Finance & Accounting Outsourcing -FAO

Finance & Accounting Outsourcing -FAO Finance and Accounting Outsourcing (FAO) is: 'The outsourcing of one or more finance and accounting activities or processes.

📢📢 নোটিশ 📢📢তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে  হার পাওয়ার প্রকল্পের আওতায় বান্দরবান সদর উপজেলায়  "ওমেন কল সেন্ট...
12/05/2024

📢📢 নোটিশ 📢📢
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে হার পাওয়ার প্রকল্পের আওতায় বান্দরবান সদর উপজেলায় "ওমেন কল সেন্টার এজেন্ট" কোর্সে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে।
আবেদনের ঠিকানা www.herpower.gov.bd অথবা https://training.gov.bd/ সাইটের মাধ্যমে নিবন্ধন করে আপনার জেলা উপজেলা ও চলমান কোর্সটি বাছাই করে আবেদন করুন।
একজন প্রশিক্ষণার্থী একাধিক কোর্সে আবেদন করতে পারবেন। তবে কোর্স করার সুযোগ পাবেন একবারই।
** যারা এখনো আবেদন করেন নি, দ্রুত আবেদন করার অনুরোধ করা হলো।

----প্রচারে----
আইসিটি অধিদপ্তর
বান্দরবান।

প্রত্যেক জেলায় ২৫ জন করে ৪৩টি জেলায় ১,০৭৫ জন নারীকে প্রশিক্ষণ দেয়া হবে। লেভেল-১ এ প্রতিটি উপজেলায় প্রশিক্ষণ নেবে ২...

07/05/2022

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের SEIP প্রকল্পের আওতায় প্রফেশনাল কাস্টোমার সার্ভিস এর ৩ মাস মেয়াদী প্রশিক্ষণে বিনামূল্যে ভর্তি চলছে।
✅ কোর্সটির মেয়াদকাল ৩ মাস।
✅ আগ্রহী প্রার্থীদের অবশ্যই ন্যূনতম স্নাতক সম্পন্ন করতে হবে।
✅ কোর্সটিতে বাধ্যতামূলক ৮ টি স্পোকেন ইংলিশ এর ক্লাস থাকবে।
✅ প্রশিক্ষণার্থীদের প্রতিদিনের যাতায়াত ভাতা ও কোর্স এর সফল সমাপ্তিতে বিশেষ ভাতা দেয়া হবে।
✅ উপযুক্ত প্রশিক্ষণার্থীদের চাকরির সুযোগ দেয়া হবে।
❌ পূর্বে যারা SEIP প্রকল্পের আওতায় অন্য কোন কোর্স করেছেন তারা এ কোর্স এর জন্য আবেদন করতে পারবেন না।
🔰 আগ্রহী প্রার্থীরা ফোন করুনঃ ০১৭৯১ ৬৫০ ৬৫৭ (সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা)
🔰 অথবা সরাসরি যোগাযোগ করুনঃ হ্যালো ওয়ার্ল্ড কমিউনিকেশন্স, ৭ম তলা, বীর মুক্তিযোদ্ধা লে. শেখ জামাল সফটওয়্যার টেকনোলজি পার্ক, আগ্রাবাদ, চট্টগ্রাম।

আবেদনের শেষ সময়ঃ ১৫ মে, ২০২২।

https://www.facebook.com/115348850212870/posts/547534186994332/?d=n
30/03/2022

https://www.facebook.com/115348850212870/posts/547534186994332/?d=n

দশ-পনের বছর ইংরেজি পড়েও ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারছেন না?
আপনার কি ইংরেজি নিয়ে একটা ভয় বা জড়তা কাজ করে?
কিংবা মোটামুটি লিখতে পারেন কিন্তু বলতে পারেন না?
শুধুমাত্র ইংরেজিতে সঠিকভাবে কমিউনিকেট করতে না পারার কারনে যদি প্রতিনিয়ত ক্যারিয়ার, চাকরি, ব্যবসাসহ প্রায় সকল ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, হারাতে হয় অজস্র সুযোগ; তাহলে আপনার এইসকল সমস্যাগুলো দূর করার উপায় জানানোর জন্যেই এই ওয়ার্কশপ 💫

এই ওয়ার্কশপে যা যা থাকবে!👇
১. কেন ইংরেজীতে কথা বলতে পারি না
২. ইংরেজীতে কথা বলতে পারার ১০০% গ্যারান্টেড টিপস
৩. জড়তা কাটানোর জন্য মুখের ব্যায়াম
৪. পাখি পাকা পেপে খায়
৫. ইংরেজিতে কিভাবে অভিবাদন জানাবেন
৬. ইংরেজিতে কিভাবে নিজ পরিচিতি দেবেন
৭. ইংরেজিতে কিভাবে অন্যকে পরিচয় করিয়ে দেবেন।

✨রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/kzTzkdeNWk9fBuLw9

✨কখন হবে?
- ৩০ তারিখ, সন্ধ্যা ০৭টায়

✨কোথায় হবে?
- গুগল মিট / জুম

Use English, Learn English


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের SEIP প্রকল্পের আওতায় প্রফেশনাল কাস্টোমার সার্ভিস এর ৩ মাস মেয়াদী প্রশি...
13/01/2022

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের SEIP প্রকল্পের আওতায় প্রফেশনাল কাস্টোমার সার্ভিস এর ৩ মাস মেয়াদী প্রশিক্ষণে বিনামূল্যে ভর্তি চলছে।

✅ কোর্সটির মেয়াদকাল ৩ মাস।
✅ আগ্রহী প্রার্থীদের অবশ্যই ন্যূনতম স্নাতক সম্পন্ন করতে হবে।
✅ কোর্সটিতে বাধ্যতামূলক ৮ টি স্পোকেন ইংলিশ এর ক্লাস থাকবে।
✅ প্রশিক্ষণার্থীদের প্রতিদিনের যাতায়াত ভাতা ও কোর্স এর সফল সমাপ্তিতে বিশেষ ভাতা দেয়া হবে।
✅ উপযুক্ত প্রশিক্ষণার্থীদের চাকরির সুযোগ দেয়া হবে।

❌ পূর্বে যারা SEIP প্রকল্পের আওতায় অন্য কোন কোর্স করেছেন তারা এ কোর্স এর জন্য আবেদন করতে পারবেন না।

🔰 আগ্রহী প্রার্থীরা ফোন করুনঃ ০১৭৯১ ৬৫০ ৬৫৭ (সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা)

🔰 অথবা সরাসরি যোগাযোগ করুনঃ হ্যালো ওয়ার্ল্ড কমিউনিকেশন্স, ৭ম তলা, বীর মুক্তিযোদ্ধা লে. শেখ জামাল সফটওয়্যার টেকনোলজি পার্ক, আগ্রাবাদ, চট্টগ্রাম।

Address

Chittagong
4225

Website

Alerts

Be the first to know and let us send you an email when Finance & Accounting Outsourcing -FAO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Finance & Accounting Outsourcing -FAO:

Share