আমাদের চট্টগ্রাম-Amader Chittagong

আমাদের চট্টগ্রাম-Amader Chittagong চট্টগ্রামের সাড়া জাগানো খবরের কাগজ

22/08/2025

মায়ের খবর রাখছিতো- রাখছি কি বৃদ্ধ বাবার খবর।

ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে-
“বাবা আপনার নামে ২০ হাজার টাকা ছেড়েছি, এ টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন, ফল কিনে খাবেন। গোপন নাম্বারে পাঠিয়েছি, আপনি আইডি কার্ড নিয়ে জনতা ব‍্যাংকে গেলেই টাকা পেয়ে যাবেন”।

ছেলের কথা মতো বাবা আজ জনতা ব‍্যাংক গৌরীপুর শাখায় এসেছেন টাকা তোলার জন‍্য। বেশ অসুস্থ শরীর তাঁর। কোনমতে লাঠিতে ভর করে চলাফেরা করেন। বললাম- এই শরীর নিয়ে একা একা আসা ঠিক হয়নি আপনার।
তিনি জানালেন- সাথে আসার মতো কাউকে পাননি বলে কষ্ট করে একাই এসেছেন। টাকা তুলে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি ফিরবেন।

মুরুব্বিকে আমার রুমে বসিয়ে সহকর্মীকে বললাম ওনার টাকাটা পে-আউট করে দেয়ার জন‍্য। কিছুক্ষণ পর আমার সহকর্মী জানালো, এই টাকার বেনিফিসিয়ারী তিনি নন, অন‍্য আরেকজন। পরবর্তীতে গোপন পিন নাম্বারটি আমি নিজে কয়েক বার মিলিয়ে দেখলাম, সহকর্মীর কথাই সত‍্যি। পরে ভদ্রলোকের কাছে জানতে চাইলাম উল্লেখিত ব‍্যাক্তিকে আপনি চিনেন কিনা। নাম শোনতেই তাঁর দু’চোখে জলের তান্ডব দেখলাম!
অভাগা বাবা কাঁদতে কাঁদতে লাঠিতে ভর দিয়ে চলে গেলেন।

তখন নায়ক রাজ্জাকের “বাবা কেনো চাকর” সিনেমাটির কথা মনে পড়ে গেল। হৃদয়ে বাজতে লাগলো- আমার মতো এমন সুখী নেইতো কারো জীবন…..

বুঝতে পারলাম, ছেলে তার শ্বশুরকে পাঠানো মেসেজটি ভুলক্রমে বাবার মোবাইলে পাঠিয়ে দিয়েছেন। ঘন্টা দেড়েক পর একজন তড়তাজা ভদ্রলোক এসে সে টাকা উঠিয়ে নিয়ে গেলেন। তারঁ সাথেও কথা হল। জানতে চাইলাম কে টাকা পাঠিয়েছেন।
মাঝ বয়োসী ভদ্রলোক জানালো - “আমার জামাই, নবীর দেশে থাকে। খুব ভালো ছেলে, কয়েক মাস পর পর শরীর চেকআপের জন‍্য টাকা পাঠায়। পাগল একটা জামাই!, দোয়া করবেন স‍্যার।

আমি কিছুক্ষণের জন‍্য স্তব্দ হয়ে গেলাম। ভাবলাম বাবা ছেলেকে বড় করে নবীর দেশে পাঠিয়েছিলেন ঠিকই, এখন সে আবু জাহেলের দেশে বাস করে……!

লেখাটি লিখেছেন -
মোহাম্মদ জসীম উদ্দীন
ব্যবস্থাপক, জনতা ব‍্যাংক পিএলসি,
গৌরীপুর শাখা।

22/08/2025

ধীরে ধীরে বের হয়ে আসছে কে বা কারা রাজাকারের বাচ্চা 🥰
জাতীয়তা বাদি দল বিএনপির সাবেক এমপি হাবিবুর নবী সোহেল গত কাল এক ভাষণে বলছে জামায়াত ইসলামী এখনো ১৯৭১সালের বাংলাদেশ রাষ্ট্রের বিরোধিতা জন্য ক্ষমা চায় নাই ।
জনগণের প্রশ্ন জাগে হাবিবুর নবী সোহেল খানের বাবা আব্দুল শাকুন‌ খান,১৯৭১সালে পাকিস্তান সরকারের কূটনীতিক ছিলো , পাকিস্তান সরকারের অনুগত প্রকাশ করে ইন্দোনেশিয়ার কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছে ।
তার ছেলে কিভাবে জামায়াত ইসলামী কে রাজাকার বলে , জামায়াত ইসলামী যদি রাজাকার হয় আপনার বাবা তো রাজাকারেন লিডার ছিলো ,আপনি কি জাতির কাছে আপনার বাবার অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন
জনগণের প্রশ্ন জাগে।

22/08/2025
খবরের বাকি অংশ কমেন্ট বক্সে দেখুন
21/08/2025

খবরের বাকি অংশ কমেন্ট বক্সে দেখুন

একটু দেখুন-যে মানুষটির খোঁজ করা হচ্ছে তিনি বোয়ালখালীর সন্তান  #প্লিজ_হেল্পসাদা কালো ছবি আমার বাবার,পাশে আমি,তারপাশে আমার...
10/06/2025

একটু দেখুন-যে মানুষটির খোঁজ করা হচ্ছে তিনি বোয়ালখালীর সন্তান

#প্লিজ_হেল্প

সাদা কালো ছবি আমার বাবার,পাশে আমি,তারপাশে আমার মা।বিগত ৩৫ বছর আগের কথা,আমার বাবা চট্রগ্রামে থাকে,ssc পরিক্ষায় ফেল করে দাদার সাথে রাগ করে ঢাকা এক বন্ধুর বাসায় আসে বাবা,,বাবার বন্ধুটা আর আমার নানা নানী,মামারা একই বাড়িতে ভাড়া থাকতো,সেখান থেকে বাবা মাকে দেখে পছন্দ করে মাকে বিয়ে করেন, ভালোই চলছিলো তাদের নতুন সংসার,বাবা কাজ করতো না,এ নিয়ে ঝগড়া হতো মায়ের সাথে,আমি তখন মায়ের পেটে ৬ মাসের।একদিন বাবা মায়ের সাথে ঝগড়া করে বাবা চট্টগ্রাম চলে যায়, আর আসেনা,আমি দুনিয়ায় আসলাম,বাবা আমাকে দেখার জন্য আসেনি,বাবা আমার দুই চাচাকে পাঠিয়েছে,চাচারা আমাকে দেখে চলে গেছে আর আসেনি। যতটুকু জেনেছি বাবা মাকে মাসে ১০/১২ টা চিঠি দিতো,যোগাযোগ ছিলো বাবা মায়ের,আমি বড় হবার পরে যোগাযোগ করতে দেখিনি।মা আমাকে বলতো বাবা মারা গেছে,কিন্তু আমি জানি বাবা এখনো বেচে আছে,মা হয়তো অভিমান করে বলতো বাবা বেচে নেই।বর্তমানে আমি স্বামীর সংসার করছি,আমার দুই মেয়ে এক ছেলে।আমি আপনাদের মাধ্যমে আমার বাবাকে খুজে পেতে চাই,আপনারা আমাকে সবাই হেল্প করেন।বাবার সামনে দাড়িয়ে একবার বাবা বলে জরিয়ে ধরবো,,আর কিছু চাইনা আমি,আমার এই আসাটা আপনারা পুরন করেন।আমার বাবার নাম:রাজ্জাক রহমান,
পিতা:আমীর হোসেন হাজী।
গোমদন্ডী,বোয়ালখালী,চট্রগ্রাম।
হাজি বাড়ি হিসেবে সবাই চিনে,বাড়ির পাশে বড় একটি মন্দির আছে।
আমার ঠিকানা:১২২/২৫/D-২,উওর মুগদা পাড়া,মদিনাবাগ ঢাকা।
মোবাইল নং:-01777214656.
এই কথাগুলো এবং আপনাদের গ্রুপে যে পোষ্ট করেছে সে আমার স্বামী।তার ফেসবুক আইডি দিয়েই পোষ্ট করা।প্লিজ হেল্প মি অল।

03/03/2025

'সাংবাদিকদের উচিত সাংবাদিকতার পাশাপাশি বৈধ ব্যবসা করা। অথবা ফ্রিল্যান্স অন্য কিছু করা। বৈধভাবে কনসালটেন্সি করা। ঠিক ৮ ঘণ্টা শেষ করে অফিস থেকে বের হয়ে যাওয়া। কোনো কিছু না করতে পারলেও পরিবারকে সময় দেয়া অন্তত।

নেশার মতো ১৮-২০ ঘন্টা কাজ করে নিজের পরিবারের হক নষ্ট করার কোন অধিকার আপনার নেই। অধিকাংশ সাংবাদিক হার্ট অ্যাটাকে মারা যায়। দিনশেষে তাদের স্ত্রী সন্তানরা অনাথের মতো পড়ে থাকে। মা অসুস্থ হলে ওষুধ কেনার টাকা থাকে না। মাসের ১৫ তারিখের পর বাজার করার টাকা থাকবে না। দিনভর রাজা উজির মেরে রাতে গিয়ে কোনমতে এক তরকারি দিয়ে ভাত খেতে হয়। বাসা ভাড়া দেয়ার টাকা থাকে না। গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল দেয়ার পর চায়ের বিলের হিসেবে মেলানো যায় না।

সবচেয়ে দুঃখজনক হলো- বন্ধুবান্ধব কিংবা স্বজনদের নিয়ে রেস্টুরেন্টে খেতে বসলে সাহস করে "বিল দিব" এ কথাটা বলা যায় না।

এই পেশাটা ধান্দাবাজদের পেশা। এখানে সৎ ও ভালো মানুষের কোন দাম নেই। নিজের পরিচয় ভাঙিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা লোপাট করে যারা, দিনশেষে রাষ্ট্রও তাদের পাশে থাকে। যারা নিজেরা লক্ষ লক্ষ টাকা বেতন নিয়ে কর্মীদের খুদ ছিটিয়ে দেয়, তারাই ভালো থাকে শেষ পর্যন্ত। আমি আপনি শুধু তাদের বাণিজ্যিক চিন্তার বলি হয়ে যাই। তারা নিজেরা সব চেটেপুটে খেয়ে আমাকে আপনাকে নৈতিকতা শেখাবে, কাজ করে বড় হতে শেখাবে। আর ফলটা শুধু তারা ভোগ করবে।

এই বাজারে একজন ফ্রেশার সাংবাদিকের বেতন নূন্যতম ৫০ হাজার টাকা হতে হবে। হে রাষ্ট্র, দেড় হাজার লাশের বিনিময়েও যদি বৈষম্য দূর না হয়। তাহলে রাষ্ট্র তোমার প্রতি ধিক! তোমার গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতি ধিক্কার!'

©বেলায়েত হোসেন, সিনিয়র রিপোর্টার, এখন টিভি

নিখোঁজ সংবাদ :আনুমানিক ১২ টার সময় নিখোঁজ হয়েছে।চট্টগ্রামের বায়েজিদ  থেকে,  কারো নজরে এলে একটু জানান। যোগাযোগ প্রদেশ বড়...
19/02/2025

নিখোঁজ সংবাদ :

আনুমানিক ১২ টার সময় নিখোঁজ হয়েছে।
চট্টগ্রামের বায়েজিদ থেকে, কারো নজরে এলে একটু জানান। যোগাযোগ প্রদেশ বড়ুয়া (ওর বাবা) +8801836405814

15/02/2025
15/02/2025

বান্দরবানে সাচিং প্রু জেরীর উপর হামলা কারীদের ছাড় নেই.......

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের চট্টগ্রাম-Amader Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share