
23/07/2025
দুনিয়াদারি কোন কিছু ভালো লাগতেছে না😭 সবকিছু অসহ্যকর মনে হচ্ছে,, আজকে দুইটা রাত চোখে শান্তির ঘুম নেই, যতটুকু ঘুমিয়েছি সেটা হচ্ছে শুধুমাত্র ক্লান্তির ঘুম, সারাদিন সংসার বাচ্চা কাচ্চা নিয়ে দৌড়ঝাপ করে তো শরীরে ক্লান্তি এসেই থাকে আর রাতে যেটুকু ঘুম হয় সেটা হচ্ছে সেই ক্লান্তির জন্যই হয়ে থাকে,, আগের মত শান্তিতে আজকে দুই রাত ঘুমাতে পারছি না, সবাই ঘুমাচ্ছে চারদিক নিশ্চুপ, এদিকে আমার দু চোখের পানি ঝরঝর করে পড়তেছে😭 শুধু মনে হচ্ছে আমি অন্ধকারেও বাচ্চাগুলোর হাহাকার দেখতে পাচ্ছি😭 বাচ্চাগুলোর ছটফটানি যেন আমার কলিজায় এসে লাগতাছে😭 এতটাই ট্রমাটাইজ হয়ে গেছি আমি নিজের অজান্তেই মনে হচ্ছে কান্না করতেছি😭😭😭 আমরা তো দুইদিন পরে ভুলে যাব ,,ফেসবুক থেকে সব যখন সরে যাবে তখন হয়তোবা আমরা সবাই যার যার মত করে ভুলে যাব, কিন্তু যারা স্বজন হারিয়েছেন তারা কি আদৌ ভুলতে পারবেন? জানি তারা ভুলতে পারবেন না কিন্তু তারপরেও দোয়া করি আল্লাহ তাদের যথেষ্ট ধৈর্য ধারণ করার তৌফিক দিন, যে সকল বাচ্চারা ফুল হয়ে ঝরে গিয়েছে আল্লাহ তাদেরকে ফুলের মতো করে জান্নাতে সাজিয়ে রাখুন, যে সকল বাচ্চারা হসপিটালে ব্যথায় কাতরাচ্ছে আল্লাহ আপনি তাদের ব্যথা কষ্ট সবকিছু কমিয়ে দিন আল্লাহ তাদের এই কষ্ট যে আমাদের আর সহ্য হচ্ছে না 😭😭😭😭😭😭
আজকে ২-৩ দিন ধরে এগুলো দেখতে দেখতে ভাবতে ভাবতে মাথার ভেতরটা যেন কেমন হয়ে আছে কিছুই ভালো লাগতেছে না আল্লাহ তুমি রহমত করো আল্লাহ 😭😭😭😭😭
#মাইলস্টোন
#কষ্ট