Fahamina's dairy

Fahamina's dairy Hey! I’m Fahamina — the storyteller behind Fahamina’s Diary. 💫
I share everyday moments,cooking videos,my simple home decor idea and real stories from my life.
(31)

For PR, collaboration, or business queries, contact me 👉 [email protected]

03/11/2025

আজকে পোস্ট করা 2nd contest এর পোস্ট টা সবাই এখন একটু পড়ে আসেন।কিছু রুলস চেঞ্জ হয়েছে।1st contest এ যারা অংশগ্রহণ করেছিলেন তারাও শেয়ার কন্টিনিউ করতে পারবেন তবে ১০টার বেশি না।

03/11/2025

বিশ্বাস করুন, এটা কোনো সাধারণ স্যান্ডউইচ নয়! 🤯
শীতকালে গরম, ক্রিমি, এবং চিজ ভরা এই স্যান্ডউইচটি আপনাকে বানাতেই হবে!ক্রিমচিজ তৈরির গোপন ধাপগুলো দেখতে ভিডিওটি সেভ করুন।
রেসিপি জানতে চান? কমেন্ট করুন 👇 আমি রিপ্লাই দেব!







03/11/2025

🌼এই ভাল এই খারাপ🌼প্রেম মানে মিষ্টি পাপ🌼

03/11/2025

🎁২য় সাপ্তাহিক প্রতিযোগিতা🎁
📣📣2nd weekly contest📣📣

আজ থেকে আমার পেজে শুরু হচ্ছে ২য় সাপ্তাহিক প্রতিযোগিতা (2nd Weekly Contest)! এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতি সপ্তাহে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনকারীকে উপহার হিসেবে ১,০০০ টাকা বিকাশ গিফট করা হবে।
বিজয়ীকে নির্বাচন করা হবে প্রতি সোমবার । আপনিও কিন্তু চাইলেই অংশগ্রহণ করতে পারেন!
এখন জেনে নিন, কীভাবে আপনি আপনার পয়েন্ট বাড়াতে পারবেন:
১👉2nd contest এ যারা অংশগ্রহণ করেছে তারা ১০টা গ্রুপ এ শেয়ার দিবেন।নতুন পুরাতন সবাই শেয়ার দিয়ে পারবেন তবে ১০টার বেশি গ্রুপ শেয়ার করবেন না।

২ 👉 ভিডিও সম্পুর্ন দেখা, লাইক, কমেন্ট ও প্রোফাইল শেয়ার (inlimited) + ১০টা গ্রুপ শেয়ার করবেন।

৩👉 আমার পেজে যত ভিডিও/পোস্ট আপলোড হবে, তার সবই সম্পূর্ণ দেখতে হবে এবং আগের ভিডিও গুলো সম্পুর্ন দেখে লাইক কমেন্ট করবেন।

• ভিডিওতে একটি করে লাইক দিতে হবে।
• একটি গঠনমূলক ও সুন্দর কমেন্ট করতে হবে। (একই কমেন্ট বারবার করা যাবে না।)
• ভিডিওটি আপনার নিজের টাইমলাইনে (নিজের আইডিতে) শেয়ার করতে হবে।
• পাশাপাশি, বিভিন্ন অনুমোদিত গ্রুপ (যেমন: কুকিং, ব্লগিং ,girls group,public group ইত্যাদি) গুলোতে ভিডিওটি ১০টা গ্রুপ এ শেয়ার করতে হবে।এর বেশি করা যাবেনা।

৪👉 বন্ধুদের আমন্ত্রণ (Invite Friends):
• নিজের প্রোফাইল থেকে আমার পেজে প্রবেশ করে, ... ডট মেনুতে গিয়ে 'Invite Friends' অপশনে 'All' দিতে হবে।
এই invite এর কাজটি সপ্তাহে ১বার করলেই হবে, প্রতিদিন করার প্রয়োজন নেই।
• আপনার আমন্ত্রণে সাড়া দিয়ে যদি আপনার কোনো বন্ধু আমার ভিডিওতে লাইক, কমেন্ট বা পেজটি ফলো করে, তবে সেই পয়েন্টও আপনার নামে জমা হবে।

৫👉 নতুন পুরাতন সবাই পেজের রিভিউ অপশনে গিয়ে সুন্দর একটা রিভিউ দিতে হবে।

৬👉• যদি কেউ রুলস এর বাইরে কাজ করেন ইচ্ছেমতো গ্রপ শেয়ার করেন তাদের লিস্ট থেকে নাম বাদ দেয়া হবে।আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তবে এই ভিডিওর কমেন্ট বক্সে জানান অথবা আমাকে সরাসরি ইনবক্স করুন আমি বিষয়টি স্পষ্ট করে দেব।সবাই সবাইকে চোখে চোখে রাখবেন কেউ যেনো নিয়ম ভংগ করে পয়েন্ট বাড়াতে না পারে😡সাথে সাথে আমাকে স্ক্রিনশট দিবেন লিস্ট থেকে বাদ দিয়ে দিবো।অনেক সুযোগ দিয়েছি ভালো ভাবে বুঝিয়েছি আর সুযোগ দিবোনা।

তাহলে আর দেরি কেন? এখনই শুরু করে দিন!

🎉 বিগ অ্যনাউন্সমেন্ট! প্রথম সাপ্তাহিক প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা! 🥳প্রথমে, আমাদের কন্টেস্ট এ অংশগ্রহণ করার জন্য আপনাদের স...
02/11/2025

🎉 বিগ অ্যনাউন্সমেন্ট! প্রথম সাপ্তাহিক প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা! 🥳
প্রথমে, আমাদের কন্টেস্ট এ অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ! আপনাদের অসাধারণ সাড়া আমাকে মুগ্ধ করেছে।
আর, এই সপ্তাহের সৌভাগ্যবান বিজয়ী হলেন... 🥁
বিজয়ী: Neera Sultana
🏆 অভিনন্দন, আপনাকে।আপনি জিতে নিয়েছেন ১০০০টাকা গিফট 🎁 যেটা বিকাশের মাধ্যমে দেওয়া হবে।
আমরা আপনার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবো।
🌼যারা জিততে পারেননি একদম চিন্তা করবেন না!কন্টেস্ট প্রতি সপ্তাহে চলবে।পেজের সাথে থাকবেন ।

শুভকামনা রইলো!
#বিজয়ী #সাপ্তাহিকপ্রতিযোগিতা

02/11/2025

যারা কন্টেস্ট খেলছেন মনোযোগ দিয়ে পড়ুন।
👇👇👇
চেক করে দেখলাম অনেকেই রুলস মানে নাই।ইচ্ছে মতো শেয়ার দিয়েছে।কে কোনদিন কয়টা করে শেয়ার দিয়েছে সেগুলো চেক করা যায় সেটাকি আপনারা যানেন?আমি সব স্ক্রিনশট নিয়ে রেখেছি।নেক্স কন্টেস্ট এ এমন কিছু করলে তাদের নাম সহ স্ক্রিনশট পোস্ট করা হবে।প্লিজ এমন কিছু করবেন না যাতে কন্টেস্ট থেকে বাদ দিতে হয়।কন্টেস্ট খেলতে এসেছি সবাই সততার সাথে কাজ করে আমাকে সাহায্য করবেন আশা করি। আর কি ধরনের রুলস বানালে আপনাদের সুবিধা হবে আমাকে জানাবেন।সবাই winner হওয়ার জন্য অনেক কষ্ট করছে।প্লিজ কেও চিট করে পয়েন্ট বাড়ানোর চেস্টা করবেন না।যদি পয়েন্ট বাড়িয়ে উইনার ও হয়ে যান তাহলে সব কিছু চেক করে যদি দেখি রুলস এর মধ্যে ছিলেন তাহলেই winner করা হবে। আর সবার উদ্দেশ্য বলছি ১০টার বেশি শেয়ার যদি কারো চোখে পড়ে তাহলে আমাকে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে দিবেন।একজন একজনকে চোখে চোখে রাখবেন যেনো কেউ রুলস ভাংগতে না পারে।আর প্লিজ কেউ কারো সাথে খারাপ ব্যবহার করবেন 🙏🙏🙏 কারো কোনো রকম দোষ দেখলে আমাকে ইনবক্স করবেন।শুধু পাগলের মতো শেয়ার করলেই পয়েন্ট বাড়েনা।ফুল ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট ,লাইক,প্রোফাইল শেয়ার করলে পয়েন্ট আরও দ্রুত বাড়ে।

02/11/2025

এনগেজমেন্ট লিস্ট আপডেট চলে এসেছে 😍

02/11/2025

অপেক্ষায় আছি weekly contest result এর। নোটিফিকেশন আসলেই লাইভ এ winner anouncment করবো।ইনশাআল্লাহ ।

01/11/2025

📣📣🔊🔊👇👇👇

কন্টেস্ট এর সময় কিন্তু ফুরিয়ে এসেছে। আর মাত্র একদিন বাকি কালকেই উইনার সিলেক্ট করা হবে। উইনার এনাউন্সমেন্ট কি লাইভ এ করবো নাকি ভিডিও /পোস্ট এর মাধ্যমে জানাবো।এই পোস্ট এর কমেন্ট এ জানাবেন সবাই।আর যারা যারা কন্টেস্ট এ অংশ গ্রহণ করেছেন অথবা খেলছেন তারা এই পোস্ট এর নিচে কমেন্ট করে জানান।সবার নামের লিস্ট করবো।

01/11/2025

🌼কিচেনের লুক এক নিমেষে পাল্টে দিল এই Wall Board-গুলো! ✨ যারা কিউট আর সুন্দর জিনিস খুঁজছেন, তাদের জন্য মাস্ট হ্যাভ।🌼

31/10/2025

চট্টগ্রামের এক টুকরো শান্তি 🌼“Nowhere-এর প্রতিটা কোণ যেন গল্প বলে 😍

30/10/2025

সাপ্তাহিক প্রতিযোগিতা
(🆆🅴🅴🅺🅻🆈 🅲🅾🅽🆃🅴🆂🆃👇😍😍👇

আমার পেজে সাপ্তাহিক প্রতিযোগিতা (Weekly Contest)চলছে! এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতি সপ্তাহে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনকারীকে উপহার হিসেবে ১,০০০ টাকা বিকাশ গিফট করা হবে।

বিজয়ীকে নির্বাচন করা হবে প্রতি সোমবার এবং হ্যাঁ, প্রতি সপ্তাহেই এই পুরস্কার দেওয়া হবে। আপনিও কিন্তু চাইলেই অংশগ্রহণ করতে পারেন!

এখন জেনে নিন, কীভাবে আপনি আপনার পয়েন্ট বাড়াতে পারবেন:প্রতিদিন ৭টাই ভিডিও পোস্ট হয় ভিডিও দেখা, লাইক, কমেন্ট ও শেয়ার করা।
• শনিবার থেকে শুরু করে পরের সপ্তাহের সোমবার পর্যন্ত আমার পেজে যত ভিডিও/পোস্ট আপলোড হবে, তার সবই সম্পূর্ণ দেখতে হবে এবং পুরনো / আগের ভিডিও গুলো সম্পুর্ন দেখে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। পয়েন্ট বাড়বে।

• ভিডিওতে একটি করে লাইক দিতে হবে।
• একটি গঠনমূলক ও সুন্দর কমেন্ট করতে হবে। (একই কমেন্ট বারবার করা যাবে না।)

• ভিডিওটি আপনার নিজের টাইমলাইনে (নিজের আইডিতে) একবার শেয়ার করতে হবে।

• পাশাপাশি, বিভিন্ন অনুমোদিত গ্রুপ (যেমন: কুকিং, ব্লগিং ইত্যাদি) গুলোতে ভিডিওটি ১০টা গ্রুপ এ শেয়ার করতে হবে।এর বেশি করা যাবেনা।এর বেশি শেয়ার এর প্রমাণ পেলে কন্টেস্ট থেকে বাদ দেয়া হবে।
বন্ধুদের আমন্ত্রণ (Invite Friends):
• নিজের প্রোফাইল থেকে আমার পেজে প্রবেশ করে, ৩ ডট মেনুতে গিয়ে 'Invite Friends' অপশনে 'All' দিতে হবে। এই কাজটি শুধুমাত্র একবার করলেই হবে, প্রতিদিন করার প্রয়োজন নেই।
• আপনার আমন্ত্রণে সাড়া দিয়ে যদি আপনার কোনো বন্ধু আমার ভিডিওতে লাইক, কমেন্ট বা পেজটি ফলো করে, তবে সেই পয়েন্টও আপনার নামে জমা হবে।পেজের রিভিউ অপশনে গিয়ে একটা সুন্দর রিভিউ দিতে হবে।

গুরুত্বপূর্ণ শর্তাবলী:
• অবশ্যই আমার পেজটি ফলো করতে হবে। পয়েন্ট বেশি হলেও যদি কেউ পেজ ফলো না করেন,ইনভাইট না করেন আর আমাকে স্ক্রিনশট না দেন,তবে তাকে বিজয়ী করা হবে না।
• আপনারা পয়েন্ট বাড়াতে চাইলে নতুন পুরাতন সব ভিডিও /পোস্টে বেশি বেশি কমেন্ট করবেন,লাইক,প্রোফাইল শেয়ার করতে পারেন।
• যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তবে এই ভিডিওর কমেন্ট বক্সে জানান অথবা আমাকে সরাসরি ইনবক্স করুন।আমি বিষয়টি স্পষ্ট করে দেব।

তাহলে আর দেরি কেন? এখনই শুরু করে দিন!

Address

Chakaria
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Fahamina's dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share