13/11/2025
সয়াবিনের কোফতা রেসিপি :
উপকরণ
কোফতার জন্য:
সয়াবিন (সিদ্ধ করা)
আদা বাটা
হলুদ গুঁড়ো
মরিচের গুঁড়ো
গরম মশলার গুঁড়ো
লবণ
ধনে পাতা কুচি
কর্নফ্লাওয়ার
কাজু বাদাম
মিষ্টি কুমড়ার বিচি
টমেটো পিউরি
সয়াবিন তেল
জিরা বাটা
প্রণালী:
কোফতা তৈরি:
একটি পাত্রে সিদ্ধ করা সয়াবিন, আদা-জিরা বাটা, হলুদ, লবণ,মরিচের গুঁড়ো এবং কর্নফ্লাউয়ার একসাথে ভালো করে মেখে নিন।
মিশ্রণটি থেকে ছোট ছোট বলের আকারে কোফতা তৈরি করুন।
কড়াইতে তেল গরম করে কোফতাগুলো সোনালী হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন।
কারি তৈরি:
ওই কড়াইয়ের তেলে গোটা জিরে ফোড়ন দিন।
এবার আদা বাটা, বাদ বাটা,মিষ্টিকুমড়ার বিচি বাটাও টমেটো পিউরি দিয়ে ভালো করে কষান।
এরপর হলুদ, মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিন। প্রয়োজনে সামান্য জল দিন।
গ্রেভি ঘন হয়ে এলে ভেজে রাখা সয়াবিনের কোফতাগুলো সাবধানে দিয়ে দিন।
সবকিছু একসাথে ২-৩ মিনিট রান্না হতে দিন। কাঁচা মরিচও ধনে পাতা কুচি ছিটিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।