15/01/2023
➡️ফ্রিল্যান্সিং এর ইতিহাসঃঃ
ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা এধরনের কাজ করেন তাদের বলা হয় “মুক্তপেশাজীবি বা ফ্রিল্যান্সার।
⛔আজ ইন্টারনেটের ব্যবহার প্রায় সব জায়গায় হচ্ছে এবং ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য সর্ব প্রথম যে জিনিসটা আপনার লাগবে সেটা হলো “ইন্টারনেট“
কারণ, নিজের জন্য কাজ খোঁজার থেকে আরম্ভ করে, কাজটি তৈরি করে আপনার ক্লায়েন্ট (client) কে জমা দেয়া, সবটাই ইন্টারনেটের মাধ্যমেই বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলিতে গিয়ে আপনার করতে হবে।
তাছাড়া,এই মাধ্যমে টাকা আয় করার জন্য আপনার প্রচুর নতুন নতুন কাজ বা প্রজেক্টস (Projects) এর প্রয়োজন হবে।
তার জন্য আপনাকে নিজের কাজ বা দক্ষতার (Skills) প্রচার বা মার্কেটিং ইন্টারনেটের দ্বারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম (Platform) গুলিতে গিয়ে করতে হবে।
যেমন, Social Media Websites,Social Media Groups, Freelancing Marketplace আরো অনেক।
১. নিজের লক্ষ্য (Goal) সঠিক ভাবে সেট করুন।।
সর্ব প্রথম আপনার কিছু জিনিস বা লক্ষ্য (goals) সঠিক ভাবে সেট করে নিতে হবে। যেমন, আপনি এই মাধ্যমে কতটুকু কাজ করতে চান???
কতটা সময় দিতে চান???
আপনি কি নিজের চাকরির সাথে সাথে এই কাজ চালিয়ে যাবেন এবং পার্ট-টাইম ইনকাম করবেন না কি ফুল টাইম ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং করবেন।
এসব বিষয়গুলো প্রথমেই ঠিক করে নিতে হবে। এতে করে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন।
২. কোন স্কিল নিয়ে কাজ করবেন ?
২য়ত,আপনার নিজের কাজের টপিক বা সাবজেক্ট কি নিয়ে হবে সেটা নিয়ে ভাবতে হবে। আপনি যেকোনো একটি বিষয় নিয়ে কাজ শুরু করতে পারবেন।
যেমন, content writing, web designing, coding এর কাজ, Logo designing, SEO services, Video creating, video editing, content marketing ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।।।।।
সর্বোপরি,,সবকিছুর জন্য আগে নিজেকে দক্ষ হতে হবে,মাইন্ড সেট করতে হবে সে অনুযায়ী কাজ করতে হবে।।।
সো,,,, দক্ষতা এবং মাইন্ড সেট আপনার আছে তো?????