Umme Umme Kulsom is ready to give you full computer skill & freelancing service.

10/11/2023

জীবনে অনেক প্রাপ্তি লুকানো সম্পদের মতো - তাদের প্রকৃত মূল্য আমরা জানি না।
এইগুলোকেই বড় করে দেখা উচিত,দুঃখ কষ্টকে নয়।

03/11/2023

মাঝে মাঝে আল্লাহ তা'আলা আমাদের একা করে দেন, পুরোপুরি একা। ঠিক সেই মুহুর্তে আমরা বুঝি এই দুনিয়ায় আমরা যাদের আষ্টেপৃষ্টে বাঁচতে চেয়েছি, যাদের আপন ভেবেছি, নিজের থেকেও যাদের বেশি ভরসা করেছি তারা কেউই পুরোপুরি আমাদের নয়। কেউ না।

ইউনুস আলাইহি ওয়াসাল্লামের জন্য গভীর সমুদ্রে মাছের পেটে যেমন কেউ ছিল না, বিবি হাজেরার জন্য জনশূন্য মরুভূমিতে যখন কেউ ছিল না,

নদীতে ভাসিয়ে দেওয়া শিশু মুসা আলাইহি ওয়াসাল্লামের পাশেও কেউ ছিল না। সর্বদা মনে রাখবেন,

বান্দার কঠিন সময়গুলোতে শুধু আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার তিনি আছেন এবং শেষ পর্যন্ত শুধু তিনিই থাকবেন!❤️🌸
©
Umme

03/11/2023

দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হয়তো নিজেকে সামলানো আর নিজেকে বুঝানো।

১৭ বছর বয়সে, তিনি কলেজ থেকে প্রত্যাখ্যাত হন।২৫ বছর বয়সে, তার মা মারা যান।২৬ বছর বয়সে, তিনি ইংরেজি শেখানোর জন্য পর্তুগ...
29/10/2023

১৭ বছর বয়সে, তিনি কলেজ থেকে প্রত্যাখ্যাত হন।

২৫ বছর বয়সে, তার মা মারা যান।

২৬ বছর বয়সে, তিনি ইংরেজি শেখানোর জন্য পর্তুগালে চলে যান।

২৭ বছর বয়সে, তিনি বিয়ে করেছিলেন।

তার স্বামী তার সাথে দুর্ব্যবহার করতেন। তাদের ঘরে একটি মেয়ে সন্তানের জন্ম হয়।

২৮ বছর বয়সে, তাদের বিবাহবিচ্ছেদ হয় এবং তিনি গুরুতর বিষণ্নতায় আক্রান্ত হন।

৩০ বছর বয়সে, তিনি এই পৃথিবীতে থাকতে চাননি।
তবে, তিনি তার সমস্ত আবেগকে একটি জিনিস করার জন্য নির্দেশ করেছিলেন যা তিনি অন্য কারও চেয়ে ভাল করতে পারেন।
আর সেটা ছিল 'লেখালেখি করা'।

৩১ বছর বয়সে, তিনি অবশেষে তার প্রথম বই প্রকাশ করেন।

৩৫ বছর বয়সে, তিনি, ৪টি বই প্রকাশ করেছিলেন এবং তাকে বছরের সেরা লেখক হিসাবে মনোনীত করা হয়েছিল।

৪২ বছর বয়সে, প্রকাশের প্রথম দিনে তার নতুন বইটির ১১ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল।

সেই মহিলা হলেন জে.কে. রাউলিং। ৩০ বছর বয়সে কীভাবে তিনি আত্মহত্যার কথা ভেবেছিলেন তা মনে আছে?

আজ, হ্যারি পটার হল একটি বিশ্বব্যাপী ব্র্যান্ড যার মূল্য $১৫ বিলিয়ন ডলারেরও বেশি।

কখনো হাল ছাড়বেন না। নিজের উপর বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম করুন, সাফল্য খুব বেশি দূরে নয়।

(সংগৃহীত)

11/10/2023

মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অংক ।যতই দিন যাচ্ছে,ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি ।
— হুমায়ূন আহমেদ ।

"Freelancer Super Twenty Project"-11শত শত পার্টিসিপেন্ট থেকে বেশ কিছু বেস্ট পারফর্মার জায়গা করে নিয়েছে এই সেশনে। তাদেরকে...
03/10/2023

"Freelancer Super Twenty Project"-11

শত শত পার্টিসিপেন্ট থেকে বেশ কিছু বেস্ট পারফর্মার জায়গা করে নিয়েছে এই সেশনে। তাদেরকে অনেক অনেক অভিনন্দন🥰 ও শুভেচ্ছা❣️। আশা করি, এই বেস্ট পারফর্মার সকলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবো।

সবাই দোয়া করবেন🤲।

Umme




▪️ফ্রিল্যান্সার ডটকম কি?2009 সালে চালু, Freelancer.com একটি অস্ট্রেলিয়ান ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ওয়েবসাইট। ওয়েবসাই...
01/10/2023

▪️ফ্রিল্যান্সার ডটকম কি?

2009 সালে চালু, Freelancer.com একটি অস্ট্রেলিয়ান ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ওয়েবসাইট। ওয়েবসাইটটি অনলাইন এবং অফলাইন প্রজেক্টের জন্য ফ্রিল্যান্সার খোঁজার এবং ফ্রিল্যান্স প্রজেক্ট পাওয়ার জন্য খুবই জনপ্রিয়। চলুন দেখে নেওয়া যাক freelancer.com থেকে অর্থ উপার্জনের উপায়গুলো।

▪️ফ্রিল্যান্সার ডট কম থেকে টাকা আয় করা কি সম্ভব?

হ্যাঁ, freelancer.com থেকে ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করা সম্ভব। ওয়েবসাইটটি সাবস্ক্রিপশনের উপর ভিত্তি করে মোট পরিমাণের 10% / 5% / 3% চার্জ কেটে নেয়। নতুন অ্যাকাউন্টের জন্য 10% চার্জ অর্থাৎ বিনামূল্যে সাবস্ক্রিপশন।

▪️ফ্রিল্যান্সার ডট কমে অ্যাকাউন্ট খোলা:

ফ্রিল্যান্সার ডটকম প্রথমে আপনার ইমেল ঠিকানা ব্যবহার করে একটি বিনামূল্যে অ্যাকাউন্টের জন্য সাইন আপ করুন। তারপর ইমেল ঠিকানা যাচাই করুন যাতে আপনি আপনার প্রকল্প বা প্ল্যাটফর্মে চলমান ভবিষ্যতের প্রতিযোগিতা বা বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানতে পারেন। একটি অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে একটি ব্যবহারকারীর নাম সেট করতে হবে, যা ফ্রিল্যান্সার ডটকম –এ আপনার অনন্য আইডি। একবার এটি সেট হয়ে গেলে, পরিবর্তন আর সম্ভব নয়।

▪️ফ্রিল্যান্সার ডট কমে প্রোফাইল সেটাপ:

ফ্রিল্যান্সার ডটকম এ একটি অ্যাকাউন্ট খোলার পর, আপনার পুরো নাম এবং ঠিকানা দিন। এছাড়াও, আপনার অ্যাকাউন্টের নিবন্ধনের দেশটি সঠিক কিনা তা পরীক্ষা করুন, যাতে ফ্রিল্যান্সার ডটকম আপনাকে অবস্থান অনুসারে ফ্রিল্যান্সিং প্রকল্পটি দেখাতে পারে। পাশাপাশি আপনার ভাষা সেট করতে ভুলবেন না।

আপনার অ্যাকাউন্টে অন্যান্য তথ্য যোগ করুন। একজন পেশাদারকে দেখতে প্রথমে একটি প্রোফাইল ছবি যোগ করুন। প্রোফাইলের শিরোনাম যোগ করতে ভুলবেন না। আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা প্রদর্শন করুন এবং আপনার প্রোফাইলে আপনার ঘন্টার হার (ঘন্টা রেট) যোগ করুন।

▪️অবশেষে, প্রোফাইলে দক্ষতা যোগ করুন। আপনি একটি প্রকল্পের জন্য বিড করতে পারবেন না যদি না আপনার কাছে সেই প্রকল্পের জন্য কমপক্ষে একটি দক্ষতার প্রয়োজন হয়। অতএব, নিজের দক্ষতার উপর বিচার করে, এই প্ল্যাটফর্মে উপযুক্ত দক্ষতা যোগ করার একটি বিশাল প্রয়োজন।
©

অহংকার বলে দেয়, টাকা কত আছে। সংস্কার বলে দেয়, পরিবার কেমন।মুখের ভাষা বলে দেয়, মানুষটা কেমন।তর্ক বলে দেয়, জ্ঞান কতটা।...
28/09/2023

অহংকার বলে দেয়, টাকা কত আছে।
সংস্কার বলে দেয়, পরিবার কেমন।
মুখের ভাষা বলে দেয়, মানুষটা কেমন।
তর্ক বলে দেয়, জ্ঞান কতটা।
স্পর্শ বলে দেয়, স্বভাব কেমন।
পছন্দ বলে দেয়, ভাবনা চিন্তা কেমন।
স্বপ্ন বলে দেয়, ভবিষ্যৎ কেমন।

সামর্থ্য না থাকলেও ভালোবাসা দিয়ে বাবা পুষিয়ে দেয় ❤️"একজন রিকশাচালক বাবা ছোট মেয়েকে কাঁধে নিয়ে রিকশার পাদানিতে দাঁড়িয়ে আছ...
26/09/2023

সামর্থ্য না থাকলেও ভালোবাসা দিয়ে বাবা পুষিয়ে দেয় ❤️

"একজন রিকশাচালক বাবা ছোট মেয়েকে কাঁধে নিয়ে রিকশার পাদানিতে দাঁড়িয়ে আছেন। বড় মেয়ে রিকশার সিটে দাঁড়িয়ে। রিকশাচালক বাবা দুই মেয়েকে এভাবেই শিশুপার্কের বিভিন্ন রাইড দেখাচ্ছেন।
পটুয়াখালী শহরের শেখ রাসেল শিশু পার্কের সীমানা প্রাচীর বাইরের এমন দৃশ্যটি ধারণ করেছেন একজন পথচারী। তবে ছবিটি পেছন থেকে তোলায় রিকশাচালক ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পটুয়াখালী শেখ রাসেল শিশুপার্কে প্রবেশের জন্য জনপ্রতি ২৫ টাকা করে প্রবেশমূল্য দিতে হয়। টিকিট কিনতে না পেরে মেয়েদের এভাবেই পার্কের ভেতরের দৃশ্য দেখানোর চেষ্টা করছিলেন ওই ব্যক্তি।
একেকজন বাবার ত্যাগ নিয়ে একেকটি মহাকাব্য লেখা যায়’’
~বাবারা কখনো হেরে যায় না
📸 সংগৃহীত

একটা সময় ছিল যখন শুক্রবার দুপুরের পর BTV তে কোরআন পাঠ, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ শুনলে বুকের ভেতরটা মোচড় দিতো। এই বুঝি শেষ ...
25/09/2023

একটা সময় ছিল যখন শুক্রবার দুপুরের পর BTV তে কোরআন পাঠ, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ শুনলে বুকের ভেতরটা মোচড় দিতো। এই বুঝি শেষ হলো, হার্টবিট বেড়ে যেতো।

অতঃপর হাসিমুখে উপস্থিত হতেন সুন্দরি উপস্থাপিকা।
আমন্ত্রণ জানাচ্ছি পূর্নদৈঘ্য বাংলা ছায়াছবি দেখার জন্য, আমাদের আজকের ছায়াছবি......... শ্রেষ্টাংশে.......!

বুক ধকধক করতো, উত্তেজনায় প্রায়ই ছবির নাম ভালোভাবে শুনতে পেতাম না!

শুক্রবার আসলেই সে কী ব্যস্ততা। চারপাশের সবাই ৩.০০ টার আগে কাজ শেষ করতেন। কারণ ৩.০০ টায় ছবি। আর ৮:৩০ বেজে উঠার আগেই পুরো গ্রামের সবার খাওয়া শেষ।
উত্তেজনা, ভয় আর আনন্দের মিশ্রণে আলিফ লায়লার অপেক্ষা। বিজ্ঞাপন হচ্ছে তো হচ্ছে, আলিফ লায়লা শুরু হবার খবর নাই। ধৈর্য্য ধরতে ধরতে প্রায় ক্লান্ত হওয়ার পর শোনা যেতো সেই প্রিয় মিউজিক। শুরু হতে হতেই আবার বিজ্ঞাপন। just কাহিনীতে মনযোগ দিতে দিতেই আগামী পর্বে দেখবেন এত অল্প সময়। তবু আনন্দের শেষ নেই!

এখনও সব আছে কিন্তু আর বুকে কাঁপন তুলে না। সেই উপস্থাপিকা ও আছেন, হয়তো আজ তার লিপিস্টিক আরো কড়া হয়েছে। তিনি এখনও আমন্ত্রণ জানান, কিন্তু সেই আমন্ত্রণ কাউকে মনযোগী করে না। ছবি দেখার জন্য এখন কেউ শুক্রবারের অপেক্ষা করে না। এখনকার পিচ্চিরা হয়তো আলিফ লায়লার নামও জানেনা। একসাথে ৩০/৪০ জন মিলে টিভি দেখার কল্পনা ও করা যায় না।

শুক্রবার আসে, চলে যায়, সপ্তাহ ঘুরে আবার শুক্রবার আসে, কিন্তু শৈশব আমার হারিয়ে গেছে সব বদলে গেছে!

#মোঃ_বাহার_উদ্দিন
২২ সেপ্টেম্বর ২০২৩ ইং
আলমপুর, সিলেট।

আমাদের জীবনটার কথা একটু চিন্তা করেন- খুব ছোট বেলায় আমরা ভাবি কবে বড় হবো। তারপর একটু একটু করে আমরা বড় হই। নিজকে একটু একটু...
15/09/2023

আমাদের জীবনটার কথা একটু চিন্তা করেন- খুব ছোট বেলায় আমরা ভাবি কবে বড় হবো। তারপর একটু একটু করে আমরা বড় হই। নিজকে একটু একটু করে বড় হতে দেখার মাঝে অদ্ভুত রকম একটা অনন্দও হয়।

তারপর বড় হওয়ার সাথে সাথে সেই উপলব্ধিটা বদলে যায়। শৈশবের সেই আনন্দময় চোখে দেখা সুন্দর পৃথিবী আর চারপাশটা কেমন যেন অন্যরকম হয়ে যায়! ছেলে হলে ভাবতে হয় সমাজ, পরিবার, দায়িত্ব আরও নানা পারিপার্শ্বিক বিষয় নিয়ে। ভাবনার আকাশ ভেঙে পড়ে মাথায়; বড় হওয়াটা যেন একপ্রকার অপরাধই মনে হয়। মনে হয় বড় না হয়ে ছোট থাকলেই ভালো হতো!

আর মেয়ে হলে বড় হওয়ার সাথে সাথে সবসময় একটা ভাবনা জেঁকে বসে কখন যে বিদায়ের মুহূর্ত চলে আসে! একসময় এই চেনা ঘর, পরিচিত মানুষজন, বন্ধু- বান্ধব, আজন্ম বেড়ে উঠা শৈশবের হাজারো স্মৃতি এই সবকিছু ছেড়ে পাড়ি জমাতে হবে নতুন একটা পরিবেশে। নতুন মুখ, নতুন পরিবেশ, নতুন মানুষজন এসব ভাবতে ভাবতে মেয়েটা আবিষ্কার করে যেন হুট করেই বড় হয়ে গেলাম। এই তো সেদিনও ঝুঁটি বেঁধে স্কুলে গিয়েছি; বান্ধুবীদের সাথে ইচ্ছে মতো ঘুরে বেড়িয়েছি। এসব ভেবে অনেক গুলো রাত কেটে যায় নির্ঘুম। কখনো কখনো বোকার মতে কেঁদেও ফেলে। এই তো মেয়েদের জীবন।

আমার আপনার জীবনের নিত্যদিনকার ভাবনা এগুলো। বড় হওয়াটা যেমন আনন্দের তেমনি বড় হওয়ার ফাঁকে চুরি হয়ে যাওয়া শৈশবটা বড্ড বেশিই কষ্ট দেয়। বদলে যায় জীবনের রঙ। চেনা পৃথিবী অচেনা হয়। আমার আপনার গল্প বদলায়। শুধু একটা অভিমানী অধ্যায় থেকে যায় জীবনভর। অন্য কারও কাছে না কেবলমাত্র নিজের কাছে, নিজের জীবনের কাছে। আহা!

লেখক- মেহেদী হাসান শুভ্র

10/09/2023

একজন মার্কেটার কেন #এসইও শিখবেন?
এখন আসা যাক অন্য একটি উদাহরণে। যদি কেউ ডিজিটাল মার্কেটার হতে চান কিংবা #ডিজিটাল মার্কেটিং সেবা বিক্রি করতে চান তাহলে তিনি কেন এসইও শিখবেন?

বিষয়টি আসলে খুবই সহজ, আপনি যদি আপনার এসইও দক্ষতা দিয়ে অন্য কোন ব্যক্তির ওয়েবসাইটকে RANK করাতে চান তাহলে আপনাকে আগে এসইও শিখতে হবে এবং সেটা খুবই ভাল করেই শিখতে হবে। তা না হলে আপনি কোনভাবেই আপনার কাস্টমারকে ভাল সেবা প্রদান করতে পারবেন না।

কেননা কাস্টমার সব সময়ই চাইবেন তার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে ভাল RANK করুক আর তার ওয়েবসাইটে অনেক অনেক ট্রাফিক আসুক। কারণ, ভিজিটর যত বেশি হবে, পরিচিতি আর প্রসারও তত বেশি হবে। আর এই প্রসারের মাধ্যমে তার পণ্যের বিক্রিও অনেক বেড়ে যাবে। আর পণ্যের বেশি বিক্রি মানেই হচ্ছে বেশি মুনাফা অর্জন করা।

আর আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসাবে যদি এই সেবাটি ভালভাবে দিতে পারেন তাহলে আপনার ক্রেতারাও আপনাকে ভাল অর্থ প্রদান করবে সেবার মূল্য হিসাবে। অনেক ডিজিটাল মার্কেটার আছে যারা শুধু ক্লায়েন্ট সার্ভিস দিয়ে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে এই একবিংশ শতাব্দীতে।

একজন ব্যবসায়ীর নজর থেকে এসইও আর একজন ডিজিটাল মার্কেটারের নজরে এসইও সম্পুর্ণ ভিন্ন হতে পারে। কারণ তাদের দুইজনের উদ্দেশ্য ভিন্ন। কিন্তু আপনি যদি সঠিকভাবে এসইও শিখতে পারেন তাহলে অবশ্যই এই দক্ষতা দিয়ে আপনি আপনার উদ্দেশ্য সফলভাবে সাধন করতে পারবেন।

Fiverr থেকে শুরু করে Upwork, এমনকি  Freelancer.com এও দাপিয়ে বেড়াচ্ছে আমাদের Student রা। এই রেমিটেন্স যোদ্ধারা দেশে বসেই...
09/09/2023

Fiverr থেকে শুরু করে Upwork, এমনকি Freelancer.com এও দাপিয়ে বেড়াচ্ছে আমাদের Student রা। এই রেমিটেন্স যোদ্ধারা দেশে বসেই, দেশে আনছে রেমিটেন্স। লোকাল মার্কেটপ্লেসেও তাদের রাজত্ব কোনো অংশে কম নয়, আলহামদুলিল্লাহ!! ❣️❣️
নিজের প্রতিষ্ঠানের সফলতা দেখলেই এমন Proudness কাজ করে।

একদা এক বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরলো সে সার্কাস দেখতে যাবে। বাবা তাকে সার্কাস দেখাতে নিয়ে গেলেন। সার্কাস শুরুর ...
07/09/2023

একদা এক বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরলো সে সার্কাস দেখতে যাবে। বাবা তাকে সার্কাস দেখাতে নিয়ে গেলেন। সার্কাস শুরুর আগে বাবা তার ছেলেকে সার্কাসের তাবুর বাইরে রাখা বিভিন্ন পশু পাখির খাঁচার সামনে দিয়ে ঘুরিয়ে পশুপাখি দেখাচ্ছিলেন। দেখতে দেখতে তারা হাতির সামনে চলে আসলো। তারা দেখতে পেল হাতিটি খাঁচায় বন্দী করে রাখার বদলে একটি চিকন শিকল দিয়ে পায়ে বাধা আছে, যেটি হাতি চাইলেই ছিড়ে পালিয়ে যেতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাতিটি সে চেষ্টাই করছেনা।



এটি দেখে ছেলে খুব অবাক হলো এবং তার বাবাকে এর কারন জিজ্ঞাসা করলো। বাবা হাতির মাহুতকে(রক্ষণাবেক্ষণকারী) ডেকে এর কারন জিজ্ঞাসা করলেন। হাতির মাহুত উত্তর দিল – যখন এই হাতি গুলো অনেক ছোট ছিল, তখন আমরা তাদের এই সাইজের শিকল দিয়েই বেধে রাখতাম। সে সময় তারা তা ছেঁড়ার অনেক চেষ্টা করতো এবং ব্যার্থ হতো। সে বয়সে এই শিকল তাদের আটকে রাখার জন্য যথেষ্ট ছিল। এ অবস্থায় যখন তারা বড় হতে থাকে তারা বিশ্বাস করে নেয় যে এই শিকল ছেঁড়া কখনোই সম্ভব নয়। তাই এখন তারা এই শেকল এর চেয়ে অনেক বেশি শক্তিশালী হলেও তাদের বিশ্বস এর কাছে তারা বাধা পরে আছে এবং তা ছিঁড়তে চেষ্টা করেনা।

গল্পের অনুপ্রেরণামূলক শিক্ষাঃ

সফল হওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ হলো এটি মনেপ্রাণে বিশ্বাস করা যে আপনি সফল হবেন। বাধা যতই আটকে রাখতে চেষ্টা করুক, সফলতার বিশ্বাস মনে নিয়ে নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে।

এসইও কত প্রকার ও কি কি?ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এসইও বিভিন্ন ধরনের হতে পারে। যেমন ;টেকনিক্যাল এসইও (Technical SEO)অন-প...
06/09/2023

এসইও কত প্রকার ও কি কি?
ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এসইও বিভিন্ন ধরনের হতে পারে। যেমন ;

টেকনিক্যাল এসইও (Technical SEO)
অন-পেজ এসইও (On-Page SEO)
কন্টেন্ট এসইও (Content SEO)
অফ-পেজ এসইও (Off-Page SEO)
লোকাল এসইও (Local SEO)
মোবাইল এসইও (Mobile SEO)
ই-কমার্স এসইও (E-commerce SEO)

Address

Kajir Dewri, Vip Tower(2nd Floor)
Chittagong

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umme posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share