
25/06/2024
মোঃ: সিকান্দার আলম চৌধুরী বিরোদ্ধে চুরির অভিযোগ।
ইতোপূর্বে বহু জায়গায় চাঁদাবাজি করে পার পেয়ে যায় তথ্যপ্রমাণের অভাবে। এ'বারে রাতের অন্ধকারে গরীব অসহায় এক পান বিক্রেতার পুরো দোকান সহ লুট করে নিয়ে যায় সে এবং তার সহকর্মীরা মিলে । এই লুটপাটের সময় চাঁদাবাজ চৌধুরী হয়তো খেয়াল করতে পারেননি যে তার মাথার উপরেই ছিল ক্লোজ সার্কিট ক্যামেরা। তার সম্পূর্ণ কীর্তিকলাপ সেখানে রেকর্ড হয়ে যায়(নিচে সংযুক্ত )। মানুষ কতটা নিচু এবং জগণ্য হলে একজন অসহায় গরীব পান বিক্রেতার কাছ থেকে চাঁদা দাবি করতে পারে আর চাঁদা দিতে অসম্মতি জানানোর কারণে পুরো দোকান সহ লুট করে নিয়ে যেতে পারে.?
তার আওতাধীন মার্কেটের দোকানদার দের কাছ থেকেও নতুন একটা চাঁদা ধার্য করা হয় ,যেটা সরেজমিনে কিছু দোকানদারের কাছ থেকে জানা যায়।
চাঁদাবাজ চৌধুরী শহরে চাঁদাবাজি করেই ক্ষান্ত নয়,খবর নিয়ে দেখা যায় এই চাঁদাবাজ গ্রামের বাড়িতেও চাঁদাবাজিতে পিছিয়ে নেই। গ্রামের বাড়িতেও তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
অত্র এলাকার সর্বস্তরের জনগণের প্রতি জিজ্ঞাসা এই নৃশংস চাঁদাবাজের কি শাস্তি হওয়া উচিত..?