Ctg Update 24

Ctg Update 24 সত্যের সন্ধানে অবিচল পথচলা।
চট্টগ্রাম এর সকল নিউজ আপডেট পেতে আমাদের পেজ এর সাথে থাকুন।

21/10/2020

আসসালামু আলাইকুম
গল্প টা পরে বলব
আল্লাহ হাফেজ

15/05/2020

িটিভ_রক্ত প্রয়োজন।

একজন প্রসুতি মায়ের জন্য আগামীকাল ১৮-০৫-২০২০ইং সকাল ১১টার মধ্যে ১ ব্যাগ (O+) রক্তের প্রয়োজন।

স্থানঃমেমন মাতৃসদন হাসপাতাল।।
কালীবাড়ি।।
সদরঘাট।।

#বহিঃবিভাগ

যোগাযোগঃ০১৮৮১৮৮০৪০১

13/05/2020

আজ ১১৬২ জন করোনা পজিটিভ মৃত্যু ১৯ জন।হে আল্লাহ আমাদের তুমি রক্ষা কর।

11/05/2020

কোভিড -১৯ আপডেট
১১.০৫.২০২০ খ্রীঃ ( সোমবার )
সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম।
======================================

চট্টগ্রাম বিআইটিআইডি তে ২৩৪ টি নমুনা পরীক্ষা করা হয়।তৎমধ্যে ৩৯ টি পজিটিভ। মহানগরসহ চট্টগ্রামে ৩১টি [ মহানগর ১৭ এবং উপজেলায়-১৪( সাতকানিয়া-৩, পটিয়া-১১) এবং ভিন্ন জেলায় ৮ টি।]

চট্টগ্রামে ৩১ টি পজিটিভের মধ্যে
১)পটিয়া উপজেলা-১১( পটিয়া পৌরসভা -১,কাগজীপাড়া -১,কমলমুন্সীরহাট-৯ জন)
২)সাতকানিয়া -৩ জন।
----------------------------------------------------------------------
মহানগরীর -১৭টি
মহানগরীর এলাকাসমূহ ----
৩)গ্রীনভিউ সোসাইটি -১
৪)কর্নেলহাট-১
৫)নোয়াপাড়া পাহাড়তলী -১
৬)বাঁচা মিয়া রোড-১
৭)পশ্চিম বাঘঘোনা, লালখান বাজার-১
৮)নয়াবাজার মৌসুমি -১
৯) আকবরশাহ-১
১০)চকবাজার -১
১১) পশ্চিম নাসিরাবাদ-১
১২) পাঁচলাইশ-১
১৩)ফিল্ড হাসপাতাল -১
১৪) দামপাড়া পুলিশ লাইন -১
১৫) নন্দন কানন-১
১৬) ছোটপুল( আগ্রাবাদ) -১
১৭) আগ্রাবাদ-২
১৮) সিএমসিএইচ -১ মোট (১৭+১৪)=৩১

১৯৫ টি নেগেটিভ।

======================================
চট্রগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ( CVASU)তে ৯৩ টি নমুনা পরীক্ষার ফলাফলে ২৬ টি পজিটিভ। চট্টগ্রাম জেলায় ১৮,ফেনী জেলায় -১ নোয়াখালী জেলায় -৭।
চট্টগ্রামের ১৮টি পজিটিভের মধ্যে---------
১)সাতকানিয়া উপজেলা -২
২)রাংগুনিয়া -২
৩)সীতাকুণ্ড -১
৪) হাটহাজারী -২ (উপজেলায় মোট= ৭)
---------------------------------------------------------
মহানগর -১১
মহামগরীর এলাকাসমূহ
৪) কাজীর দেউরি -১
৫) লালদিঘির পাড়-১
৬) কদমতলী-২
৭)হালিশহর-২
৮)ফিরিঙ্গিবাজার-১
৯) পতেঙ্গা -১
১০)টেরীবাজার-১
১১)এয়ারপোর্ট রোড-১
১২)পশ্চিম গলি চকবাজার -১
মোট ৬৭ টি নেগেটিভ।
======================================২) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ১২ টি নমুনা পরীক্ষার ফলাফল ঃ১ টি পজিটিভ -( লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্টেশন ) ১১টি নেগেটিভ।
----------------------------------------------------------------------------
৩) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে চট্টগ্রামে ১৫ টি পজিটিভ ( পটিয়াউপজেলায়-১,সীতাকুন্ড( ফকিরহাট)-১
মহানগর -১৩)
মহানগরীর এলাকা
১) রাহাত্তারপুল-২
২) বিএমএ ( BMA)-২
৩) হাজারী গলি-২
৪) বন্দরটিলা ( ইপিজেড)-১
৫) বিএন এস ( পতেঙ্গা) -১
৬) বায়েজিদ -১
৭) বেপারীপাড়া-১
৮) ডিসি অফিস( ডবলমুরিং)-১
৯) সাকেরপুল-১
১০) ফ্রিপোর্ট বন্দর -১ মোট =১৫

মোট ৪১ টি নেগেটিভ।
--------------------------------------------------------------------------

10/05/2020

কিশোরগঞ্জের লতিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত হ

08/05/2020

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের হাটমুরশন গ্রামের সুনিল (৪৮) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

06/05/2020

পটিয়াবাসীর জন্য আবারো দুঃসংবাদ
আরো একজন করোনা পজিটিভ

04/05/2020

কোভিড -১৯ আপডেট
০৪.০৫.২০২০ খ্রী ( সোমবার )
======================================

চট্টগ্রাম বিআইটিআইডি তে ২৪৩ টি নমুনা পরীক্ষা করা হয়। ২২ টি পজিটিভ( ১৬ টি চট্টগ্রামে,৬ টি ভিন্ন জেলায়)
====================================
চট্টগ্রামে টি পজিটিভঃ ২২
==========================[========
১) পটিয়া-১
২)বাশখালী -১
৩) লোহাগড়া -১
৪)দামপাড়া পুলিশ লাইন -২
৫) উত্তর কাট্রলী-১
৬)আকবরশাহ -১
৭) হালিশহর বন্দর -২
৮)এনায়েত বাজার-২
৯) বড় কুমিরা-১
১০)পাহাড়তলী-২
১১) বিআইটিআইডি -১
১২) সিএমএইচ( CMH)-১ সর্বমোট=১৬

04/05/2020

পটিয়ায় আজ যার করোনা পজিটিভ এসেছে তার বাড়ি কাগজী পাড়া
পুরুষ(৪৫)

04/05/2020

পটিয়ায় ১জনের করোনা পজেটিভ।
সূত্র: সিভিল সার্জন চট্টগ্রাম

 #বিশ্বের দ্বিতীয় দীর্ঘকায় ব্যক্তি হিসেবে কক্সবাজারের রামু (৮ফুট ৬ ইঞ্চি লম্বা) জিন্নাত আলী আর নেই.....উল্লেখ্য, তিনি চ...
28/04/2020

#বিশ্বের দ্বিতীয় দীর্ঘকায় ব্যক্তি হিসেবে কক্সবাজারের রামু
(৮ফুট ৬ ইঞ্চি লম্বা) জিন্নাত আলী আর নেই.....

উল্লেখ্য, তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চ ম কে) চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিউন।
হে আল্লাহ উনার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের উঁচু মকাম দান করুন আমীন।😥😥😥

https://www.facebook.com/420129434788212/posts/1886563388144802/
27/04/2020

https://www.facebook.com/420129434788212/posts/1886563388144802/

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন মারা গেছেন বলে দাবি করেছে হংকংয়ের রাষ্ট্র সমর্থিত টিভি চ্যানেল এইচকেএসটিভি

নিজ চাচীর হাতে ৪ বছরের শিশু দিহান মর্মান্তিকভাবে খুন!মানবতার চরম অবক্ষয়ের এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে?
27/04/2020

নিজ চাচীর হাতে ৪ বছরের শিশু দিহান মর্মান্তিকভাবে খুন!

মানবতার চরম অবক্ষয়ের এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে?

27/04/2020

চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে ভি‌ডিও কনফারেন্সে তিনি এ কথা জানান।


তিনি বলেন, এখন আমরা আর স্কুল-কলেজ খুলছি না। সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকা‌রি বাসভবন গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবি‌নিময় করছেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা ক‌রছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ‌্য স‌চিব ড. আহমদ কায়কাউস।


এর আগে, করোনার কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটি অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৫ মে ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে বলা জানানো হয়েছিল। করোনা ভাইরাসের সৃষ্ট পরিস্থিতির কারণে কয়েক দফা সরকার সাধারণ ছুটি ঘোঘণা করে সরকার। সে ছুটি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বন্ধ করে দেয়া হয়। রিপোর্ট: ইফতেখারুল ইসলাম।

26/04/2020

করোনাভাইরাসে সাধারণ মানুষ যেমন আক্রান্ত হচ্ছেন পাশাপাশি যারা রোগীদের সুস্থ করার কাজে নিয়োজিত সেসব চিকিৎসকরাও আ...

26/04/2020

#ব্রেকিং...
চট্টগ্রাম বিভাগে আরো ১০ জনের করোনা শনাক্ত।
যাদের মধ্যে ৭ জন চট্টগ্রাম জেলার এবং বাকি ৩ জন লক্ষ্মীপুর জেলার।

চট্টগ্রাম জেলার রোগীদের মধ্যে ৬ জন সাতকানিয়া উপজেলার একই পরিবারের সদস্য এবং ১ জন দামপাড়ার।

আজ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০১ টি।

24/04/2020

দুই বছরের বেশি সময় কারাবন্দি থেকে জামিনে মুক্ত হওয়ার পর হোম কোয়ারেন্টিনে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ক....

Address

Chittagong

Telephone

+8801867949082

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ctg Update 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ctg Update 24:

Share