12/12/2020
আসসালামুয়ালাইকুম প্রিয় কুমিল্লাবাসী ! ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এই প্রথমবারের মতো আমরা বিজয় র্যালিতে অংশগ্রহণ করতে যাচ্ছি!
যদিও এ র্যালির আয়োজনটা কুমিল্লাতে প্রতিবছর হয়ে থাকে। কিন্তু এই প্রথম র্যালিতে আমরা Cumilla Rider's Club (CRC)অংশগ্রহণ করবো।আশা করি আপনাদের সবার সাপোর্ট পাবো এবং সবাই মিলে দিনটা আকর্ষণীয় করে তুলবো। এই র্যালিতে সবাই যোগ দিতে পারবেন। যাদের সাইকেল,মোটরবাইক,গাড়ি যা নিয়ে যোগ দিতে চান পারবেন.
রাইড শুরু : রানিরকুটি কুমিল্লা
টাইম : সকাল ৮ টায়
এই র্যালিতে রয়েছে আলাদা টি-শার্ট।এই টি-শার্ট টি সবার জন্য রয়েছে। নিচে টি-স্টার ছবি দেওয়া আছে।
#করোনা মহামারীর কথা মাথায় রেখে সবাই মাস্ক পরিধান করবো |
M H Tushar
এবং আমরা
এর একটা র্যালি আয়োজন করেছি! যেটি শুরু হবে মায়ামি হোটেল থেকে।
মায়ামি হোটেলে ঐদিন রয়েছে এক দারুণ অফার !!!!!!!!!!
১৬ ডিসেম্বর খেতে চলে আসো ১৬ টাকার খিচুরি!! অফারটি সবার জন্য কিন্তু সীমিত সময়ের জন্য!!
আমরা কুমিল্লাবাসী হয়ে কি এই অফার মিস করতে পারি!!
তাই আমরা সবাই মিলে Cumilla Rider's club এর র্যালিতে যোগদান করি।
এবং মায়ামীর অফারটি উপভোগ করি।
প্রথম র্যালি শেষ করে আমরা মায়ামি হোটেল অবস্থান করবো। ২য় র্যালি শুরু হবে ১১:৩০ এর ম্যধে ইনশাআল্লাহ।
যোগাযোগ :-
Muhammad Abu Kawser 01780994959
Robiul Hasan Shawon 01400175029
Kawser Ahmed 01633979419
সবাইকে অবশ্যই হেলমেট পড়ে আসতে হবে।
সেফটি মেন্টেন করতে হবে আদেশ মানতে হবে।
ধন্যবাদ।