Cox Islamic TV

Cox Islamic TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cox Islamic TV, Digital creator, Chittagong.

Cox Islamic TV : হৃদয় ও আত্মার প্রশান্তি। কুরআন, হাদিস, ইসলামিক বয়ান ও নাশিদ। সঠিক ইসলামী জ্ঞানে জীবন গড়তে ও দ্বীনের আলো ছড়াতে, ফলো করে পাশে থাকুন।ইসলামকে জানতে ও মানতে আমাদের সাথেই থাকুন।
👍 লাইক | 💬 কমেন্ট | 🔄 শেয়ার

07/06/2025

ঈদের দিনের সুন্নতসমূহ—

১. অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। [বায়হাকী, হাদীস নং- ৬১২৬]
২. মিসওয়াক করা। [তাবয়ীনুল হাকায়েক, ১/৫৩৮]
৩. গোসল করা। [ইবনে মাজাহ, হাদীস নং- ১৩১৫]
৪.শরীয়তসম্মত সাজসজ্জা করা। [বুখারী, হাদীস নং- ৯৪৮]
৫. সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। [বুখারী, হাদীস নং- ৯৪৮, মুস্তাদরাকে হাকেম, হাদীস নং - ৭৫৬০]
৬. সুগন্ধি ব্যবহার করা। [মুস্তাদরাকে হাকেম, হাদীস নং- ৭৫৬০]
৭. সালাতের পূর্বে কিছু না খাওয়া; বরং কুরবানির গােশত দ্বারা দিনের খাবারের সূচনা করা উত্তম। [সহিহ ইবনু হিব্বান : ২৮১৪]
৮. সকাল সকাল ঈদগাহে যাওয়া। [আবু দাউদ, হাদীস নং- ১১৫৭]
৯. ঈদের নামায ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা। [বুখারী, হাদীস নং- ৯৫৬, আবু দাউদ, হাদীস নং- ১১৫৮]
১০. যে রাস্তায় ঈদগাহে যাবে, সম্ভব হলে ফিরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরা। [বুখারী, হাদীস নং- ৯৮৬]
১১. পায়ে হেঁটে যাওয়া। [আবু দাউদ, হাদীস নং- ১১৪৩]
১২. উচ্চস্বরে তাকবির বলতে বলতে ঈদগাহে যাওয়া। [মুস্তাদরাকে হাকেম, হাদীস নং- ১১০৫]

আল্লাহ তাআ'লা আমাদের সবাইকে উক্ত সুন্নতগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।

— লেখা সংগৃহীত

ঈদের নামাজ আদায়ের নিয়ম
07/06/2025

ঈদের নামাজ আদায়ের নিয়ম

ভুলে থাকি তোমায় প্রভুসাগরে যখন ঢেউ থাকে নাতোমার কাছে ফিরে আসি যখন আমার কেউ থাকে না আঁধার রাতে তোমার স্মরণ  পরশ বুলায় গভী...
17/05/2025

ভুলে থাকি তোমায় প্রভু
সাগরে যখন ঢেউ থাকে না
তোমার কাছে ফিরে আসি
যখন আমার কেউ থাকে না

আঁধার রাতে তোমার স্মরণ
পরশ বুলায় গভীর ক্ষতে
তোমার কাছে ফিরে আসি
ঝড়ের শেষে শান্ত হতে
— ডা. মেহেদী হাসান

-যৌবন ফুরিয়ে যাচ্ছে হারামেই।হালাল করে পাওয়াটাই নিষিদ্ধ।
16/05/2025

-যৌবন ফুরিয়ে যাচ্ছে হারামেই।
হালাল করে পাওয়াটাই নিষিদ্ধ।

শৌখিনতা থেকে বিরত থাকাই সবর। এই যুগে মানুষ দ্বীনের জন্য মাল ব্যয় করে না৷ উম্মাহর জন্য ফিকির করে না৷ বিলাসবহুল হাত ঘড়িতে ...
07/05/2025

শৌখিনতা থেকে বিরত থাকাই সবর।
এই যুগে মানুষ দ্বীনের জন্য মাল ব্যয় করে না৷
উম্মাহর জন্য ফিকির করে না৷

বিলাসবহুল হাত ঘড়িতে আবার সবর লেখা।
ফ্যান্টাসির একটা লিমিট ও থাকে৷
গা"যা যেখানে আ*ক্রাʼন্ত সেখানে আমাদের এত আবেগ কোথা থেকে আসে?

আপনারা সামার্থ্য থাকলে দামী জিনিস পরিধান করুন৷ কারো নফস কে উস্কে দিয়েন না৷ গুʼʼরাʼবারা যুহুদ কে পছন্দ করে৷ একান্ত যদি দামী জিনিস সখ করেন এটা প্রদর্শন না করাই ভালো।

অন্য কোনো ভাইয়ের আফসোস হতে পারে৷
অন্যদিকে উম্মাহর সং*কটে একটা ঘড়ি যেনো ওদের দুʼর্দশা থেকে গুরুত্ব বেশি না পায়।

অনেক বুঝবান ও দেখি এসব করে বসে থাকেন। কিছু একটা প্রকাশ করার আগে ভেবে নিন৷

(দু:খিত আপনাদের কার্যকলাপ দেখে। ফেসবুকে আসা টা একটা বিরʼক্ত হয়ে যাচ্ছে। কিছু পেলেই সবাই হুমড়ি খেয়ে পড়ে)

✍ — আল ইন্তিফাদা(হাফিযাহুল্লাহ)

একে অপরের চির শত্রু ভা@রত ও পা@কি&স্তান শেষ পর্যন্ত যুদ্ধে জড়িয়েই গেলো!অপারেশন-সিঁদুর নাম দিয়ে ভা&রত হামলা চালিয়েছে ...
07/05/2025

একে অপরের চির শত্রু ভা@রত ও পা@কি&স্তান শেষ পর্যন্ত যুদ্ধে জড়িয়েই গেলো!

অপারেশন-সিঁদুর নাম দিয়ে ভা&রত হামলা চালিয়েছে
পাকি@&স্তানের তিন শহর মুযাফফরাবাদ,বাহাওয়ালপুর, কোটলি।
আর ফাতহ - এ- হিন্দ নামে ভা@রতের শ্রীপুরে হামলা চালিয়েছে পাকিস্তান।

কিন্তু BBC news বাংলার ২০১৯ সালে করা প্রেডিকসন এত নিখুঁত ভাবে মিলে গেলো কী করে?(চেক কমেন্ট বক্স)

তবে কী সবই বহু আগে থেকে সুপরিকল্পিত?আর আমরাও সেই পরিকল্পনার অংশ?

গা@জ্জার ধ্বংসাবশেষ আর কলিজা ছেঁড়া দৃশ্য গুলো দেখতে দেখতে হৃদয় ও চোখ বড় ক্লান্ত,আর কোনো গা@জ্জা দেখার হিম্মত নেই!কিন্তু মুসলিমদেরকে এমনি এমনিই ছেড়ে দেওয়া হবে না।

এ দেশ ও দেশ আক্রমণ বলো,আসলে ওসব কিছু না।দোষ কেবল ঈমানদার হওয়ায়,দোষ কেবল মুসলমান হওয়ায়।

নাপাক ইয়া@হু@দি থেকে গো@মূত্রখোর মুশরিক আর ঠান্ডা মস্তিষ্কে মদদ দেওয়া না@সারা গোষ্ঠী সব তো একই সূত্রে গাঁথা,বিচ্ছিন্ন কেবল আমরা!

যখনই এমন যুদ্ধ @যুদ্ধ‌ আভাস পাই,শুরু হয়ে যায় ক্ষমতা আর অস্তিত্বের লড়াই,তখনই মনে উঁকি দিতে থাকে গাজওয়াতুল হিন্দ কি তবে একেবারে সন্নিকটে?

আল্লাহু আ'লাম!

শামছুন্নাহার রুমি

🔺কি সন্তানের অত্যাধিক দুষ্টামির কারণে অনেক রাগ আসছে? কিছু কথা না বলে পারছেন না, সমস্ত শরীর রাগে জ্বলজ্বল করছে। কিছু কথা ...
06/05/2025

🔺কি সন্তানের অত্যাধিক দুষ্টামির কারণে অনেক রাগ আসছে? কিছু কথা না বলে পারছেন না, সমস্ত শরীর রাগে জ্বলজ্বল করছে। কিছু কথা অন্তত না শোনালে শরীর ঠান্ডা হবে না!!!

বলুন, কথা বলতে তো আর কেউ বারণ করছে না।

• কিন্তু কথাগুলো গালি হতে হবে কেন? কেন, কথাগুলো হতে হবে অভিশাপ?

রাগের মাথায় দো'আ কেন আসে না?

🔻 কারণ এই মুহূর্তে আপনি আপনার সন্তানের ভালো চান না! শুধু চান আপনার রাগ প্রশমিত করতে।

প্লিজ, সন্তানের জ্বালায় যখন অতিষ্ঠ হয়ে যাবেন, যখন প্রচন্ড রাগ আসবে তখন সন্তানকে কথা শোনাতে গিয়ে গালি বা অভিশাপ না দিয়ে, তাকে বলুন...

🌼 আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তোমাকে হেদায়েত দিন। তোমাকে বড় করে দিন। ইসলামিক স্কলার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী বড় হয়ে যা বানানোর স্বপ্ন দেখেন তা বলেই বকা'টা দিন। দেখবেন, এই অসময়ের কথাগুলো একদিন কাজে লেগে যাবে। অন্তত সন্তান গালি আর অভিশাপ থেকে তো বাঁচবে ইনশা' আল্লাহ।

22/02/2025

রিজিক অন্বেষণের অন্যতম হালাল পন্থা হলো ব্যবসা।


゚viralシ

31/01/2025

বিয়ের মধ্যে গায়ে হলুদ করা জাযেয কি?........

゚viralシ




22/01/2025

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে কথা বলেছেন।







゚viralシ

Address

Chittagong
4701

Alerts

Be the first to know and let us send you an email when Cox Islamic TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share