Fahamina's dairy

Fahamina's dairy Hey! I’m Fahamina — the storyteller behind Fahamina’s Diary. 💫
I share everyday moments,cooking videos,my simple home decor idea and real stories from my life.
(31)

For PR, collaboration, or business queries, contact me 👉 [email protected]

06/10/2025

সাধারণ সাজেও লুকিয়ে থাকে অসাধারণ সৌন্দর্য 🌿
#কাঠেরসাজসজ্জা #

05/10/2025

🌼গ্রাম মানেই প্রকৃতির সুন্দসুন্দর্য উপভোগ করা।🌼

04/10/2025

শহরের হিড়িক ছেড়ে, গ্রামের সহজ জীবনেই খুঁজে পাওয়া যায় আসল সুখ।”

02/10/2025

সাতকানিয়া ছিটুয়াপাড়া।আমাদের প্রাণের গ্রাম🫶

রাতে ঘুম আসেনা ,সকাল হলে ঘুম ভাংগে না🫣
23/09/2025

রাতে ঘুম আসেনা ,সকাল হলে ঘুম ভাংগে না🫣

মেহমানদের জন্য ঘরের স্বাদে তৈরি ছোট্ট আয়োজন 🌿🍲🍴 আন্তরিকতায় ভরা প্রতিটি পদ।”
15/09/2025

মেহমানদের জন্য ঘরের স্বাদে তৈরি ছোট্ট আয়োজন 🌿🍲🍴 আন্তরিকতায় ভরা প্রতিটি পদ।”

হাড়িতে কি বলেনতো?চট্টগ্রামের মানুষরা হইতো চিনতে পারবে🤔
15/09/2025

হাড়িতে কি বলেনতো?চট্টগ্রামের মানুষরা হইতো চিনতে পারবে🤔

রিয়েক্ট দিও, লিস্টে মরার মতো পইড়া থাইকো না, এইটা একটা পেজ আজিমপুর কবরস্থান না...!🐸🤧👇👇👇Contest📣📣📣Contest📣📣Contest📣আসসালাম...
10/09/2025

রিয়েক্ট দিও, লিস্টে মরার মতো পইড়া থাইকো না, এইটা একটা পেজ আজিমপুর কবরস্থান না...!🐸🤧👇👇👇
Contest📣📣📣
Contest📣📣
Contest📣

আসসালামু আলাইকুম ❤️

আমার পেইজে একটা কনটেস্ট দিচ্ছি😌😌😌
নিচের রুলসগুলা যে ঠিকঠাক ফলো করবে সে উইনার হবে ইনং শা আল্লাহ ✨🎉🎊

⭐১. পেইজে মেম্বার মিনিমাম 20/30/40 জন যে যত পারেন ইনভাইট করতে হবে। যে যত বেশি ইনভাইট করবে সে ততো এগিয়ে থাকবে পয়েন্ট বাড়বে। একাধিক আইডি ইউস করতে পারবেন। ইনভাইটের সময় (screen recording on করে ইনভাইট দিয়ে ভিডিও দিবেন) পেইজের ইনবক্স এ।
ছেলে মেয়ে উভয়কেই ইনভাইট দিতে পারবেন।

⭐২.এই পোস্টে ৭ জন ফ্রেন্ডকে মেনশন দিতে হবে।(এর বেশি দিলে ভালো)

⭐৩. এই পোস্ট এ রিয়েক্ট করতে হবে।

⭐৪.পোস্ট - টি নিজের আইডিতে শেয়ার করতে হবে।

⭐৫.পেইজ এ আগামী ৭ দিন একটিভ থাকতে হবে,অর্থাৎ আগামী ৭দিন পেইজ এ যা পোস্ট করা হবে তাতে রিয়েক্ট দিতে হবে।কমেন্ট আর বিভিন্ন গ্রুপে শেয়ার দিতে হবে।
⌛⏱️

রুলসগুলো সব কমপ্লিট করে সব কিছুর সস পেজ এ ইনবক্স করতে হবে।
দুইজনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে আর তাদের উপহারগুলো নিচে ছবিতে দেওয়া রয়েছে💓 আরো সুন্দর সুন্দর গিফট আছে রেডি করে পিক দিবো।

Thank you
Stay tuned with Fahamina's dairy




আজকে মন ভরে খাওয়ার মতো আয়োজন 😍
09/09/2025

আজকে মন ভরে খাওয়ার মতো আয়োজন 😍

Aesthetic ভিডিও বানিয়ে সফল হতে চাইলে যা থাকা দরকার😊😁- হলুদ, গোলাপী ফ্রাইপেন। যেখানে ডিম পোচ আর সসেজ ভাজবেন। যত দামি চুল...
09/09/2025

Aesthetic ভিডিও বানিয়ে সফল হতে চাইলে যা থাকা দরকার😊😁

- হলুদ, গোলাপী ফ্রাইপেন। যেখানে ডিম পোচ আর সসেজ ভাজবেন।
যত দামি চুলা থাকনা কেনো,মিনি চুলা থাকতে হবে🫣
- কিচেনে অনেক ধরনের আর্টিফিশিয়াল ফুল। চুলার পাশে রাখবেন দু-একটা।সুন্দর ভিউ আসে ।😜
- কিউট চা-কফি মগ। চা - কফি পছন্দ না করলেও মাঝেমাঝে কড়া দুধ চা বানানোর ভিডিও দিতে হবে। ছাঁকনি টাও নকশা করা হতে হবে।😎
আর হ্যা ঘরের যে কোনো একটা কোনায় কফি কর্নার must থাকতে হবে।🤔
- সুন্দর সুন্দর বেডশিট। সিজন অনুযায়ী রং বদলাতে হবে😁 এই যেমন এখন কাশফুলের সাথে মানাবে এমন কোনও চাদর বিছাতে হয়।
- নেটের পর্দা।
- পা বাকা ছোটো টেবিল। যেটা বিছানার উপর রেখে চা রাখবেন। তার সাথে পাশে একটা মোমবাতি জ্বালিয়ে রাখতে হয়। এইসময় আবার ভুলে ফ্যান দিয়েন না।😁
- রান্না বলতে, মাছ ভাজা , বেগুন ভাজা অথবা স্যালাড বানাবেন। ডাল, ভাত, মাছের ঝোলের রান্না দেখাবেন না, Aesthetic ভাইব চলে যাবে।😁
- কিচেনের চারপাশে লেস বসানো সাদা পর্দা দিবেন।
- ভুলেও খুনতি , বটি ব্যবহার করবেন না, ক্ষেত দেখাবে।ইউজ চোপিং বোর্ড এন্ড ডিজাইনার চাকু😊

নেক্সট… জাতীয় ফুল টিউলিপ তো থাকবেই। ১৫০০-১৬০০ টাকা কাপে চা খেতে হবে। ঘরের জন্য asthetic types এর জিনিস কিনতে কিনতে নিজের জন্য কিছু কিনা ভুলে যেতে হবে।

'sdairy

মালাই আইস্ক্রিম রেসিপিউপকরণ: • ১ কাপ হুইপড ক্রিম • ১ কাপ দুধ • ১/৪ কাপ চিনি • ২ টেবিল চামচ মেইদা • ১ চা চামচ ভ্যানিলা এস...
07/09/2025

মালাই আইস্ক্রিম রেসিপি

উপকরণ:
• ১ কাপ হুইপড ক্রিম
• ১ কাপ দুধ
• ১/৪ কাপ চিনি
• ২ টেবিল চামচ মেইদা
• ১ চা চামচ ভ্যানিলা এসেন্স



প্রস্তুত প্রণালী:
1. একটি প্যানে দুধ, মেইদা ও চিনি ভালোভাবে মিশিয়ে নিন।
2. কম আঁচে দুধ নাড়তে থাকুন যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে আসে।
3. চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন।
4. আলাদা একটি পাত্রে হুইপড ক্রিম ভালোভাবে বিট করুন।
5. ঠান্ডা দুধের মিশ্রণে ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন।
6. হুইপড ক্রিমের সাথে দুধের মিশ্রণটি আলতো করে মিশিয়ে নিন।
7. মিশ্রণটি একটি কন্টেইনারে ঢেলে ফ্রিজারে ৬-৭ ঘণ্টা রাখুন।
8. জমে গেলে স্কুপ করে পরিবেশন করুন।

🍦 টিপস: উপরে কাজু, বাদাম বা পিস্তাচিও ছিটিয়ে দিলে স্বাদ আরও বেড়ে যাবে।

🎁 মজার কনটেস্টে জিতে নাও দারুণ গিফট! 🎁হ্যালো সবাই! 😍আমার পেজে চলছে মজার কনটেস্ট, যেখানে জিততে পারো আকর্ষণীয় গিফট! 🎉নিয়ম...
05/09/2025

🎁 মজার কনটেস্টে জিতে নাও দারুণ গিফট! 🎁

হ্যালো সবাই! 😍
আমার পেজে চলছে মজার কনটেস্ট, যেখানে জিততে পারো আকর্ষণীয় গিফট! 🎉

নিয়ম খুব সহজ 👇
1️⃣আমার পেজের ভিডিওগুলোতে যত বেশি Like, Comment & Share করো।
2️⃣ আমার পেজকে Follow করো।
3️⃣ তোমার নাম আমাদের Top Fan Badge লিস্টে আসতে হবে।

🔥 Top পয়েন্ট থেকে ২জন পাবে দারুণ দারুণ গিফট!
🎁 জীপসামের কিঊট কিউট শোপিস আর কেন্ডেল গিফট থাকবে।

⏰ কনটেস্টের সময়সীমা:
শুরু: [১০তারিখ]
শেষ: [১৬তারিখ ]

📢 ফলাফল ঘোষণা করা হবে [১৭তারিখ ] এই পেজেই।

তাহলে আর দেরি কেন? এখনই শুরু করো Like, Comment, Share করে পয়েন্ট বাড়িয়ে নাও আর হয়ে যাও আমার Top winner 🏆

Address

Satkania
Chittagong
SATKANIA

Alerts

Be the first to know and let us send you an email when Fahamina's dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share