13/10/2025
রাঙ্গুনিয়ায় শায়েরে রাসূল (দ.) হযরত হাসান বিন সাবিত (র.) স্মরণে ফাতেহা-এ-ইয়াজদাহুম ও জিকিরে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত
--------------------------------------------
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের কাজী পাড়া তৈয়্যবিয়া রহমানিয়া আহমাদিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মহান শায়েরে রাসূল (দ.) হযরত হাসান বিন সাবিত (র.) স্মরণে ফাতেহা-এ-ইয়াজদাহুম ও মরহুম কবরবাসীদের ইসালে সওয়াব উপলক্ষে আজিমুশশান "জিকিরে মোস্তফা ও জিকিরে আউলিয়া মাহফিল" অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ অক্টোবর) বাদে মাগরিব থেকে শুরু হওয়া এ মাহফিলে পবিত্র দরুদ ও জিকিরে মুখরিত হয়ে ওঠে পুরো মসজিদ প্রাঙ্গণ।
মাহফিলে উপস্থিত ছিলেন শায়ের মোহাম্মদ তানভীর হোসেন তারেক, পায়ের হাফেজ মাহমুদ আরিফুল ইহসান, শায়ের আশরাফুল সুমন কাদেরী, পায়ের হাফেজ মোহাম্মদ ঈদুল আলম ও শায়ের মোহাম্মদ আলভী কাদেরীসহ এলাকার আলেম-ওলামা, যুবসমাজ ও বিপুল সংখ্যক মুসল্লি।
আয়োজনটি পরিচালনা করেন "হিলফুল ফুযুল সংগঠন, এলাকাবাসী ও প্রবাসীবৃন্দ।
সার্বিক সহযোগিতা প্রদান করে (KGN) খাজা গরীব-এ-নাওয়াজ ফাউন্ডেশন, শিলক, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
✍️ Mohammad Tayabul Islam