
02/07/2025
(ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ জিয়াউর রহমান)। 👉 দয়া করে পোস্টটি শেয়ার করুন। 🛑কুমিল্লার গৌরীপুর বাজারের কুকারিজ ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমান ০২/০৭/২০২৫ বুধবার সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় নিজ ব্যবসার মালামাল আনার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার আগে সর্বশেষ জিয়াউর রহমান তার মেজো ছেলে জুয়েল রানার সাথে ফোনে কথা বলেন, তার কিছুক্ষণ পর থেকে জিয়াউর রহমানের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। জিয়াউর রহমানের স্বজনরা সারাদিন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে জিয়াউর রহমানকে না পেয়ে ধারস্থ হন দাউদকান্দি থানা পুলিশের। কিন্তু পুলিশের সহযোগিতা না পেয়ে জিয়াউর রহমানের স্বজনরা এখন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের পথে রওনা দিয়েছেন। জিয়াউর রহমানের মেজো ছেলে জুয়েল রানা জানান আমার বাবাকে সারাদিন খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে আমরা ধারস্ত হই দাউদকান্দি থানা পুলিশের, এবং অনুরোধ করি নিখোঁজ হওয়ার পর আমার বাবার মোবাইল ফোন নাম্বারটির সর্বশেষ অবস্থান কোথায় ছিল তা প্রযুক্তির সহায়তায় আমাদেরকে জানানোর, কিন্তু দাউদকান্দি থানা পুলিশ আমাদেরকে এ বিষয়ে কোন সহযোগিতা করেননি, এবং আমাদেরকে আগামীকাল থানায় যেতে বলেন,,,, ঠিক যেন (কারো পৌষ মাস আর কারো সর্বনাশ) এই কথার বাস্তব প্রমাণ পেলাম আজ দাউদকান্দি থানা পুলিশের কাছ থেকে। এবং পরবর্তীতে তারা আমাদেরকে পরামর্শ দেন আমরা যেন ঢাকা মেডিকেল কলেজে গিয়ে আমার বাবাকে খোঁজাখুঁজি করি, সেখানে পেলে পেতেও পারি,,,,,,! দাউদকান্দি থানা পুলিশের পরামর্শ অনুযায়ী আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি।। নাম: মো: জিয়াউর রহমান পিতা: মরহুম হাজী মোহর আলী গ্রাম:জিয়ারকান্দি থানা: তিতাস কুমিল্লা। জিয়াউর রহমান ০২/০৭/২০২৫ বুধবার তার দোকানের কুকারিজ মালামাল আনার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দেন, রওনা দেয়ার কিছুক্ষণ পর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়,,, যদি কোন হৃদয়বান ব্যক্তি ছবির এই (জিয়াউর রহমান) ব্যক্তিকে চিনে থাকেন দয়া করে যোগাযোগ করুন:01817005198 01814804545 01814102336