Ahsan Iqbal

Ahsan Iqbal I love cricket♥️

22/11/2023

Argentina 1-0 brazil
Goal by otamendi 62"

22/11/2023

আজেন্টিনার সমথকদের পেটাচ্ছে পুলিশ
এটা কেমন আচরণ ব্রাজিলের😡

28/08/2023

বাস্তব সত্য কথা

26/08/2023

চাষী আলম হাবু ভাইয়ের গায়ে হলুদ

26/08/2023

আসাদ নুরকে উচিত জবাব দিলো সেফুদা🐸

25/08/2023
07/08/2023

খুব তো নারী নিয়ে গবেষণা হলো! এখন বলেন পুরুষ কিসে আ'টকায়?🙄

05/08/2023

বর্তমান প্রেক্ষাপটে প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে, পারিবারিক শিক্ষা সন্তানের জন্য বেশি প্রয়োজন। অল্প বয়সে রাজনীতি, রাজনীতির অপব্যবহার এবং বাজে বন্ধুর সংস্পর্শে সন্তানেরা শিক্ষিত হচ্ছে ঠিকই কিন্তু মানুষ হচ্ছে না। তাই সন্তানের প্রতিষ্ঠানিক সার্টিফিকেট না খুঁজে পারিবারিক শিক্ষা দেওয়া উচিৎ।

05/08/2023

প্রতিদিন যে পাঁচটি কাজ তোমাকে ধনী করবে:

০১. প্রতিদিন নতুন কিছু শেখা। প্রতিদিন। সেটা বই পড়ে হোক। একটা ডকুমেন্টারি দেখে হোক। কারো সাথে গল্প করে হোক। এই অভ‍্যাস তোমাকে জ্ঞানে ধনী করবে। জীবনের চলার পথকে সমৃদ্ধ করবে।

০২. প্রতিদিন কিছু না কিছু অর্থ সঞ্চয়। এক টাকা হলেও সঞ্চয় করো। জীবনের জন‍্য সঞ্চয় একটা অর্জন। এক ফোঁটা এক ফোঁটা রসে যেমন একটা কলসি ভরে যায়, তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একদিন অনেক বড়ো হয়।

০৩. খারাপ কোন অভ‍্যাস ত‍্যাগের জন‍্য প্রতিদিন লড়াই করা। প্রতিদিন চেষ্টা করা। প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করা। যেমন: ধূমপানের অভ‍্যাস থাকলে সেটা ত‍্যাগ করার চেষ্টা করা। অযথা সময় নষ্টের অভ‍্যাস থাকলে সেটা দূর করার চেষ্টা করা। এমনসব খারাপ অভ‍্যাস বা বাজে নেশা ত‍্যাগ করলে জীবন অনেক দিক দিয়ে এগিয়ে যায়। খারাপ অভ‍্যাস থেকে মুক্তি, মানুষের সময় বাঁচায়, অর্থ বাঁচায়, আশু বিপদ থেকে বাঁচায়।

০৪. প্রতিদিন নতুন কিছু ভাবা। ভাবনার চর্চা একটা অভ‍্যাস। সবাই ভাবতে পারে না। দুনিয়ার যে কোন কাজের প্রথমেই কিন্তু দরকার হয় স্মার্ট ভাবনা। নতুন নতুন ভাবনার অভ‍্যাস মানুষকে স্মার্ট করে তোলে।

০৫. প্রতিদিন প্রশ্ন করার অভ‍্যাস তৈরি করা। যে কোন বিষয়ে, যে কোন জায়গায়। প্রশ্ন করলেই যে উত্তর পাওয়া যাবে, তা নয়। কিন্তু প্রশ্ন করতে হবে। মানুষ যখন প্রশ্ন করে তখন তার আস্থা বাড়ে। তার ভাবনার জগৎ প্রসারিত হয়।

এই পাঁচটা কাজ যে প্রতিদিন করতে পারবে, তার জন‍্য জীবনের অনেক কিছু সহজ হয়ে যায়। নিশ্চিত!
তার জীবন সমৃদ্ধ হবে অনেক দিকে। সে ধনী হবে জ্ঞানে ও ধনে। ...................…….
@ইকবাল আহসান
@সফল মন্ত

06/07/2023

আহা, কত সপ্ন ছিলো বিশ্বকাপে নেতৃত্ব দিবেন,
একটা সপ্নের ট্রফি উপহার দিবেন,
সব শেষ, অভিমানে 😪

সেই সাদা কালো টিভির সময় থেকে বর্তমান রঙিন পর্দায় আপনার ডাউন দ্যা উইকেটে শর্ট দেখার জন্য বসে থাকতাম। মনে থাকবে সারাজীবন আপনার হাত ভাঙা নিয়ে বুক চিতিয়ে লড়াই করার মুহূর্তটা। 😥
,
অনেক মিস করবো লিজেন্ড Tamim Iqbal খান 💔

24/06/2023

আজ ২৩ শে জুন, ১৭৫৭ সালের আজকের এই দিনে পলাশীর প্রান্তরে লর্ড ক্লাইভের নিকট নবাব সিরাজুদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাঙ্গালীরা পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে পড়ে, দীর্ঘ সংগ্রামের পর ১৯৪৭ সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করলেও সত্যিকার অর্থে বাঙ্গালিরা স্বাধীন হতে পারেনি, ১৯৭১ সালে বহুল আকাঙ্খার প্রতিফল স্বাধীনতা অর্জন করলেও এই দেশের রাজনীতিতে সাম্রাজ্যবাদীদের প্রভাব চলমান রয়েছে। বিগত ৫২ বছর আমরা ছিলাম কাগজে-কলমে স্বাধীন সত্যিকার অর্থে আমরা বিশ্ব রাজনীতির মোড়লদের হাতের পুতুল। সব দলই জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলেও নিজেদের স্বার্থ ঠিকই রক্ষা করছে, কোনো দলই জাতির স্বার্থ রক্ষার রাজনীতি করে না, সবাই ক্ষমতাকে পাকাপোক্ত করার রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েছে। কোনো দল চাই যেকোনো উপায়ে ক্ষমতা টিকিয়ে রাখতে আর অন্য দল চাই যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে। এই ক্ষমতা টিকিয়ে রাখা ও ক্ষমতায় আসার প্রতিযোগিতা করতে গিয়ে রাষ্ট্রের অস্তিত্ব যে হুমকির মুখে পড়তে যাচ্ছে তার কোনো খবর নাই। কারণ তাদের উদ্দেশ্য হলো ক্ষমতা। রাষ্ট্র ও জনগণ ভোগে গেলেও তাদের কিছু যায় আসে না। এবং বাংলাদেশের রাজনীতিতে প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে নেতৃত্বের সংকট তৈরি হয়েছে, রাজনৈতিক অস্থিতিশীলতা নিরসনে ভুমিকা পালন করতে পারে এই ধরনের নেতৃত্ব খুঁজে পাওয়া বর্তমানে দুষ্কর। স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী, এইচ.এম কামরুজ্জামান এবং জিয়াউর রহমানসহ অনেক বিজ্ঞ রাজনীতিবিদ বিদেশি চক্রান্তে হত্যাকাণ্ডের শিকার হয়। এই রাজনীতিবিদদের হত্যার পিছনে মূল হোতা ছিলেন সাম্রাজ্যবাদীরা। বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রসহ অনেক মোড়লরা রাজনীতিতে হস্তক্ষেপ করতে শুরু করেছে যা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। পরিশেষে একটা কথা বলবো আমরা বাঙ্গালিরা পলাশীর যুদ্ধের পর থেকে পরাধীন। না জানি কবে নাগাদ আমরা নব্য-সাম্রাজ্যবাদীদের পরাধীনতার শিকল থেকে মুক্ত হবো।

লেখক-Khaled Mohammad Musa

07/06/2023

বিপদে তোমার পাশে কেউ থাকবে না, তোমার স্বপ্ন কেউ পূরণ করে দিবে না। তার চেয়ে ভালো কথা কম বলো,মানুষের সাথে কম মিশো। পরিশ্রম করো, টাকা কামাও।

মন চাইলে সাগরের পাড়ে যাও,পাহাড়ের উপর উঠে বসো। বৃষ্টিতে ভিজো, জানালা খুলে ঝুম বাতাস উপভোগ করো, চা বানিয়ে বসে বসে বই পড়ো। চাঁদনি রাতে ছাদে গিয়ে চাঁদ উপভোগ করো। একাই জীবন সুন্দর,কেউ কারো না বুঝতে শিখো ❤️

06/06/2023

জীবনটা আসলেই যুদ্ধ ক্ষেত্র

জীবনের প্রতিটা দিন দিতে হয় আমাদের কত পরীক্ষা। তাহলে পরীক্ষার এত ভয় কিসের? জয়ী হলে হব না হলে হেরে যাব। সব পরীক্ষায় যে আমাদের জয়ী হতে হবে এমন তো কোনো কথা নেই। আর যে সব পরীক্ষায় আমরা হেরে যাব তা কিন্তু একটা শিক্ষা আমাদের দিয়ে যায়। যাতে আগামী পথে আমরা নিজেকে আরো ভালো করে তৈরি করতে পারি। তাহলে আর চিন্তা কিসের? কেন ভয় পাব আমরা? জীবন তো অনেক পরে আছে তাই না? জীবনটা আসলেই যুদ্ধ ক্ষেত্র এটা আমাদের বুঝতে হবে। তাছাড়া সবকিছু আমাদের মনের মতো হবে এমন তো কোনও কথা নেই আর হেরে যাওয়া মানে সবকিছুর শেষ নয়। তাই আমাদের সবসময় মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে হবে। বুঝতে হবে সবার আগে নিজেকে। কারণ কেউ আমাদের নিজের থেকে ভালো বুঝতে পারবে না তাছাড়া আমরা ভালো তাকালেই ভালো রাখতে পারবো সবাইকে। আর কিছু পরীক্ষায় হেরে যাওয়া মানে জীবনের সবকিছু শেষ না। উল্টো সে হেরে যাওয়াগুলো আমাদের শিখিয়ে দেয় এখনই সময় তোমরা নিজের জীবনকে নতুন ভাবে নতুন করে তৈরি করার। কারণ জীবনটা আসলেই যুদ্ধ ক্ষেত্র।

Alhamdulillah Finally Hn's 3rd year erExam ses holoSanti lagce ektu😁
04/06/2023

Alhamdulillah
Finally
Hn's 3rd year er
Exam ses holo
Santi lagce ektu😁

21/04/2023

শ'য়'তান ছাড়া পাইতেসে একটু পর৷ আল্লাহ সবাইকে হেফাজত করুক৷

আজকের পর নিয়ম করে ফজরে উঠা ভুলে যাইয়েন না, কুরআন তিলাওয়াত ভুলে যাইয়েন না, ব্যাস্ততার ভীড়ে যোহর-আসর ভুলে যাইয়েন না, উৎসব পালন করতে গিয়া মাগরিব-এশা ভুলে যাইয়েন না। দীর্ঘ ১ মাস বন্দী ছিল, সুদে আসলে সব মিটাইতে চাইবে, ওকে জিততে দিয়েন না৷

Address

Chittagong
4371

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahsan Iqbal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahsan Iqbal:

Videos

Share