আইনের দিগন্ত

আইনের দিগন্ত Happy Learning with Ainul

18/08/2025

ধারা ১৭৩A – সহজ ব্যাখ্যা ধাপে ধাপে বুঝে নেয়া যাক।

১. ধারা চালু হওয়ার কারণ:
আগে তদন্ত শেষে একবারেই চূড়ান্ত রিপোর্ট (ধারা ১৭৩ অনুযায়ী) দিত পুলিশ।
কিন্তু অনেক সময় তদন্ত দীর্ঘ হয়—এতে বিনা কারণে অনেক অভিযুক্ত দীর্ঘদিন জেলে থাকে।
এ অবস্থায়, যেন তদন্ত চলাকালীন কিছু অভিযুক্তকে আগে থেকে অব্যাহতি দেওয়া যায়, সেজন্যই এই নতুন ধারা ১৭৩A সংযোজন করা হয়েছে।
ধাপ ১: Interim Report চাওয়া
কে চাইতে পারবেন?
পুলিশ কমিশনার
জেলা পুলিশ সুপার (SP)
কিংবা কোনো সমমানের কর্মকর্তা যিনি মামলার তদন্ত তদারকি করছেন।
কাকে নির্দেশ দেবেন?
মামলার তদন্তকারী অফিসারকে (IO)।
কী চাইবেন?
এখন পর্যন্ত তদন্তের অগ্রগতি সম্পর্কে আংশিক (interim) রিপোর্ট।

ধাপ ২: অভিযুক্তকে অস্থায়ীভাবে অব্যাহতি দেওয়া
যদি সেই আংশিক রিপোর্টে দেখা যায় যে:
“এই অভিযুক্তের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই বা অপ্রতুল প্রমাণ আছে”
তাহলে:
তদারককারী অফিসার বলতে পারেন: "রিপোর্টটা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দাও।”
ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল যদি মনে করেন, হ্যাঁ প্রমাণ নেই, তাহলে: অভিযুক্তকে অস্থায়ী অব্যাহতি (discharge) দিতে পারবেন।
মনে রাখতে হবে যে এটা চূড়ান্ত অব্যাহতি নয়, ভবিষ্যতে যদি প্রমাণ আসে, তাহলে আবার অভিযুক্ত করা যাবে।

ধাপ ৩: পরে আবার অভিযুক্ত করা যাবে?
হ্যাঁ!
যদি চূড়ান্ত তদন্তে (Final Report) দেখা যায় যে—
> “আগে যে অভিযুক্তকে অব্যাহতি দেওয়া হয়েছিল, সে আসলে অপরাধে জড়িত”
তাহলে:
তদন্তকারী অফিসার আবার তার নাম চূড়ান্ত রিপোর্টে (173 ধারার চার্জশিটে) উল্লেখ করতে পারবেন।

09/12/2023

phrase

13/08/2022
27/06/2022

আজকে আমার মন ভালো নেই।
ট্রান্সলেট করেন

20/06/2022

রোমান্টিক গান
#আবু উবায়দা

14/05/2022
09/03/2022

আইনকে সহজভাবে বুঝতে হলে থাকুন আইনুল'স ল একাডেমির সাথে

Address

Chittagong

Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when আইনের দিগন্ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আইনের দিগন্ত:

Share