12/10/2023
*_✨আসুন নবীজির ভাষার মতো সালাত শিখি_*
আবু হুরায়রা(রা)হতে বর্ণিত,
এক ব্যক্তি মাসজিদে সালাত আদায় করছিল। আর তখন মাসজিদের এক কোণে অবস্থান করছিলেন রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সালাত শেষে লোকটি এসে তাঁকে সালাম করল। তিনি 'ওয়া আলাইকুমুস সালাম' বলে জবাব দিয়ে বললেন, ‘আবার গিয়ে সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করোইনি।' ফিরে গিয়ে সে পুনরায় সালাত আদায় করল। সালাত শেষে আবার এসে নবিজিকে সালাম দিল। নবিজি বললেন, 'তোমার ওপরেও সালাম। আবার যাও, গিয়ে সালাত আদায় করো। কারণ, তুমি সালাত আদায় করোইনি।” তৃতীয়বারে লোকটি বলল, ‘ইয়া রাসূলাল্লাহ, আপনিই আমাকে শিখিয়ে দিন।' তিনি বললেন:
✅যখন তুমি সালাতে দাঁড়ানোর উদ্দেশ্যে যাচ্ছ, তখন খুব ভালভাবে ‘ *ওযু* করবে।
✅এরপর কিবলামুখী হয়ে তাকবীর বলবে।
✅তারপর কুরআন থেকে যতটুকু তোমার জন্য সহজ, সেটুকু তিলাওয়াত করবে।
✅তারপর রুকু করবে যতক্ষণ রুকু অবস্থায় অন্তরের স্থিরতা বা প্রশান্তি (ইতমিনান) না আসে।
✅এরপর মাথা উঠাবে, দাঁড়িয়ে থাকবে যতক্ষণ প্রশান্তি না আসে।
✅এরপর সিজদাহ করবে, যতক্ষণ সিজদায় প্রশান্তি না আসে।
✅ এরপর মাথা তুলে সোজা হবে এবং বসে থাকবে স্থিরতা আসা অবধি।
✅এরপর আবার তৃপ্তি আসা পর্যন্ত সিজদাহ করবে।
✅ তারপর সিজদাহ থেকে মাথা উঠিয়ে স্থিরতা আসা পর্যন্ত বসবে।
✅তারপর সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। এভাবে তোমার পুরো সালাত পড়বে।
*রেফারেন্স*
[বাইহাকি, সুনানুল কুবরা, ৩৯৪৩; বুখারি, ৬৬৬৭]