Freelancer- Saiful Islam

Freelancer- Saiful Islam Professional Digital Mercator and Social Media Manager
(1)

ছোট-বড়ো সবারই,ঈদ হোক ঈদের মত, খুশির ও আনন্দের।💖ঈদ মোবারক সবাইকে!✨🥰♥️
16/06/2024

ছোট-বড়ো সবারই,ঈদ হোক ঈদের মত, খুশির ও আনন্দের।💖

ঈদ মোবারক সবাইকে!✨🥰♥️

🚸 STOP 🚫ও আমার সাথে আজকে খারাপ ব্যবহার করছে একদিন বড় হয়ে দেখাই দিবো 🖕আজকে আমি ২ তলায় আছি, সে ৩ তলায় থেকে আমাকে বলেছে আমি...
13/05/2024

🚸 STOP 🚫
ও আমার সাথে আজকে খারাপ ব্যবহার করছে একদিন বড় হয়ে দেখাই দিবো 🖕
আজকে আমি ২ তলায় আছি, সে ৩ তলায় থেকে আমাকে বলেছে আমি #নিচুলোক 🧖‍♂️
আমি জীবনে একদিন ১০ তলায় উঠে আবার ৩ তলায় নেমে তাকে আমি দেখিয়ে দিবো #দেখ আমি ১০ তলায় উঠছি
⛔ তাহলে ১০ তলায় উঠলেন কেন!!
আপনি যদি নামেনই আবার ৩ তলায় 🤔
- লাইফে কাউকে দেখাই দেওয়া
- প্রতিশোধ নিতে চাওয়া
- শাস্তি দিতে চাওয়া
এই ওয়েতে আমরা নিজেরা নিজেদের কে ঠকাই
কাউকে দেখাই দেওয়া আমাদের গোল হওয়া উচিত নয় 🙂

Mashahed Hassan Simanta
2 Cents Podcast

আমার খুবই প্রিয় একটা ছবি❗স্টুডেন্টরা কয়জনকে চিনতে পারছেন❓⛔কমেন্ট চেক করলে জানতে পারবেন 🔰
29/02/2024

আমার খুবই প্রিয় একটা ছবি❗

স্টুডেন্টরা কয়জনকে চিনতে পারছেন❓

⛔কমেন্ট চেক করলে জানতে পারবেন 🔰

লিড জেনারেশন কি ? কিভাবে লিড জেনারেশন করে টাকা আয় করবেন?♂️লিড জেনারেশন কি ? (What is Lead Generation)সহজ করে বলতে গেলে ল...
16/02/2024

লিড জেনারেশন কি ? কিভাবে লিড জেনারেশন করে টাকা আয় করবেন?

♂️লিড জেনারেশন কি ? (What is Lead Generation)

সহজ করে বলতে গেলে লিড জেনারেশন হচ্ছে বিভিন্ন মানুষ এর ডাটা কালেকশন করার বিশেষ একটি মাধ্যম। যার ফলে আপনি ভিন্ন শ্রেণির মানুষ এর চাহিদা ও আগ্রহ কে নির্দিষ্ট ডাকার মাধ্যমে আবদ্ধ করতে পারবেন।

এছাড়া ডাটা গুলো বিভিন্ন প্রকার এর হতে পারে যেমন- কোন ব্যক্তির মোবাইল নম্বর, ইমেইল এড্রেস, নাম ইত্যাদি। তাই যখন নির্দিষ্ট কোন ব্যক্তিকে টার্গেট করে, উক্ত সকল ডাটা গুলোকে কালেকশন করবেন তখন সেই ডাটা সংগ্রহ করার পুরো প্রক্রিয়াকে বলা হবে লিড জেনারেশন।

তার কারণ বর্তমান সময়ে অনলািইন ভিত্তিক কোম্পানি গুলোতে তাদের প্রোডাক্ট বা পণ্য এর প্রোমশণ ও সেল বাড়ানোর জন্য উক্ত লিড জেনারেশন করে তাদের কাঙ্খিত ক্রেতাদের টার্গেট করে থাকে।

♂️কিভাবে লিড জেনারেশন করে টাকা আয় করবেন ?

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে লিড জেনারেশন অনেক জনপ্রিয় হয়ে উঠছে। কারণ উক্ত কাজ গুলো মূলত দশ ডলার থেকে হাজার ডলার পর্যন্ত আয় করা যায়।

কিন্তু উক্ত কাজ গুলো তুলনা মুলক ভাবে অনেক সহজ হওয়ার জন্য প্রতিযোগীতা অনেক বেশি। তবে এই কাজ গুলো করার জন্যে দক্ষ মানুষের অভাব।

আর আপনি যদি অনলাইনের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে নিজেকে দক্ষ লিড জেনারেশন করার কাজে পরিচিত করতে পারেন তাহলে আপনিও সহজেই কাজগুলো করে প্রতি মাসে ভাল পরিমানের টাকা আয় করতে পারবেন।

🌟 প্রতিদিনের সবচেয়ে বড় মোটিভেশন তো এটাই,,👇যে ঘুম নামের অর্ধমৃত্যু থেকে জেগে সকালের সূর্যের আলো দেখতে পেরেছি এবং পুরো প...
15/02/2024

🌟 প্রতিদিনের সবচেয়ে বড় মোটিভেশন তো এটাই,,👇
যে ঘুম নামের অর্ধমৃত্যু থেকে জেগে সকালের সূর্যের আলো দেখতে পেরেছি এবং পুরো পৃথিবীর সামনে নিজেকে প্রমাণ দেয়ার জন্য আরও একটি সুযোগ পেয়ে গিয়েছি 😊👊✊

What is freelancing ?ফ্রিল্যান্সিং হচ্ছে একটি ইংরেজী শব্দ আর এর বাংলা অর্থ হলো মুক্তপেশা | কোন নির্দিষ্ট সময় ও ফিক্সট ব...
15/02/2024

What is freelancing ?

ফ্রিল্যান্সিং হচ্ছে একটি ইংরেজী শব্দ আর এর বাংলা অর্থ হলো মুক্তপেশা | কোন নির্দিষ্ট সময় ও ফিক্সট বেতন ছাড়া কোন কোম্পানি বা মালিকের কাজ ঘরে বসে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে সম্পূর্ণ করা কে ফ্রিল্যান্সিং বলে |

উদাহরণ হিসেবে আমরা বলতে পারি , যখন আমরা কোনো জব বা চাকরির জন্য কোন জায়গায় আবেদন করি তখন তারা আমাদের ইন্টারভিউ এর জন্য যেতে বলে , আমাদের ইন্টারভিউ সম্পূর্ণ হলে তারা আমাদের একটি নির্দিষ্ট স্যালারি দেয় এবং এর স্যালারি পাওয়ার জন্য আমাদের প্রতিদিন অফিসে যেতে হয় | একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে হয় | তারপর আমরা স্যালারি পাই |

অপরদিকে ফ্রিল্যান্সিং এ ও আমাদের বায়ারের সাথে প্রথমে ইন্টারভিউ বা কথাবার্তা হয় কিন্তু সেটা কোন অফিসে গিয়ে নয় আমরা আমাদের ঘরে বসে
কম্পিউটার , মোবাইল বা ল্যাপটপ দিয়ে সম্পূর্ণ করি | তারপর বায়ার আমাদের কাজ দেয় | সেটার জন্য একটা সময় ও স্যালারি ও থাকে | কিন্তু সময়টা আমরা আমাদের মত করে ব্যবহার করতে পারি | ইচ্ছে হলে পুরো সময় ধরে কিছুক্ষণ পরপর কাজ করতে পারি অথবা একটা নির্দিষ্ট সময় বুঝে কাজটা শেষ করে বাকি সময় ফ্রি থাকতে পারি | কাজটা সম্পন্ন করার জন্য ও কোন অফিসে যেতে হয় না | আমরা ঘরে বসে কাজটা করতে পারি | তাই ফ্রিল্যান্সিংকে মুক্ত পেশা বলা হয়।

Freelancing ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি চলছে। ভর্তি সংক্রান্ত আরো বিস্তারিত জানতে চাইলে অংশ নিন ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং বেসিক ক্লাসে। ক্লাসে আপনার সিট কনফার্ম করতে এখনি ইনবক্স করুন
Time:8-9 pm
Venue:Zoom apps

দুটোর বয়সই আট বছর !তবে, একটি- স্ব-যত্নে একজনের কাছে ছিলো।আর, অপরটি- খুব স্বাচ্ছন্দ্যেই এক হাত থেকে আরেক হাত,খোলামেলা ভাব...
14/02/2024

দুটোর বয়সই আট বছর !
তবে, একটি- স্ব-যত্নে একজনের কাছে ছিলো।
আর, অপরটি- খুব স্বাচ্ছন্দ্যেই এক হাত থেকে আরেক হাত,খোলামেলা ভাবে ঘুরে বেড়িয়েছে পুরো দুনিয়ায়।

ফ্যা'ক্ট- "প'র্দার মর্ম বুঝতে এতটুকু উদাহরণই যথেষ্ট!
আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দিক🙂

আজ থেকে ফাইবার মার্কেট প্লেসে বায়ার রিকুয়েষ্ট দেওয়ার অপশন বন্ধ করে দেওয়া হয়েছে। Fiverr দ্রুত সময়ের মধ্যে নতুন একটা আপডেট...
14/02/2024

আজ থেকে ফাইবার মার্কেট প্লেসে বায়ার রিকুয়েষ্ট দেওয়ার অপশন বন্ধ করে দেওয়া হয়েছে। Fiverr দ্রুত সময়ের মধ্যে নতুন একটা আপডেট নিয়ে আসবে যা আমাদের জন্য ভালো হবে।

তাই, এখন থেকে আমরা ভালো করে কিওয়ার্ড রিসার্চ করে গিগ পাবলিশ করবো।
যাতে করে আমাদের গিগ খুব দ্রুত সময়ের মধ্যে র‍্যাঙ্ককিং হয়ে প্রথম পেজে আসে।

আমি কীভাবে দ্রুত ফাইবার মার্কেটপ্লেসে কাজ পাবো?ফাইবার থেকে অর্ডার পাবার ২ টি সিস্টেম আছে:সরাসরি বায়ার এসে হায়ার করতে পার...
13/02/2024

আমি কীভাবে দ্রুত ফাইবার মার্কেটপ্লেসে কাজ পাবো?

ফাইবার থেকে অর্ডার পাবার ২ টি সিস্টেম আছে:

সরাসরি বায়ার এসে হায়ার করতে পারে।
বায়ার রিকোয়েস্ট থেকে অর্ডার পেতে পারেন
আপনি এই দুইটি সিস্টেম ভালো ভাবে রপ্ত করার মাধ্যমে, ফাইবার থেকে দ্রুত অর্ডার পেতে পারেন।

এখানে আমি কিছু করণীয় বলছি, আপনি এই বিষয়গুলো ফলো করতে পারেন। আপনি এই ব্যাপার গুলো মেনে চললে কাজ আপনি অবশ্যই দ্রুত কাজ পাবেনঃ

প্রথমেই ভালো ভাবে আপনার প্রোফাইল তৈরি করুন। আপনার টাইটেল, ডেসক্রিপশন, সার্টিফিকেট, ফিল্ড অফ এক্সপার্টাইজ, সব কিছুই এড করুন।
সুন্দর একটি প্রোফাইল পিকচার এড করুন। সুন্দর বলতে এমন নয় যে আপনাকে পরিষ্কার হতে হবে, ভালো দেখতে হবে। এখানে সুন্দর বলতে আপনাকে দেখে যেন প্রোফেশনাল মনে হয়

এ তো গেল প্রোফাইল সেটিং। এরপরে যা করবেনঃ

এবার আপনি গিগ তৈরি করুন। নতুন অবস্থায় আপনি ৭ টি গিগ তৈরি করতে পারবেন। আপনি ৭ টি গিগ তৈরি করার চেষ্টা করুন। এতে করে বেশি করে বায়ার রিকোয়েস্ট পাবেন।
প্রত্যেকটি গিগ SEO friendly করে তৈরি করার চেষ্টা করুন
এরপর থেকে নিয়মিত ১০ টি করে বিড করুন। বিড করার ক্ষেত্রে অবশ্যই হাবিজাবি না লিখে সরাসরি কাজের বর্ণনা দিন
আর যত বেশি পারবেন এক্টিভ থাকার চেষ্টা করুন।



👉কোন বিষয়ের উপর ফ্রিল্যান্সিং করলে সহজে আয় করা যায?আপনি যে বিষয়ে সবচেয়ে বেশি পারদর্শী সে বিষয়ে ফ্রিল্যান্সিং করলে, আপন...
13/02/2024

👉কোন বিষয়ের উপর ফ্রিল্যান্সিং করলে সহজে আয় করা যায?

আপনি যে বিষয়ে সবচেয়ে বেশি পারদর্শী সে বিষয়ে ফ্রিল্যান্সিং করলে, আপনি ভালো করতে পারবেন। ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করা যায় সেগুলো জেনে নিয়ে যেকোনো একটি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। ফ্রিল্যান্সিং এ যেহেতু দেশের বাইরের মানুষের সাথে কাজ করার সুযোগ হয় তাই আপনি যদি ভালো কাজ করতে পারেন, তাহলে এক ক্লায়েন্টের সাথে অনেক বছর কাজ করতে পারবেন। সেজন্য যে কাজটাই করবেন সেটা ১০০ ভাগ দক্ষতা অর্জন করে তারপর করবেন।


💢 বিস্তারিত জানতে যোগাযোগ করুন

পৃথিবীতে সবচেয়ে ইউজলেস এবং মিথ্যা কথা হলো "Money can't buy happiness."বাচ্চাটার বাবার টাকা থাকলে পৃথিবীতে আসার আগেই তার ...
12/02/2024

পৃথিবীতে সবচেয়ে ইউজলেস এবং মিথ্যা কথা হলো
"Money can't buy happiness."
বাচ্চাটার বাবার টাকা থাকলে পৃথিবীতে আসার আগেই তার জন্য হ্যাপিনেস কেনা হয়ে যেতো।
জগতের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস টাকা... টাকা থাকলে সব আছে। আর টাকা দিয়ে কেনা সবচেয়ে মূল্যবান জিনিসের নাম এক থালা ভাত।
এই বাচ্চাটা বেতন পেতো না সম্ভবত, দুই বেলা ভাত পেতো শুধু😢

"Don't be a philosopher, until you're rich."

জীবনে Success কি?? ✨এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া অসাধারণ একটি চিঠি :*যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের "Success"!*য...
12/02/2024

জীবনে Success কি?? ✨
এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া অসাধারণ একটি চিঠি :
*যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের "Success"!
*যখন হাঁটতে শিখলাম মনে হল এটাই success!
*যখন কথা বলতে শিখলাম মনে হল এটাই success!
*এরপর স্কুলে গেলাম, শিখলাম first হওয়াটা বা সবার চেয়ে বেশি নম্বর পাওয়াই success!
*এরপর বুঝলাম, না, আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটাই success!
*ভুল ভাঙল, বুঝলাম উচ্চমাধ্যমিকে এই রেজাল্টটা ধরে রাখাই success!
*এখানেই শেষ নয়, এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কোনো জায়গায় চান্স পাওয়াটাই success, যেটা পড়লে একটা ভালো চাকরি পাওয়া যাবে।
*আরো পরে বুঝলাম যে, পড়া শেষে ভালো চাকরী পাওয়া এবং অনেক রোজগার করাটাই success।
এরপর বুঝলাম, নিজের টাকায় একটি ছোট বাড়ি করাই success।
*পরে বুঝলাম, সেটাও নয়, নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল success!
*আবার ভুল ভাঙল, এরপর দেখলাম ভাল দেখে বিয়ে করে সুখে সংসার করাটাই আসল success।
"বছর ঘুরলো, দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে ভালো ভাবে বড় করাটাই success, ছেলে হলে তাকে প্রতিষ্ঠিত করাটাই success, মেয়ে হলে একটা ভালো ফ‍্যামেলীর ভালো চাকুরীর ছেলের সাথে বিয়ে দেওয়াটাই success।
*এরপর এলো আমার রিটায়ারমেন্ট, সারা জীবনের জমানো টাকার সঠিক investment করে utilization করতে পারাই success!
*এরপর যখন সবাই মিলে একাকী কবরে রেখে মাটি চাপার প্রস্তুতি নিল, মরার একটু আগেই বুঝলাম, পৃথিবীতে success বলে কোন কিছুই স্থায়ী লক্ষ্য নেই!
পুরোটাই এগিয়ে যাওয়ার জন্য নিজের তৈরী করা একটা competition। যার মূলে আছে আকাশ ছোঁয়া আকাঙ্খা, যা কখনো পূর্ণ হবার নয়।
তখন বুঝতে পারলাম এর থেকে জীবনের প্রতিদিন বা প্রতি মূহুর্ত আনন্দের সঙ্গে সুস্থ থাকা ও অন্যের জন্য কাজ করতে পারাই success এর মূল লক্ষ্য হলে অনেক ভালো হতো!
কিন্তু এটা বুঝতে অনেক দেরী করে ফেলেছি।
জীবন কে খুঁজুন, জীবন কে বুঝুন!
নিজেকে ভালবাসুন।
অন্যদের সম্মান দিন, ভালবাসুন। বিশেষ করে যাদের ভালবাসার খুবই প্রয়োজন।
শেষ অবধি ভালবাসাপূর্ণ, আনন্দঘন আর সুস্থ একটি জীবনযাত্রা সম্পন্ন করতে পারাই ইহজীবনের তথাকথিত সফলতা!
মূল সফল হলো সে যে আখিরাতের পূজি করতে ব্যস্ত!

Address

Banskhali
Chittagong
4393

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer- Saiful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer- Saiful Islam:

Share