Sweety Akther

Sweety Akther Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sweety Akther, Digital creator, Navy hospital gate, Chittagong.

I am a Digital social Marketing expert.I ve accepted online work as a hobby and profession.My main resource is efficiency and honesty.I have a highly skilled team.We provide highly satisfying sarvice.

 #দক্ষতা_অর্জনের _পাশাপাশি_আয়_করার সূযোগ নিন_কোর্স চলাকালীন সময়ে। #ক্যারিয়ার_গড়ুন_ফ্রীল্যান্সিং এ"মেধা আপনার , তা বিকাশি...
21/04/2022

#দক্ষতা_অর্জনের _পাশাপাশি_আয়_করার সূযোগ নিন_কোর্স চলাকালীন সময়ে।
#ক্যারিয়ার_গড়ুন_ফ্রীল্যান্সিং এ

"মেধা আপনার ,
তা বিকাশিত করার দায়িত্ব আমাদের । আপনার মেধাকে কাজে লাগিয়ে আপনি হয়ে উঠুন একজন সফল ফ্রিল্যান্সার ।

👉গড়ে তুলুন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার । ঘরে বসে আয় করুন । নিজে স্বাবলম্বী হন এবং দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করে গড়ে তুলুন । দেশের একজন সচেষ্ট নাগরিক হিসেবে নিজেকে সবার কাছে প্রতিষ্ঠিত করুন ।

#ডিজিটাল_মার্কেটিং_কোর্সের পাশাপাশি আমাদের প্রজেক্টে থেকে নিজের চাহিদা মোতাবেক প্রতিদিন ২/৩ ঘন্টা সময় দিয়ে
প্রতি মাসে রেগুলার বেইজ আয় করতে চাইলে নিচের দেওয়া লিংকে ইনবক্স করে ফ্রি রেজিষ্ট্রেশন ফর্ম পূরন করে ফ্রি সেমিনারে যোগদান করুন।

💌💌ফ্রিল্যান্সিং বিষয়ক যে কোন তথ্য জানতে সরাসরি মেসেজ করুনঃ
https://m.me/sweetyakther702

18/04/2022
02/04/2022

🤲"আলহামদুলিল্লাহ"🤲

একটি বছর পরে আবারও আমাদের মাঝে এলো পবিত্র মাহে রমজান - ২০২২ - রহমত ও নাজাতের আহবান নিয়ে,,,,,।

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা💐

👉বর্তমান সমাজে নারী ও নারী জাগরনের ফলে,, প্রত্যেকেই এখন স্বাধীনতা চায়। যার ফলে মেয়েদের ও ঘরে বসে রোজগার-অনলাইন ইনকাম কর...
31/03/2022

👉বর্তমান সমাজে নারী ও নারী জাগরনের ফলে,, প্রত্যেকেই এখন স্বাধীনতা চায়। যার ফলে মেয়েদের ও ঘরে বসে রোজগার-অনলাইন ইনকাম করতে মন চায়। মেয়েদের এই আকাংক্ষা গুলোকে আরো সহজ করে দিয়েছে ইন্টারনেট এর প্রসার । এখন চাইলেই একটা মেয়ে কোন রকম চাকরিতে না গিয়ে বা ঘরের বাইরে না গিয়ে নানা উপায়ে ইনাকাম করতে পারে।✔️✔️

👉দেশে এখন কর্মজীবী নারীদের সংখ্যা বাড়ছে। তবে ঘরের বাইরে অফিসে কাজ করা অনেক নারীর জন্য কষ্টকর। বিশেষ করে যাদের ছোট সন্তান আছে তাদের জন্য সমস্যাও বটে। আবার এমন কিছু দায়বদ্ধতা রয়েছে নারীদের কাজের ক্ষেত্রে যার ধরুন মেয়েরা চায় যে ঘরে বসে কাজ করতে।✔️✔️

মুক্তা পেশা ফ্রিল্যান্সিং ঃ
👉মুক্ত পেশা বাফ্রিল্যান্সিং বাংলাদেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এ পেশায় নারীদের আগ্রহ দিন দিন যে বাড়ছে তা চোখে পড়ার মতো। ঘরে বসে এ পেশায় যুক্ত হয়ে আয়ের সুযোগ রয়েছে ব্যাপক। এ পেশায় সময় বেধে কাজ করতে হয় না। এ পেশায় যুক্ত থেকে বাংলাদেশের অনেক নারীরা স্বাবলম্বী হয়ে উঠেছেন।
কোন কোন নারী এ পেশায় যুক্ত থেকে এতটাই পঠু হয়েছেন যে নিজে মেন্টর হয়ে কাজ করছেনঅনেক কে নিয়ে।✔️✔️

👉ছেলেদের পাশাপাশি এখন শত শত নারী এই মুক্ত পেশায় যুক্ত হচ্ছেন। তথ্য প্রযুক্তি খাতে ফ্রিল্যান্সিংকে বাংলাদেশের জন্য বড় ধরনের সম্ভাবনা হিসেবে দেখা যাচ্ছে। তবে এখনও বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে নারীদের কাজের ক্ষেত্রে। সে বিষয়গুলো কটিয়ে উঠতে পারলে এ সেক্টরে নারীরা আরো ভালো করবে।✔️✔️

ফ্রিল্যান্সিং যা যা প্রয়োজন ঃ
👉ইচ্ছাশক্তি থাকাটা খুব বেশী প্রয়োজন। এখানে কাজ করতে হলে একজন নারীর ইচ্ছাশক্তি প্রখর হতে হবে। কেননা এখানে সফল হতে হলে বার বার বাধার মূখে পড়তে হবে। তবে সে বাধাগুলো কাঠিয়ে উঠতে পারলে সফল নারীর খাতায় আপনার নামও উঠে যাবে ইনশাআল্লাহ।✅✅

30/03/2022

আসসালামুয়ালাইকুম।
👉আপনি কি শিক্ষার্থী বা গৃহিণী ?
👉বাসায় বসে আছেন ?
👉কি করবেন বুঝতে পারতেছেন না ?
👉পর্দা মেনেই শিক্ষা গ্রহণ এবং ইনকাম করতে আগ্রহী ?

✅ তাহলে আজই ঘরে বসেই ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং শিখা শুরু করুন।
শেখার পর আপনি যেকোনো জায়গায় বা ঘরে বসেই ইনকাম করতে পারবেন।
বিস্তারিত জানার জন্য নিচের লিংকে ক্লিক করে এসএমএস করুন ------
https://m.me/sweetyakther702

 #ডিজিটাল_মার্কেটিং_বা_ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসেই অনলাইনে ইনকাম করুন। আগামী ২৯/০৩/২০২২ ইং রোজ মঙ্গলবার  বিকাল ২:৫০ টা থ...
28/03/2022

#ডিজিটাল_মার্কেটিং_বা_ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসেই অনলাইনে ইনকাম করুন।

আগামী ২৯/০৩/২০২২ ইং রোজ মঙ্গলবার বিকাল ২:৫০ টা থেকে ৪:১৫ টা পর্যন্ত ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং বিষয়ক ফ্রি ক্লাসে অংশগ্রহণ করতে আগ্রহী শুধুমাত্র তারাই ইনবক্সে যোগাযোগ করুন।
ইনবক্স লিঙ্ক নিচে দেওয়া হল -----

https://m.me/sweetyakther702

বি:দ্র:: উক্ত ফ্রি ক্লাস টি জুম অ্যাপস [Zoom Apps] এর মাধ্যমে অনুষ্ঠিত হবে।

25/03/2022
ফ্রিলান্সিং থেকে যদি এত আয় করা যায় তাহলে দেশে এত বেকার কেন?👉ফ্রিল্যান্সিং করে মাসে লাখ লাখ টাকা আয় করা যায়!" কথাটা শুন...
23/03/2022

ফ্রিলান্সিং থেকে যদি এত আয় করা যায় তাহলে দেশে এত বেকার কেন?

👉ফ্রিল্যান্সিং করে মাসে লাখ লাখ টাকা আয় করা যায়!" কথাটা শুনতে খুব ভাল লাগে, তাই না? কিন্তু, তাহলে সবাই কেন লাখ লাখ টাকা রোজগার করতে পারে না? চলুন, বিষয়টির একটু গভীর থেকে ঘুরে আসি।

প্রথমতঃ
✍️আমাদের একটি সমস্যা আছে। তবে ঠিক সমস্যা বলব কিনা জানিনা, ব্যাপারটা হচ্ছে আমরা খুব শর্টকাট রাস্তাতে বড় হতে চাই।
ফ্রিল্যান্সিং এর কাজ আজ শিখতে আসলাম,,কালকে থেকেই টাকা আশা শুরু করবে ,,এমনি চিন্তা ভাবনা আমাদের।

দ্বিতীয়তঃ
✍️আমরা কোন কিছু ভালোভাবে না বুঝে শুনেই সে বিষয়টা সফলতা নিয়ে খুব বেশি মাতামাতি করি।

তৃতীয়তঃ
✍️আমাদের ধৈর্য্য খুবই কম। আর আমরা কোন কিছুর প্রতি লেগে থাকার মত মানসিকতা নিয়ে কাজ করি না। আজ করব, তো কাল সফল হব— এটাই যেন আমাদের চিন্তাভাবনা।

চতুর্থতঃ
✍️আমরা কখনোই দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তর হতে চেষ্টা করি না। আমরা তথাকথিত জিপিএ ফাইভ ব্যাপারটাতেই খুব বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। অবশ্য এখানে আমাদের চাইতে আমাদের শিক্ষাব্যবস্থা, আমাদের বাবা-মার ধ্যান-ধারণা, প্রতিবেশীদের অমুকের ছেলে ভালো করেছে তোমার ছেলে কেন করেনি? এই ব্যাপারটাই বেশি কাজ করে।

পঞ্চমতঃ
✍️আমরা কখনোই কোনো দক্ষতা অর্জন করার জন্য খরচ করতে চাই না। আমরা শুধু খরচ করতে পছন্দ করি জিপিএ-5 পাওয়ার জন্য, সকাল থেকে সন্ধ্যা শুধু জিপিএ-5।

ষষ্ঠতঃ
✍️জীবনের যে বয়সে আমরা দক্ষতা অর্জন করব সে বয়সটা পার হয়ে যায় জিপিএ-5 পাওয়ার পেছনে। আর যখন পরিবার-পরিজনদের দায়িত্ব নেওয়ার সময় আসে তখন বুঝি দক্ষতা আমার এখনো তৈরি হয়নি। তাই তথাকথিত চাকরির পেছনে ছুটি আর হতাশ হই।

সপ্তমতঃ
✍️আমাদের সঠিক পথ দেখাবার মানুষের বড়ই অভাব। আমাদেরকে ছোটবেলা থেকেই মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় পড়াশোনা করো, জিপিএ-5 পাও, আর ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা বিসিএস ক্যাডার হও , তা না হলে জীবনটা তো ষোল আনাই মিছে!

অষ্টমতঃ
✍️ইংরেজির নাম শুনলে তো আমাদের গায়ে জ্বর চলে আসে। সতেরো -আঠারো বছর পড়ালেখা জীবন শেষ করেও দুটো ইংরেজি কথা বলা অথবা দুটো ইংরেজি শব্দ সুন্দরভাবে গুছিয়ে লেখা আমাদের দ্বারা হয় না। কিন্তু ইংরেজ একটি ভাষা ছাড়া আর কিছুই নয়। শুধুমাত্র এক বছর কেউ যদি প্রাণপণ লেগে থাকে, তবে ইংরেজদের চেয়ে কোন অংশে খারাপ ইংরেজি ভাষায় সে কথা বলবে।

✍️এগুলোই মোটামুটি কারণ,,, এছাড়া আরো অনেক কারণ রয়েছে যে কারণে আমরা ফ্রিল্যান্সিং পেশায় টাকা রোজগার করতে পারার সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশে বেকারের অভাব নেই।তখন ৯টা-৫টা চাকরি, ১৫-২০ হাজার টাকা বেতন, মধ্যবিত্ত জীবন যাপন, এটাই আমাদের জীবনের প্রতিদিনকার রুটিন হয়ে দাঁড়ায়।

👉 সাফল্যের কোনো সহজ পথ নেই। জীবনে সাফল্য অর্জন করতে হলে দীর্ঘদিনের পরিশ্রম আর চেষ্টার পাশাপাশি থাকতে হয় অসীম সাহস এবং দৃ...
17/03/2022

👉 সাফল্যের কোনো সহজ পথ নেই।
জীবনে সাফল্য অর্জন করতে হলে দীর্ঘদিনের পরিশ্রম আর চেষ্টার পাশাপাশি থাকতে হয় অসীম সাহস এবং দৃঢ় মনোভাব। কারণ সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে হলে বিভিন্ন বাঁধা জয় করেই সামনে এগিয়ে যেতে হয়।✔️✔️

👉 ভালো-মন্দ, সুখ-দুঃখ এবং সংগ্রাম নিয়েই
জীবন পরিপূর্ণ। যা কখনো কখনো আপনার স্থিতিস্থাপকতা এবং সততার পরীক্ষা নেয়।
ফলে আপনাকে বিভিন্ন ধরণের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। যা আপনাকে মানসিকভাবে আরো শক্তিশালী করে তোলে।💪💪

👉 কিন্তু এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে গিয়ে হতাশা, ব্যর্থতা এবং গ্লানির তিক্ত অনুভূতিগুলো প্রায়ই আমাদের ঘিরে ধরে। তখন ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের প্রয়োজন হয় সামান্য অনুপ্রেরণার। 👍👍

কেউ যদি ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং বিষয়ক ফ্রি ক্লাসে অংশগ্রহণ করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে দ্রুত ইনবক্স করুন।
14/03/2022

কেউ যদি ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং বিষয়ক ফ্রি ক্লাসে অংশগ্রহণ করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে দ্রুত ইনবক্স করুন।

ফ্রিল্যান্সিং শিখুন বেকারত্বের অভিশাপ হতে নিজেকে মুক্ত করুণ। 👉ফ্রিল্যান্সিং একটি সম্মানজনক মুক্ত পেশা তাই বর্তমান সময়ে ত...
10/03/2022

ফ্রিল্যান্সিং শিখুন বেকারত্বের অভিশাপ হতে নিজেকে মুক্ত করুণ।

👉ফ্রিল্যান্সিং একটি সম্মানজনক মুক্ত পেশা তাই বর্তমান সময়ে তরুণদের কাছে এটি একটি আগ্রহের বিষয়।✔✔
কারণ সবাই চায় নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উপার্জনের একটি ক্ষেত্র সৃষ্টি করতে ।
যা কেবলমা্ত্র ফ্রিল্যান্সিং এই সম্ভব।✔✔
বর্তমানে আউটসোর্সিংয়ে বাংলাদেশের অবস্থান আশাব্যঞ্জক। ✅✅

👉দেশের অনেক - ছাত্র/ছাত্রী - নারী/পুরুষ
লেখাপড়ার পাশাপাশি চাকরির পাশাপাশি
অনেক গৃহিণী ঘরে বসে ফ্রিল্যান্সার হিসেবে আউটসোর্সিংয়ের কাজ করছে।✔✔
অনেকেই দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে চাকরির আশায় না থেকে আউটসোর্সিং শুরু করেছে। ✅✅

👉আউটসোর্সিংয়ের কাজ করতে গিয়ে অনেকে নতুন নতুন প্রোগ্রামিং, ওয়েব ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইনিং,,
ডিজিটাল মার্কেটিং এমন বিভিন্ন ধরনের
কাজ শিখছে। ✔✔
এতে প্রকৃতপক্ষে তরুণদের সামর্থ্য দিন দিন বাড়ছে। যার প্রতিফলন দেখা যাবে অদূর ভবিষ্যতে। ✅✅

👉কয়েক বছর ধরে এই তথ্যপ্রযুক্তিবিষয়ক আউটসোর্সিংয়ে বাংলাদেশ যেভাবে উন্নতি করছে, তাতে আগামী কয়েক বছরে তা বৈদেশিক মুদ্রা আয়ের দিক দিয়ে সর্বোচ্চ স্থান দখলকারী গার্মেন্ট শিল্পকেও ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।✅✅

👉প্রতি বছরই এ খাতে বৈদেশিক মুদ্রা অর্জনের হার উল্লেখযোগ্য হারে বাড়ছে।✔️✔️
দেশের তরুণেরা আউটসোর্সিংয়ের কাজে দক্ষতার স্বাক্ষর রাখছে।✅✅

👉এখানে যে যত বেশি দক্ষ, তার কাজ তত বেশি। বিদেশী বায়াররা কোনো জব বা কাজ পোস্ট করার পর দেশের তরুণরা অন্যদের সাথে পাল্লা দিয়ে বিড করে ইন্টারভিউ দিয়ে বায়ারদের মানসম্মত কাজ বুঝিয়ে দিচ্ছেন দেশের তরুণরা।

👉বর্তমানে বাংলাদেশে ফ্রিল্যান্সিং বিষয়ক
নামী বেনামী বিভিন্ন প্রতিষ্ঠান ট্রেনিং
সেন্টার,,,ইন্সটিটিউট কাজ করে যাচ্ছে।✔️✔️
বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের মেধা দিয়ে বাংলাদেশের ফ্রিল্যান্সারগণ এগিয়ে চলছে। ✅✅

👉যেটা প্রমাণ করছে সদিচ্ছা ও দক্ষতার প্রমাণ দেখাতে বাঙালী জাতি সবসময় সচেষ্ট ।☑দেশে এখন স্কুল পড়ুয়া কিশোর-কিশোরী গৃহিণী থেকে সর্বস্তরের মানুষ স্বাধীন পেশা হিসেবে আউটসোর্সকে বেছে নিচ্ছেন। বাড়িতে বসে উপার্জন করার মাধ্যম এখন হাতের মুঠোয়।✅✅

ব্লগ কাকে বলে ?ব্লগ কত প্রকার ও কী কী ?✍️ নিজের প্রাত্যহিক জীবনের কিছু ঘটনা অথবা কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে ধারাবাহিক...
09/03/2022

ব্লগ কাকে বলে ?ব্লগ কত প্রকার ও কী কী ?

✍️ নিজের প্রাত্যহিক জীবনের কিছু ঘটনা অথবা কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে ধারাবাহিকভাবে লেখা বা কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর ধারাবাহিকভাবে লেখার মাধ্যমে ইন্টারনেটে সবার সাথে শেয়ার করাকে ব্লগিং বলে।

✍️ যেসব ওয়েবসাইটে ব্লগিং করা হয় সেসব ওয়েবসাইটকে ব্লগ বলে। এই ব্লগিং বিভিন্ন বিষয় নিয়ে হতে পারে যেমন আপনার জীবন নিয়ে, সাহিত্য, রাজনীতি, ইন্টারনেট ইত্যাদি।

👉ব্লগ কত প্রকার ও কী কী ?👈
√ সাধারণত ব্লগিংয়ের কোন প্রকারভেদ নেই। কিন্তু ব্লগিং করার উদ্দেশ্যকে বিবেচনা করে আমরা ব্লগিংকে দুই ভাগে ভাগ করতে পারি।
যথা :
1/ ব্যক্তিগত বা অলাভজনক ব্লগ এবং
2/ নির্দিষ্ট বিষয়ের উপর বা লাভজনক ব্লগ।

👉 ব্যক্তিগত বা অলাভজনক ব্লগ :👈

✍️ ব্যক্তিগত বা অলাভজনক ব্লগ বলতে আমরা সেসব ব্লগকে বুঝি যেসব ব্লগে শুধুমাত্র আমাদের প্রাত্যহিক জীবনের কিছু ঘটনা লিপিবদ্ধ থাকে অথবা যার মাধ্যমে আমরা কোনো আয় করতে পারি না।☑️☑️

👉নির্দিষ্ট বিষয়ের উপর বা লাভজনক ব্লগ :👈

✍️যেসব ব্লগ নির্দিষ্ট কোনো বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠে অথবা যার মাধ্যমে আমরা আয় করতে পারি সেসব ব্লগকে নির্দিষ্ট বিষয়ের উপর বা লাভজনক ব্লগ বলে।✅✅

ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে ডেভেলপ করে আপনিও হয়ে উঠতে পারেন স্বাবলম্বী বা উদ্যোক্তা। আপনার প্রচেষ্টা এবং আমাদের সঠিক...
05/03/2022

ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে ডেভেলপ করে আপনিও হয়ে উঠতে পারেন স্বাবলম্বী বা উদ্যোক্তা। আপনার প্রচেষ্টা এবং আমাদের সঠিক গাইডলাইন এর মাধ্যমে আপনিও হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার।
তাহলে আপনি কী ভাবছেন সিদ্ধান্ত গুলো কবে নিচ্ছেন বা কবে থেকে দক্ষতা অর্জন শুরু করবেন?
এবং আমাদের প্রজেক্ট মেম্বার হিসেবে সুযোগ পেলে কিভাবে ১ম মাস থেকে আয় করবেন?

তাহলে উক্ত বিষয়ের উপর বিস্তারিত জানতে আপনি অংশ নিতে পারেন #সাকসে্স_বিজ_ফ্যামেলির অনলাইন সেমিনারে।

সেমিনারের সময়ঃ
তারিখঃ ০৯ /০৩/২০২২ইং
সময়ঃ বিকেল ২.৪৫
মাধ্যমঃ জুম এ্যাপ

⭐ আমাদের ঠিকানাঃ
সাকসে্স বিজ ফ্যামেলি
কাজীর ডেউড়ি, ভিআপি টাওয়ার( তয় তলা)
কোতোয়ালী,৪০০০
চট্টগ্রাম।

🤷‍♂️🤷‍♂️বিঃদ্রঃ
( #কোর্সের_পাশাপাশি_প্রথম_২০_জনকে_আমাদের_সাথে_প্রজেক্টে_কাজ_করে_১ম_মাস_থেকে_আয়_করার_সূযোগ_দেওয়া_হবে।
👉🤝👉উক্ত সুযোগটি পেতে আমাকে ইনবক্স করুন এবং রেজিস্ট্রেশন ফর্মটি পূরন করে আপনার সীট টি নিশ্চিত করুন।)

🗣️আমার ফ্যামিলি তো রাজি হবে না। আমার কাছে তো কোনো টাকা নাই। তাহলে আমি কেমনে ফ্রিল্যান্সিং করবো❓🤔👉ফ্রিল্যান্সিং করতে লাগে...
03/03/2022

🗣️আমার ফ্যামিলি তো রাজি হবে না। আমার কাছে তো কোনো টাকা নাই। তাহলে আমি কেমনে ফ্রিল্যান্সিং করবো❓🤔

👉ফ্রিল্যান্সিং করতে লাগে শুধু ধৈর্য আর কাজ করার প্রবল ইচ্ছা। 💪💪💪যদি আপনার এই ২টা জিনিস থাকে তাহলে,, আপনি ফ্রিলান্সার হতে পারবেন ইনশাআল্লাহ।🤲

👉আর ফ্যামিলি মানবে না এটাই স্বাভাবিক। কারণ,তাদের এই বিষয়ে কোনো ধারণাই নেই। তাদেরকে ভালো করে বুঝাতে হবে। তাহলে তারা অবশ্যই বুঝবে।✅

👉আর টাকা নেই। না থাকাটা স্বাভাবিক। কারণ,টাকা থাকলে তো আর কাজ করতেন না।কষ্ট, শ্রম আর ধৈর্য ছাড়া ভালো কিছু করা সম্ভব না। জীবনে Risk নিতে শিখুন।
দেখবেন জীবন আপনাকে অনেক ভালো কিছু Feedback দিবে।✅✅

03/03/2022

♦️Congratulations♦️

👉For Achieving The Rank Of PFM
(Premium Freelance Marketer)

ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা- কেন হয়েছে কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না। আপনি ব্যর্থ হলে তার যন্ত্রণা আপনাককে একদম একাকী সইতে হবে, কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত বানাবেন না, অন্যদের সুযোগ দেবেন না আপনার জীবনটাকে নিয়ন্ত্রণ করার। জিততে আপনাকে হবেই!

আর এরই জেদ ধরে জিতার নেশা কে পেশা হিসেবে নিয়ে কাজে লেগে থাকার মাধ্যমে PFM পদবীটা কে নিজের সাথে যুক্ত করেই নিলেন আমাদের. .

♦️Rawshan jahan♦️আপু

অনেক অনেক অভিনন্দন🌹🌹

জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা।

🔷Success Biz Family🔷

❤️Happy Freelancing❤️

♦️Sbf-Pioneer Club♦️

🔶Future Begins Here🔶

ব্যাকলিংক কিভাবে তৈরি করবেন (How to create backlinks)★ব্যাকলিংক তৈরি করার ৫টি উপায়ঃ👉 ১. Quora websiteQuora হলো খুব জনপ্র...
28/02/2022

ব্যাকলিংক কিভাবে তৈরি করবেন (How to create backlinks)

★ব্যাকলিংক তৈরি করার ৫টি উপায়ঃ
👉 ১. Quora website
Quora হলো খুব জনপ্রিয় একটি question & answer ওয়েবসাইট। যেখানে যেকেউ প্রশ্ন করতে পারে এবং যেকেউ উত্তর দিতে পারে। আপনি যখন মানুষের প্রশ্নের উত্তর দিবেন তখন উত্তরের সাথে নিজের ওয়েবসাইটের লিংক দিয়ে দিবেন। এতে আপনার একটি backlink তৈরি হয়ে যাবে। Quora একটি high quality domain authority website. যেটার ডোমেইন অথোরিটি ৯৩। ব্যাকলিংক বানানোর জন্য এটা আমার কাছে অনেক জনপ্রিয় মাধ্যম।

👉 ২. Guest post
ব্যাকলিংক তৈরি করার জন্য সেরা এবং লাভ জনক উপার হলো guest post করা। কারণ এটার মাধ্যমে আপনি contextual backlink পাবেন। গেষ্ট পোষ্ট করা মানে নিজের ওয়েবসাইটের সাথে জড়িত অন্যের ওয়েবসাইটে কন্টেন্ট লিখে পাবলিশ করে দেওয়া। যখন আপনি অন্যের ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখবেন তখন আপনি নিজের ওয়েবসাইটের URL লিংক দিবেন।এতে আপনি ভালো একটি ব্যাকলিংক পেয়ে যাবেন। মনে রাখবেন, আপনি এমন ওয়েবসাইটে guest post করবেন যেটার DA এবং PA যেন বেশি থাকে। আপনাকে বেশি পরিমানে guest posting করতে হবে না মাসে ২-৩ টা করলে হয়ে যাবে।

👉 ৩. Blog comment
বর্তমানে অনেক ব্লগাররা ব্যাকলিংক তৈরি করার জন্য অন্যের ব্লগের কমেন্টে আর্টিকেল লিংক যুক্ত করছে। আপনার ব্লগের টফিকের সাথে মিল এমন ভালো ভালো ওয়েবসাইটের আর্টিকেলের কমেন্টে সাইটের URL যুক্ত করে backlink বানিয়ে নিতে পারেন। তবে, low quality এবং spam সাইটে কখনো করবেন না।

👉 ৪. Directory submission site
কিছু সময় আগে এই নিয়মে backlink তৈরি করতো কিন্ত বর্তমানে খুব কম মানুষারা এই নিয়ম ব্যবহার করে। এটার নিয়ম এই সকল ওয়েবসাইটে গিয়ে আপনার সাইটের URL address জমা দিতে হতো। এই ধরনের সাইটে আপনি হাজার হাজার সাইটের লিংক পাবেন। এমন কয়েকটি ওয়েবসাইটের নাম নিচে উল্লেখ করছি। যেমনঃ

👉 Aboutus
👉 Blogarama
👉 Blogadda
👉 Best of the web
👉 Indiblogger

👉 ৫. Social media site profiles
সোশ্যাল মিডিয়া প্রফাইল থেকে আপনারা সহজে ব্যাকলিংক তৈরি করে ভালো পরিমানে ভিজিটরর্স আনতে পারবেন।
এটার জন্য আপনাকে বিভিন্ন সোশাল মিডিয়াতে গিয়ে profile তৈরি করতে হবে এবং নিজের ব্লগের URL দিতে হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলতে,,, যেমনঃ

👉 Facebook
👉 Twitter
👉 YouTube
👉 Linkedin

👉 মনে রাখবেন, যত higt quality backlink আপনার ওয়েবসাইটে ততো গুগল আপনার ওয়েবসাইটকে বিশ্বাস করবে। ✅✅

বেকার থাকার দিন শেষ: ঘরে বসে ফ্রিল্যান্সিং শিখুন, আয় করুন নিশ্চিন্তে।👉আপনি হয়তো ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন যে ...
27/02/2022

বেকার থাকার দিন শেষ: ঘরে বসে ফ্রিল্যান্সিং শিখুন, আয় করুন নিশ্চিন্তে।

👉আপনি হয়তো ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন যে ইন্টারনেট থাকলেই মাসে হাজার হাজার ডলার 💵 ইনকাম করা যায়। প্রকৃতপক্ষে তা সম্পূর্ণরূপে মিথ্যা এবং এক কথায় প্রতারণা।🤔

👉আপনি যদি মাসে ভালো একটি এমাউন্ট ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান, সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং এ আপনার দক্ষতা বৃদ্ধি ছাড়া অন্য কোন উপায় নেই।✅✅

👉ফ্রিল্যান্সিং আমাদের জানা একটি শব্দ হলেও বর্তমান সময়ে এর চাহিদা ব্যপক আকারে বৃদ্ধি পেয়েছে। করোনাভাইরাসের মহামারীর এই সময়ে আমরা অনেকেই চাকরি হারিয়েছি। আবার যাদের চাকরী আছে, তাদের অনেকেরই কমেছে বেতন।
আর ঠিক এজন্যই আর্থিক স্বচ্ছলতা আনার জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং এর প্রয়োজন ও চাহিদা বিদ্যুৎ গতিতে বৃদ্ধি পেয়েছে।✅✅

👉কেন করবেন ঘরে বসে ফ্রিল্যান্সিং?

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের বেশ বড় একটা অংশ তাদের টিউশন হারিয়েছে। আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে দেশের বিশাল একটি জনগোষ্ঠী হন্যে হয়ে আয়ের উৎস খুঁজছে। কিন্তু প্রায় সকল প্রতিষ্ঠানই করোনাকালীন সময়ে বন্ধ থাকায় তা আর সম্ভব হয়ে উঠছে না।😔

👉আর এমন পরিস্থিতিতে আপনার ঘরে বসে ইনকামের সুযোগ তৈরি করে দিতে পারে কেবল ফ্রিল্যান্সিং এর দক্ষতা। ঘরে বসে ফ্রিল্যান্সিং করে যে আপনি কেবল নিজের স্বচ্ছলতা আনতে পারেন তাই নয়, পাশাপাশি দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখতে পারেন।👍👍

Link-building কি?✍️ Link-building হল একটি Web site কে বিভিন্ন web site এ কমেন্ট অথবা পোস্ট অথবা অন্য যে কোন ভাবে প্রচার ...
23/02/2022

Link-building কি?

✍️ Link-building হল একটি Web site কে বিভিন্ন web site এ কমেন্ট অথবা পোস্ট অথবা অন্য যে কোন ভাবে প্রচার করা (মোট কথা একটি site বিভিন্ন site এ সম্প্সারিত করাকেই Link buildingবলে)✍️

★ Link-building কেন করব?★

👉 Link-building করার দ্বারায় আমদের web site এর Visitor, PR & Alexa Rank ভাল মানের হয়,,, তাই ঠিক পন্থায় Link-building এর বিকল্প নাই।👍

★ আসুন দেখে নিই কিভাবে link building করবো ?★

👉 প্রথমে আপনাকে যে সাইটে লিঙ্ক building করবেন ঐ সাইট টি খুজে বের করতে হবে
তার পর ঐ সাইট টি browsing করুন
এবং যে কোন আর্টিকেলে ক্লিক করুন এবং সেখানে আপনার website এর লিঙ্কটা দিয়ে দিবেন।☑️✅

Address

Navy Hospital Gate
Chittagong
4218

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sweety Akther posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sweety Akther:

Share