চট্টলা দিগন্ত

চট্টলা দিগন্ত চট্টলার কণ্ঠে,নতুন দিগন্তে.......

লোকসান কমাতে এবং টানেলের ব্যবহার বাড়াতে অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পাশ হলো কর্ণফুলী টান...
24/12/2025

লোকসান কমাতে এবং টানেলের ব্যবহার বাড়াতে অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পাশ হলো কর্ণফুলী টানেল (আনোয়ারা) থেকে চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া (চন্দনাইশ) পর্যন্ত ২১.১ কিলোমিটার দীর্ঘ ও ১০.৩০ মিটার প্রশস্ত সংযোগ সড়ক!

বোয়ালখালীর কানুনগোপাড়ায় কেজিএন রেস্টুরেন্টের উদ্বোধন বাবর মুনাফ, প্রতিনিধি:বোয়ালখালীর ঐতিহ্যবাহী কানুনগোপাড়া স্যার আশুতো...
23/12/2025

বোয়ালখালীর কানুনগোপাড়ায় কেজিএন রেস্টুরেন্টের উদ্বোধন

বাবর মুনাফ, প্রতিনিধি:
বোয়ালখালীর ঐতিহ্যবাহী কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ সংলগ্ন মনোরম পরিবেশে শুভ উদ্বোধন করা হয়েছে কেজিএন রেস্টুরেন্ট।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার কানুনগোপাড়া কলেজ রোডের চান্দু মার্কেটের ২য় তলায় হযরত খাজা গরীবে নেওয়াজ (রা:)'র নামানুসারে (কেজিএন) রেস্টুরেন্টের কেক কেটে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান।

এসময় বিশেষ অতিথি ছিলেন
বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম মেহেদী হাসান সুজন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন সৈয়দ দিদারুল আলম লিটন মেম্বার, প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, ইয়াছিন আরাফাত আকাশ, এমদাদুল ইসলাম, আব্দুল মান্নান, রবিউল করিম, হোসেন চৌধুরী, তাকরিবুল ইসলামসহ অন্যান্যরা।

সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবারের বিশাল আয়োজন নিয়ে কেজিএন রেস্টুরেন্টে সুবিধা সমূহের মধ্যে রয়েছে গায়ে হলুদ, বিয়ে, আকিকা, জন্মদিন। বিভিন্ন অনুষ্ঠানের খাবার অর্ডার নেওয়া হয় ও সকল প্রকার অনুষ্ঠানের জন্য রয়েছে পার্টি সেন্টারের সুবিধা।

শুভ উদ্বোধন উপলক্ষে কেজিএন রেস্টুরেন্টে ক্রেতাদের তিনদিনব্যাপী ১০% বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে ছাত্রছাত্রীদের স্টুডেন্ট আইডি কার্ড শো করলেই থাকছে ১০% ডিসকাউন্ট।

চন্দনাইশে হাজী আবদুল গফুর-আনজুমান আরা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। চট্টলা দিগন্...
19/12/2025

চন্দনাইশে হাজী আবদুল গফুর-আনজুমান আরা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। চট্টলা দিগন্ত

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব অসহায় দুস্থ শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ কাঞ্চননগর ৯নং ওয়ার্ডের
হাজী আবদুল গফুর-আনজুমান আরা বেগম ফাউন্ডেশন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ কাঞ্চননগর ৯নং ওয়ার্ডের হাজী আবদুল গফুর-আনজুমান আরা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান চট্টগ্রাম জজকোর্টের
আইনজীবী মুহাম্মদ শহিদুল ইসলাম তালুকদার প্রায় ২শতাধিক অসহায় মানুষদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হোসেন জাহাঙ্গীর, মাওলানা মোঃ আলী, ফখরুল ইসলাম, এলডিপি ওয়ার্ড সভাপতি মাওলানা সেহাব উদ্দিন প্রমুখ।

অ্যাডভোকেট মুহাম্মদ শহিদুল ইসলাম তালুকদার বলেন, “এই তীব্র শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ। মানব সেবায় মহান ব্রত নিয়ে সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমার এই শীত বস্ত্র বিতরণ চলমান থাকবে।”

উত্তর চট্টগ্রামের মানবিক সংগঠন ‘আজব নুর বেগম ফাউন্ডেশন’-এর বর্ষপূর্তি আজউত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও অন্যতম সক্রিয় সাম...
19/12/2025

উত্তর চট্টগ্রামের মানবিক সংগঠন ‘আজব নুর বেগম ফাউন্ডেশন’-এর বর্ষপূর্তি আজ

উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও অন্যতম সক্রিয় সামাজিক, মানবিক এবং শিক্ষাবান্ধব সংগঠন ‘আজব নুর বেগম ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন’ তাদের গৌরবময় বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে।

আজ ১৯ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের সময় ও স্থান:
* স্থান : আল জামান হোটেল, হাটহাজারী, বিকেল ৩টা।
সংগঠনের কার্যক্রম:
প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি উত্তর চট্টগ্রামের সাধারণ মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। বিশেষ করে জরুরি রক্তদান (Blood Donation), সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনটি এরই মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে আগামীর পথচলা নিয়ে আলোকপাত করবেন বলে জানা গেছে। সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

"বিজয় দিবসে শিশুদের মুখে হাসি ফুটাতে মানবিক উদ্যোগে লিজেন্ড ফাউন্ডেশন। চট্টলা দিগন্ত মহান বিজয় দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত...
19/12/2025

"বিজয় দিবসে শিশুদের মুখে হাসি ফুটাতে মানবিক উদ্যোগে লিজেন্ড ফাউন্ডেশন। চট্টলা দিগন্ত

মহান বিজয় দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করেছে সামাজিক ও মানবিক সংগঠন লিজেন্ড ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাজ্জাদ হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিজেন্ড ফাউন্ডেশনের সভাপতি আরিয়ান আহমেদ এবং পুরো আয়োজন সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রহমান রবিন।

কর্মসূচির শুরুতে শিশু মেহেরাজ-এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনের শুভ সূচনা করা হয়। এরপর সম্মিলিত কণ্ঠে পরিবেশিত হয় মহান বিজয় দিবসের তাৎপর্যবাহী জাতীয় সংগীত, যা উপস্থিত সবার মাঝে দেশপ্রেম ও বিজয়ের চেতনা আরও জাগ্রত করে তোলে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শিশুদের কষ্ট লাঘব করা সমাজের সকলের নৈতিক দায়িত্ব। বিজয়ের মাসে শিশুদের মুখে হাসি ফোটাতে পারাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তারা আরও বলেন, লিজেন্ড ফাউন্ডেশন ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে শিশুদের চোখেমুখে ছিল আনন্দ ও উচ্ছ্বাস, যা পুরো আয়োজনকে করে তোলে আরও অর্থবহ।

উল্লেখ্য, লিজেন্ড ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিতভাবে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে

17/12/2025

বোয়ালখালীতে বিএনপির মহান বিজয় দিবস উদযাপন

17/12/2025

চন্দনাইশ বৈলতলীতে উদ্বোধন হল আল মারচুচ হজ্জ কাফেলা'র বৈলতলী শাখা"

17/12/2025

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহাল দাবিতে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ

17/12/2025
চট্টগ্রামে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের বিজয় দিবস উদযাপন৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন বা...
16/12/2025

চট্টগ্রামে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের বিজয় দিবস উদযাপন

৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ পেশাজীবী পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর কাজির দেউড়ি মোড় থেকে বর্ণাঢ্য বিজয় র‍্যালি শুরু হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলার পক্ষ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্পণ করা হয়। এতে গণঅধিকার পরিষদ ও ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য জসিম উদ্দিন আকাশ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান সুমন, পেশাজীবী অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি মৃধা মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন (স্বপ্নীল), গণঅধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক ডাঃ এমদাদুল হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব মহিউদ্দীন কাদের, চট্টগ্রাম জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ আবুল কালাম, পতেঙ্গা থানা পেশাজীবী অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক ডাঃ প্রদীপ নাথ, ছাত্র অধিকার পরিষদের মহানগর সাধারণ সম্পাদক মোঃ ওসমান গণী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Address

Ctg
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when চট্টলা দিগন্ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share