30/03/2025
প্রকৃতির মাঝে ইফতার। One Day iftar in Nature। মুহুরী প্রজেক্ট
সারাদিন সংযম থাকার পর হঠাৎ যখন প্ল্যান হয় বাহিরে ইফতার করব তখন ইফতার করে আসলাম বাড়ির পার্শ্ববর্তী এলাকায় মুহুরী প্রজেক্টে ফেনী নদীর পাড়ে বসে।
বাহিরে ইফতার করার অনুভূতি একদম আলাদা। রমজান মাসের বিশেষ এই সময়টিতে পরিবারের সদস্য, বন্ধুবান্ধব অথবা সহকর্মীদের সাথে ইফতার করার জন্য বাইরে যাওয়ার আনন্দই অন্যরকম। যদি আপনি কোনো পার্ক, সীফেস কিংবা রেস্টুরেন্টে বসে ইফতার করতে যান, তবে প্রকৃতির সাথে মিলিয়ে খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আকাশের রঙ বদলানো, সূর্যাস্তের দৃশ্য এবং পরম শান্তির পরিবেশ—এই সব মিলিয়ে ইফতার এক অভূতপূর্ব অভিজ্ঞতায় পরিণত হয়।
এছাড়া বাহিরে ইফতার করলে নতুন নতুন রেসিপি কিংবা খাবারের স্বাদ পেতে পারেন। আড্ডা, মজা, আর খাবারের সাথে মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকে। একসাথে মিলে মিশে ইফতার করা সম্পর্কগুলোকেও আরও গভীর করে তোলে। আর মনের প্রশান্তি তো রয়েছেই।
📍 স্থান : মুহুরী প্রজেক্ট
Iftar in Nature
One Day Iftar in Nature | Muhuri Project
After a full day of fasting, when the plan is made to have Iftar outside, I went for Iftar by the banks of the Feni River in the nearby area of my home, at the Muhuri Project.
The experience of having Iftar outside is entirely different. During the special time of the holy month of Ramadan, there is a unique joy in going outside to have Iftar with family members, friends, or colleagues. Whether you're at a park, by the seaside, or at a restaurant, having your meal surrounded by nature makes the taste of the food even better. The changing colors of the sky, the sunset, and the serene atmosphere—these all combine to transform Iftar into an unforgettable experience.
Additionally, having Iftar outside allows you to try new recipes or different tastes of food. The moments spent chatting, having fun, and sharing a meal together make the experience memorable. Sharing Iftar strengthens relationships and brings a sense of inner peace.
📍 Location: Muhuri Project
▶️