15/07/2025
শ্রীমঙ্গল: চায়ের রাজধানী ও প্রকৃতির লীলাভূমি | Sreemangal | বাইক্কা বিল | লাউয়াছড়া জাতীয় উদ্যান
বাংলাদেশের উত্তর-পূর্বের ছোট্ট শহর শ্রীমঙ্গলকে বলা হয় ‘চায়ের রাজধানী’। শ্রীমঙ্গল শহরের চারপাশে যতদূর চোখ যায় বিস্তৃত সবুজ চা-বাগান, গাছপালা আর টিলা। এখানকার প্রকৃতি এতটাই সবুজ আর নির্মল যে একবার গেলে মনে হবে প্রকৃতিকে নতুন করে চিনতে শিখছেন।
শ্রীমঙ্গলের সবচেয়ে বড় আকর্ষণ এর চা-বাগানগুলো। ১৮৫৭ সালে প্রথম বাণিজ্যিক চা চাষ শুরু হয় এখানে। এখন শত শত চা-বাগান ছড়িয়ে আছে টিলার পর টিলায়। পথে যেতে যেতে দেখা মিলবে শ্রমিকদের সারি, যারা মাথায় ঝুড়ি নিয়ে চা পাতা তুলছেন — এক অনন্য দৃশ্য।
শ্রীমঙ্গলে গেলে ঘুরে আসতে হবে মাধবপুর লেক। সবুজ পাহাড়ের কোলে এই লেক যেন প্রকৃতির এক শান্ত স্বর্গ। হ্রদের শান্ত জল, চারপাশের পাহাড় আর দিগন্তজোড়া নীল আকাশ — সব মিলিয়ে এক স্বপ্নীল অনুভূতি। ভোর কিংবা সন্ধ্যায় লেকের ধারে বসে প্রকৃতির শব্দ শুনতে শুনতে মন ভরে যাবে।
আরেকটি অনন্য স্থান হলো লাউয়াছড়া জাতীয় উদ্যান। ১,২৫০ হেক্টর এলাকা জুড়ে ছড়িয়ে আছে জীববৈচিত্র্যের এক অভয়ারণ্য। এখানে আছে হরিণ, উল্লুক, বানরসহ নানা বন্যপ্রাণী আর বিরল উদ্ভিদ। ট্রেকিং করতে করতে গহীন বনে হারিয়ে গেলে প্রকৃতির মাদকতা আপনার মন ছুঁয়ে যাবে।
বাইক্কা বিল আরেকটি চমৎকার জলাভূমি, যা শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যকে নতুন মাত্রা দেয়। শীতকালে এখানে নানা দেশি-বিদেশি অতিথি পাখিরা আসে। পাখি দেখা আর নৌকা ভ্রমণ করতে করতে এক অদ্ভুত শান্তি পাওয়া যায়।
শ্রীমঙ্গল শুধু প্রকৃতি আর চা-বাগানের জন্য নয়, এখানকার মানুষ, সংস্কৃতি আর আতিথেয়তাও খুব বিখ্যাত। স্থানীয় উপজাতিদের জীবনধারা, তাদের খাবার, হস্তশিল্প সব কিছুতেই আছে সহজ সরল সৌন্দর্য। চাইলে আদিবাসী গ্রামের ভেতর দিয়ে হেঁটে তাদের জীবনচর্চা কাছ থেকে দেখতে পারেন।
শ্রীমঙ্গলের এমন প্রাকৃতিক, ঐতিহ্য আর বৈচিত্র্যময় সৌন্দর্য আপনাকে সব ব্যস্ততা ভুলিয়ে দেবে। এখানে প্রতিটি ভোর আর সন্ধ্যা নতুন এক অনুভূতি বয়ে আনে। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতিকে আলিঙ্গন করতে, আর নতুন করে নিজেকে খুঁজে পেতে শ্রীমঙ্গলই হতে পারে আপনার পরের গন্তব্য।
ঘুরে আসুন চায়ের দেশ শ্রীমঙ্গল থেকে, মনে থাকবে সারাজীবন
নিজেকে খুঁজে পেতে শ্রীমঙ্গলই হতে পারে আপনার পরের গন্তব্য।
#চায়েরদেশ #শ্রীমঙ্গল #বাইক্কাবিল #লাউয়াছড়াজাতীয়উদ্যান #চাবাগান
বিশেষ দ্রষ্টব্য : ভিতিও অনেক আগের ছিল কিন্তু নিজের ব্যস্ততা আর ঝামেলার ফলে আপলোড করতে দেরী হল। 🫣