Bashri's Desire

Bashri's Desire Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bashri's Desire, Chittagong.
(2)

Welcome to my little digital diary📕
🎥 Sharing moments, stories & simple home decor ideas.
👒 Sharing my mini recipe — quick, cozy, and full of flavor!
🌻From cozy mornings to messy kitchens — it’s all part of my story.
💅 GRWM: Turning chaos into cute

12/08/2025

❤️

11/08/2025

Skincare feels like therapy. After being sick, it’s time to treat myself and recover🌸🌸

Skincare is Therapy: Recovering and Pampering Yourself After Fever🍁জীবনের ব্যস্ততায় আমরা অনেক সময় নিজের যত্ন নেওয়া ভুলে ...
11/08/2025

Skincare is Therapy: Recovering and Pampering Yourself After Fever🍁

জীবনের ব্যস্ততায় আমরা অনেক সময় নিজের যত্ন নেওয়া ভুলে যাই। বিশেষ করে অসুস্থতার পর, যখন শরীর দুর্বল হয়ে যায়, তখন নিজের প্রতি একটু বেশি মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি। আমার অভিজ্ঞতা বলে, স্কিনকেয়ার কেবল মুখের যত্ন নয়, এটা আমার জন্য এক ধরনের থেরাপি,যা শরীর আর মন দুটোই সুস্থ করার একটি প্রক্রিয়া।

জ্বর বা ফিভারের মতো অসুস্থতার পর শরীর অনেক দুর্বল হয়ে পড়ে, ত্বকও তার প্রভাব পড়ে। ত্বক শুকিয়ে যায়, মুখ ফেটে ওঠে, চোখের নিচে কালো দাগ পড়ে,তখন দেখতে আমাদের ক্লান্ত এবং অস্বস্তিকর মনে হয়। তখনই প্রয়োজন একটু ‘নিজেকে প্যাম্পার’ করার, মানে নিজের ত্বক ও মনের যত্ন নেওয়ার।

স্কিনকেয়ার রুটিন শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং এটি একটি শারীরিক ও মানসিক বিশ্রামের সময়। যখন আমি নিজেকে একটু সময় দিই,এই যেমন ময়েশ্চারাইজার লাগাই, ফেসিয়াল মাস্ক ব্যবহার করি, কিংবা হালকা ক্রিম দিয়ে ম্যাসাজ করি ,তখন আমি শুধু ত্বককেই পুনরুজ্জীবিত করি না,বরং আমার মনও শান্তি পায়। এটা আমার জন্য একটা শান্ত মুহূর্ত, যখন ব্যস্ততার যন্ত্রণা থেমে যায়।

এছাড়া, স্কিনকেয়ার প্রক্রিয়াটি আমাদের শিখায় ধৈর্য ধরতে এবং নিয়মিততা বজায় রাখতে। অসুস্থতার পর শরীর ঠিক হতে সময় নেয়, তেমনি ত্বকও। ধাপে ধাপে যত্ন নিতে হয়, তাড়াহুড়া করে নয়। এর মাধ্যমে আমি শিখেছি নিজের প্রতি ভালবাসা ও যত্ন নেওয়া।

তাই, আমর মনে হয়,অসুস্থতার পর শুধু বিশ্রামই নয়, নিজের যত্ন নেওয়া, স্কিনকেয়ার রুটিনে নিয়মিত সময় দেওয়া উচিত। এটা শরীরকে দ্রুত সুস্থ করতে সাহায্য করে, এবং মনকে দেয় স্নেহের স্পর্শ। এই ছোট ছোট থেরাপি আমাদের জীবনের গতি ঠিক রেখে, নতুন উদ্যমে এগিয়ে যেতে সাহায্য করে।🌸

কখনো কখনো মনে হয়, যদি জীবনটা এমন হতো,যেখানে প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘটনা ঠিক মনমতো ঘটত। মন যা চাইত, তা হাত বাড়ালেই চল...
11/08/2025

কখনো কখনো মনে হয়, যদি জীবনটা এমন হতো,যেখানে প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘটনা ঠিক মনমতো ঘটত। মন যা চাইত, তা হাত বাড়ালেই চলে আসত। হয়তো ভোরবেলায় চোখ খুলতেই জানালার বাইরে থাকত ঠিক সেই দৃশ্য, যা আমি দেখতে চাই। প্রিয় মানুষেরা সবসময় কাছে থাকত, কোনো দূরত্ব বা অভাব থাকত না। স্বপ্ন পূরণের জন্য লড়াই, অপেক্ষা, ব্যর্থতা এসব থাকত না; কারণ যা চাই, তা-ই মুহূর্তেই পাওয়া যেত। কাজের চাপ, ক্লান্তি, মন খারাপ এসব যদি শব্দের অভিধানেই না থাকত। সকাল বেলায় ঘুম ভাঙত হাসিমুখে, দিন শেষ হতো তৃপ্তির শান্তিতে।

কিন্তু বাস্তবতা ভিন্ন। এখানে সব কিছু মনমতো হয় না, হয়তো হবেও না। কারণ জীবন নিজের নিয়মে চলে।কখনো সুখ দিয়ে চমকে দেয়, কখনো কষ্ট দিয়ে শেখায়। হয়তো এই অসম্পূর্ণতাই আমাদের স্বপ্ন দেখতে শেখায়, আশা জাগিয়ে রাখে।

তবু মন চায়, অন্তত কিছু মুহূর্তে যেন সবকিছু মনমতো হয়।যেন প্রিয়জনকে কাছে পাওয়া যায়, একটু শান্তি আর ভালোবাসা মেলে। পুরো জীবন হয়তো বদলানো যাবে না, কিন্তু ছোট ছোট মুহূর্তগুলোকে মনমতো সাজিয়ে নেওয়াই হয়তো জীবনের আসল সৌন্দর্য।


গরম ভাত আর নানা রকম ভর্তা।এই ছিলো আমার দুপুরের আয়োজন ❤️
09/08/2025

গরম ভাত আর নানা রকম ভর্তা।এই ছিলো আমার দুপুরের আয়োজন ❤️


আমি জীবনে কখনও কারও কাছে নিজেকে ভালো সাজাতে চাইনি, ভবিষ্যতেও চাই না।যে যা খুশি বলুক, তাতে আমার কিছু যায় আসে না। যারা আমা...
09/08/2025

আমি জীবনে কখনও কারও কাছে নিজেকে ভালো সাজাতে চাইনি, ভবিষ্যতেও চাই না।যে যা খুশি বলুক, তাতে আমার কিছু যায় আসে না। যারা আমাকে নিয়ে বলে বেড়ায়, আমি তাদের আল্লাহর হাতে ছেড়ে দেই।

আমার মনে কী আছে, তা শুধু আল্লাহই জানেন — মানুষের জানার প্রয়োজন নেই।
আমি যা বলিনি বা ভাবিনি, সেটাকে যদি কেউ আমার নামে চালিয়ে দেয়, তাহলে বলার কিছু নেই।

আমি কারও কাছে নিজেকে বোঝাতে চাই না। হয়তো আমি আসলেই খুব খারাপ মানুষ।


Not every evening is meant for sunsets and smiles. Sometimes it fills with heavy heart❤️
08/08/2025

Not every evening is meant for sunsets and smiles. Sometimes it fills with heavy heart❤️

কখনো কখনো একটা শান্ত বিকেল চাই — শুধু নিজের সাথে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। কিন্তু ব্যস্ততা সেই সময়টুকুকেও চুরি করে নেয়....
07/08/2025

কখনো কখনো একটা শান্ত বিকেল চাই — শুধু নিজের সাথে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। কিন্তু ব্যস্ততা সেই সময়টুকুকেও চুরি করে নেয়...🥲

❤️
07/08/2025

❤️

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bashri's Desire posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share