29/10/2025
এই ছোটো মেয়েটাকে বাঁচাতে ইচ্ছে করে। ওর মা যোগাযোগ করছে। অসহায় বোধ হয় খুব।
মেয়েটির নাম হুরাইন। ৩ বছর বয়স) জন্ম থেকেই ভয়ঙ্কর লড়াই করছে। ওর হার্টে ৩টি ছিদ্র ও ২টি ভাল্ব লিক করেছে। ডাক্তাররা বলেছেন, জরুরি বড় অপারেশন করতে হবে এবং অপারেশনের পর ৩-৬ মাস ICU তে থাকতে হবে।
৫ মাস আগে ইন্ডিয়ায় অপারেশনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু এখনও ওর জীবন বাঁচাতে আরেকটি বড় অপারেশন দরকার। খরচ অনেক বেশি, ওর পরিবার এরা সামলাতে পারছে না।
🌍 বিদেশি ভাই-বোনেরা GoFundMe লিংক থেকে সাহায্য করতে পারবেন👇
👉 gofund.me/abfdd0a7
📌 বাংলাদেশ থেকে সাহায্য করার জন্য:
BRAC Bank PLC
Account Name: TAHMINA AKTER ( মায়ের একাউন্ট )
A/C No: 1067082290001
Routing: 060261726 | SWIFT: BRAKBDDH
📱 বিকাশ / নগদ: 01830814224 ( মেয়েটির মা )
নোটঃ টাকা পাঠানোর আগে / পরে রোগীর মায়ের সাথে কথা বলে নিবেন।