MHK Bakthyar

MHK Bakthyar আপনি ভালো থাকলেই মনে করবেন সব কিছুই ভালোই আছে।

24/11/2024
05/09/2024

দূর থেকে কোনো শিক্ষককে দেখলেই সাইকেল থেকে নেমে যেতাম, আমরা সেই প্রজন্ম।

প্রিয় টিম আর্জেন্টিনার 🇦🇷❤🇦🇷 বাংলাদেশকে নিয়ে সবচাইতে বেশি স্ট্যাটাস দেওয়া মানুষটি হচ্ছে Enzo Fernandez  এরপর আরো একজন ...
06/08/2024

প্রিয় টিম আর্জেন্টিনার 🇦🇷❤🇦🇷 বাংলাদেশকে নিয়ে সবচাইতে বেশি স্ট্যাটাস দেওয়া মানুষটি হচ্ছে Enzo Fernandez এরপর আরো একজন প্রিয় ফুটবলার.❤ Cristian Romero

এবং আরো একটা দলের দুইটি ফুটবলার Pablo Gavi Lamine Yamal ❤🥰❤ সহ আরো যারা আন্দোলনে সমর্থক দিয়েছিলেন ❤ধন্যবাদ❤


05/08/2024

দুপুর ২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনা প্রধান

02/08/2024

বীর চট্টলা❤️
০২.০৮.২৪ টাইগারপাস মোড়, ওয়াসা মোড়
゚ Highlight U 'Ctg

কবর দেওয়ার ২৮ বছর পরও ‘অক্ষত’ মরদেহচাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২৮ বছর আগে দাফন করা এক ব্যক্তির মরদেহ অক্ষত অবস্থায় উদ্ধ...
18/09/2023

কবর দেওয়ার ২৮ বছর পরও ‘অক্ষত’ মরদেহ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২৮ বছর আগে দাফন করা এক ব্যক্তির মরদেহ অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে। মরদেহ এবং কাফনের কাপড়ও ছিল অক্ষত।

জানা যায়, ওই গ্রামের বাসিন্দা মো. সাহেব আলী খান ৭২ বছর বয়সে ১৯৯৬ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরে তাকে ডেঙ্গুরভিটি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল।

মো. সাহেব আলী খানের ছেলে মো. মোবারক হোসেন খান বলেন, আমি দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করে আসছি, গ্রাম থেকে ফোনে জানানো হয়েছে আমার বাবার কবরের ওপর দিয়ে রাস্তা যাচ্ছে। আমি কয়েকবার স্বপ্নেও দেখেছি বাবা বলেছে আমার কবরের ওপর দিয়ে রাস্তা যাচ্ছে, তুমি আমার কবরটা এখান থেকে অন্য জায়গায় সরিয়ে নাও। তখন আমি চাচা এবং গ্রামের লোকজনকে বলেছি দেশে এলে বাবার কবরটা এখান থেকে সরিয়ে নেবো। রোববার আমি ইতালি থেকে দেশে এসে হুজুরদের সঙ্গে কথা বলে ধর্মীয় নিয়ম মেনে আত্মীয় স্বজন ও এলাকার লোকজন নিয়ে বেলা ১১টার দিকে কবরের কাছে যাই।

মোবারক আরও বলেন, কবর খুঁড়তেই সাদা কাপড় দেখতে পাই আমরা। একপর্যায়ে অক্ষত মরদেহ দেখে ওই জায়গা থেকে উত্তোলন করে আমার মায়ের কবরের পাশে দাফন করি। ২৮ বছর পরও বাবার মরদেহ অক্ষত দেখে সবাই হতভম্ব হন।

এদিকে ২৮ বছরে মরদেহ কবরে অক্ষত থাকার খবর শুনে ওই বাড়িতে ভিড় জমান এলাকাবাসী। শুধু এলাকাবাসী নন, দূর-দূরান্ত থেকে অনেকে দেখতে আসেন মরদেহ।

মো. মোবারক হোসেন খান বলেন, আমার বাবা সাধারণ মুসল্লি ছিলেন। অনেক পরহেজগার ছিলেন তিনি। মরদেহ কবর থেকে তোলার পর দেখি কাফনের কাপড়ও পচেনি। ধরে দেখি কাপড়ের ভেতরে শুকনো দেহ আছে। প্রতিটি হাড়ের জোড়া শক্ত। হাত-পায়ের জোড়া বিচ্ছিন্ন হয়নি।

এ বিষয়ে ডেঙ্গুরভিটি গ্রামের আব্দুল গনি খান, মো. ফজলুল হক বকাউল ও ফয়সাল আহাম্মেদ বলেন, মো. সাহেব আলী খানের মরদেহ অলৌকিকভাবে ২৮ বছর পরও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধর্মীয় রীতি মেনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ছেংগারচর বাজার আন-নুর ইসলামীয়া মাদরাসার মুহতামিম হাফেজ ক্বারি মাওলানা মাইনুদ্দিন খান বলেন, আল্লাহ নানাভাবে তার কুদরতের নিদর্শন দেখান। হয়তো এটি আল্লাহর একটি নিদর্শন। এমনও হতে পারে মো. সাহেব আলী খান আল্লাহর গ্রহণযোগ্য বান্দা ছিলেন। তাই অলৌকিকভাবে মরদেহ অক্ষত আছে। এ ধরনের মরদেহের গোসল ও জানাজা দেওয়ার প্রয়োজন নেই। ইসলামী শরিয়াহ অনুযায়ী স্থানান্তর করে দাফন করলেই হয়।

22/08/2023

আমি তো তোমাকে নিষ্পাপ ভেবে ভালোবেসে ছিলাম

Address

Chittagong
4000

Telephone

+8801864120069

Website

Alerts

Be the first to know and let us send you an email when MHK Bakthyar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MHK Bakthyar:

Share