তুমি কে?

তুমি কে? এই পেজে আপনাদের স্বাগতম। এই পেজে আপনারা গল্প,কমেডি,rost, ব্লগ, বিভিন্ন স্বাস্হ সম্মপরকীত টিপ ইত্যাদি!

05/07/2023

💞দুষ্টু মেয়ের মিষ্টি হাসি 💞's short video with ♬ Kotota Valobashi Jane Na a Mon

চাচা নামবেন কোথায়?এইযে পরের ইস্টিশনে বাবা।আপনার বাড়ি এখানেই?না বাবা, মায়াডারে বিয়া দিছলাম এইনো। মাইয়ারে দেখবার যাইতাছি।ব...
29/06/2023

চাচা নামবেন কোথায়?

এইযে পরের ইস্টিশনে বাবা।

আপনার বাড়ি এখানেই?

না বাবা, মায়াডারে বিয়া দিছলাম এইনো। মাইয়ারে দেখবার যাইতাছি।

বাবা কি পড়ালেহা করো?

হে চাচা, ইঞ্জিনিয়ারিং পড়তেছি

ওহ, আমার বড় পুলাডাও ইঞ্জিনিয়ার। অনেক টেকা কামায়। ঢাকায় ত অনেক বড় বাড়িও আছে। পুলাডারে লয়া আমার গর্বের শেষ নাই। আমি অহন ইন্জিনিয়ারের বাপ। কইতেও শান্তি লাগে।

পাশ থেকে চাচার ছেলে (১৪/১৫ বছর বয়সী হবে হয়তবা) বলে উঠল-

হ তোমার বড় পুলায় যে খোঁজ খবর রাখে না, সেইটাও বলো ভাইকে। শুনেন ভাই, বড় ভাইয়ার পড়ালেখার জন্য আব্বা এত টাকা খরচ করেছে যে আমাদের ঋণের অভাব নাই। মাথার ঘাম পায়ে ফেলে তারে ইন্জিনিয়ার বানাইছে। আম্মুর জন্য প্রতিদিন ৩০০ টাকার ঔষধ দরকার হয়। রিক্সা চালিয়ে আব্বা সংসার চালাতে হিমসিম খায় প্রতিনিয়ত। ভাইয়া লাখ লাখ টাকা ইনকাম করে। আমাদের একটু খোঁজ ও নিয়ে দেখে না। তার পড়ালেখার জন্য আমাদের প্রায় সব কৃষি জমিও বিক্রি করা হয়ে গিয়েছে৷ তবুও আব্বার গর্বের শেষ নাই তারে নিয়া। আর এখন তিন মাস ধরে ধার দেনা করে বোনের বাড়িতে যৌতুক নিয়ে যাচ্ছি। দুলাভাই বলেছে টাকা না নিয়ে গেলে আপুকে নাকি আমাদের বাড়িতে পাঠিয়ে দিবে।

ছেলেটার কথা গুলো আমি হা করে শুনছিলাম। চাচা কয়েকবার কথার মাঝে বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু ছেলেটা একদমে কথাগুলো বলে ফেলল। চাচার চোখ দিয়েও পানি পড়ছে। আর আমি মনে মনে ভাবছি, ইঞ্জিনিয়ার হওয়ার পর আমার বাবার কষ্টের দাম আমি দিতে পারবো তো?

Collected

এক বৃদ্ধ ট্রেনে উঠেছে। উপরোক্ত বগিতে বৃদ্ধ একাই ছিলো।হঠাৎ ১২ জন যুবক চলন্ত ট্রেনের ঐ বগিতে উঠেই চিৎকার করে গান গাচ্ছিলো।...
29/06/2023

এক বৃদ্ধ ট্রেনে উঠেছে। উপরোক্ত বগিতে
বৃদ্ধ একাই ছিলো।
হঠাৎ ১২ জন যুবক চলন্ত ট্রেনের
ঐ বগিতে উঠেই চিৎকার করে গান গাচ্ছিলো।
ছুরি দিয়ে আম কেটে কেটে খাচ্ছিলো ।
হঠাৎ একটি যুবক বলে উঠলোঃ
"চল আমরা ট্রেনের চেইনটা টেনে ট্রেনটাকে
থামিয়ে দেই।"
#২য় যুবকঃ "না দোস্ত, লেখা আছে পাঁচ
শত টাকা জরিমানা অনাথায় ছয় মাস জেল।"
#১ম যুবকঃ "আমরা একশো টাকা করে
চাঁদা তুলি। বারোশো টাকা হবে বাকী
সাত শো টাকা দিয়ে লাঞ্চ করবো।
Let's fun friends" (বারোশো টাকা
তুলে ১ম যুবকের পকেটে রাখলো)

#৩য় যুবকঃ "দোস্ত, আমরা চেইন টেনে
ঐ বুইড়াটাকে দেখিয়ে দিলে পাঁচ শো
টাকাও বাঁচলো Fun হলো। আমরা ১২
জনে সাক্ষী দিলে টিটি মেনে যাবে।"
বৃদ্ধ কাঁদতে কাঁদতে হাত জোড় করে
বললোঃ "বাবা, তোমরা আমার ছেলের
বয়সী। কেনো আমাকে বিপদের মধ্যে
ফেলবে?"

যুবকগুলো বৃদ্ধের অনুরোধ অবজ্ঞা করে
চেইনটা টান দিতেই। টিটি চলে এসে
জিজ্ঞাসা করলোঃ "কে চেইন টেনেছে?"
যুবকগুলো বৃদ্ধকে দেখিয়ে বললোঃ
"ঐ চাচা মিয়া টেনেছে।"
টিটি বৃদ্ধকে বললোঃ "অকারনে চেইন
টানলে পাঁচ শত টাকা জরিমানা অথবা
ছয় মাস জেল।"যুবকগুলো চিৎকার
করে বললোঃ "স্যার, বুইড়া অকারনেই
টেনেছে। হো হো হো হো........."

বৃদ্ধ একটু দাঁড়িয়ে বললোঃ
"টিটি সাহেব আমি বিপদে পড়েই চেইন
টেনেছি।"
টিটি বললোঃ "কি বিপদ?"
বৃদ্ধ বললোঃ "ঐ যুবকগুলো আমার
গলায় ছুরি ধরে আমার বারো শো টাকা
ছিনতাই করেছে।"
টিটি বললোঃ "কি সর্বনাশ?"
বৃদ্ধ বললোঃ "দেখুন ঐ যুবকটির পকেটে
টাকা আর ঐ ব্যাগে ছুরি।"
টিটি পুলিশ কল করে ১২জন যুবককে
গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলো।
তখন বৃদ্ধ তার পাকা চুল/দাড়ি দেখিয়ে
যুবকগুলোকে বললোঃ
"এইগুলো বাতাসে পাকে নাই"

[collected]

28/06/2023

Address

বন্দরটিলা, হাসপাতাল গেট তালতলা
Chittagong

Telephone

+8801848685054

Website

Alerts

Be the first to know and let us send you an email when তুমি কে? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তুমি কে?:

Share