Ayaz Technology

Ayaz Technology Welcome
To
Riyazkhan

02/12/2025
21/11/2025

জামাইকে সোজা পথে ফেরাতে বউয়ের অভিনব কায়দা

21/11/2025

শুক্রবার মানেই রহমতের দিন আবার গরিবের হজ্জের দিন ও বলা হয় আবার সেই শুক্রবারেই হবে কিয়ামত আজ পবিত্র শুক্রবারে কিয়ামতের সামান্য আলামত দেখিয়ে মানুষ কে তার ভুল পথ থেকে সরে আসার ঘোষণা হয়তো আল্লাহ পাক রাব্বুল আলামীন দিয়েছেন...মাএ কয়েক সেকেন্ডে লন্ড ভন্ড করে দিতে পারেন তামাম জাহান...কেনো আজো ভূল পথে মানুষ হে আল্লাহ সবাইকে আপনি মাফ করে সঠিক পথে পরিচালিত করুন আমিন 🤲 আজকে হয়তো আল্লাহ পাক রাব্বুল আলামীন আরো একবার সুযোগ দিয়েছে বাচার এই সুন্দর পৃথিবীতে আবারো সুযোগ দিয়েছে রবের কাছে ক্ষমা চাইবার...হে আল্লাহ সবাইকে মাফ করে হেদায়েত দান করুন আমীন 🤲🤲

21/11/2025

ঢাকা আশুলিয়া তে বিশাল মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে😭🥹

21/11/2025

ঢাকায় ভূমিকম্পে কেঁপে উঠলো ভবন

21/11/2025

এভাবেই--
কোনো একদিন এমন এক জুমআর দিনেই এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে সবকিছু ধ্বংস হয়ে কিয়ামত অনুষ্ঠিত হবে।
প্রচন্ড ভূমিকম্প হয়ে গেল--
আজকের ভূমিকম্প কতটা ভয়াবহ ছিলো দেখে নিন😓 আল্লাহ আমাদেরকে মাফ করে দিন।😢

রিখটার স্কেলে
৬ এর ওপরের মাত্রার ভূমিকম্প এর আগে হয়েছে কিন্তু তখনও এতটা কম্পন অনুভব করিনি। কিন্তু এবার সেই মাত্রায় না হলেও বেশি অনুভব করার কারণ এর কেন্দ্রস্থল ঢাকার একদম কাছে। নরসিংদির ঘোড়াশাল থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে। শুরুতে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.৯ বলা হলেও এখন তা বাড়িয়ে বলা হচ্ছে ৫.৭। আমার ধারনা এর মাত্রা ছিল আরো বেশি। ঢাকার চারপাশে ভূমিকম্প উৎপত্তি হওয়া শুরু হলো। আল্লাহ রহম করুন।

আজ জুমআর দিন। সুরা কাহাফ পড়ি। কিয়ামতের নিদর্শনগুলো স্মরণ করি। আল্লাহর কাছে নিরাপত্তা চাই, পানাহ চাই। আমিন।

ভেবে দেখেছেন কি? আজ ভূমিকম্পের তীব্রতা আরো ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই লিস্টে আপনি থাকতেন তো? উত্তর 'না' হলে, শুধরে নেওয়ার সুযোগ রয়েছে এখনো। এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে। তাই আসুন, সময় থাকতে নিজেদের শুধরে নিই।

''তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকেসহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?'' [সূরা আল-মুলক : ১৬]

21/11/2025

আজকের ভূমিকম্প কতটা ভয়াবহ ছিলো দেখে নিন😓 আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আল্লাহর ক্ষমতা কতই না বিশাল কয়েক সেকেন্ডে সব কিছু বিলিন করে দিতে পারেন😓😓
স্থান: মাধবদী, নরসিংদী।

11/10/2025

পলওয়েল পার্ক রাঙ্গামাটি 😍🥰

"আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এবং এতেই তোমাদেরকে ফিরিয়ে নেব এবং পুনরায় এ থেকেই তোমাদেরকে বের করে আনব।" সূরা ত্ব...
11/10/2025

"আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এবং এতেই তোমাদেরকে ফিরিয়ে নেব এবং পুনরায় এ থেকেই তোমাদেরকে বের করে আনব।"
সূরা ত্বা-হা, আয়াত ৫৫,

Address

Chittagong

Website

https://www.facebook.com/J.P.B.Riyazkhan?mibextid=ZbWKwL, http

Alerts

Be the first to know and let us send you an email when Ayaz Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ayaz Technology:

Share

Category