Amar Hathazari

Amar Hathazari ইতিহাস, ঐতিহ্য, জীবন-জীবিকার খোজে

ইতিহাস-ঐতিহ্যের চট্টগ্রাম নিউ মার্কেট।
10/10/2025

ইতিহাস-ঐতিহ্যের চট্টগ্রাম নিউ মার্কেট।

10/10/2025

হাটহাজারীতে বিএনপি কর্মীকে হত্যার ঘটনায় মামলা
>>>>>>>>>>

রোববার থেকে টাইফয়েড টিকা দেওয়া শুরু
10/10/2025

রোববার থেকে টাইফয়েড টিকা দেওয়া শুরু

09/10/2025

হালদায় নৌ পুলিশের অভিযান চলছে। #হালদা

09/10/2025

মানসিক স্বাস্থ্য বৃদ্ধি করে যে ১০ খাবার
=============>====
১. ঘরে তৈরি দই:
দই শরীরে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে, যা পরোক্ষভাবে মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে। প্রতিদিন আধা থেকে এক কাপ ঘরে তৈরি দই খেলে উপকার মেলে। এর সঙ্গে ভাজা জিরা ও গোলমরিচ মিশিয়ে খেলে স্বাদও বাড়ে, হজমও সহজ হয়।

২. ওটস ও অন্যান্য হোলগ্রেইন:
ওটসে থাকা বিটা-গ্লুকান রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। ফলে শক্তি ও মেজাজ দুটোই ভালো থাকে। সকালের নাস্তায় ওটস উপমা, ওভারনাইট ওটস বা ওটমিল খাওয়া যেতে পারে। পাশাপাশি ব্রাউন রাইস ও কুইনোয়া রাখলে পুষ্টিগুণ আরও বাড়ে।

৩. কলা:
সহজলভ্য এই ফলটিতে রয়েছে ভিটামিন বি-৬, যা সেরোটোনিন তৈরি করে—এই হরমোনই আমাদের ভালো মুডে রাখে। প্রতিদিন একটুখানি কলা ও এক মুঠো বাদাম খেলে শরীর ও মন দুটোই থাকে প্রফুল্ল।

৪. প্রোটিনসমৃদ্ধ খাবার:
প্রোটিন মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিন তৈরিতে ভূমিকা রাখে। তাই প্রতিটি মিলেই প্রোটিন থাকা উচিত।নিরামিষভোজীরা ডাল, ছোলা ও স্প্রাউটস রাখতে পারেন; অন্যরা ডিম বা মাছ বেছে নিতে পারেন।

৫. আখরোট ও বাদাম:
ছোট হলেও বাদামের উপকারিতা বিশাল। আখরোটে আছে উদ্ভিজ্জ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা প্রদাহ কমায় ও মেজাজ ভালো রাখে। অন্যদিকে, কাঠবাদামে রয়েছে ম্যাগনেশিয়াম—স্ট্রেস নিয়ন্ত্রণে সাহায্য করে ও ঘুম ভালো আনে। প্রতিদিন এক মুঠো খাওয়া যথেষ্ট।

৬. ফ্ল্যাক্সসিড ও কুমড়ার বীজ:
প্রতিদিন এক টেবিলচামচ ফ্ল্যাক্সসিড বা কুমড়ার বীজ খেলে শরীর পায় প্রয়োজনীয় ওমেগা-৩, জিঙ্ক ও ম্যাগনেশিয়াম। এগুলো সালাদের ওপরে ছিটিয়ে বা দইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে।

৭. পাতা জাতীয় সবজি:
পালং, লাল শাক, সরিষা শাক ইত্যাদিতে থাকে ফলেট ও ম্যাগনেশিয়াম, যা স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে। এগুলো ডাল বা ওমলেটে মিশিয়ে খেলে পুষ্টিগুণ আরও বাড়ে।

৮. রঙিন ফল ও সবজি:
বেরি, কমলা, আমলা, বিটরুট, টমেটো—এ ধরনের রঙিন ফল ও সবজিতে থাকে পলিফেনল, যা মস্তিষ্কে অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং মন ভালো রাখে। প্রতিটি খাবারে অন্তত দুই রঙের সবজি বা ফল রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

08/10/2025

প্রশাসনের সাথে আলোচনা শেষে অবরোধ তুলে নিল হেফাজত

08/10/2025

হেফাজতের অবরোধে হাটহাজারী মাদ্রাসা ও আশেপাশের চিত্র।
০৮.১০.২৫-বুধবার

08/10/2025

হাটহাজারীতে হেফাজতের অবরোধ

08/10/2025

হাটহাজারীতে হেফাজতের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাটহাজারীতে প্রাইভেটকারে গুলি, বিএনপি নেতা নিহত
07/10/2025

হাটহাজারীতে প্রাইভেটকারে গুলি, বিএনপি নেতা নিহত

07/10/2025

চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া উদয়ন এক্সপ্রেস’সিলেটের মোগলাবাজার এলাকায় ‘লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার(০৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। #উদয়নএক্সপ্রেস #লাইনচ্যুত

এই সুন্দর সড়কটি কোথায় জানেন?
07/10/2025

এই সুন্দর সড়কটি কোথায় জানেন?

Address

Hathazari Municipality
Chittagong
4330

Alerts

Be the first to know and let us send you an email when Amar Hathazari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share