
25/06/2025
এনডিএফ চট্টগ্রাম শাখার ঈদ পুনর্মিলনীতে
শাহজাহান চৌধুরী
জামায়াতে ইসলামী ন্যায়, ইনসাফপূর্ণ ও মানবিক সমাজ কায়েম করতে চায়
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম জামায়াতের সাবেক আমির, সাবেক এমপি ও চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, সমাজসেবা ও মানবসেবার মাধ্যমে জামায়াতে ইসলামী ইতোমধ্যে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। সমাজ সংস্কারের জন্য গণভিত্তির প্রয়োজন। ব্যাপক ও গণমুখী দাওয়াতি কাজের মাধ্যমে জামায়াত সেই গণভিত্তি রচনা করতে চায়। চিকিৎসকরা নিজেদের মধ্যে যে আদর্শিক চিন্তা লালন করেন, বাস্তব কাজের মাধ্যমে ময়দানে তার প্রতিফলন ঘটাতে হবে। জামায়াতে ইসলামী ন্যায়, ইনসাফপূর্ণ ও মানবিক সমাজ কায়েম করতে চায়।
বুধবার দুপুর দেড়টায় নগরীর সুইস পার্কে অনুষ্ঠিত ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনডিএফ চট্টগ্রাম মহানগরী শাখার সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এ টি এম রেজাউল করিমের সভাপতিত্বে ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুর রহমানের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম। দারসুল কুরআন পেশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, আগামী নির্বাচনে যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারে তাহলে হক, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করা হবে। দেশের জনগণ যদি আমাদেরকে সেবা করার সুযোগ দেয় তাহলে আমরা দেশকে ক্ষুধা, দারিদ্র ও বেকারত্বের অভিশাপ থেকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঈদ শুধুমাত্র ব্যক্তিগত বা পারিবারিক আনন্দের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা এবং তাদের মৌলিক চাহিদা পূরণে সহায়তা করার একটি সুযোগ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, চট্টগ্রাম মহানগরীর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও এনডিএফ এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে কে ফজলুল হক, চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী ডা. আবু নাসের, চট্টগ্রাম-১২ আসনের প্রার্থী ডা. ফরিদুল আলম, চট্টগ্রাম-১৪ ডা. শাহাদৎ হোসাইন, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ডা. খাইরুল আনোয়ার প্রমুখ।