11/01/2025
ডাক্তারের নাম-ডা: শাহাদাৎ হোসেন...ওনার ভিজিট ১২০০টাকা।ওনি বসেন, পাচঁলাইশ শেভরণ হসপিটালে চট্রগ্রাম। ওনাকে এর আগে একবার দেখিয়েছেন,গতপরশুদিন আবার ওনাকে দেখাতে নিয়ে গেলাম শশুরকে পরে ওনি মেডিসিন আর এই টেস্ট গুলো করতে বলেন,আসার সময় শেভরনে টেস্ট বিল জিজ্ঞেস করলাম ওনারা বললো, 4483 আসবে, আমি সেই টেস্ট আমি ইবনে সিনায় করি 2537 টাকায়,রাতে নয়টায় যখনই আমি শেভরনে ডাক্তার শাহাদাৎ কে রিপোর্ট দেখাতে নিয়ে গেলাম, ওনি ইবনে সিনার রিপোর্ট দেখেননি আমি বললাম। রোগীর অসহায় আপনাদের এখানে টেস্ট করার মতো সামর্থ্য নেই তাই ইবনে সিনা করায়ছে। এটা বলার পর ওনার ব্যবহার এতটাই খারাপ করলো যা একজন ডাক্তারে মুখে শুনা রোগীর জন খুবই কষ্ট কর।এত রিকুয়েষ্ট করলাম যে এই রিপোর্ট কি ভুল যে আপনি রিপোর্ট দেখবেন না। ওনি আমার কথা না শুনেই আমাকে আমার শশুরকে বের করে দিলো। এগুলো কেমন ডাক্তার যে ওনি যেখানে বসবেন সেখানেই টেস্ট করাতে হবে আমি তো বাংলাদেশে এর আগে কখনো দেখিনি। ওনি এর ১৫দিন আগে ও আমি না থাকায় শশুরের বেশ কিছু টেস্ট শেভরনে করানো হয়ছে প্রায় ১৭হাজার টাকার মতো ঐ টেস্ট আমি ইবনে সিনা জিজ্ঞেস করলাম, ৮হাজার টাকার মতো। এই যে এরা এগুলো করে গরীব অসহায় রোগী গুলোর টাকা হাতিয়ে নিচ্ছে। এদের কি কোন বিচার হবে না। আমি আজকেই আমার শশুরকে নিয়ে জিডি করতে যাবো।
©Md Masum
বয়কট করুন ডাক্তার নামক এ ধরনের কসাই কে।শেয়ার করে সবাইকে অবিহিত করুন বিষয়টি।