11/03/2023
✨ডিজিটাল মার্কেটিং কি?
1= ডিজিটাল মার্কেটিং হচ্ছে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া(Youtube,facebook,Instagram,linkedin,pinterest,Twitter) ইত্যাদি মাধ্যম গুলোকে ব্যবহার করে মার্কেটিং করা।
2= পৃথিবী যত আপডেট হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা ও ততই বৃদ্ধি পাচ্ছে।
3= ফ্রিল্যান্সিং এ ডিজিটাল মার্কেটিং সেক্টরটি বর্তমানে বহুল জনপ্রিয়তা পেয়েছে।
4= এখন সকল ব্যাবসায়ীদের মার্কেটিং এর প্রধান উৎস হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কারন, এতে অতিরিক্ত কর্মীর প্রয়োজন পড়ে না আর এটা অনলাইনের মাধ্যমে যেকোনো প্রান্তে থেকে করা যায়।
✅তাই আসুন অবসর সময়টাকে কাজে লাগিয়ে ডিজিটাল মার্কেটিং শিখি।
❝ ডিজিটাল মার্কেটিং শিখুন
অনলাইনে ক্যারিয়ার গড়ুন ❞