😭
"আম্মু আমি আজ স্কুলে যাব না...”

৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,
“একদম না যাওয়ার বায়না ধরবে না জুনায়েদ। যেতে হবে, চলো রেডি হও।”

“মা, ভালো লাগছে না আমার। কাল থেকে যাই? 😔”

“না, বাবা এখনি যেতে হবে। স্কুল থেকে আসার পর, তোমাকে নিয়ে ঘুরতে যাব। কেমন?”

জুনায়েদের চোখ চকচক করে উঠল ✨ বলল,
“সত্যি!”

“হ্যাঁ, সত্যি।”

জুনায়েদকে স্কুলের জন্য রেডি করে মা, আর ছেলে বেরিয়ে পড়লো 🏫
স্কুল গেইটে জুনায়েদকে নামিয়ে মা হেসে বললেন 😊
“আম্মু, বাসায় গিয়ে চিকেন রান্না করব, তোমার জন্য। ঠিক আছে?”

“ওকে, আম্মু।”

জুনায়েদের মা রান্না করছিল 🍗👩‍🍳 হঠাৎ নিউজ পেল,
জুনায়েদের স্কুলে বিমান ক্র্যাশ করেছে ✈️🔥
হাত থেকে চিকেনের পাতিলটা পড়ে গেল 😢
কাঁ'পা কাঁ'পা হাতে জুনায়েদের বাবাকে কল দিলো 📱
তারপর, ছুটে বেরুলো ছেলেকে খুঁজতে 🏃‍♀️💔
“জুনায়েদ, ঠিক আছেতো?”

তারপর…
২ ঘন্টা খোঁজার পর, হঠাৎ দেখতে পেলো...
“পো/ড়া দে'হ নিয়ে জুনায়েদ তার আম্মুর দিকেই এগিয়ে আসছে 😭💔”
মুহুর্তেই পড়ে গেল মা'টিতে 🧎‍♀️
শেষ নি’শ্বা’স ত্যাগ করলো জুনায়েদ 🕊️
কলিজা কাঁ/পি/য়ে দেওয়ার মত চিৎ’কা’র করে উঠল জুনায়েদের বাবা-মা 😭😭

মা কান্না করতে করতে বললেন,
“আমার বাজান 🥺, আমার বাজানে, না করছিল আম্মু আজ আমি স্কুলে যাব না 💔
আমি জো'র করে পাঠিয়েছি…
আমার বাজানে আজকে বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার সাথে 😭
ওহ বাজান, চিকেন খাইবা না তুমি?
আব্বা, আমারে নিঃস্ব করে তুমি কই চইলা গেলা আব্বা? 😭🖤”

জুনায়েদের আর বাসায় ফেরা হলো না…
চিকেন খাওয়া হলো না…
তার আম্মুর সাথে ঘুরা হলো না…
আর, হোমওয়ার্কও করা হলো না… 📚💔

মাইলস্টোন কলেজ, ঢাকা উত্তরা।
২১ জুলাই ২০২৫ (ইতিহাসের কালো অধ্যায়)🖤✈️🔥

▪️Copy post ▪️

#কষ্ট

#আহাজারি

প্রতিটা বাচ্চার মধ্যে আমি আমার মেয়েদেরকে দেখতে পাচ্ছিলাম।প্রতিটা মায়ের জায়গাতে নিজেকে নিয়ে যাচ্ছিলাম আরফিল করতেছিলাম কত...
22/07/2025

প্রতিটা বাচ্চার মধ্যে আমি আমার মেয়েদেরকে দেখতে পাচ্ছিলাম।
প্রতিটা মায়ের জায়গাতে নিজেকে নিয়ে যাচ্ছিলাম আর
ফিল করতেছিলাম কতটা অসহ্য যন্তনা পাচ্ছেন।
প্রতিদিন মাদ্রাসা থেকে এসে কোনো রকম ব্যাগ টা রেখে
শুরু করে দেয় মাদ্রাসার গল্প। কি কি করলো মাদ্রাসায়,
আমিও অপেক্ষায় থাকি কখন মাদ্রাসা ছুটি হবে কত তাড়াতাড়ি
বাসায় ফিরবে। মাদ্রাসা ছুটির একটু দেরী হলে বুকে ব্যাথা উঠে যায় ,বাসায় আসার পরেই আমি শান্তি হই।
আমার মত প্রতিটা মা বাবা বড় ভাইবোন
এভাবে অপেক্ষাতে ছিলো প্রিয়সন্তান / বোন/ ভাগ্নী স্কুল
থেকে ফিরবে। আহা। কি হয়ে গেলো।
আল্লাহ আর নিতে পারতেছিনা। 🥹
কাল থেকে নিজেকে অস্বাভাবিক লাগছে শুধু ফেসবুক জুড়ে তাদের ভিডিওগুলো দেখতেছি আর কান্না করতেছি কোনভাবেই কোন কাজে মন বসাতে পারছি না শুধু কষ্ট লাগতেছে মনে হচ্ছে আমারই কারো কিছু হয়ে গেল 😭😭 তারাও তো আমাদের সন্তান ছিল,


#কষ্ট
#আহাজারি

এগুলো বিশ্বাস করাও আমাদের জন্য পাপ 😔😔😔আমি মনে করি মাইলস্টোন স্কুলের যে ঘটনাটা ঘটেছে সেটার সাথে এই পোস্টটির কোন কানেকশন ন...
22/07/2025

এগুলো বিশ্বাস করাও আমাদের জন্য পাপ 😔😔😔
আমি মনে করি মাইলস্টোন স্কুলের যে ঘটনাটা ঘটেছে সেটার সাথে এই পোস্টটির কোন কানেকশন নেই, তাই এই পোস্টটিকে আমরা ভবিষ্যৎবাণী হিসেবে কোন ভাবেই ধরতে পারিনা অন্ততপক্ষে আমরা মুসলিম হিসেবে তো পারিই না,, তবে যেটা হয়েছে সেটা যদি পূর্বপরিকল্পিত হয় তাহলে আমি বলব এর নিতান্তামূলক শাস্তির ব্যবস্থা হোক,, সকল পরিবারকে আল্লাহ তায়ালা ধৈর্য ধারণ করার তৌফিক দিক😥😥
আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক 😔

আগামীকাল থেকে মাইলস্টোনের শিক্ষার্থীরা বেশ লম্বা একটা ছুটিতে যাবে। সামনে কয়েক সপ্তাহ হয়তো ক্লাস-কার্যক্রম বন্ধ থাকবে। ...
22/07/2025

আগামীকাল থেকে মাইলস্টোনের শিক্ষার্থীরা বেশ লম্বা একটা ছুটিতে যাবে। সামনে কয়েক সপ্তাহ হয়তো ক্লাস-কার্যক্রম বন্ধ থাকবে। ফলে সবাই ছুটি পাবে।

কিন্তু জানেন? এই শিক্ষার্থীদের মধ্যেই কেউ কেউ চিরস্থায়ী ছুটি পেয়ে গেছে। তাদের আর কখনও মাইলস্টোনে যেতে হবে না। স্কুলে যাওয়ার জন্য তড়িঘড়ি করে রেডি হতে হবে না। আর কখনও মা-বাবা বা শিক্ষকের বকা শুনতে হবে না। আর কখনও খাতা-কলম নিয়ে পড়ার টেবিলে বসতে হবে না। আর পড়ালেখা নিয়ে টেনশনও নেই।

আজ হোমওয়ার্ক করিনি, কাল স্যার শাস্তি দেবেন; এখনও পুরো অধ্যায় শেষ করতে পারিনি, পরীক্ষায় কী লিখব—এসব নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না।

সব টেনশন শেষ। এই চিরস্থায়ী ছুটি তাদের সব দুশ্চিন্তা কেড়ে নিয়েছে। কী মর্মান্তিক ছুটি। এরকম ছুটিই কি তারা চেয়েছিল?

আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন।



22/07/2025

জুলাই 😭😭😭

শুভ সকাল সবাইকে 💞    #শুভসকাল
22/07/2025

শুভ সকাল সবাইকে 💞

#শুভসকাল

21/07/2025

আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে,
একবার ভেবে দেখুন তো, কত মায়ের বুক আজ খালি হয়ে গিয়েছে 😭 মা তার সন্তানের ডাক আর শুনতে পাবে না 😭
আল্লাহ সকলের জন্য দয়াময় এবং রহমশীল হন, আমিন🤲😭

ঘুম থেকে উঠে এমন একটা নিউজ দেখে কি পরিমাণ কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। না জানি কত মায়ের বুক খালি হবে এই দুর্ঘটনায় এখন...
21/07/2025

ঘুম থেকে উঠে এমন একটা নিউজ দেখে কি পরিমাণ কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। না জানি কত মায়ের বুক খালি হবে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে কিন্তু আশংকাজনক অবস্থায় অনেক বাচ্চারা আছে।💔💔
আল্লাহ তুমি সকল বাচ্চাদের হেফাজত করিও সকল বাচ্চাদের সুস্থ অবস্থায় তাদের মায়ের কোলে যাওয়ার তৌফিক দান করিও।
শহরের ওপর দিয়ে এভাবে বিমান প্রশিক্ষণ অনেক ঝুঁকির এ ব্যাপারে সংশ্লিষ্টদের আরো সচেতন হওয়া উচিত ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে তো একেবারেই উচিত হয়নি।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahmina,s Dream world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tahmina,s Dream world:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share