আজব বাংলাদেশ Ajob Bangladesh

আজব বাংলাদেশ Ajob Bangladesh সকলের ভালোবাসায় এগিয়ে যেতে চাই
কমেডি এবং সামাজিক ভিডিওর মাধ্যমে
(6)

07/04/2025
06/04/2025
04/04/2025

ডাঃ ইউনুস আরো ৫ বছর থাক এদেশে মানুষকে সেবা দিতে,আমার মতো কে কে একমত।

04/04/2025

অলৌকিকভাবে গত ৭ মাসে বাংলাদেশে কিছু আমূল পরিবর্তন, চলুন সকলের দৃষ্টি আকর্ষন করছি -
১) দ্রব্যমূল্যের লাগাম কে যেন টেনে ধরেছেন।
*২০০ টাকার পেঁয়াজ ৪০ টাকা কেজি,
*৪০০ টাকার কাঁচা মরিচ ৫০ টাকা কেজি,
*১০০ টাকার তরকারি এখন ৪০/৫০ টাকা।
২) লুট হওয়া ব্যাংকগুলোকে বন্ধ না করে কে যেন ধীরে ধীরে আবার প্রান ফিরিয়ে দিচ্ছেন।
৩) এই ৭ মাসে কে যেন বাংলাদেশ ৬২ হাজার কোটি টাকার ঋণ পরিশোধ করেছে।
৪) ২০২৪-এর শুরুতে যেই রিজার্ভ ছিল ২০ এর নীচে, সেই রিজার্ভ এখন ২৫.৪৪ বিলিয়ন ডলার।
৫) কে যেন বাজারের সিন্ডিকেট গুলো ভেঙ্গে দেয়া‌র চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
৬) এই রমজানে কে যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছে ।
৭) ঈদের আগের চারদিন বাড়ি ফেরে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ। মানে প্রতিদিন ৩০ লাখ মানুষ ,কিন্তু কোথাও নেই ভোগান্তি,নেই ট্রেন-বাস-লঞ্চের কোন সিডিউল বিপর্যয় এবারের ঈদযাত্রায় মানুষ এতটা স্বস্তি আগে কখনো পায়নি। সড়কে চালু আছে মোবাইল কোর্ট। বাড়তি ভাড়া হলেই জরিমানা।
৮) বাংলাদেশ থেকে এস আলম গ্রুপের মাধ্যমে পাচার হওয়া হাজার হাজার কোটি টাকার একটা উল্লেখযোগ্য অংশ ফিরিয়ে আনার জন্য কে যেন কাজ করছে !
এর চেয়ে স্বস্তিদায়ক সংবাদ আর কী হতে পারে! লুট হয়ে যাওয়া দেশের টাকা আবার দেশের কাছে ফেরত আসছে!
৯) বিদেশী প্রতিষ্ঠানগুলো এই দেশে ইনভেস্টমেন্টের আগ্রহ দেখাচ্ছে, এতে কর্মসংস্থানের হার বেড়ে যাবে অকল্পনীয় হারে।

আগামী কয়েক বছরের মধ্যে এদেশের তরুণ সমাজের জন্য আশীর্বাদ হয়ে উঠবেন যে মানুষটি।
সারা পৃথিবীর ১০৭ টা ইউনিভার্সিটিতে যার নামে আলাদা সেন্টার আছে, এই গুলো তারা নিজেদের উদ্যোগে করেছেন। এর প্রধান কারণ হচ্ছে মাইক্রো-ফাইনান্স। আর যার কারণে গ্রামীন ব্যাংককে শান্তিতে নোবেল পুরষ্কার এনে দিয়েছিলো।

আর থ্রী জিরো থিউরির জন্য উনি আবার নোবেল মঞ্চে দাঁড়াবেন বলে ধারণা করা হচ্ছে।।।

তিনি আর কেউ নয় তিনি আমাদের গর্ব, আমাদের অহংকার,
তিনি বাংলাদেশের প্রধান
প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুস

04/04/2025

প্রিয় দেশবাসী, দলের নেতা দেশের টাকা লুট করে হাওয়া হয়ে যায় তাই-কোন দলের নেতার কথা না ভেবে দেশের জন্য,🙏আপনারা আপাতত বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি,জামাত সহ আরো যত রাজনৈতিক দল আছে ঐসবকে ভূলে যান। ড. ইউনুস কে কিভাবে পূর্ণ পাঁচ বছর ক্ষমতায় রাখা যায় সেটা নিয়ে ভাবুন। কারণ দেশের উন্নয়নে ড. ইউনুসের বিকল্প কেউ নেই। এই মানুষটাকে যদি আমরা ক্ষমতায় রাখতে পারি তাহলে আমাদের এই প্রিয় মাতৃভূমি অনেক দূর এগিয়ে যাবে। ড.ইউনুসের মতো একজন রাষ্ট্রপ্রধান পাওয়া সত্যিই এ জাতির সৌভাগ্য। ৫০ বছরের পিছিয়ে যাওয়া দেশকে ৫০ বছর এগিয়ে যাবে ইনশাল্লাহ, তাই প্রয়োজনে গণভোটের আয়োজন করা হোক বিএনপি জনগণের নাম দিয়ে নির্বাচন চাচ্ছে কিন্তু প্রকৃতি পক্ষে জনগণ এখন নির্বাচন চায় না, বিএনপির ভণ্ডামি রুখে দিবে জনগণ।

Address

Cumilla, Daudkandi
Chittagong
3516

Telephone

+97336130197

Website

Alerts

Be the first to know and let us send you an email when আজব বাংলাদেশ Ajob Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আজব বাংলাদেশ Ajob Bangladesh:

Share