Saydur Rahman

Saydur Rahman For sponsorship & Collaboration
[email protected]

বিশ্বখ্যাত মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান SpaceX এর প্রতিনিধি দল ঢাকায় আসছেন।
18/07/2025

বিশ্বখ্যাত মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান SpaceX এর প্রতিনিধি দল ঢাকায় আসছেন।

মুস্তাফিজের বিকল্প নাই   #       #
17/07/2025

মুস্তাফিজের বিকল্প নাই

# #

14/07/2025

বড় হওয়ার নেশা বড়ই ভ*য়ংকর

" হেরে গেলে অবসাদ,
জিতে গেলে অহংকার "

13/07/2025

শ্রীলঙ্কাকে ৯৪ রানে অল আউট, অবশেষে বাংলাদেশ জয়লাভ করলো। কিন্তু প্রশ্ন একটাই -

মিরাজকে কোন যুক্তিতে জাকের আলীর আগে ব্যাটিং করাতে নামাইলো..?

দাড়ি-টুপিওয়ালা মানুষের হাতে ক্ষমতা থাকলে জনগণের হক কখনোই নষ্ট হবে না। রাষ্ট্রের সকল নাগরিক নিজেদের প্রাপ্য অধিকার বুঝে প...
13/07/2025

দাড়ি-টুপিওয়ালা মানুষের হাতে ক্ষমতা থাকলে জনগণের হক কখনোই নষ্ট হবে না। রাষ্ট্রের সকল নাগরিক নিজেদের প্রাপ্য অধিকার বুঝে পাবে। এটাই তার জলজ্যান্ত প্রমাণ।

সম্প্রতি ডেনমার্কে একটি নতুন আইন প্রস্তাব করা হয়েছে, যার লক্ষ্য নাগরিকদের চেহারা, কণ্ঠস্বর ও শারীরিক বৈশিষ্ট্যের ওপর কপ...
13/07/2025

সম্প্রতি ডেনমার্কে একটি নতুন আইন প্রস্তাব করা হয়েছে, যার লক্ষ্য নাগরিকদের চেহারা, কণ্ঠস্বর ও শারীরিক বৈশিষ্ট্যের ওপর কপিরাইট অধিকার নিশ্চিত করা। এ আইনের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি ডিপফেইক কনটেন্টের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।

প্রস্তাবিত আইন অনুযায়ী, কেউ যদি ব্যক্তির পূর্বানুমতি ছাড়া তার চেহারা বা কণ্ঠস্বর ব্যবহার করে ডিপফেইক কনটেন্ট তৈরি করে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি সেই কনটেন্ট অপসারণের দাবি জানাতে পারবেন এবং ক্ষতিপূরণের আবেদনও করতে পারবেন।

এই আইনটি ডেনমার্কের রাজনৈতিক মহলে ব্যাপক সমর্থন পাচ্ছে এবং চলতি বছরের শেষ নাগাদ পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ব্যঙ্গাত্মক ও বিদ্রূপাত্মক কনটেন্ট (যেমন প্যারোডি ও স্যাটায়ার) ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রাখা হবে।

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মগুলোও এই আইনের আওতায় পড়বে। তারা যদি নির্ধারিত নিয়ম অনুযায়ী ডিপফেইক কনটেন্ট সরাতে ব্যর্থ হয়, তাহলে তাদের জরিমানার আওতায় আনা হবে।

বিএনপি থেকে পদত্যাগ করলেন!আলোচিত ব্যক্তিত্ব "ড. ফয়জুল হক"আমি, ড. ফয়জুল হক, আজ গভীর আবেগ ও বিবেচনার সাথে বাংলাদেশ জাতীয...
12/07/2025

বিএনপি থেকে পদত্যাগ করলেন!
আলোচিত ব্যক্তিত্ব "ড. ফয়জুল হক"

আমি, ড. ফয়জুল হক, আজ গভীর আবেগ ও বিবেচনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।

২০১৫ সালে গঠিত বিএনপির মালয়েশিয়া কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি।

ড. ফয়জুল হক
সংসদ সদস্য পদপ্রার্থী,
ঝালকাঠী ১(রাজাপুর- কাঠালিয়া)

এই সংস্কৃতি কি আসলেই নেতিবাচক, আপনারা কি মনে করেন.?
11/07/2025

এই সংস্কৃতি কি আসলেই নেতিবাচক, আপনারা কি মনে করেন.?


সামাজিক অবক্ষয় ও অতী আধুনিকায়নের ফসল এই মেহরীন!নিজের বাবা-মায়ের বিরুদ্ধে তার বক্তব্য 'আমি মা-বাবার পাপেট নই, আমার সুরক্ষ...
11/07/2025

সামাজিক অবক্ষয় ও অতী আধুনিকায়নের ফসল এই মেহরীন!

নিজের বাবা-মায়ের বিরুদ্ধে তার বক্তব্য 'আমি মা-বাবার পাপেট নই, আমার সুরক্ষা চাই '

মেহরীনের বক্তব্যের সময় তার মা জান্নাতুল ফেরদৌস কাঠগড়ায় দাঁড়িয়ে মাথা নিচু করে শুনতে থাকেন। অন্যদিকে তার বাবা নাসির আহমেদ অপলক দৃষ্টিতে মেয়ের বক্তব্য শুনতে থাকেন 😥

10/07/2025

অতীত থেকে শুধু শিক্ষা নিতে হয়,
অতীতে বসবাস করতে হয় না।

10/07/2025

সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যা বলার প্রয়োজন হয় না।

10/07/2025

🔥SSC 2025 রেজাল্ট: বোর্ডভিত্তিক পাসের হার ও GPA-5

বোর্ডের নাম পাসের হার (%) GPA-5 প্রাপ্ত

যশোর ৯২.৩৩% ১৮,৮৬১ জন
রাজশাহী ৮৯.২৬% ২১,৪৯২ জন
বরিশাল ৮৯.১৩% ১০,১৩৮ জন
ময়মনসিংহ ৮৫.০০% ৯,৪০৪ জন
ঢাকা ৮৩.৯২% ৩৯,০৫৫ জন
চট্টগ্রাম ৮২.৮০% ১০,৮২৩ জন
টেকনিক্যাল ৮১.৩৮% ৬,২২০ জন
মাদ্রাসা (দাখিল) ৭৯.৬৬% ৬,৮৫৭ জন
কুমিল্লা ৭৯.২৩% ১৬,৯৭৮ জন
দিনাজপুর ৭৮.৪৩% ১৫,০৮৪ জন
সিলেট ৭৩.৩৫% ৭,২১৭ জন

---

Address

Chittagong

Telephone

+8801871707907

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saydur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saydur Rahman:

Share

Category