ME বাংলা

ME বাংলা মিডেল ইষ্ট প্রবাসীর সকল সুখের দুঃখের সত্য সংবাদ পেতে সাথে থাকুন।

মোঃ: সিকান্দার আলম চৌধুরী বিরোদ্ধে চুরির অভিযোগ। ইতোপূর্বে বহু জায়গায় চাঁদাবাজি করে পার পেয়ে যায় তথ্যপ্রমাণের অভাবে।...
25/06/2024

মোঃ: সিকান্দার আলম চৌধুরী বিরোদ্ধে চুরির অভিযোগ।

ইতোপূর্বে বহু জায়গায় চাঁদাবাজি করে পার পেয়ে যায় তথ্যপ্রমাণের অভাবে। এ'বারে রাতের অন্ধকারে গরীব অসহায় এক পান বিক্রেতার পুরো দোকান সহ লুট করে নিয়ে যায় সে এবং তার সহকর্মীরা মিলে । এই লুটপাটের সময় চাঁদাবাজ চৌধুরী হয়তো খেয়াল করতে পারেননি যে তার মাথার উপরেই ছিল ক্লোজ সার্কিট ক্যামেরা। তার সম্পূর্ণ কীর্তিকলাপ সেখানে রেকর্ড হয়ে যায়(নিচে সংযুক্ত )। মানুষ কতটা নিচু এবং জগণ্য হলে একজন অসহায় গরীব পান বিক্রেতার কাছ থেকে চাঁদা দাবি করতে পারে আর চাঁদা দিতে অসম্মতি জানানোর কারণে পুরো দোকান সহ লুট করে নিয়ে যেতে পারে.?
তার আওতাধীন মার্কেটের দোকানদার দের কাছ থেকেও নতুন একটা চাঁদা ধার্য করা হয় ,যেটা সরেজমিনে কিছু দোকানদারের কাছ থেকে জানা যায়।
চাঁদাবাজ চৌধুরী শহরে চাঁদাবাজি করেই ক্ষান্ত নয়,খবর নিয়ে দেখা যায় এই চাঁদাবাজ গ্রামের বাড়িতেও চাঁদাবাজিতে পিছিয়ে নেই‌। গ্রামের বাড়িতেও তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
অত্র এলাকার সর্বস্তরের জনগণের প্রতি জিজ্ঞাসা এই নৃশংস চাঁদাবাজের কি শাস্তি হওয়া উচিত..?

NYM Youth Foundation এর ভিন্নধর্মী টুপি বিতরণ সম্পন্ন।
28/05/2022

NYM Youth Foundation এর ভিন্নধর্মী টুপি বিতরণ সম্পন্ন।

13/05/2022



আপনি হয়তো কেউ কে ফ্রেন্ড রিকুয়েস্ট দিছেন,কিন্তু তারা আপনার ফ্রেন্ড রিকুয়েস্ট accept করলো না।

যারা accept করেনি,তাদের কে দেওয়া রিকুয়েস্ট এক সাথে ক্যানসেল করতে পারেন এই লিংক ব্যবহার করতে পারেন।

https://m.facebook.com/friends/center/requests/outgoing

শোক সংবাদ চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক (সিপ্লাস টিভির প্রতিনিধি) Faysal Chy (ফয়সাল চৌধুরীর) বড়ভাই সিপ্লাস   ট...
16/04/2022

শোক সংবাদ

চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক (সিপ্লাস টিভির প্রতিনিধি) Faysal Chy (ফয়সাল চৌধুরীর) বড়ভাই সিপ্লাস টিভির স্টাফ রির্পোটার সাংবাদিক চৌধুরী রাসেল এর ইন্তেকাল
-----------------------------------------------------------------------
চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, সিপ্লাস টিভির চন্দনাইশ প্রতিনিধি ফয়সাল চৌধুরী এর বড়ভাই, দোহাজারীর পৌরসভা চাগাচর চৌধুরী বাড়ির আলহাজ্ব আবদুল মাবুদ চৌধুরী দ্বিতীয় ছেলে, সিপ্লাস টিভির স্টাফ রির্পোটার সাংবাদিক চৌধুরী রাসেল আজ ১৬ এপ্রিল (শনিবার) ফজরের আযানের সময় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চন্দনাইশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

মহান আল্লাহ তায়ালা রমজান মাসের উছিলায় আমাদের ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।

শোকার্তে
আবিদুর রহমান বাবুল- সভাপতি
মো. নুরুল আলম- সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ, চন্দনাইশ প্রেস ক্লাব, চন্দনাইশ, চট্টগ্রাম।

30/03/2022

.com #চন্দনাইশ #বৈলতলী #আত্মহত্যা

চন্দনাইশের পশ্চিম বৈলতলীতে পরিবারের দাবি আত্মহত্যা আর এলাকাবাসীর দাবি পরিকল্পিত হত্যা।

13/02/2022

প্রায় তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছে এন.ওয়াই.এম. ইয়ুথ ফাউন্ডেশন।

.com

বুয়েট আবরার হত্যায় ২০ জনকে ফাঁসি, ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ⭕মেহেদী হাসান রাসেল (২৪), ⭕ম...
08/12/2021

বুয়েট আবরার হত্যায় ২০ জনকে ফাঁসি, ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-
⭕মেহেদী হাসান রাসেল (২৪),
⭕মাে. অনিক সরকার ওরফে অপু
(২২),
⭕মেহেদী হাসান রবিন অরফে শান্ত
(২৩),
⭕ইফতি মােশাররফ সকাল (২০),
⭕মাে. মনিরুজ্জামান মনির (২১),
⭕মেফতাহুল ইসলাম জিয়ন (২৩),
⭕মাে. মাজেদুর রহমান অরফে মাজেদ (২০),
⭕মাে. মুজাহিদুর রহমান অরফে মুজাহিদ (২১),
⭕খন্দকার তাবাকারুল ইসলাম অরফে তানভির (২১),
⭕হােসেন মােহাম্মদ তােহা (২১),
⭕মাে. শামীম বিল্লাহ (২১),
⭕মাে. সাদাত অরফে এ এস এম নাজমুস সাদাত (২১),
⭕মুনতাসির আল জেমী (২০),
⭕মাে. মিজানুর রহমান অরফে মিজান (২২),
⭕এস এম মাহমুদ সেতু (২৪),
⭕সামসুল আরেফিন রাফাত (২১),
⭕মাে. মাের্শেদ অরফে মাের্শেদ অমর্ত্য ইসলাম (২০),
🚫এহতেশামুল রাব্বি অরফে তানিম (২০) (পলাতক),
🚫মােহাম্মদ মাের্শেদ উজ্জামান মন্ডল প্রকাশ জিসান (পলাতক),
🚫মুজতবা রাফিদ (২১) (পলাতক)।

⭕কারাগারে বন্দী 🚫পলাতক

#যাবজ্জীবন_কারাদণ্ড
অমিত সাহা, মো: আকাশ, ইশতিয়াক মুন্না, মোয়াজ আবু হোরায়রা, মুহতাসিম ফুয়াদ।

চন্দনাইশে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শনে আমেরিকা ক্যালিফোর্নিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার নাসিমুল গণিচন্দনা...
07/12/2021

চন্দনাইশে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শনে আমেরিকা ক্যালিফোর্নিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার নাসিমুল গণি

চন্দনাইশ প্রতিনিধিঃ

চন্দনাইশ উপজেলার পৌরসভাস্থ ছৈয়দ মোঃ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা পরিদর্শন করেছেন আমেরিকা ক্যালিফোর্নিয়া প্রবাসী গাছবাড়িয়ার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার নাসিমুল গণি।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে ছৈয়দ মোঃ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা পরিদর্শন শেষে এক মতবিনিময় সভা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোঃ তৈয়বুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমেরিকা ক্যালিফোর্নিয়া প্রবাসী গাছবাড়িয়ার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার নাসিমুল গণি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সদস্য ও চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, মাদ্রাসা কমিটির সহ-সম্পাদক আবদুর রশিদ, সদস্য কাজী মোঃ হোসাইন, প্রবাসী মোঃ মামুনসহ মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

উপস্থিত ছাত্র ছাত্রী ও শিক্ষকদের উদ্দেশ্যে আমেরিকা ক্যালিফোর্নিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার নাসিমুল গণি বলেন,
শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত হতে পারবে না। তবে একটি মাদ্রাসা মানে তো পৃথিবীতে বেহেস্তের বাগানে মহানরাব্বুল আলামিন আমাদের সব কিছু দিয়েছেন, সব কিছু অনুমান অনুধাবন করে চলতে হবে সকলকে। কোন কাজ করলে মানুষ বেহেস্তে যায়, কোন কাজ করলে মানুষ দোজোখ যায় এগুলো বুঝতে হবে জানতে হবে শিখতে হবে। মসজিদ, মাদ্রাসা , হেফজখানা, এতিম খানা আল্লাহ সন্তুষ্টি লাভের অন্যতম শিক্ষার কেন্দ্র। আমাদের মনে রাখতে হবে বাংলা- ইংরেজি শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাই শিক্ষিত হতে হবে এর মধ্যে অন্যতম শিক্ষা হলো আরবি শিক্ষা গ্রহণ করতে হবে। সমাজে আলোর প্রদীপ জ্বালাতে হলে আরবি শিক্ষার বিকল্প নেই।

বাংলাদেশের সত্যিকারের গর্বকাবার গিলাফের ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতারের সৌদির নাগরিকত্ব ও বিরল অর্জনআলী হাসান তৈয়বভাব...
22/11/2021

বাংলাদেশের সত্যিকারের গর্ব
কাবার গিলাফের ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতারের সৌদির নাগরিকত্ব ও বিরল অর্জন
আলী হাসান তৈয়ব

ভাবতে পারেন-সারা বিশ্বের কোটি কোটি মানুষ মক্কায় গিয়ে আবেগভরে যে কাবাঘর দেখে, পৃথিবীর সর্বত্র সে কাবাঘরের ছবির সয়লাব, সে কাবার কালো গিলাফের যে ক্যালিগ্রাফিগুলো সবার বিস্ময়ভরা মুগ্ধতা বয়ে আনে, সেটি একজন বাংলাদেশি হাতের কাজ! হ্যাঁ, তিনি আমাদের বীর চট্টলার গর্বিত সন্তান প্রফেসর মুখতার আলম শিকদার। এই অনন্য কৃতিত্ব গোটা বাংলাদেশের জন্য গৌরবের।

গত বৃহস্পতিবার সৌদি বাদশাহর এক রাজকীয় নির্দেশনায় বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানজনক নাগরিকত্ব দেওয়া হয়। বিভিন্ন পেশার দক্ষ বিদেশি নাগরিকদের সৌদি আরবে নাগরিকত্ব দেওয়ার ঘোষণার পর প্রথম দিনেই নাগরিকত্ব লাভ করেন বাংলাদেশের এই কৃতী সন্তান। তাদের মধ্যে প্রথম দিন ধর্মীয় ব্যক্তিত্ব, ইতিহাসবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিকিৎসক, বিনিয়োগকারক, প্রযুক্তিবিদ, ক্রীড়াবিদসহ পাঁচ বিদেশি নাগরিক আছেন।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষিত ‘ভিশন-২০৩০’-এর অংশ হিসেবে বিভিন্ন পেশার দক্ষ বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার এ রাজকীয় নির্দেশনা দেওয়া হয়। সৌদি সংবাদমাধ্যম আশ-শারকুল আওসাতের বরাত দিয়ে সৌদি গেজেট জানায়, নাগরিকত্ব পাওয়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আছেন-পবিত্র কাবার গিলাফের (কিসওয়া) প্রধান ক্যালিগ্রাফার মুখতার আলম, ইতিহাসবিদ ড. আমিন সিদো, ড. আবদুল করিম আল সামমাক, প্রখ্যাত গবেষক ড. মুহাম্মদ আল-বাকায়ি ও প্রখ্যাত নাট্যশিল্পী সামান আল-আনি।

এরপর থেকেই তিনি প্রশংসায় ভাসছেন মধ্যপ্রাচ্যজুড়ে। আরবি-ইংরেজি মিডিয়াগুলোয় শুরু হয়েছে তাকে নিয়ে সংবাদ ও ফিচারের হিড়িক। ইউকিপিডিয়াসহ ইন্টারনেটের বিভিন্ন তথ্যভান্ডারে যুক্ত হয়েছে মুখতারের জীবনী। তাকে নিয়ে তৈরি হয়েছে নানা ভিডিও ডকুমেন্টারি। টুইটার ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছাত্র ও ভক্তরা ছবিসহ প্রশংসা ও দোয়ায় ভাসিয়ে দিচ্ছেন।

সৌদি গেজেটের প্রতিবেদনে মুখতার আলমের পরিচয়ে বলা হয়, মুখতার আলম বর্তমানে মক্কার কিসওয়া (কাবার গিলাফ) কারখানায় পবিত্র কাবার কিসওয়ার প্রধান ক্যালিগ্রাফার হিসেবে কাজ করছেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনী ও ফোরামে তার প্রধান ক্যালিগ্রাফিগুলো প্রদর্শিত হয়েছে। ক্যালিগ্রাফি দক্ষতাবিষয়ক প্রশিক্ষণে তিনি গুরুত্বপূর্ণ পাঠদান করেন। মক্কার দ্য ইনস্টিটিউট অব হলি মস্ক তথা পবিত্র মসজিদুল হারাম পরিচালিত প্রতিষ্ঠানে ক্যালিগ্রাফি-বিষয়ক তার পাঠ শেখানো হচ্ছে। বিভিন্ন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বর্তমানে মক্কার যত ক্যালিগ্রাফার ও হস্তলিপিকার আছেন, তারা অধিকাংশই তার প্রত্যক্ষ বা পরোক্ষ ছাত্র।

মুখতার আলম মক্কার বিশ্বখ্যাত উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পিএইচডি গবেষণারত। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিধারীদের সার্টিফিকেটের ক্যালিগ্রাফার হিসেবেও কাজ করেছেন। এছাড়া বিভিন্ন সংস্থা থেকে অসংখ্য পুরস্কার ও প্রশংসার সনদ পেয়েছেন তিনি।

এদিকে রোববার সম্মানজনক সৌদি নাগরিকত্ব লাভের জন্য হারামাইন শরিফাইন পরিচালনা অধিদপ্তর তাকে সংবর্ধনা ও সম্মাননা দিতে বিশাল অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে মক্কা-মদিনা অধিদপ্তরের প্রেসিডেন্ট ও মক্কার গ্র্যান্ড ইমাম প্রফেসর ড. শায়খ আবদুর রহমান সুদাইস অধ্যাপক মুখতারের হাতে সম্মাননা তুলে দেওয়ার পর বক্তব্যে শায়খ মুখতারের নেতৃত্বে একটি স্বতন্ত্র আরবি ক্যালিগ্রাফি একাডেমি এবং কাবার গিলাফের ক্যালিগ্রাফি ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য প্রপোজাল তৈরির আদেশ দিয়েছেন।

শৈশব থেকেই ক্যালিগ্রাফির প্রতি আগ্রহী শায়খ মুখতার সৌদি আরবারিয়া টিভিকে জানান, ছোটবেলায় প্রাথমিক স্তরে পড়ার সময় থেকেই তার ক্যালিগ্রাফির প্রতি প্রবল আগ্রহ ছিল। এমনকি চতুর্থ শ্রেণিতে পড়া অবস্থায় তিনি অন্যদের ক্যালিগ্রাফি শেখাতেন। তাছাড়া সেই ছোটবেলা থেকেই বিভিন্ন স্থানে ক্যালিগ্রাফি শেখাতেন ও ক্লাস করাতেন।

জানা যায়, মুখতার আলম শিকদার ১৩৮২ হিজরি (আনুমানিক ১৯৬২ সাল) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের রশীদের ঘোনা গ্রামে জন্মগ্রহণ করেন। সৌদি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে জানিয়েছেন, ১৩৯৮ হিজরি সালে তিনি মক্কার স্থানীয় একটি হিফজ প্রতিষ্ঠানে ভর্তি হয়ে মাত্র ৯ মাসে পুরো পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। মক্কাতেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পড়াশোনা শেষে ১৪১৩ হিজরি সালে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে শিল্পকলা বিষয়ে স্নাতক করেন। ১৪২২ হিজরি তিনি স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৪১৬ সাল থেকে তিনি একই বিশ্ববিদ্যালয়ে শিল্পকলা বিষয়ে শিক্ষকতা করেন। ১৪২৩ হিজরি থেকে তিনি পবিত্র কাবা ঘরের গিলাফ (কিসওয়া) প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কাজ করছেন। আরবি ক্যালিগ্রাফি পেশায় তিনি দীর্ঘ ৪০ বছর যাবত কাজ করছেন।

মুখতারের বাবার নাম মুফিজুর রহমান বিন ইসমাঈল শিকদার। মায়ের নাম শিরিন বেগম। তার বাবা কর্মজীবনের শুরুতে কিছুদিন ঐতিহ্যবাহী চুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। পরে তিনি দীর্ঘ সময় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ফার্মাসিস্ট হিসেবে বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালন করেন। মূলত বাবার কর্মসূত্রে পরিবারের সদস্যরা দীর্ঘ সময় সৌদিতে কাটিয়েছেন। পরিবারে মুখতারের চার ভাই ও এক বোন। বর্তমানে মুখতার তার মা, স্ত্রী ও চার মেয়েকে নিয়ে মক্কায় বসবাস করেন।

শুক্রবার স্থানীয় চ্যানেলে মুখতারের পরিবারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তারা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। শায়খ মুখতারের মেয়েরা এ জন্য প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন এবং দ্বিতীয়ত সৌদি বাদশাহর শুকরিয়া আদায় করে বলেন, আমরা কখনও কল্পনাও করতে পারতাম না যে, মক্কার প্রিয়ভূমি ছেড়ে চলে যাব। আজ বাবাকে নাগরিকত্ব দেওয়ায় উদ্বেগ দূর হলো এবং বাংলাদেশি হিসেবে গর্বে বুক উঁচু হয়ে উঠল।
*বিভিন্ন আরবি, ইংরেজি ও বাংলা সংবাদমাধ্যম অবলম্বনে

13/11/2021

আজ দুপুরে রাউজানে আসছে ফরহাদের মরদেহ, বাদে এশা জানাজা।

দুবাই থেকে ফিরে বিয়ে করা হলো না রাউজানের ফরহাদের।-----------------------------------------------------------------------...
06/11/2021

দুবাই থেকে ফিরে বিয়ে করা হলো না রাউজানের ফরহাদের।
-------------------------------------------------------------------------

সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ে দ্রুতগামী একটি গাড়ির নিচে চাপা পড়ে মুহাম্মদ ইমতিয়াজ উদ্দীন ফরহাদ (২৮) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আসছে ডিসেম্বর মাসে বাড়ি ফিরে বিয়ে করার কথা ছিল ফরহাদের। মাকে বলেছিলেন মেয়ে দেখতে। আত্মীয়-স্বজনরাও কয়েকটি মেয়ের খোঁজ নিয়ে রেখেছিলেন। কিন্তু ফরহাদের বিয়ে করা হলো না আর।

নিহত ফরহাদ চট্টগ্রামের রাউজানের ৪নং গহিরা ইউনিয়নের দৌলত কাজী বাড়ির মুহাম্মদ কামাল উদ্দীনের ছেলে। দুই ভাই, দুই বোনের মধ্যে তিনি তৃতীয় নম্বার।

বিষয়টি সিটিভিউস২৪ কে নিশ্চিত করেছেন নিহতের প্রতিবেশী মুহাম্মদ নুর উদ্দীন মিজান। তিনি বলেন, বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুবাই ড্রাগন মার্ট ২ এর সামনের সড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দেয়।

তিনি আরোও জানান, আগামী ডিসেম্বর মাসে ছুটিতে এসে বিয়ে করার কথা ছিল। ইচ্ছা ছিল পুরো গ্রাম সাজাবে গ্রামের মানুষদের খাওয়াবে, ধুমধাম আয়োজনে ঘরে তুলবে বউ।

তিনি ২০১১ সালে দুবাইয়ের আল-আবিরে আসছিল, ইন্টারন্যাশনাল সিটির ইতালী ইউ ইলেভেন বিল্ডিং এ থাকতেন। গতমাস পর্যন্ত চায়না মার্কেটে চাকরীতে ছিল, বর্তমানে ড্রাগন মার্টের সম্রাট ফুডস্টাফ ট্রেডিং-এ কর্মরত ছিলেন তিনি।

নিহতের লাশ দুবাই সোনাপুর মেডিকেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ফয়েজে কোরআন দিয়ে অন্তর পরিশুদ্ধির ব্যবস্থপনা বর্তমান বিশ্বে বিরল মাননীয় মহান মোশের্দে আজম মাদ্দাজিল্লুহুল আলী মহান আল্...
30/10/2021

ফয়েজে কোরআন দিয়ে অন্তর পরিশুদ্ধির ব্যবস্থপনা বর্তমান বিশ্বে বিরল

মাননীয় মহান মোশের্দে আজম মাদ্দাজিল্লুহুল আলী

মহান আল্লাহ তায়ালা প্রিয় নবীর প্রেমেসৃষ্টি করেছেন এ পৃথিবী, মানুষকে হেদায়ত তথা শিক্ষা দানের জন্য প্রেমের নবী, নুরের নবী (দ.) কে মানব রুপে মানব জাতির কাছে পাঠিয়ে বড়ই দয়া ও অনুগ্রহ করেছেন। তিনি কোরআনের নূর তথা ফয়েজে কোরআন দিয়ে উম্মতদের অন্তরকে পরিশুদ্ধি করতেন। ওনার উত্তরসূরি হিসেবে যুগে যুগে আওলাদে রাসুল, খলিফায়ে রাসুল (দ.) অলি আল্লাহ, গাউস কুতুবগণ আসবেন। এরই ধারাবাহিকতায় কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসুল, হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু কোরআনের নূর তথা ফয়েজে কোরআনের মাধ্যমে মানুষের অন্তকরণকে পবিত্র করে ছৈয়্যদুল মুরছালিন নবী করিম (দঃ) এর মুহাব্বত জাগ্রত করার যে ব্যবস্থাপনা দিয়েছেন তা বর্তমান বিশ্বে বিরল।গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের আজমান ইন্টারন্যাশনাল উইনার্স ক্লাবে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মহান মোশের্দে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব।

তিনি আরো বলেন, খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহ আনহু প্রিয় রাসুল (দ.) এর হুবহু পদাঙ্ক অনুসরণ করে জমিনের বুকে আল্লাহ সন্ধানি মানুষদের আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবার জন্য কুরআন সুন্নাহর নিরিখে আজীবন শ্রম, ত্যাগ, কুরবানি ও অশ্রুসজল ফরিয়াদে কাটিয়েছেন। উনার পবিত্র দোয়া ছিলো হে আল্লাহ! আমার তরিক্বতকে আরব থেকে আজমে জ¦ীন থেকে ইনসানের মাঝে পৌঁছে দাও। আলহামদুলিল্লাহ উনার দোয়া আজ বাস্তব। প্রাচ্য থেকে পাশ্চাত্যে পৃথিবীর প্রায় সকল দেশে হযরত গাউছুল আজম এর দোয়ায় এই তরিক্বত পৌঁছে গেছে নবীর নূরের বার্তা নিয়ে। মরুভূমি জজিরাতুল আরবে আজকের মাহফিল তারই উজ্জ্বল প্রমান। ইনশাআল্লাহ খলিফায়ে রাসুল (দ.) হযরত গাউছুল আজম এর খুলুছিয়তের সাদকায় এই তরিক্বতের নেয়ামত পৌছবে যুগ থেকে যুগান্তর, প্রজন্ম থেকে প্রজন্মান্তর।

এছাড়াও তিনি বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং গত ১২ রবিউল আওয়াল দরবার শরীফে অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল, এশায়াত সম্মেলন ও ওরছে গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু মাহফিলে বিশেষ বাণী প্রদান করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন,

Address

Ctg
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ME বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share