বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD

বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD বান্দরবান জেলার সব খবর এই পেজ এ পাবেন,,,,

গণবিজ্ঞপ্তিঃ বান্দরবান পার্বত‍্য জেলায় অবৈধ/অননুমোদিত সকল ইটভাটার কার্যক্রম বন্ধ রাখা সংক্রান্ত #বান্দরবান    #পাহাড়   ...
26/08/2025

গণবিজ্ঞপ্তিঃ বান্দরবান পার্বত‍্য জেলায় অবৈধ/অননুমোদিত সকল ইটভাটার কার্যক্রম বন্ধ রাখা সংক্রান্ত

#বান্দরবান #পাহাড়

বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD

পৌর পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫(বি:দ্র: নারীদের আবেদন করার প্রয়োজন নেই)আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৫   #বান্দরবান  #পা...
24/08/2025

পৌর পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫

(বি:দ্র: নারীদের আবেদন করার প্রয়োজন নেই)

আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৫

#বান্দরবান #পাহাড়
বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD

জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত‍্য জেলার “সার্টিফিকেট সহকারী” পদের লিখিত পরীক্ষার নোটিশপ্রবেশপত্র ডাউনলোড করতে...
24/08/2025

জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত‍্য জেলার “সার্টিফিকেট সহকারী” পদের লিখিত পরীক্ষার নোটিশ

প্রবেশপত্র ডাউনলোড করতে http://dcbandarban.teletalk.com.bd/admitcard লিংকে প্রবেশ করুন

#বান্দরবান #পাহাড়
বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD

উদ্ভাবন, ক্ষমতায়ন ও জলবায়ু সহনশীলতার বিষয়ে জনসচেতনতা তৈরিতে, বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রদর্শণী ও প্রতিযোগিতা। আজ...
20/08/2025

উদ্ভাবন, ক্ষমতায়ন ও জলবায়ু সহনশীলতার বিষয়ে জনসচেতনতা তৈরিতে, বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রদর্শণী ও প্রতিযোগিতা। আজ বুধবার ২০ আগস্ট, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই অভিযোজন এক্সপো।

উন্নয়ন সংস্থা গ্রাউস এর উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি। সভাপতিত্ব করেন গ্রাউস এর চেয়ারপারসন মংথুইচিং। অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মারমা, মানবাধিকার ও উন্নয়নকর্মী লেলুং খুমী, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মং মং সিং, আশিকার উপ-নির্বাহী পরিচালক কক্সী তালুকদারসহ সংশ্লিষ্টরা।

এক্সপোতে পরিবেশ ও জলবায়ুসংশ্লিষ্ট বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রচেষ্টাগুলো তুলে ধরে। পরে জলবায়ু পরিবর্তন বিষয়ক কুইজ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

#বান্দরবান #পাহাড়

বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD

বান্দরবানের সাতমাইল বেতছড়া সড়কে চাঁদের গাড়ি খাদে পড়ে গেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ১, আহত ৬ জন। #বান্দরবান  ...
20/08/2025

বান্দরবানের সাতমাইল বেতছড়া সড়কে চাঁদের গাড়ি খাদে পড়ে গেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ১, আহত ৬ জন।

#বান্দরবান #পাহাড়
বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD

📢 নিয়োগ বিজ্ঞপ্তিবান্দরবান পুলিশ লাইন্স স্কুলে ইংরেজি  বিষয়ে একজন সহকারী শিক্ষক নিয়োগ প্রদান করা হবে।✅ আগ্রহী প্রার্থীগণ...
19/08/2025

📢 নিয়োগ বিজ্ঞপ্তি
বান্দরবান পুলিশ লাইন্স স্কুলে ইংরেজি বিষয়ে একজন সহকারী শিক্ষক নিয়োগ প্রদান করা হবে।

✅ আগ্রহী প্রার্থীগণকে আগামী ০২/০৯/২০২৫ তারিখের মধ্যে সকল শিক্ষাগত সনদপত্র ও অভিজ্ঞতার সনদসহ
পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা ও সভাপতি, বান্দরবান পুলিশ লাইন্স স্কুল বরাবর আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

#বান্দরবান_পুলিশ_লাইন্স #বান্দরবান
বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD

বান্দরবান পৌরসভার কর্তৃক উচ্চশিক্ষা বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৫আবদেনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৫আবেদন ফরম পাওয়া যাবে পৌরস...
19/08/2025

বান্দরবান পৌরসভার কর্তৃক উচ্চশিক্ষা বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৫

আবদেনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৫

আবেদন ফরম পাওয়া যাবে পৌরসভার ওয়েবসাইটে।

#বান্দরবান #পাহাড়
বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD

আজ ১৭ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বান্দরবান ডায়াবেটিক সমিতির সভায় হাসপাতালের আলট্রাসনোগ্রাম মেশিন চালুর ব্যবস্থা ...
17/08/2025

আজ ১৭ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বান্দরবান ডায়াবেটিক সমিতির সভায় হাসপাতালের আলট্রাসনোগ্রাম মেশিন চালুর ব্যবস্থা করা, জেনারেটর/আইপিএস ক্রয়, করোনার সময় এলাকাবাসীর অনুদানে গঠিত কোভিড ফান্ডের অর্থ সিভিল সার্জনের কার্যালয় থেকে ডায়াবেটিক হাসপাতালের একাউন্টে স্থানান্তর, হাসপাতালের কর্মচারদের বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বান্দরবান ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের নিস্ক্রিয়/ধারাবাহিকভাবে অনুপস্থিত কিছু সদস্যকে প্রতিস্থাপন করে নতুন সদস্য নির্বাচন করা হয়। এই কমিটি পূর্বের মেয়াদের অবশিষ্ট সময় ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ডায়াবেটিক হাসপাতালের জন্য প্রতি মাসে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়। সভা শেষে সমিতির সভাপতি জেলা প্রশাসক শামীম আরা রিনির নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যরা হাসপাতাল পরিদর্শণ করেন।

#বান্দরবান #পাহাড়
বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD

17/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

বান্দরবান শহরের উপজেলা পরিষদের সামনে থেকে ছিনতাই হওয়া টাকাসহ ছিনতাইকারীকে আটক করেছে জেলা পুলিশ। ছিনতাইয়ের ঘটনার পর সিসিট...
17/08/2025

বান্দরবান শহরের উপজেলা পরিষদের সামনে থেকে ছিনতাই হওয়া টাকাসহ ছিনতাইকারীকে আটক করেছে জেলা পুলিশ। ছিনতাইয়ের ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অভিযান চালানো হয়। পরে বান্দরবান, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চকরিয়ার খুটাখালী নতুন পাড়া থেকে শাহাদাত হোসেন সাজু নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি জেলা পরিসংখ্যান অফিসে অস্থায়ী ভিত্তিতে গাড়ি চালক ছিলেন।

আজ ১৭ আগস্ট দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ছিনতাই করা দুই লাখ পনেরো হাজার টাকার মধ্যে ২ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। এ সময় জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#বান্দরবান #পাহাড়
বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD

17/08/2025

পার্বত্য চট্টগ্রাম বান্দরবান বান্দরবানে উপজেলা পরিষদের সামনে থেকে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই

বান্দরবান জেলা সদরে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের শিকার ব্যক্তি বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আহ্বায়ক ও পাহাড়ীকা ফিলিং স্টেশনের মালিক নিখিল কান্তি দাশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে ব্যবসায়িক কাজ শেষে ফিলিং স্টেশন থেকে বাসার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেন নিখিল কান্তি দাশ। তার সঙ্গে ছিল ফিলিং স্টেশনের বিক্রি বাবদ জমা হওয়া নগদ ২ লাখ ১৫ হাজার টাকা।

এ সময় উপজেলা পরিষদের মূল ফটকের সামনে পৌঁছালে এক যুবক হঠাৎ পেছন থেকে তার হাতে থাকা টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারী দ্রুত উপজেলা পরিষদের ভেতর দিয়ে বাউন্ডারি দেয়াল টপকে অন্ধকারে পালিয়ে যায়।

ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে পড়েন নিখিল কান্তি দাশ। তিনি জানান, ছিনতাইকারীকে ধাওয়া করলেও তাকে আটক করা সম্ভব হয়নি। “২৫ বছর ধরে বান্দরবানে ব্যবসা করছি। এমন ঘটনার মুখোমুখি কখনও হইনি” বলেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

#বান্দরবান #পাহাড়
বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD

বান্দরবান পৌরসভার নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫ #বান্দরবান    #পাহাড় বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD
17/08/2025

বান্দরবান পৌরসভার নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫

#বান্দরবান #পাহাড়
বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD

Address

Chittagong
4600

Website

Alerts

Be the first to know and let us send you an email when বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD:

Share