Hafez Muhammad Imam Hasan

Hafez Muhammad Imam Hasan আমি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ,দুনিয়াকে চোখের আলোতে নয় দ্বীনের আলোতে দেখি।

23/09/2023

সূরা আল-মুলক (الملك), আয়াত: ২

الَّذِیۡ خَلَقَ الۡمَوۡتَ وَ الۡحَیٰوۃَ لِیَبۡلُوَکُمۡ اَیُّکُمۡ اَحۡسَنُ عَمَلًا ؕ وَ ہُوَ الۡعَزِیۡزُ الۡغَفُوۡرُ ۙ﴿۲﴾

উচ্চারণঃ আল্লাযী খালাকাল মাওতা ওয়াল হায়া-তা লিইয়াবলুওয়াকুম আইয়ুকুম আহছানু‘আমালাওঁ ওয়া হুওয়াল ‘আঝীঝুল গাফূর।

অর্থঃ যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের যাচাই করতে যে তোমাদের মধ্যে কে কাজকর্মে শ্রেষ্ঠ। আর তিনি মহাশক্তিশালী, পরিত্রাণকারী;

25/08/2023
25/08/2023

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-
‘তোমরা জুমার রাত ও জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরূদ পাঠ কর। যে ব্যক্তি আমার ওপর একবার দরূদ পাঠ করে আল্লাহ তায়ালা তার ওপর দশবার রহমত নাজিল করেন। (সুবহানাল্লাহ) (আসসুনানুল কুবরা, বায়হাকী)
اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيَّنَا مُحَمَّدٍ
#জুম্মা_মুবারক।

25/08/2023

"তুমি নিজেকে তাদেরই সঙ্গে রাখো যারা সকাল-সন্ধ্যা তাদের প্রতিপালককে আহবান করে তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য।"[সূরা কাহফ, ২৮]

24/08/2023

প্রতি রাতে শেষ তৃতীয়াংশে ১ম আসমানে আল্লাহ এসে বলেন,কে আমাকে ডাকবে?
আমি সাড়া দিব, যা চাইবে তাই দিব।
সহীহ বুখারী-১১৪৫

17/08/2023

'রাসুল (সাঃ) বলেছেন : তোমরা চিকিৎসা গ্রহণ করো, কেননা মহান আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি, যার প্রতিষেধক তিনি সৃষ্টি করেননি। তবে একটি রোগ আছে, যার কোনো প্রতিষেধক নেই, তা হলো বার্ধক্য।'
- আবু দাউদ

15/08/2023

﴿ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱسۡتَعِينُواْ بِٱلصَّبۡرِ وَٱلصَّلَوٰةِۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّٰبِرِينَ ١٥٣ ﴾ [البقرة: ١٥٣]
অর্থাৎ “হে বিশ্বাসীগণ! তোমরা ধৈর্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন।” (সূরা বাকারাহ ১৫৩ আয়াত)

10/08/2023

রসূলুল্লহ্ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,

★মুমিন: সেই ব্যক্তি মানুষের জান- মালের ব্যাপারে যাকে নিরাপদ মনে করে।

★মুসলিম : সেই ব্যক্তি যার হাত ও জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে।

★মুহাজির : সেই ব্যক্তি যে আল্লাহর অবাধ্যতা ও পাপাচার হতে পলায়ন করে।

★মুজাহিদ : সেই ব্যক্তি যে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে নিজের নফ্সের বিরুদ্ধে লড়াই করে।

ইবনু হিব্বান-৪৮৬২,আহমাদ ২৩৯৫৮ সহীহ্।

08/08/2023

সুস্থতার জন্য এ দোয়া পড়ুন।

হে আল্লাহ মানুষের পালনকর্তা, কষ্টকে আরোগ্য দানকারী, আরোগ্য দানকারী, আরোগ্য ছাড়া কোন রোগ ছাড়া কোন রোগ নেই

04/08/2023

যৌবনকালের চেহারাটা মানুষ পছন্দ করে আর যৌবনকালের ইবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন।

29/07/2023

কিয়ামতের দিন যাদেরকে প্রথমে জান্নাতের দিকে ডাকা হবে,তারা হলেন ঐসব ব‍্যক্তি যারা সুখে দুঃখে সব সময় আল্লাহর প্রশংসা করেন।
আলহামদুলিল্লাহ!

{মিশকাতুল :-২৩০৮}

18/06/2023

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ২৭ জুন হজ ইনশাআল্লাহ।

08/06/2023

রাস্তা দিয়ে হাটছেন আর তাসবিহ পাঠ করছেন,হিসাব গ্রহণের দিন পায়ের নিচের জমিন আপনার পক্ষে সাক্ষ্য দিবে"ব্যাপারটা কি সুন্দর!
সুবহানাল্লাহ।🌿

01/05/2023

যারা তাওবা করবে, ঈমান আনবে ও সৎকাজ করবে, তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের সামান্যতম অধিকারও ক্ষুণ্ন হবে না।
اِلَّا مَنْ تَابَ وَ اٰمَنَ وَ عَمِلَ صَالِحًا فَاُولٰٓئِكَ یَدْخُلُوْنَ الْجَنَّةَ وَ لَا یُظْلَمُوْنَ شَیْئًاۙ
সুরা মারইয়াম
আয়াত -60

21/04/2023

নবীজী ﷺ বলেন,
যখন গরম বেশি পড়বে, তখন বেশি নামাজ আদায় কর। কারণ অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিশ্বাস”।
সুতরাং আল্লাহর ক্রোধ থেকে বাঁচুন।
তাঁর ক্রোধ থেকে বাচার জন্য রাসুলের (সা.) দেয়া দোয়াই পড়ুন
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাওয়ালি নি’মাতিকা ওয়া তাহাও-উলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি’য়ি সাখাতিকা।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতের বিলুপ্তি, আপনার অনুকম্পার পরিবর্তন, আকস্মিক শাস্তি এবং আপনার সমস্ত ক্রোধ থেকে।

মানবিক পুলিশ সুপার মহোদয়। আজ আমাদের  এমন সম্মান ও পরম স্নেহেময় আতিথেয়তার জন্য অনেক অনেক দোয়া রইলো। আল্লাহ আপনাকে ভালো র...
14/04/2023

মানবিক পুলিশ সুপার মহোদয়। আজ আমাদের এমন সম্মান ও পরম স্নেহেময় আতিথেয়তার জন্য অনেক অনেক দোয়া রইলো। আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক সব সময় দোয়া ও ভালোবাসা রইলো। 🖤🖤

Address

Laxmipur
Chittagong
3700

Telephone

+8801310013944

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafez Muhammad Imam Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share