Nipu's creation

Nipu's creation ❤️kitchen tips🟥Home decor 🌲ART🎄Cooking🎆Daily vlog 🎄Photography ♥️Traveling 🏵️Gradening 🌿 Contain creator 🎄PIR & Promotion🍁Recipe🍁Facebook Tips🍁Vlog vedio 🎄🍂
(31)

হাল ছেড়ো না,, হাল ছেড়ো না, সব অন্ধকার কেটে গিয়ে এভাবেই ভোরের আলো উকি দিবে ইনশাআল্লাহ। শুভ রাত্রি।  #পোস্ট
25/08/2025

হাল ছেড়ো না,,

হাল ছেড়ো না,

সব অন্ধকার কেটে গিয়ে
এভাবেই ভোরের আলো উকি দিবে ইনশাআল্লাহ।

শুভ রাত্রি।

#পোস্ট

পাহাড়ি খাবার খেলাম। ভালো ই লাগলো।। ゚viralシ   শুভ সকাল
24/08/2025

পাহাড়ি খাবার খেলাম।
ভালো ই লাগলো।।

゚viralシ শুভ সকাল

❤️ কিছু পদক্ষেপের তালিকা দেওয়া হলো আপনার শিশুকে শিক্ষা দিতে পারেনঃ১. আপনার শিশুকে কারো কোলে বসতে দিবেন না।২. সন্তানের বয়...
21/08/2025

❤️ কিছু পদক্ষেপের তালিকা দেওয়া হলো আপনার শিশুকে শিক্ষা দিতে পারেনঃ

১. আপনার শিশুকে কারো কোলে বসতে দিবেন না।

২. সন্তানের বয়স দু’বছরের বেশী হলেই তার সামনে আর আপনি কাপড়চোপড় পাল্টাবেন না।

৩. প্রাপ্ত বয়স্ক কেউ আপনার শিশুকে উদ্দেশ্য করে বলছে: ‘আমার বৌ’, ‘আমার স্বামী’- এটা অ্যালাউ করবেন না।

৪. আপনার শিশু যখন বলছে সে খেলতে যাচ্ছে, কোন্ ধরণের খেলা সে খেলছে,কি খেলছে,কার সাথে খেলছে সেদিকে লক্ষ্য রাখুন, উঠতি বয়সি বাচ্চাদের মধ্যে অ্যাবিউজিং প্রবণতা পাওয়া যাচ্ছে।

৫. স্বাচ্ছন্দবোধ করছে না এমন কারো সাথে কোথাও যেতে আপনার শিশুকে জোরাজুরি করবেন না। পাশাপাশি লক্ষ্য রাখুন, আপনার শিশু বিশেষ কোন প্রাপ্ত বয়স্কের ভক্ত হয়ে উঠেছে কিনা।

৬. দারুণ প্রাণচ্ছল কোন শিশু হঠাৎ নির্জিব হয়ে গেলে, তাকে প্রশ্ন করুণ। তার মনের অবস্থাটা পড়তে চেষ্টা করুণ।

৭. বয়:সন্ধি পেরোচ্ছে এমন বাচ্চাকে যৌনমূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিন। আপনি যদি এ কাজ না করেন, তবে সমাজ তাকে ভুল টা শিখিয়ে দেবে।

৮. কোন ছবি, কার্টুন ইত্যাদি বাচ্চাদের জন্য আনলে আগে তা নিজে দেখুন। কোন বই সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই তা কোমলমতি সন্তানের হাতে দিন।

৯. আপনি নিশ্চিত হন যে আপনি প্যারেন্টাল কন্ট্রোল অপশন অ্যাক্টিভেট করে রেখেছেন কেবল নেটওয়ার্কে, বিশেষ করে সেই সমস্ত নেটওয়ার্কে যেখানে আপনার শিশু প্রায়শই ভিজিট করে।

১০. তিন বছর বয়স হয়েছে এমন সন্তানকে তাদের ব্যক্তিগত গোপন স্থানসমূহ কিভাবে পরিস্কারপরিচ্ছন্ন রাখতে হয় তা শেখান। সতর্ক করে দিন যেন সেসব এলাকা কেউ স্পর্শ করতে না পারে- নিষিদ্ধদের মধ্যে আপনিও আছেন সন্তানের বাবাও আছে। (মনে রাখবেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম এ্যান্ড উইথ ইউ)।

১১. কালো তালিকাভুক্ত করুণ সেই সব বই, গান, মুভি, পরিবার বা ব্যক্তিকে- আপনি মনে করেন যে বা যা আপনার শিশুর মনের সৌন্দর্য নষ্ট করতে পারে।

১২. আপনার শিশুকে ভিড়ের বাইরে গিয়ে দাড়ানোর মূল্যবোধ শেখান।

১৩. আপনার শিশু যদি কারো সম্পর্কে অভিযোগ করে তবে দয়া করে বিষয়টি নিয়ে মুখ বুজে থাকবেন না।
১৪.আপনার সন্তান কে দ্বীনি ও নৈতিক শিক্ষা দিন।

আপনার সচেতনতা আপনার পরিবারের নিরাপত্তা।

কি তৈরি হচ্ছে ??  খাঁটি ------------
18/08/2025

কি তৈরি হচ্ছে ??
খাঁটি ------------

নিজেকে নিজেই খুব ভালোবাসুন, সময় দিন,, কারন ঘৃনা করার লোক ও অবহেলা করার লোক তো অনেক আছে।
14/08/2025

নিজেকে নিজেই খুব ভালোবাসুন, সময় দিন,,
কারন ঘৃনা করার লোক ও অবহেলা করার লোক তো অনেক আছে।

🌿জীবনে কখনো আপনার পছন্দ মত সময় ও সুযোগ আসবে না, আপনার পরিশ্রম দিয়ে আপনাকে আপনার পছন্দ মত সময় তৈরি করতে হবে। ❤️শুভ রাত্রি...
13/08/2025

🌿জীবনে কখনো আপনার পছন্দ মত সময় ও সুযোগ আসবে না,

আপনার পরিশ্রম দিয়ে আপনাকে আপনার পছন্দ মত সময় তৈরি করতে হবে। ❤️

শুভ রাত্রি

#নিপু

13/08/2025

আলহামদুলিল্লাহ ❤️

12/08/2025

ইলিশ মাছ এর রেসিপি দেখাবো চলেন ❤️❤️

12/08/2025

আজব যুগে ভালো জিনিস এর দাম নাই ,
তবে খারাপ জিনিসটা মানুষ বেশি পছন্দ করে। 😥

08/08/2025

Good night
Every one

কিছু কিছু ছবি মনে হয় জীবন্ত  ❤️❤️আমার ছেলের তোলা কিছু ক্লিক ❤️আলহামদুলিল্লাহ
25/07/2025

কিছু কিছু ছবি মনে হয় জীবন্ত ❤️❤️

আমার ছেলের তোলা কিছু ক্লিক ❤️
আলহামদুলিল্লাহ

15/07/2025

আমার মোবাইল আমার ইচ্ছে, আমার লেখা,আমি যা মন চায় পোস্ট করবো।
Happy New year 2030😁

Address

Chittagong

Telephone

+8801837287515

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nipu's creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nipu's creation:

Share