Daily Deen

Daily Deen দ্বীন প্রচারের জন্য ক্ষুদ্র প্রচেষ্টা।
দ্বীনের আলো চড়িয়ে দিতে পাশে থাকুন।জাযাকাল্লাহ

15/11/2023

Hazrat Omar (Ra)Life History !esoshikhi

06/05/2023

জান্নাতের বর্ণনা! Jannater Bornona|Original Voice|Daily Deen

23/04/2023

ফজরের নামাজের গুরুত্ব ও ফজিলত! Original Voice|Daily Deen

23/04/2023

হযরত মোহাম্মদ স: এবং হযরত আয়েশা রা: সাংসারিক জীবনের কিছু ঘটনা|Original Voice|Daily Deen

23/04/2023

দোয়া কবুলের পাঁচটি শর্ত |Original Voice |Daily Deen

14/04/2023

লেখাটা পড়তে গিয়ে শরীরের লোম দাঁড়িয়ে গেছে। এক মিনিট লাগবে, আপনিও একবার পড়ে নিন।
জান্নাতীরা জান্নাতে নিজ গৃহে অবস্থান করবেন।এমন সময় দরজায় কেউ কড়া নাড়বে। দরজা খুলে দেখবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে।তিঁনি বলবেন ‘চলো আল্লাহ সুবহানাহু ওতায়ালার সাথে দেখা করে আসি।
তিনি তখন খুবই উল্লসিত হয়ে বের হয়ে এসে দেখবেন খুব সুন্দর একটা বাহন তাঁর জন্য প্রস্তুত।বাহন ছুটে চলবে খুব বিস্তৃত নয়নাভিরাম মাঠ দিয়ে যা স্বর্ণ আর মণি মুক্তা খচিত পিলারে সাজানো ।
জান্নাতিরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবে।এমন সময় আলো দেখবে আলোর পর আরো আলো।তারপর আরো আলো।
জান্নাতীরা তখন উল্লসিত হয়ে ফেরেস্তাদের জিজ্ঞেস করবেন ‘ আমরা কি আল্লাহকে দেখেছি ?’
না, আমরা সে পথেই ছুটছি।ফেরেস্তা বলবেন ।
হঠাৎ জান্নাতীরা শুনবেন গায়েবী আওয়াজ -
* আস সালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ *
আল্লাহ সুবহানাহু তায়ালা স্বয়ং সালাম দিচ্ছেন জান্নাতীদের ।
খুবই আবেগময় হবে সে মুহূর্তটা !!!
আল্লাহু আকবার ।
আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার সালামের জবাবে
তখন জান্নাতীরা বলবেন,
আল্লাহুম্মা আনতাস সালাম,ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।
হে আল্লাহ!আপনি শান্তিময় এবং আপনা হতেই শান্তি উৎসারিত হয়।। আপনি বরকতময় হে মহান ও সম্মানের অধিকারী ।
তখন আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা জিজ্ঞেস করবেন,
তোমরা কি খুশী ? তোমরা কি সন্তুষ্ট ?
ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদের আপনি জান্নাত দিয়েছেন ! আমরা অসন্তুষ্ট হই কি করে !
জান্নাতীরা জবাব দিবেন ।
আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তখন জিজ্ঞেস করবেন,
তোমাদের আর কি চাই ?
তখন জান্নাতীরা (ইনশাআল্লাহ) বলবেন-
আর কিছু চাই না ।
আল্লাহ বলবেন না না।আজ তো দেয়ার দিন।
আমি আরও দিব।বলো কি চাই ।
তখন জান্নাতীরা (ইনশাআল্লাহ) সমস্বরে বলে উঠবেন-
ও আল্লাহ,আমরা আপনাকে দেখতে চাই ।
আপনাকে দেখি নি কখনও।আপনাকে আমরা ভালবাসি।
আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তখন পর্দা সরিয়ে দেবেন ।
সৃষ্টি এবং স্রষ্টা মুখোমুখি।চোখ বন্ধ করে একটু চিন্তা করুন। সারাজীবন দুনিয়াতে যাকে ডেকেছেন।যাকে না দেখে চোখ দুটো অঝোরে কেঁদেছেন।কাউকে না বলা আপনার একান্ত কথাগুলো যাকে বলেছেন।খুব বিপদে কেউ নেই পাশে,কেঁদে কেঁদে যাকে বলেছিলেন।
পকেট ফাঁকা, ঘরে খাবার নেই, অনিশ্চিত উৎস থেকে খাবারের ব্যবস্হা যিনি করেছেন।কত চাওয়া,মাকে বলেন নি, বাবাকেও না , রাতের আঁধারে কেঁদে কেঁদে যাকে বলেছিলেন ।
কত অপরাধ করেছি, কেউ দেখে নি।একজন দেখেছেন কিন্তু গোপন রেখেছেন।বারবার ভুল করেছি, যিনি মাফ করে দিয়েছেন, অদৃশ্য ইশারায় সাবধান করেছেন।মমতাময়ী মা, আমার আদরের সন্তান, প্রিয়তমা স্ত্রীর ভালবাসা দিয়ে অদৃশ্য ভালবাসায় আমাকে যিনি ভালবেসেছেন সবচেয়ে বেশী । সবচেয়ে আপন, সুমহান সেই প্রতিপালকের মুখোমুখি ...
সাহাবীদের প্রশ্নের জবাবে নবীজী বলেছেন,পৃথিবীতে আমরা যেমন চাঁদকে স্পষ্ট দেখি ,আমরা আল্লাহ সুবহানুওতায়ালাকে তেমনি দেখব। ইনশাআল্লাহ ।
আল্লাহকে দেখাই জান্নাতের সবচেয়ে বড় নেয়ামাহ্ !
💕ইয়া আল্লাহ - স্বল্প সংখ্যক সেই মহা সৌভাগ্যবানদের তালিকায় আমাদের নামটা যোগ করে দিন। আমিন👏
[সংগৃহীত। যে ভাই বা বোন লিখেছেন, হে আল্লাহ, আপনি তাকে সেই স্বল্প সংখ্যক সৌভাগ্যবানদের দলভুক্ত করে নিন।]

দেলোয়ার হোসেন সাঈদী জামায়াতের সাথে সম্পৃক্ত তাই তাঁর মুক্তির কথা বলার জন্য জামায়াত আছে, মামুনুল হক হেফাজতে সাথে সম্পৃ...
05/04/2023

দেলোয়ার হোসেন সাঈদী জামায়াতের সাথে সম্পৃক্ত তাই তাঁর মুক্তির কথা বলার জন্য জামায়াত আছে, মামুনুল হক হেফাজতে সাথে সম্পৃক্ত তাই তাঁর মুক্তির কথা বলার জন্য হেফাজত আছে। কিন্তু জসিম উদ্দিন রহমানি কোনো দল অথবা সংগঠনের সাথে জড়িত নাই তাই তাঁর মুক্তির জন্য কথা বলার কেউ নাই। কোন ইসলামী দল সংগঠন অথবা কোনো ইসলামী সেলিব্রিটি তার ব্যপারে কোনো কথা না বললেও, সাংবাদিক ইলিয়াস ওনার সম্পর্কে একটু কথা বলেছেন, আল্লাহ ওনাকে এর উত্তম প্রতিদান দান করুন।

শুধু মাত্র কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা করার জন্য আজ কত বছর তিনি জেলের মধ্যে আছেন, কতগুলো রোজা ইফতারি সেহরি তিনি জেলের মধ্যে পার করছে, কতগুলো ঈদ তিনি জেলের ভিতর। আল্লাহ শায়েখের উপর রহমত বর্ষণ করুন।

03/04/2023

পিঠাপিঠি দুই ভাই। ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের ফাইট হয় প্রায়ই। ছোটকে সব সময় কুপোকাত করে বড় ভাই। মাঝেমধ্যে ছোট পুত্রের প্রতি মায়া হয় বাবার। বাবা তাই হঠাৎ হঠাৎ বড়টাকে ধরে রেখে পিচ্চিকে ইশারা করেন—তুমি এবার সুযোগ কাজে লাগাও।

পিচ্চি তখন আচ্ছামতো মনের ঝাল মিটিয়ে জেতার তৃপ্তি নিয়ে বাবার নিরাপদ ছায়ায় আশ্রয় নেয়। তারপর বড়জনকে ছেড়ে দেন বাবা।

শয়তানের সঙ্গে আমাদের লড়াই চিরন্তন। সে চায় আমাদেরকে জাহান্নামে নিতে, আর আমাদের প্রকৃতি চায় জান্নাতে যেতে। শয়তান বয়স ও শক্তিতে আমাদের চেয়ে অনেক বড়। তাই বেশিরভাগ লড়াইয়ে সে আমাদেরকে হারিয়ে দেয়। আমাদের মাধ্যমে অন্যায় করায়।

আল্লাহ তাআলা আমাদের ওপর রহম করে প্রতি বছর একবার (রমজানে) শয়তানকে বেঁধে রাখেন। উদ্দেশ্য—আমরা যেন এই সুযোগে তাকে হারিয়ে দিই। ভাইকে হারাতে না পারলে কিছু এসে যায় না, কিন্তু শয়তানকে হারাতে না পারলে তো জান্নাত হারাতে হবে! এ তো বাঁচা-মরার লড়াই!

বাবার চেয়েও বহু দয়ালু রব্বে কারীমের দেয়া এই মোক্ষম সুযোগেও যদি আমরা শয়তানকে কুপোকাত করতে না পারি, তবে আর কোনো দিনই কি পারব?

স্ত্রীর বাড়ি থেকে কিছু গ্রহণ করর পুর্বে শতবার ভাবুন তাদের বর্তমান আর্থিক অবস্থার কেমন....স্ত্রীর বাপের বাড়ির আর্থিক অবস্...
01/04/2023

স্ত্রীর বাড়ি থেকে কিছু গ্রহণ করর পুর্বে শতবার ভাবুন তাদের বর্তমান আর্থিক অবস্থার কেমন....
স্ত্রীর বাপের বাড়ির আর্থিক অবস্থার যদি সচ্ছল হয় আর হাসবেন্ড যদি বেকার হয় তবে তারা যদি নিজ ইচ্ছাই মেয়ের বাড়িতে কিছু দিতে চাই সেটা ভিন্ন কথা,তাও যে স্বামী এটা গ্রহণ করবে সেটা ওই স্বামীর নিচু মন-মানসিকতা তার যদি সম্মানবোধ থাকে সে কখনও শশুর বাড়িতে নিজেকে সুপুরুষ হিসাবে প্রমান করতে পারবেনা।
এখন আপনি বলুন আপনি আপনার মা বোন কে লেলিয়ে দিয়ে নিজেও বার বার বলছেন কিরে তোর বাপ মা কি নাই,রোজার মাসে যে ইফতার দিতে হয় এটা জানেনা তোর ফ্যামিলি ইত্যাদি ইত্যাদি!
বেটা, তোর বিয়ে করার যোগ্যতা ছিলনা,তোর উচিত ছিলো রোজা রেখে যৌবনের হেফাজত করা!
তোর মত নির্লজ্জ বেহায়ার কাপুরুষদের বিয়ে করা উচিত ছিলো না!
এই ইফতার খেয়ে রোজা রেখে নিজেকে রোজাদার ভাবছো...
তোমার রোজা আল্লাহর কাছে কবুল হবেনা।যদি বাপের বেটা হও
যাহ গ্রহণ করেছ তার সব টাই পেরত দাও, আর বলে আসো শশুর বাড়ি আপনাদের বাড়ির একটা সুই সূতাও যেনো আমার বাড়িতে না আসে খবরদার।

28/03/2023

আমি কার সমালোচনা করবো,যার দিকে তাকায় সে আমার থেকে উত্তম।
আল্লাহ আমাদের পরনিন্দা ও গীবত এর মত জঘণ্য ফেতনা থেকে হেফাজত করুন🤲

Address

Noakhali, Chottogram
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Daily Deen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Deen:

Share