03/10/2024
এই পোস্টটা আমার সংখ্যালঘু ভাইবোনদের জন্য!
এখন নানা যৌক্তিক দাবিতে আন্দোলনের ডাকে অনেকেই রাস্তায় নামতে বলবে আপনাদের - তবে শুধু একটাই অনুরোধ - কারো ফাঁদে পা দিবেন না!
একটা চক্র আপনাদেরকে পুঁজি করে এখনো স্বার্থ আদায়ে ব্যস্ত আছে - সরাসরি ধর্মীয় দাঙ্গা বাঁধিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে।
একটা কাল্পনিক চিত্র ভাবি আমরা…
ধরুন কাল আপনাদের একটা সমাবেশ আছে - যেখানে যৌক্তিক দাবি নিয়ে আপনারা রাস্তায় নামবেন। কিন্তু একটা মহল এমন একটা সমাবেশের ভিড়ে সুযোগ নিতে চাইবে - চলার পথে মুসলমানদের নিয়ে কোন বাজে মন্তব্য করবে কিংবা হয়ত মসজিদ লক্ষ করে কিছু একটা ছুড়ে বসবে।
তখন মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে সবাই আপনাদের সমাবেশে আক্রমণ করলে বিরাট দাঙ্গা বেঁধে যাবে হয়ত!
এটা কেবলই একটা কাল্পনিক চিত্র আমি শেয়ার করলাম কিন্ত এই ধরনের সুযোগসন্ধানীদের লক্ষ্য হল ধর্মীয় দাঙ্গা বাঁধিয়ে সামনের পূজার আয়োজন ন্যাসাত করা আর বাংলাদেশকে বিশ্বের দরবারে অস্থিতিশীল হিসেবে প্রমাণ করা।
তাই আমরা সবাই এমন সব ফাঁদ থেকে দূরে থাকব, কোন মিছিল/সমাবেশে অংশগ্রহণ করতে চাইলে সেটা যাচাই বাছাই করে নিব আর একই সাথে দুষ্কৃতকারী দেখলেই পুলিশে সোপর্দ করব!
আমার দেশকে নিয়ে আর কোন লাশের রাজনীতির সুযোগ যেন কেউ আর না পায়!
আশা করি সংখ্যালঘু ভাইবোনেরা পোস্টের সারমর্ম বুঝতে পেরেছেন!
© Abdullah Al Jaber