24/06/2023
আজ ২৩ শে জুন, ১৭৫৭ সালের আজকের এই দিনে পলাশীর প্রান্তরে লর্ড ক্লাইভের নিকট নবাব সিরাজুদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাঙ্গালীরা পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে পড়ে, দীর্ঘ সংগ্রামের পর ১৯৪৭ সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করলেও সত্যিকার অর্থে বাঙ্গালিরা স্বাধীন হতে পারেনি, ১৯৭১ সালে বহুল আকাঙ্খার প্রতিফল স্বাধীনতা অর্জন করলেও এই দেশের রাজনীতিতে সাম্রাজ্যবাদীদের প্রভাব চলমান রয়েছে। বিগত ৫২ বছর আমরা ছিলাম কাগজে-কলমে স্বাধীন সত্যিকার অর্থে আমরা বিশ্ব রাজনীতির মোড়লদের হাতের পুতুল। সব দলই জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলেও নিজেদের স্বার্থ ঠিকই রক্ষা করছে, কোনো দলই জাতির স্বার্থ রক্ষার রাজনীতি করে না, সবাই ক্ষমতাকে পাকাপোক্ত করার রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েছে। কোনো দল চাই যেকোনো উপায়ে ক্ষমতা টিকিয়ে রাখতে আর অন্য দল চাই যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে। এই ক্ষমতা টিকিয়ে রাখা ও ক্ষমতায় আসার প্রতিযোগিতা করতে গিয়ে রাষ্ট্রের অস্তিত্ব যে হুমকির মুখে পড়তে যাচ্ছে তার কোনো খবর নাই। কারণ তাদের উদ্দেশ্য হলো ক্ষমতা। রাষ্ট্র ও জনগণ ভোগে গেলেও তাদের কিছু যায় আসে না। এবং বাংলাদেশের রাজনীতিতে প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে নেতৃত্বের সংকট তৈরি হয়েছে, রাজনৈতিক অস্থিতিশীলতা নিরসনে ভুমিকা পালন করতে পারে এই ধরনের নেতৃত্ব খুঁজে পাওয়া বর্তমানে দুষ্কর। স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী, এইচ.এম কামরুজ্জামান এবং জিয়াউর রহমানসহ অনেক বিজ্ঞ রাজনীতিবিদ বিদেশি চক্রান্তে হত্যাকাণ্ডের শিকার হয়। এই রাজনীতিবিদদের হত্যার পিছনে মূল হোতা ছিলেন সাম্রাজ্যবাদীরা। বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রসহ অনেক মোড়লরা রাজনীতিতে হস্তক্ষেপ করতে শুরু করেছে যা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। পরিশেষে একটা কথা বলবো আমরা বাঙ্গালিরা পলাশীর যুদ্ধের পর থেকে পরাধীন। না জানি কবে নাগাদ আমরা নব্য-সাম্রাজ্যবাদীদের পরাধীনতার শিকল থেকে মুক্ত হবো।
লেখক-Khaled Mohammad Musa