News Rangunia / নিউজ রাঙ্গুনিয়া

News Rangunia  / নিউজ রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়ার জনপ্রিয় অনলাইন চ্যানেল!যোগাযোগ করুন- 01871-160190 / 01815-851711 যেখানে যা দেখি তা দেখানোর জন্য চেষ্টা করি।

23/07/2025

🛑 #রাঙ্গুনিয়া সরফভাটা মাওলানা গ্রাম এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের সহযোগীতায় হোসাইনী কনফারেন্স মাহফিল থেক সরাসরি______________

#আলোচকঃ- হাফেজ মাওলানা আবুল কাসেম আল-কাদেরী।

🛑 #সরাসরি দেখতে ___@News Rangunia Channel
Rangunia/নিউজ রাঙ্গুনিয়া।//

☎️ #যে কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করুন👉01815-851711

🛖 #আমাদের নিদিষ্ট ফেইজবুক পেইজ ফলো দিয়ে রাখতে রাখবেন আমাদের চ্যানেল শুধু News Rangunia / নিউজ রাঙ্গুনিয়া News Rangunia Channel News Rangunia Islamic News Rangunia / নিউজ রাঙ্গুনিয়া News Rangunia এ গুলো ছাড়া আমাদের কোন পেইজ নেই! তাই আমাদের নাম ব্যবহার করে কেউ করলে সেই পেইজ ফলো না দেওয়ার অনুরোধ থাকলো।

🎦▶️YouTub Channel Ling---

⭕ #জাহেদ হাছান তালুকদার আইডি লিংক--

⭕ #আপনার এলাকায় যে কোন ঘটনা অথবা মাহফিল, সভা, সেমিনার, প্রতিবাদ সভা, অন্যায়, নিউজ হবে এমন যে কোন বিষয় আমাদের জানাতে পারেন----
জাহেদ -01815-851711-
তৈয়ব-01871160190-

# #মাহফিল #রাঙ্গুনিয়া #সভা #নিউজ

মরিয়ম নগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ----------------------------------------রাঙ্গুনিয়া উপজেল...
23/07/2025

মরিয়ম নগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান
----------------------------------------
রাঙ্গুনিয়া উপজেলা'র মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার( ২৩ জুলাই) সকাল ১০টায় স্কুল মিলনায়তনে স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ করিম উদ্দীন হাছানের সভাপতিত্বে ও স্কুল পরিচালনা পরিষদের মহাসচিব আজিম উদ্দীন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ এস এম কাউসার, উদ্ধোধক ছিলেন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান এর মহাসচিব মুহাম্মদ এমরান হোসাইন। প্রধান আলোচক ছিলেন কুয়াইশ বুড়িশ্চর শেখ মুহাম্মদ সিটি কর্পোরেশন কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান অধ্যাপক আহমদ শাহ আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ আবু তৈয়ব, মুহাম্মদ আলী হোসাইন, সার্জেন্ট (অব) মুহাম্মদ আনোয়ার হোসেন, সাংবাদিক মুহাম্মদ ইলিয়াস তালুকদার, মুহাম্মদ মোজাহেদুল ইসলাম, মুহাম্মদ মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ এস এম কাউসার শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক এবং অভিভাবকের যৌথ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। এবং স্কুলের প্রথম ক্লাস পবিত্র কোরআন শিক্ষার মাধ্যমে শুরু করার ভূয়সী প্রশংসা করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালক মুহাম্মদ নাছের উদ্দীন, মুহাম্মদ আবু বক্কর, হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ আলাউদ্দিন রেজা, মুহাম্মদ রবিউল মোস্তফা রাফি। শিক্ষক-শিক্ষিকার মধ্যে উপস্থিত ছিলেন আলমু আকতার আনিকা, রাশেদা আহমেদ, আছিয়া আকতার, হাফেজ মুহাম্মদ সায়মন, হাফেজ মুহাম্মদ ইরফান উদ্দিন, মুহাম্মদ আলাউদ্দিন ইসলাম, জান্নাতুল নাঈম, শাহনাজ আকতার, সোহানা আফাজ প্রমূখ।

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম
নিউজ রাঙ্গুনিয়া-

23/07/2025
23/07/2025

#শিলক ২০২৫ সালে এসএসসি পরিক্ষায় কৃতি শিক্ষার্থী ও (A+) পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা_______________________

#শিক্ষা #সংবর্ধনা #সংগঠন #সরফভাটা

 #রাজঘাটা ইমাম হোসাইনী(রাঃ) কাফেলা'র উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল- #রিপোর্ট- মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া-...
23/07/2025

#রাজঘাটা ইমাম হোসাইনী(রাঃ) কাফেলা'র উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল-

#রিপোর্ট- মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম
নিউজ রাঙ্গুনিয়া-

#রাঙ্গুনিয়া উপজেলা'র রাজানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড রাজঘাটা ইমাম হোসাইনী(রাঃ) কাফেলা'র ব্যবস্থাপনায় পবিত্র শোহাদায়ে কারবালা'র স্মরণে আজিমুশশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

#মঙ্গলবার ( ২২ জুলাই) সন্ধ্যায় রাজঘাটা বাইতুল করম জামে মসজিদে রাজানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ও রাজঘাটা ইমাম হোসাইনী(রাঃ) কাফেলা'র সভাপতি মুহাম্মদ ইউনুচ মিয়া'র সভাপতিত্বে ও রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটির সহ-দাওয়াতে খায়র সম্পাদক ইমাম হোসাইনী(রাঃ) কাফেলা'র ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রশিদ'র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

#অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী, উদ্বোধক ছিলেন রাজঘাটা বাইতুল করম জামে মসজিদের মতোয়াল্লী মুহাম্মদ দিদারুল আলম তালুকদার, প্রধান ওয়ায়েজ ছিলেন আনোয়ারা সৈয়দবাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা মুজাম্মেলুল হক আলকাদেরী, প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা আহমদুল্লাহ ফোরকান খান আলকাদেরী।

#বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ, উপজেলা উত্তর গাউসিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক ইলিয়াস চৌধুরী, রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহেদুল আলম তালুকদার।

#সুন্নী সম্মেললে বিশেষ ওয়ায়েজ ছিলেন মাওলানা সাদেক হোসাইন আলকাদেরী, মাওলানা মতিউর রহমান আলকাদেরী, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, রাজঘাটা ইমাম হোসাইন (রা) কাফেলা'র সাবেক সভাপতি আবুল কালাম, হাফেজ ইব্রাহিম, হাফেজ ইউনুচ আলী, মাওলানা আব্দুল আজিজসহ রাজঘাটা ইমাম হোসাইনী(রাঃ) কাফেলা'র সদস্য ও এলাকার মুরুব্বিরা উপস্থিত ছিলেন।

23/07/2025

🔴Live/ সম্প্রচার
রাঙ্গুনিয়া মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Rangunia / নিউজ রাঙ্গুনিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Rangunia / নিউজ রাঙ্গুনিয়া:

Share

Category