18/06/2025
কখনো কখনো মনে হয় আমি কেবল মাত্র একটা মুখোশ পরে আছি। হাসি দেই, কথা বলি, কিন্ত ভেতরে একটা কান্না জমা হয়ে থাকে। সবাই ভাবে আমি ভালো আছি কিন্তু আমার চোখের ক্লান্তি কেউ দেখে না। প্রতিদিন নিজের সাথে একটা গোপন লড়াই চলে আমার। যার কোন বিচারক নেই, কোন দর্শক নেই। সুধু হার না মানা এই আমি😥😥😥😥😥😒😒😒 ゚