বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD

বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD বান্দরবান জেলার সব খবর এই পেজ এ পাবেন,,,,

22/11/2025
আজ ২২ নভেম্বর ২০২৫ তারিখ বাংলাদেশ স্কাউটস, বান্দরবান পার্বত‍্য জেলার আয়োজনে “কাব হলিডে-২০২৫” বান্দরবান স্টেডিয়াম জিমনেস...
22/11/2025

আজ ২২ নভেম্বর ২০২৫ তারিখ বাংলাদেশ স্কাউটস, বান্দরবান পার্বত‍্য জেলার আয়োজনে “কাব হলিডে-২০২৫” বান্দরবান স্টেডিয়াম জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস, বান্দরবান পার্বত্য জেলা।

কাব হলিডে অনুষ্ঠানে কাব স্কাউটদের বিভিন্ন ইভেন্ট, খেলাধুলা, এবং শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয় যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে।
উক্ত অনুষ্ঠানে সহকারী কমিশনার, বান্দরবান পার্বত‍্য জেলাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

#বান্দরবান #বান্দরবান_পৌরসভা
বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD

ব্রেকিং নিউজবঙ্গোপসাগরে ঘুর্নিঝড় সৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে (আপডেট ১:  নভেম্বর ২২, ২০২৫)আজ ২২ ই নভেম্বর পাওয়া সর্বশে...
22/11/2025

ব্রেকিং নিউজ

বঙ্গোপসাগরে ঘুর্নিঝড় সৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে (আপডেট ১: নভেম্বর ২২, ২০২৫)

আজ ২২ ই নভেম্বর পাওয়া সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুসারে আগামী ২৫/২৬ শে নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (আন্দামান ও নিকবার দ্বীপের দক্ষিণ পাশে) একটি লঘুচাপ সৃষ্টির আশংকা করা যাচ্ছে। এই লঘুচাপটি পর্যায়ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও সর্বশেষে ঘুর্নিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুসারে সম্ভব্য ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের চট্রগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোন স্থানের উপর দিয়ে উপকূলে আঘাত করার আশংকা করা যাচ্ছে আগামী ১ লা ডিসেম্বর থেকে ডিসেম্বর মাসের ৪ তারিখ এর মধ্যে। সম্ভব্য এই ঘুর্নিঝড়ের কারণে ৩০ শে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের ৫ তারিখ পর্যন্ত বাংলাদেশের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

কৃষকদের জন্য পরামর্শ
=====================
ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত বাংলাদেশের উপরে হালাক থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। ফলে জমিতে থাকা পাকা আমন ধান কাটা ও মাড়াই করা শেষ করার পরামর্শ দেওয়া যাচ্ছে। শীতকালীন শাক-সবজি চাষিরা সম্ভব্য এই বৃষ্টিপাতের কথা মাথায় রেখে বীজ বোনা ও জমিতে সেচ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। নভেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত জন্য রোদ্দৌজ্জল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে পুরো দেশে।

সমুদ্রগামী জেলাদের জন্য পরামর্শ
=====================
নভেম্বর মাসের ২৮ তারিখের পর থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হওয়ার শুরু করার আশংকা করা যাচ্ছে। ৩০ শে নভেম্বরের মধ্যে উপকূলে ফেরার জন্য প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে। ২৯ শে নভেম্বরের পরে নতুন করে সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সেন্টমার্টীন দ্বীপে ভ্রমণ আবহাওয়া পূর্বাভাস
===========================
২৮ তারিখের পর থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হওয়ার শুরু করার আশংকা করা যাচ্ছে। ৩০ শে নভেম্বরের থেকে ৪ ঠা নভেম্বর পর্যন্ত টেকনাফ ও সেন্টমার্টীন দ্বীপের মধ্যবর্তী সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকার আশংকা করা যাচ্ছে। ফলে এই সময়ে পর্যটন সম্পর্কিত ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে।

#বান্দরবান #বান্দরবান_পৌরসভা
বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD

বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা ২০২৫ এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ২০২৫...
19/11/2025

বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা ২০২৫ এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ২০২৫ রুটিন দেয়া হলো।

#বান্দরবান
#বান্দরবান_পৌরসভা

বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD

বান্দরবান পৌর এলাকার টমটম মালিক সমিতির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ...
18/11/2025

বান্দরবান পৌর এলাকার টমটম মালিক সমিতির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র পৌরসভার সম্মানিত প্রশাসক জনাব এস, এম, মনজুরুল হক মহোদয়।

#বান্দরবান
#বান্দরবান_পৌরসভা
বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD

বান্দরবান পৌরসভার মশক নিধন স্প্রে কার্যক্রমের ওয়ার্ড ভিত্তিক সাপ্তাহিক কর্মপরিকল্পনা। #বান্দরবান_পৌরসভা  #বান্দরবান    #...
04/11/2025

বান্দরবান পৌরসভার মশক নিধন স্প্রে কার্যক্রমের ওয়ার্ড ভিত্তিক সাপ্তাহিক কর্মপরিকল্পনা।

#বান্দরবান_পৌরসভা #বান্দরবান
#ডেঙ্গু #মশা
বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD

পর্যটন বিষয়ক ইনোভেটিভ আইডিয়া হান্টিং এবং পর্যটন আকর্ষনের ছবি ও ভিডিও সংগ্রহের জন‍্য ফটো ও ভিডিও প্রতিযোগিতা আয়োজন সংক্রা...
04/11/2025

পর্যটন বিষয়ক ইনোভেটিভ আইডিয়া হান্টিং এবং পর্যটন আকর্ষনের ছবি ও ভিডিও সংগ্রহের জন‍্য ফটো ও ভিডিও প্রতিযোগিতা আয়োজন সংক্রান্ত তথ্যাদি।

পর্যটন সেল বান্দরবান-Parjatan Cell Bandarban
#বান্দরবান #বান্দরবান_পৌরসভা
বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD

হুশিয়ার সাবধান চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রাম জেলা-বাসী। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলে একটি ...
04/11/2025

হুশিয়ার সাবধান চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রাম জেলা-বাসী।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে যার প্রভবে চট্রগ্রাম বিভাগের চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রামের জেলাগুলোর আজ বিকেল ৫ টার পর থেকে আগামীকাল বুধবার দুপুর ১২ টার মধ্যে তীব্র বজ্রপাত সহ বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রামের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বান্দরবন, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার উপরে তীব্র বজ্রপাত সহ ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।


#বান্দরবান
বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD

বান্দরবান পৌরসভার ০২ জন কর্মচারীর ভাতা ও অন্যান্য পাওনাদি পরিশোধ করায় সম্মানিত প্রশাসক মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও ...
27/10/2025

বান্দরবান পৌরসভার ০২ জন কর্মচারীর ভাতা ও অন্যান্য পাওনাদি পরিশোধ করায় সম্মানিত প্রশাসক মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, স্বেচ্ছায় অবসর গ্রহণকারী নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক জনাব উনাইশৈ ও টিকাদানকারী সুপারভাইজার (মৃত) জনাব মেঘনাথ দাশ-এর পরিবার।

#বান্দরবান
#বান্দরবান_পৌরসভা
বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD

জনপ্রশাসন প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য বছরে ৪০ ঘন্টা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় জেলা তথ্য অফিস, বান...
27/10/2025

জনপ্রশাসন প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য বছরে ৪০ ঘন্টা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় জেলা তথ্য অফিস, বান্দরবান পার্বত্য জেলা এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা তথ্য অফিসের তথ্য অফিসার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ও জেলা তথ্য অফিসের সকল কর্মচারীবৃন্দ।

#বান্দরবান
বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD

24/10/2025

বান্দরবান পৌরসভা মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫

আগামীকাল ২৫/১০/২০২৫ খ্রি. শনিবার বান্দরবান পৌরসভার উদ্যোগে ৩টি কেন্দ্র যথাক্রমে- বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়, বান্দরবান সরকারি বালিক উচ্চ বিদ্যালয় ও বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজে 'পৌরসভা মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫' অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি বান্দরবান জেলার এ যাবতকালের সবচেয়ে বড় মেধাবৃত্তি পরীক্ষা।
উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় ৪টি গ্রুপে পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ২০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। সকল পরীক্ষার্থীকে যথাসময়ে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, এ পরীক্ষার মাধ্যমে প্রতিটি গ্রুপ থেকে সেরা ১০ মেধাবীকে নিয়ে মোট ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে "পৌর প্রতিভা" ঘোষণা করে মেধাবৃত্তি প্রদান করা হবে।

সকলের জন্য পৌরসভার পক্ষ থেকে শুভকামনা রইলো।

পরীক্ষার সময়: সকাল ১০:০০ টা হতে ১১:৩০ টা।

কেন্দ্রে উপস্থিতি: ৯.৩০ এর মধ্যে

প্রশাসক
বান্দরবান পৌরসভা।
#বান্দরবান
বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD

Address

Chittagong
4600

Website

Alerts

Be the first to know and let us send you an email when বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD:

Share