07/06/2025
ঈদের দিনের সুন্নতসমূহ—
১. অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। [বায়হাকী, হাদীস নং- ৬১২৬]
২. মিসওয়াক করা। [তাবয়ীনুল হাকায়েক, ১/৫৩৮]
৩. গোসল করা। [ইবনে মাজাহ, হাদীস নং- ১৩১৫]
৪.শরীয়তসম্মত সাজসজ্জা করা। [বুখারী, হাদীস নং- ৯৪৮]
৫. সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। [বুখারী, হাদীস নং- ৯৪৮, মুস্তাদরাকে হাকেম, হাদীস নং - ৭৫৬০]
৬. সুগন্ধি ব্যবহার করা। [মুস্তাদরাকে হাকেম, হাদীস নং- ৭৫৬০]
৭. সালাতের পূর্বে কিছু না খাওয়া; বরং কুরবানির গােশত দ্বারা দিনের খাবারের সূচনা করা উত্তম। [সহিহ ইবনু হিব্বান : ২৮১৪]
৮. সকাল সকাল ঈদগাহে যাওয়া। [আবু দাউদ, হাদীস নং- ১১৫৭]
৯. ঈদের নামায ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা। [বুখারী, হাদীস নং- ৯৫৬, আবু দাউদ, হাদীস নং- ১১৫৮]
১০. যে রাস্তায় ঈদগাহে যাবে, সম্ভব হলে ফিরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরা। [বুখারী, হাদীস নং- ৯৮৬]
১১. পায়ে হেঁটে যাওয়া। [আবু দাউদ, হাদীস নং- ১১৪৩]
১২. উচ্চস্বরে তাকবির বলতে বলতে ঈদগাহে যাওয়া। [মুস্তাদরাকে হাকেম, হাদীস নং- ১১০৫]
আল্লাহ তাআ'লা আমাদের সবাইকে উক্ত সুন্নতগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।
— লেখা সংগৃহীত