30/10/2025
সাপ্তাহিক প্রতিযোগিতা
(🆆🅴🅴🅺🅻🆈 🅲🅾🅽🆃🅴🆂🆃👇😍😍👇
আমার পেজে সাপ্তাহিক প্রতিযোগিতা (Weekly Contest)চলছে! এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতি সপ্তাহে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনকারীকে উপহার হিসেবে ১,০০০ টাকা বিকাশ গিফট করা হবে।
বিজয়ীকে নির্বাচন করা হবে প্রতি সোমবার এবং হ্যাঁ, প্রতি সপ্তাহেই এই পুরস্কার দেওয়া হবে। আপনিও কিন্তু চাইলেই অংশগ্রহণ করতে পারেন!
এখন জেনে নিন, কীভাবে আপনি আপনার পয়েন্ট বাড়াতে পারবেন:প্রতিদিন ৭টাই ভিডিও পোস্ট হয় ভিডিও দেখা, লাইক, কমেন্ট ও শেয়ার করা।
• শনিবার থেকে শুরু করে পরের সপ্তাহের সোমবার পর্যন্ত আমার পেজে যত ভিডিও/পোস্ট আপলোড হবে, তার সবই সম্পূর্ণ দেখতে হবে এবং পুরনো / আগের ভিডিও গুলো সম্পুর্ন দেখে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। পয়েন্ট বাড়বে।
• ভিডিওতে একটি করে লাইক দিতে হবে।
• একটি গঠনমূলক ও সুন্দর কমেন্ট করতে হবে। (একই কমেন্ট বারবার করা যাবে না।)
• ভিডিওটি আপনার নিজের টাইমলাইনে (নিজের আইডিতে) একবার শেয়ার করতে হবে।
• পাশাপাশি, বিভিন্ন অনুমোদিত গ্রুপ (যেমন: কুকিং, ব্লগিং ইত্যাদি) গুলোতে ভিডিওটি ১০টা গ্রুপ এ শেয়ার করতে হবে।এর বেশি করা যাবেনা।এর বেশি শেয়ার এর প্রমাণ পেলে কন্টেস্ট থেকে বাদ দেয়া হবে।
বন্ধুদের আমন্ত্রণ (Invite Friends):
• নিজের প্রোফাইল থেকে আমার পেজে প্রবেশ করে, ৩ ডট মেনুতে গিয়ে 'Invite Friends' অপশনে 'All' দিতে হবে। এই কাজটি শুধুমাত্র একবার করলেই হবে, প্রতিদিন করার প্রয়োজন নেই।
• আপনার আমন্ত্রণে সাড়া দিয়ে যদি আপনার কোনো বন্ধু আমার ভিডিওতে লাইক, কমেন্ট বা পেজটি ফলো করে, তবে সেই পয়েন্টও আপনার নামে জমা হবে।পেজের রিভিউ অপশনে গিয়ে একটা সুন্দর রিভিউ দিতে হবে।
গুরুত্বপূর্ণ শর্তাবলী:
• অবশ্যই আমার পেজটি ফলো করতে হবে। পয়েন্ট বেশি হলেও যদি কেউ পেজ ফলো না করেন,ইনভাইট না করেন আর আমাকে স্ক্রিনশট না দেন,তবে তাকে বিজয়ী করা হবে না।
• আপনারা পয়েন্ট বাড়াতে চাইলে নতুন পুরাতন সব ভিডিও /পোস্টে বেশি বেশি কমেন্ট করবেন,লাইক,প্রোফাইল শেয়ার করতে পারেন।
• যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তবে এই ভিডিওর কমেন্ট বক্সে জানান অথবা আমাকে সরাসরি ইনবক্স করুন।আমি বিষয়টি স্পষ্ট করে দেব।
তাহলে আর দেরি কেন? এখনই শুরু করে দিন!