21/11/2025
😌😌😌
দীর্ঘ ২২টা বছর! একটি ছোট্ট শিশুকে তিল তিল করে গড়ে তোলা, বুকে আগলে রেখে দুনিয়ার সব বিপদ থেকে রক্ষা করা, নিজের সবটুকু দিয়ে তার স্বপ্নগুলোকে সত্যি করার চেষ্টা-এই কষ্টের গভীরতা কেবল একজন বাবা-মা-ই বোঝেন।
কিন্তু যখন ২২ বছরের সেই স্নেহ, আদর আর বিশ্বাসের দেয়াল ২২ দিনের এক প্রেমের ঝড়ে ভে/ঙে যায়, তখন বাবার পায়ের নিচের মাটি সরে যায়। এটা শুধু অবাধ্যতা নয়, এ যেন র/ক্তের সাথে করা সবচেয়ে বড় বেই/মানি।
আজ বাবাকে তার সিদ্ধান্তে অটল থাকতে দেখে অনেকেই হয়তো তাকে কঠোর বলছেন। কিন্তু একবার ভাবুন, যদি অভিভাবক নামক এই বট/বৃক্ষটিই নুয়ে পড়ে, তাহলে প্রজন্ম ছায়া পাবে কোথায়? যদি বাবার সম্মান এভাবে ধুলোয় মিশে যায়, তবে কোন বাবা তার সন্তানকে পরম মমতায় মানুষ করতে আগ্রহী হবে না?
@বাবা মা
#বাবা #মা
゚viralfbreelsfypシ゚viral ゚viralシ ゚