News Rangunia / নিউজ রাঙ্গুনিয়া

News Rangunia  / নিউজ রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়ার জনপ্রিয় অনলাইন চ্যানেল!যোগাযোগ করুন- 01871-160190 / 01815-851711 যেখানে যা দেখি তা দেখানোর জন্য চেষ্টা করি।

 #রাঙ্গুনিয়া পোমরা তাহেরিয়া সাবেরিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবীর মাহফিল_____________________ #রাঙ্গুনিয়া...
13/10/2025

#রাঙ্গুনিয়া পোমরা তাহেরিয়া সাবেরিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবীর মাহফিল_____________________

#রাঙ্গুনিয়া পোমরা তাহেরিয়া সাবেরিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবীর মাহফিল ও ফাতেহা-ই-ইয়াজদাহুম
সোমবার (১৩ অক্টোবর) সকালে মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে মাদ্রাসার সকল শিক্ষক ছাত্র-ছাত্রী ও অভিভাবক এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

রাঙ্গুনিয়ায় শায়েরে রাসূল (দ.) হযরত হাসান বিন সাবিত (র.) স্মরণে ফাতেহা-এ-ইয়াজদাহুম ও জিকিরে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত-----...
13/10/2025

রাঙ্গুনিয়ায় শায়েরে রাসূল (দ.) হযরত হাসান বিন সাবিত (র.) স্মরণে ফাতেহা-এ-ইয়াজদাহুম ও জিকিরে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত
--------------------------------------------
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের কাজী পাড়া তৈয়্যবিয়া রহমানিয়া আহমাদিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মহান শায়েরে রাসূল (দ.) হযরত হাসান বিন সাবিত (র.) স্মরণে ফাতেহা-এ-ইয়াজদাহুম ও মরহুম কবরবাসীদের ইসালে সওয়াব উপলক্ষে আজিমুশশান "জিকিরে মোস্তফা ও জিকিরে আউলিয়া মাহফিল" অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বাদে মাগরিব থেকে শুরু হওয়া এ মাহফিলে পবিত্র দরুদ ও জিকিরে মুখরিত হয়ে ওঠে পুরো মসজিদ প্রাঙ্গণ।

মাহফিলে উপস্থিত ছিলেন শায়ের মোহাম্মদ তানভীর হোসেন তারেক, পায়ের হাফেজ মাহমুদ আরিফুল ইহসান, শায়ের আশরাফুল সুমন কাদেরী, পায়ের হাফেজ মোহাম্মদ ঈদুল আলম ও শায়ের মোহাম্মদ আলভী কাদেরীসহ এলাকার আলেম-ওলামা, যুবসমাজ ও বিপুল সংখ্যক মুসল্লি।

আয়োজনটি পরিচালনা করেন "হিলফুল ফুযুল সংগঠন, এলাকাবাসী ও প্রবাসীবৃন্দ।
সার্বিক সহযোগিতা প্রদান করে (KGN) খাজা গরীব-এ-নাওয়াজ ফাউন্ডেশন, শিলক, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

✍️ Mohammad Tayabul Islam

13/10/2025

#রাঙ্গুনিয়া পোমরা রোশাই পাড়া পোমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল থেকে সরাসরি__________________

13/10/2025
গাউসিয়া কমিটি বাংলাদেশ বনগ্রাম পূর্ব নতুনপাড়া ইউনিট শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও ফাতেহা-এ-ইয়াজদাহুম পালিত---------...
09/10/2025

গাউসিয়া কমিটি বাংলাদেশ বনগ্রাম পূর্ব নতুনপাড়া ইউনিট শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও ফাতেহা-এ-ইয়াজদাহুম পালিত
-------------------------------------------------------------
#চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম পূর্ব নতুনপাড়া মাঠে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহা-এ-ইয়াজদাহুম উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) বাদে আসর থেকে অনুষ্ঠিত হয়েছে ৭ম তম আজিমুশ্শান মিলাদ মাহফিল।

#আয়োজন করে গাউসিয়া কমিটি বাংলাদেশ বনগ্রাম পূর্ব নতুনপাড়া ইউনিট শাখা। এতে এলাকাবাসী ও প্রবাসী ভাইয়েরা সার্বিক সহযোগিতা করেন।

#মাহফিলের উদ্বোধন করেন মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ সাদ্দাম হোসাইন আলকাদেরী।

#প্রধান অতিথি ছিলেন চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা আরবি প্রভাষক ও লিচুবাগান তাহেরিয়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মুহাম্মদ জিল্লুর রহমান হাবিবি।

#মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা শিক্ষক তরুণ আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন আলকাদেরী।

#সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বৃহত্তর বনগ্রাম ৯নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি মোহাম্মদ কামাল উদ্দীন চৌধুরী।

#বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ নাছের উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন হাসান চৌধুরী, মুসা, মোহাম্মদ লিটন, আরমান, মাহিদ, মারুফ, আরফাত, জুবাইদ ও হাবিব।

#আলোচনা সভায় বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী ও ফাতেহা-এ-ইয়াজদাহুম মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, আল্লাহ-প্রেম ও মানবতার শপথ নেওয়ার মহান উপলক্ষ। বক্তারা সবাইকে গাউসিয়া কমিটির মাধ্যমে মানবসেবামূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

“মানবতার শপথ নিন, গাউসিয়া কমিটিতে যোগ দিন” – এ প্রতিপাদ্য নিয়ে আয়োজনটি মহাসমারোহে সম্পন্ন হয়।

✍️ Mohammad Tayabul Islam

08/10/2025

🔴LIVE____রাঙ্গুনিয়া গুনগুনিয়া বেতাগী পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ:) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশশান মাহফিল থেকে সরাসরি____

▶️♦️স্থান: রাঙ্গুনিয়া গুনগুনিয়া বেতাগী মাঠ।

▶️♦️যোগাযোগ: 01815-851711_ জাহেদ হাছান তালুকদার।

▶️♦️pageLink:https://www.facebook.com/share/1BPHaHZmPD/

▶️♦️YoutubLink:https://www.youtube.com/

Address

Chittagong
4360

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Rangunia / নিউজ রাঙ্গুনিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Rangunia / নিউজ রাঙ্গুনিয়া:

Share

Category