Top Gear - টপ গিয়ার

Top Gear - টপ গিয়ার আপনার পেশা যাইহোক, ভ্রমণ হোক আপনার নেশা।

বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণের দেশসমূহ (মোট ৪২টি দেশ ও অঞ্চল):✅ এশিয়া:ভ...
24/01/2025

বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণের দেশসমূহ (মোট ৪২টি দেশ ও অঞ্চল):

✅ এশিয়া:

ভুটান: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

নেপাল: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

মালদ্বীপ: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

শ্রীলঙ্কা: ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) প্রয়োজন।

কম্বোডিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

পূর্ব তিমুর (টিমর-লেস্টে): ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

✅ আফ্রিকা:

কেপ ভার্দে: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

কমোরোস: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

গিনি-বিসাউ: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

মাদাগাস্কার: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

মৌরিতানিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

মোজাম্বিক: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

রুয়ান্ডা: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

সেশেলস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায় (প্রবেশ পারমিট প্রয়োজন)।

সিয়েরা লিওন: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

সোমালিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

টোগো: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

লেসোথো: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

✅ ওশেনিয়া:

কুক দ্বীপপুঞ্জ: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

ফিজি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

কিরিবাতি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

মাইক্রোনেশিয়া: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

নিউয়ে: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

সামোয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

টুভালু: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

ভানুয়াতু: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

✅ ক্যারিবিয়ান অঞ্চল:

বাহামাস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

বার্বাডোস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

ডোমিনিকা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

গ্রেনাডা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

হাইতি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

জামাইকা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

সেন্ট কিটস ও নেভিস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

ত্রিনিদাদ ও টোবাগো: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

মন্টসেরাট: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

✅ দক্ষিণ আমেরিকা:

বলিভিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

উল্লেখযোগ্য তথ্য:

1. ভ্রমণের আগে নিশ্চিত করুন আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস রয়েছে।

2. কিছু দেশে প্রবেশের সময় ফেরত টিকিট, আর্থিক সামর্থ্যের প্রমাণ এবং স্বাস্থ্য বীমা প্রয়োজন হতে পারে।

3. প্রতিটি দেশের নির্দিষ্ট প্রবেশ নীতি ও শর্তাবলী সম্পর্কে ভ্রমণের আগে জেনে নিন।

নোট:

এই তথ্য বিভিন্ন উৎস থেকে সংগৃহীত এবং সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। সঠিক ও হালনাগাদ তথ্যের জন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা কনসুলেটের সাথে যোগাযোগ করুন।

নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ কামনা করছি!

সিলেটের সব দর্শনীয় স্থানসমূহ, সংগ্রহে রেখে দিতে পারেন।
05/11/2024

সিলেটের সব দর্শনীয় স্থানসমূহ, সংগ্রহে রেখে দিতে পারেন।

চট্টগ্রাম জেলার দর্শনীয় স্থান সমুহ নিচে দেয়া হলো: 🇧🇩১ ফয়েজ লেক, শহর ২ পতেঙ্গা সমুদ্র সৈকত৩ চট্টগ্রাম চিড়িয়াখানা৪ হযরত...
16/10/2024

চট্টগ্রাম জেলার দর্শনীয় স্থান সমুহ নিচে দেয়া হলো: 🇧🇩
১ ফয়েজ লেক, শহর
২ পতেঙ্গা সমুদ্র সৈকত
৩ চট্টগ্রাম চিড়িয়াখানা
৪ হযরত বায়েজিদ বোস্তামী (রঃ) মাজার
৫ হযরত শাহ আমানত (রঃ) মাজার
৬ বোটানিক্যাল গার্ডেন এবং ইকোপার্ক, সীতাকুণ্ড
৭ আন্দরকিল্লা শাহী মসজিদ
৮ জাতিতাত্ত্বিক জাদুঘর
৯ পারকি সমুদ্র সৈকত
১০ জাম্বুরী পার্ক
১১ মহামায়া লেক
১২ চন্দ্ৰনাথ পাহাড়, মন্দির, সীতাকুণ্ড
১৩ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৪ খৈয়াছড়া সমুদ্র সৈকত
১৫ বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত
১৬ বাটারফ্লাই পার্ক
১৭ গুলিয়াখালী সমুদ্র সৈকত,
১৮ কুমিরা ঘাট
১৯ ছাগল কান্দা পাহাড়
২০ চেরাগি পাহাড়
২১ নজরুল স্কয়ার
২২ মিনি বাংলাদেশ এবং স্বাধীনতা কমপ্লেক্সে
২৩ মহামুনি বৌদ্ধ বিহার
২৪ রাঙ্গুনিয়া কোদালা চা বাগান
২৫ শেখ রাসেল শিশু পার্ক
২৬ চালন্দা গিরিপথ
২৭ ভাটিয়ারী লেক
২৮ চোনাতি বণ্য প্রাণী অভয়ারণ্য, লোহাগড়া
২৯ বাওয়াছড়া লেক
৩০ বাঁশখালী সমুদ্র সৈকত
৩১ মাইজ ভান্ডার দরবার শরীফ
৩২ হরিণমারা হাঁটুভাঙ্গা ট্রেইল
৩৩ হাজারিখিল অভয়ারণ্য
৩৪ বাঁশখালী ইকোপার্ক
৩৫ সোনাইছড়ি ট্রেইল
৩৬ সুপ্তধারা ঋণী
৩৭ নাপিত্তাছড়া ঝর্ণা
৩৮ লালদীঘি
৪০ খেজুরতলা বীচ
৪১ খৈয়াছড়া ঝর্ণা
৪২ ঝরঝরি ঝর্ণা
৪৩ কমলদহ ঝর্ণা
৪৪ কালুরঘাট ব্রিজ
৪৫ চট্টগ্রাম ওয়ার সিমেট্রি
৪৬ বেলগাঁও চা বাগান
৪৭ সহস্র ধারা ঝর্ণা
৪৮ শেখ রাসেল এভিয়ারি ইকো পার্ক
৪৯ বুদবুদির ছড়া
৫০ মুহুরী প্রজেক্ট
৫১ জামবোরি পার্ক, আগ্রাবাদ
৫২ চট্টগ্রাম ডিসি পার্ক
৫৪ সীতার পাছার সীতাকুন্ড
৫৫ বাড়বকুণ্ড
৫৬ নেভাল একাডেমি এবং নেভাল এরিয়া
৫৭ চেরাগি পাহাড় মোড় (স্মৃতি মিনার)
৫৮ নজরুল স্কয়ার (ডি.সি হিল)
৫৯ কালুরঘাট বেতার
৬০ পার্কির চর (আনোয়ারা)
৬১ বৌদ্ধ তীর্থ স্থান চক্রশালা, পটিয়া
৬২ বাটালী পাহাড়/হিল, শহর
৬৩ আন্দরকিল্লা জামে মসজিদ
৬৪ ভাটিয়ারি লেক
৬৫ খানখানাবাদ সমুদ্র সৈকত, বাঁশখালী
৬৬ খিরাম সংরক্ষিত বনাঞ্চল, ফটিকছড়ি
৬৭ লোহাগাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য ।
৬৮ মহামুনি বৌদ্ধ বিহার, রাউজান।
৬৯ বেলগাঁও চা বাগান, পুকুরিয়া, বাশখালী ।
৭০ আকিলপুর সী-বিচ
৭১ বিপ্লব উদ্যান, শহর
৭২ খেজুরতলা পর্যটন কেন্দ্র
৭৩ কর্ণফুলী আন্ডার পাস সেতু
৭৪ বাশখালি চা বাগান
৭৫ ডিসি পাহাড়/হিল, শহর
৭৬ আশুনিয়া চা বাগান
৭৭ সন্দ্বীপ সমুদ্র সৈকত
৭৮ ভুজপুর সংরক্ষিত বনাঞ্চল
৭৯ পদ্দ্বপুকুর
৮০ বৌদ্ধ তীর্থ স্থান চক্রশালা, পটিয়া
৮১ ভাটিয়ারি গল্ফ ক্লাব
৮২ চট্টগ্রাম বন্দর
৮৩ লোহাগড়া চূনতি বন্যপ্রাণী অভয়ারণ্য
৮৪ চারুলতা পার্ক, শহর
৮৫ রানী রাসমনি ঘাট
৮৬ হামিদ চর, চট্টগ্রাম
৮৭ আরসি নগর ফিউচার পার্ক
৮৮ সোনাইছড়া ঝর্ণা
৮৯ বোয়ালিয়া ঝর্ণা
৯০ অভয়মিত্র ঘাট, শহর
৯১ ফিশারি ঘাট, শহর
৯২ কর্ণফুলী টানেল
৯৩ চাম্বিলেক চুনতি লোহাগাড়া।
৯৪ মিরশররাই ইকোনমিক শিল্প নগর
৯৫ সেলফি রোড় , ফটিকছড়ি
৯৬ বান্দরবান
৯৭ রাঙামাটি
৯৮ সাজেক
৯৯ কক্সবাজার
১০০ কাপ্তাই
আপনার পেশা যাইহোক, ভ্রমণ হোক আপনার নেশা

দেশে যানবাহনে নতুন গতিসীমা ঠিক করেছে সরকার, মোটরসাইকেল সর্বোচ্চ ৬০ কিমিসড়কে মোটরসাইকেলের গতি কমিয়ে ৬০-এ বেঁধে দেয়া হয...
08/05/2024

দেশে যানবাহনে নতুন গতিসীমা ঠিক করেছে সরকার, মোটরসাইকেল সর্বোচ্চ ৬০ কিমি

সড়কে মোটরসাইকেলের গতি কমিয়ে ৬০-এ বেঁধে দেয়া হয়েছে! শহর এলাকায় ৩০-এর 😭😭😭😭

সব দোষ কি মটর সাইকেলের বুঝলাম না...
তাহলে 350 সিসির অনুমোদন দেয়ার কি দরকার।

আপনারা কি মনে করেন এই আইন তা আসলেই কোন দরকার ছিল। Comment করে জানান।

কিছুই হয়নি এক্টু ঝালাই করলে আরো অনেকদিন চলা যাবে,🤣🤣🤣
02/03/2024

কিছুই হয়নি এক্টু ঝালাই করলে আরো অনেকদিন চলা যাবে,🤣🤣🤣

𝐋𝐚𝐮𝐧𝐜𝐡𝐞𝐝 𝐧𝐞𝐰 𝐒𝐔𝐙𝐔𝐊𝐈𝐆𝐈𝐗𝐗𝐄𝐑 𝟐𝟓𝟎𝐜𝐜𝐆𝐈𝐗𝐗𝐄𝐑 𝐒𝐅 𝟐𝟓𝟎𝐜𝐜 𝐢𝐧 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡
02/03/2024

𝐋𝐚𝐮𝐧𝐜𝐡𝐞𝐝 𝐧𝐞𝐰 𝐒𝐔𝐙𝐔𝐊𝐈
𝐆𝐈𝐗𝐗𝐄𝐑 𝟐𝟓𝟎𝐜𝐜
𝐆𝐈𝐗𝐗𝐄𝐑 𝐒𝐅 𝟐𝟓𝟎𝐜𝐜 𝐢𝐧 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡

বাংলাদেশের যতগুলো জেলা রয়েছে তার মধ্যে  #বান্দরবানে রয়েছে সব থেকে বেশি দর্শনীয় স্থান এবং প্রতিটি স্পট আপনাকে মুগ্ধ করবেই...
25/02/2024

বাংলাদেশের যতগুলো জেলা রয়েছে তার মধ্যে #বান্দরবানে রয়েছে সব থেকে বেশি দর্শনীয় স্থান এবং প্রতিটি স্পট আপনাকে মুগ্ধ করবেই।
#বান্দরবান জেলার দর্শনীয় স্থান সমুহ নিচে দেয়া হলো:🇧🇩
১ মেঘলা পর্যটন কেন্দ্ৰ
২ নীলগিরি
৩ প্রান্তিক লেক
৪ তাজিংডং
৫ নীলাচল
৬ শৈলপ্রপাত ঝর্ণা
৭ রামজাদি
৮ স্বর্ণমন্দির
৯ চিম্বুক পাহাড়
১০ ক্যামলংলেক
১১ রূপালী ঝর্ণা
১২ মিলন ছড়ি
১৩ সাঙ্গু নদী
১৪ বগালেক
১৫ নীল দিগন্ত
১৬ কেওক্রাডং
১৭ জাদিপাই ঝর্ণা
১৮ ঋজুকঋণী
১৯ জোড়া ঝর্ণা
২০ চিংড়ি ঝর্ণা
২১ মুনলাই পাড়া
২২ তিনাপ সাইতার
২৩ উপবন লেক
২৪ আলীর গুহা
২৫ ডিম পাহাড়
২৬ রেমাক্রি
২৭ দামতুয়া ঝর্ণা
২৮ রূপমুহুরী ঝর্ণা
২৯ মারায়ন তং পাহাড়
৩০ দেবতাখুম
৩১ ভেলাখুম
৩২ নাফাখুম
৩৩ সাতভাইখুম
৩৪ বাকলাই ঝর্ণা
৩৫ আন্ধার মানিক
৩৬ তিন্দু
৩৭ কুমারী ঝর্ণা
৩৮ আমিয়াখুম জলপ্রপাত
৩৯ বান্দরবান ভিউ পয়েন্টে
৪০ ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট
৪১ হাতি ভাংগা ঝর্ণা
৪২ মুরং ঝর্ণা
৪৩ চিম্বুকে সূর্যোদয়
৪৪ টাই-টানিক ভিউ পয়েন্টে
৪৫ তমাতুংি
৪৬ ফারুকপাড়া
Collected

খাগড়াছড়ি জেলার দর্শনীয় স্থান সমুহ নিচে দেয়া হলো:১ আলুটিলা পর্যটন কেন্দ্র২ রিসাং ঝর্ণা৩ মায়াবিনী লেক৪ দীঘিনালা ঝুলন্ত ...
18/02/2024

খাগড়াছড়ি জেলার দর্শনীয় স্থান সমুহ নিচে দেয়া হলো:
১ আলুটিলা পর্যটন কেন্দ্র
২ রিসাং ঝর্ণা
৩ মায়াবিনী লেক
৪ দীঘিনালা ঝুলন্ত ব্রীজ
৫ বিডিআর স্মৃতিসৌধ
৬ জেলা পরিষদ হার্টিকালচার পার্ক
৭ হেরিটেজ পার্ক
৮ দেবতার পুকুর
৯ তৈদুছড়া ঝর্ণা
১০ হাতি মাথা পাহাড়
১১ মানিকছড়ি মং রাজবাড়ি
১২ রাবার ড্যাম
১৩ পানছড়ি শান্তিপুর অরণ্য কুঠির
১৪ নিউজিল্যান্ড পাড়া
১৫ শতবর্ষী বটবৃক্ষ
১৬ ঠান্ডা ছড়া ঝর্ণা
১৭ তৈলাফাং ঝর্ণা
১৮ খাগড়াছড়ি গেইট
১৯ মতাই পুখিরি
২০ আলুটিলা গুহা
২১ হ্যালিপেড
২২ লাভ ব্রিজ
২৩ তারেং পাহাড়
২৪ স্বর্গের সিড়ি
২৫ ঝুলন্ত ব্রিজ
২৬ নন্দ কানন
২৭ হাতি মোড়া সিড়ি
২৮ মায়োং কপাল সিড়ি
২৯ মানিকছড়ি ডিসি পার্ক
আপনার পেশা যাইহোক, ভ্রমণ হোক আপনার নেশা।

দেশের রাস্তায় নামছে ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ডঅবশেষে বাংলাদেশের রাস্তায় নামতে চলেছে ৩৫০ সিসির ক্ষমতাসম্পন্ন রয়্যাল এনফিল...
25/01/2024

দেশের রাস্তায় নামছে ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড

অবশেষে বাংলাদেশের রাস্তায় নামতে চলেছে ৩৫০ সিসির ক্ষমতাসম্পন্ন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। আগামী জুলাই মাসে দেশে বিশ্বখ্যাত এই ব্র্যান্ডের চারটি মডেলের মোটরসাইকেল বিক্রি শুরু হবে।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
মঙ্গলবার (২৩ জানুয়ারি) স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফাদ মোটরস সূত্রে এ তথ্য জানা গেছে।

ইফাদ গ্রুপের পরিচালক তাসকিন আহমেদ বলেন, ক্লাসিক, বুলেট, হান্টার এবং মিটিওর নামের এই চারটি মডেল স্থানীয়ভাবে তৈরি করা হবে এবং দাম নির্ভর করবে বিনিময় হারের ওপর। তবে আমরা যতটা সম্ভব দাম কম রাখার চেষ্টা করব।

চট্টগ্রামে ইফাদ মোটরসের কারখানায় বছরে ৪০ হাজার মোটরসাইকেল তৈরির সক্ষমতা রয়েছে।

এর আগে, ২০২৩ সালের শেষের দিকে বাংলাদেশের রাস্তায় ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল চালানোর অনুমতি দেয় সরকার। এরপর দেশে বাজাজ মোটরসাইকেলের প্রস্তুতকারক উত্তরা মোটরস ইতোমধ্যেই ২৫০ সিসির ক্ষমতাসম্পন্ন পালসার এন ২৫০ মডেলের বাইক বাজারে ছেড়েছে। এখন রাস্তায় নামার অপেক্ষায় রয়েছে ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড মডেলের মোটরসাইকেলগুলো।

আরটিভি নিউজ

22/11/2023

Riding bikes is like meditation. It reduces our stress and pains away.

 #৩৭৫ সিসি পর্যন্ত বিআরটিএ রেজিস্ট্রেশন এর অনুমতি দেওয়া হলো..বিঃদ্রঃ স্বাগতম ৩৭৫ সি সি বাইক বাংলাদেশের মানচিত্রে।
17/10/2023

#৩৭৫ সিসি পর্যন্ত বিআরটিএ রেজিস্ট্রেশন এর অনুমতি দেওয়া হলো..

বিঃদ্রঃ স্বাগতম ৩৭৫ সি সি বাইক বাংলাদেশের মানচিত্রে।

৩৫০ সিসি এর অনুমোদন দেওয়া হয়েছে.. Source: The Business Standard
11/09/2023

৩৫০ সিসি এর অনুমোদন দেওয়া হয়েছে..

Source: The Business Standard

10/09/2023

Cool Ridding - Road

21/07/2023

কর্ণফুলী টানেল: সম্ভাবনার নতুন দুয়ার

20/07/2023

Pulsar N160 এর টপ স্পিড🏍️ কত উঠতে পারে?

Comment Plz!

14/07/2023

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

14/07/2023
গ্রুপ রাইডিং এর জন্য জরুরী কিছু নিয়ম কানুন সবাই জেনে রাখুন...... আশা করি গ্রুপ রাইডিং করার সময় অনেক কাজে দিবে।
12/07/2023

গ্রুপ রাইডিং এর জন্য জরুরী কিছু নিয়ম কানুন সবাই জেনে রাখুন...... আশা করি গ্রুপ রাইডিং করার সময় অনেক কাজে দিবে।

Address

Chittagong

Telephone

+8809638915017

Website

Alerts

Be the first to know and let us send you an email when Top Gear - টপ গিয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share