
17/08/2025
আজ ১৭ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বান্দরবান ডায়াবেটিক সমিতির সভায় হাসপাতালের আলট্রাসনোগ্রাম মেশিন চালুর ব্যবস্থা করা, জেনারেটর/আইপিএস ক্রয়, করোনার সময় এলাকাবাসীর অনুদানে গঠিত কোভিড ফান্ডের অর্থ সিভিল সার্জনের কার্যালয় থেকে ডায়াবেটিক হাসপাতালের একাউন্টে স্থানান্তর, হাসপাতালের কর্মচারদের বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বান্দরবান ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের নিস্ক্রিয়/ধারাবাহিকভাবে অনুপস্থিত কিছু সদস্যকে প্রতিস্থাপন করে নতুন সদস্য নির্বাচন করা হয়। এই কমিটি পূর্বের মেয়াদের অবশিষ্ট সময় ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ডায়াবেটিক হাসপাতালের জন্য প্রতি মাসে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়। সভা শেষে সমিতির সভাপতি জেলা প্রশাসক শামীম আরা রিনির নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যরা হাসপাতাল পরিদর্শণ করেন।
#বান্দরবান #পাহাড়
বান্দরবান নিউজ বিডি-Bandarban News BD