23/08/2024
ভলান্টিয়ার যারা আছেন তাদের মধ্যে যারা সিনিয়র তাদের দৃস্টি আকর্ষন করছি, যারা সাতার জানেনা তাদের দরকার হইলে আবেগে লাফিয়ে নিয়েন না, অলরেডি অনেক ভলান্টিয়ার পানিতে ডুবে মারা গিয়েছে।
যারা সাতার জানে তাদের নিয়ে যান। অথবা যারা সাতার জানেন না এরকম কেউ অলরেডি গিয়ে থাকে তাহলে তাকে অন্য কাজে লাগান। বন্যাকবলিত বিপদগ্রস্ত ভাই, বোন, মা বাবা কে বাচাতে গিয়ে যাতে কোনো ভাইকে হাড়াতে না হয় সেই বিষয়ে সতর্ক থাকুন ধন্যবাদ।