Alhuda

Alhuda ইসলামিক পেইজের সাথে থাকুন।
দয়া করে পেইজ ফলো করুণ।

05/12/2023

আলহামদুলিল্লাহ 💜🌸

04/12/2023

রব্বির হামহুমা,কামা রব্বায়ানি সাগির🌸❤️‍🩹

29/11/2023

তুমি যা-ই হারাও না কেন, বিকল্প খুঁজে পাবে ;
কিন্তু আল্লাহকে হারালে, কে হবে তাঁর সমান?🥺💜

28/11/2023

আল্লাহ বলেন,

” আমি তো কাছেই আছি কেউ যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সারা দেই।”💜😩

~সুরা বাকারাহ — 186

27/11/2023

আল্লাহের দিকে তাকিয়ে মাফ করে দেন💜🥺

27/11/2023

রাসূল (সা:) বলেছেন, এমন একটা সময় আসবে মানুষ সকালে মু'মিন এবং বিকেলে কাফের হয়ে যাবে.🥺

~তিরমিজি-২১৯৫

24/11/2023

" মানুষকে হাসানোর জন্য যে ব্যক্তি মিথ্যা বলে তার জন্য ধ্বংস"
~ আবু দাউদ, হাদিস নং— 4990

11/11/2023

প্রিয় রাসুল (সা.) বলেছেন
“তোমারা আঙ্গুলে তাসবীহ গণনা কর কেননা কিয়ামতের দিন আঙ্গুলগুলো জিজ্ঞাসিত হবে এবং কথা বলবে। ”
~আবু দাউদ -1501

09/11/2023

প্রিয় রাসুল (সা.) বলেছেন
“তুমি জানো, তুমি সঠিক, তবুও তর্কে যেও না।”

~সহিহ বুখারী : 4079

তুমি কখনও মনে করনা যে, যালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ উদাসীন💜🏵️ ~ সূরা ইব্রাহিমঃ ৪২-৪৩
08/11/2023

তুমি কখনও মনে করনা যে, যালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ উদাসীন💜🏵️

~ সূরা ইব্রাহিমঃ ৪২-৪৩

06/11/2023

আমি বললাম আমাকে একা করে দিও না।
"আল্লাহ বললেন আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করবো"🌸💜

[সূরা বাকারা আয়াত:১৫২]

12/10/2023

*_✨আসুন নবীজির ভাষার মতো সালাত শিখি_*

আবু হুরায়রা(রা)হতে বর্ণিত,

এক ব্যক্তি মাসজিদে সালাত আদায় করছিল। আর তখন মাসজিদের এক কোণে অবস্থান করছিলেন রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সালাত শেষে লোকটি এসে তাঁকে সালাম করল। তিনি 'ওয়া আলাইকুমুস সালাম' বলে জবাব দিয়ে বললেন, ‘আবার গিয়ে সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করোইনি।' ফিরে গিয়ে সে পুনরায় সালাত আদায় করল। সালাত শেষে আবার এসে নবিজিকে সালাম দিল। নবিজি বললেন, 'তোমার ওপরেও সালাম। আবার যাও, গিয়ে সালাত আদায় করো। কারণ, তুমি সালাত আদায় করোইনি।” তৃতীয়বারে লোকটি বলল, ‘ইয়া রাসূলাল্লাহ, আপনিই আমাকে শিখিয়ে দিন।' তিনি বললেন:

✅যখন তুমি সালাতে দাঁড়ানোর উদ্দেশ্যে যাচ্ছ, তখন খুব ভালভাবে ‘ *ওযু* করবে।

✅এরপর কিবলামুখী হয়ে তাকবীর বলবে।

✅তারপর কুরআন থেকে যতটুকু তোমার জন্য সহজ, সেটুকু তিলাওয়াত করবে।

✅তারপর রুকু করবে যতক্ষণ রুকু অবস্থায় অন্তরের স্থিরতা বা প্রশান্তি (ইতমিনান) না আসে।

✅এরপর মাথা উঠাবে, দাঁড়িয়ে থাকবে যতক্ষণ প্রশান্তি না আসে।

✅এরপর সিজদাহ করবে, যতক্ষণ সিজদায় প্রশান্তি না আসে।

✅ এরপর মাথা তুলে সোজা হবে এবং বসে থাকবে স্থিরতা আসা অবধি।

✅এরপর আবার তৃপ্তি আসা পর্যন্ত সিজদাহ করবে।

✅ তারপর সিজদাহ থেকে মাথা উঠিয়ে স্থিরতা আসা পর্যন্ত বসবে।

✅তারপর সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। এভাবে তোমার পুরো সালাত পড়বে।

*রেফারেন্স*
[বাইহাকি, সুনানুল কুবরা, ৩৯৪৩; বুখারি, ৬৬৬৭]

Address

Raozan
Chittagong
4342

Alerts

Be the first to know and let us send you an email when Alhuda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alhuda:

Share